Fowzia Newaz

Fowzia Newaz Fowzia Newaz is ready to give you full computer skill development and freelancing service.

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো🤔🤔আপনি ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী এটা সত্যিই অনেক ভালো সিদ্ধান্ত। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং অনেক ...
04/03/2023

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো🤔🤔
আপনি ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী এটা সত্যিই অনেক ভালো সিদ্ধান্ত। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং অনেক চাহিদা সম্পন্ন একটি কাজ। এই কাজ নিজের সময় মত যেকোনো স্থান থেকে করা যায় বলে এটি একটি মুক্ত পেশা নামে পরিচিত।
ফিল্যান্সিং মুক্ত পেশা। এর অনেক গুলো সেক্টর রয়েছে। যেমন,
১। ডিজিটাল মার্কেটিং

২। গ্রাফিক্স ডিজাইন

৩। ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট

৪। এপ ডেভলপমেন্ট

৫। কন্টেন্ট রাইটিং সহ আরো অনেক।

এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটি শিখতে চান এবং কোন বিষয়ের উপরে ফ্রিল্যান্সিং শিখতে চান। ফ্রিল্যান্সিং শিখতে কোনো যেহেতু কোনো সার্টিফিকেটের দরকার হয়না সেহেতু আপনি যেকোনো আইটি ইন্সটিটিউট থেকেই শিখতে পারেন। আমি নিজেও ফ্রিল্যান্সিং শিখছি একটি আইটি ইন্সটিটিউট থেকে যেখানে অভিজ্ঞ মেন্টর প্রতিটা খুঁটিনাটি বিষয় শিখিয়ে দেন। এবং আরেকটি কথা না বললেই নয়, ফ্রিল্যান্সিং শুধু শিখলেই হয়না, মার্কেটপ্লেস থেকে কিভাবে আয় করতে হয় সেই নিয়ম ও জানতে হয়। বর্তমান সময়ে অনেক ইন্সটিটিউটই শিখিয়ে থাকেন কিন্তু মার্কেটপ্লেস বুঝিয়ে দেন না ঠিক মত এবং ফলশ্রুতিতে আয় করতে পারেন না অনেকেই।

আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হয়ে থাকেন তবে আমি বলতে পারি আইটি ইন্সটিটিউট থেকে সব থেকে ভালো ভাবে ফ্রিল্যান্সিং শিখে মার্কেটপ্লেস বুঝে আপনি আয় করতে পারবেন আনলিমিটেড,
এবং আপনি চাইলে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবেও গ্রহণ করতে পারেন🥰🥰
কোন বিষয়ে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন আমাকে জানাবেন আমি যদি সাহায্য করতে পারি তাহলে আপনাকে অবশ্যই সাহায্য করবো।

👉এইচএসসি  পরীক্ষা তো শেষ হয়েছে 😳প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন কিছু করার কথা চিন্তা করছেন>⁉️⏰ সময় এসেছে--"নিজেকে পরিবর্তন ক...
09/02/2023

👉এইচএসসি পরীক্ষা তো শেষ হয়েছে 😳

প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন কিছু করার কথা চিন্তা করছেন>⁉️

⏰ সময় এসেছে--"নিজেকে পরিবর্তন করার"।
💫 "Change is not an Option only, Change is Mandatory".

আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। কিন্তু অনেকেই জানিনা ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়--⁉️

📝 ফ্রিল্যান্সিং করে ভালো ক্যারিয়ার গড়া যায় কি ❓
📝 ফ্রিল্যান্সিং করে লংটাইম ইনকাম করতে পারব কি ❓
📝 ফ্রিল্যান্সিং করে কত % ইনকাম নিশ্চিত ❓
📝 ফ্রিল্যান্সিং করতে হলে দৈনিক কত ঘন্টা সময় দিতে হয় ❓
📝 ফ্রিল্যান্সিং এ কোন সেক্টর নিয়ে কাজ করলে তাড়াতাড়ি ইনকাম করা যায় ❓

এইসব প্রশ্নের উত্তর এবং সঠিক গাইডলাইন পেতে চাইলে চলে আসুন আমাদের ফ্রি সেমিনারে।।।👍

💌💌ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোন তথ্য জানতে সরাসরি মেসেজ করুন।

Freelancing career 📲🖥💻মাত্র পনেরো (💵১৫)-বিশ(২০💵) হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ...
06/02/2023

Freelancing career 📲🖥💻
মাত্র পনেরো (💵১৫)-বিশ(২০💵) হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন! তাও চাকরি অনিশ্চিত😔!
আর বিজনেস📲/অনলাইন📲/ ফ্রিল্যান্সিং📲/আউটসোর্সিং📲 এর জন্য মাত্র কিছু টাকা দিয়ে কোর্স করতে এত আপত্তি🙂! ইনকাম নিশ্চিত থাকা স্ব‌ত্তেও🙂? ফ্রি তে কখ‌নো দক্ষতা অর্জন করা যায়না❌।
💁 আর সবচাইতে পারফেক্ট ইনকামের পদ্ধতি মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং💻 আমি মনে করি।"কারণ"🤔 মেয়েদের অনেক প্রবলেম থাকে। উদাহরণস্বরূপ- কেউ হাউজ ওয়াইফ,কারো ফ্যামিলি আবার মেয়েদের বাসার বাহিরে গিয়ে চাকরি করাটা অন্যভাবে দেখে, কেউ আবার এত এত পড়াশোনা করে বেকার হয়ে বসে আছে।তারা এই স্বাধীন পেশা যেটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে কাজ করতে পারে 😍।
💫আসুন নিজেকে যোগ্য করে তুলি Skill develop করি😍😍,,, ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে ইনকাম নিশ্চিত করি✅।
,
🥰 নতুন এক‌টি সিন্ধান্ত নি‌য়ে চলুন
বসে না থে‌কে শেখা শুরু করি🥰,,

আর আমার এই পোস্টটা হয়তো আপনার জীবন বদলে দিতে পারবে না কিন্তু জীবন বদলানোর একধাপ এগিয়ে যেতে পারেন 🙂🙂


সম্পূর্ণ করে ফেললাম সাক্সেস বিজ ফ্যামেলির পক্ষ থেকে আয়োজিত ৩ তারিখ গ্রান্ড সেলিব্রিটি প্রোগ্রাম।আসলেই আমার খুব ভালো লাগছ...
04/02/2023

সম্পূর্ণ করে ফেললাম সাক্সেস বিজ ফ্যামেলির পক্ষ থেকে আয়োজিত ৩ তারিখ গ্রান্ড সেলিব্রিটি প্রোগ্রাম।
আসলেই আমার খুব ভালো লাগছে যে আমি যেই প্রতিষ্ঠানটিকে বিশ্বাস করে তাদের সাথে যুক্ত হয়েছিলাম।

এমন একটা ফ্যামিলির সাথে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।

ধন্যবাদ জানাই Priyanka Sharma আপু আর Farjana Akter Irin মেম কে যার হাত ধরে আমার এই সাক্সেস বিজ ফ্যামেলি তে আসা, মেম এর মতো একটা লিডার পেয়ে আমি খুবই লাখি । ❤️‍🩹❤️‍🩹সবাই দুয়া করবেন যেন next programme এ নিজেকে সেলিব্রিটি হিসেবে আনতে পারি।👑👑👑👑

ক্যারিয়ার হোক ফ্রিল্যান্সিং এ!!👉সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ঘরে বসে ইনকাম, পার্ট টাইম কাজ, সেমিনার, অনলাইন কাজ, এরকম অনেক...
03/02/2023

ক্যারিয়ার হোক ফ্রিল্যান্সিং এ!!

👉সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ঘরে বসে ইনকাম, পার্ট টাইম কাজ, সেমিনার, অনলাইন কাজ, এরকম অনেকগুলো অফার ঘুরাঘুরি করে। যার কারনে আজকাল অনলাইনে কিছুর উপর বিশ্বাস করে উঠা দুরূহ।আমার এই কনটেন্ট পড়ে আপনারও এ ধরনের অফার মনে হতেই পারে।

💯সত্য মিথ্যা, ভাল খারাপ, ১০০% যাচাই করার জন্য আমাদের ০৪.০২.২৩ তারিখের ফ্রি ক্লাসের আয়োজন। যেখানে জানতে পারছেন ফ্রিল্যান্সিং নিয়ে এ টু জেড।

"মান যাচাই করা আপনার অধিকার, মান ধরে রাখা আমাদের দায়িত্ব"

💁‍♀️ ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করে দ্রুত আসন নিশ্চিত করুন আর জেনে নিন বিস্তারিত।
ধন্যবাদ।

16/11/2022

ফ্রিল্যান্সিং করতে দৈনিক কত ঘন্টা টাইম দিতে হবে ?

কতক্ষণ টাইম দিতে হবে সেটি ডিপেন্ড করে আপনি কোন স্টেজে আছেন সেটার উপর । যেমন :
আপনি কি ফ্রিল্যান্সিং শিখছেন ?
নকি শিখা শেষ এখন ফ্রিল্যান্সিং কাজ করছেন ?
আপনি কি সহজ কাজ দিয়ে ফ্রিল্যান্সিং করবেন নাকি কঠিন কাজ দিয়ে ?
আপনি কি কোন বায়ারের স্থায়ী চাকরী করেন ?
আপনার কি এজেন্সী আছে বা টীম নিয়ে কাজ করেন ?

১. যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি প্রথম ৩ মাস শুধুমাত্র শিখার জন্য সময় দিতে হবে । যত বেশী সম্ভব সময় দিন । স্টূডেন্ট / চাকরীজীবী বা গৃহিণী হলে দৈনিক কমপক্ষে ৫/৬ ঘন্টা আর সম্পূর্ণ বেকার হলে দৈনিক ১০/১২ ঘন্টা করে সময় দিন । যখন আপনি ফ্রিল্যান্সিং শিখা শুরু করবেন তখন মনে করবেন আপনি একটি চাকরী পেয়েছেন এবং সেই চাকরীতে কাজ হল শিখা, শুধুই শিখা । ৩ মাস এইভাবে সময় দিয়ে যখন আপনি শিখে ফেলবেন তখন আর কষ্ট নাই । শিখার পর আপনি চাইলে দিনে ২ ঘন্টা কাজ করেন আবার চাইলে ২৪ ঘন্টা কাজ করেন এটা আপনার ব্যাপার । যত বেশী কাজ তত বেশী টাকা ।

২. আপনি যদি সহজ কাজগুলো করেন তাহলে দিনে ৩/৪ ঘন্টা সময় দিলে ২০/৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন । আর যদি কঠিন কাজগুলো শিখেন তাহলে একই সময় দিয়ে অর্থাৎ দিনে ৩/৪ ঘন্টা সময় দিয়ে মাসে ৭০/৮০ হাজার প্লাস ইনকাম করা যাবে । সময় বেশী দিলে ইনকাম আরো বেশী হবে ।

৩. যদি কোন বায়ারের সাথে স্থায়ীভাবে চাকরী করেন তাহলে ৫ ঘন্টা কাজ করলে আনুমনিক মাসে ৭০/৮০ হাজার টাকা এবং ডেইলি ৮ ঘন্টা কাজ করলে এক লাখ ২০/৩০ হাজার টাকা বেতন পাওয়া যায় ।

৪. অনেক অভিজ্ঞ হওয়ার পর যখন আপনি একটা টীম নিয়ে কাজ করবেন অর্থাৎ ৩/৪ জন এমপ্লয়ী নিয়োগ দিয়ে কাজ করবেন তখন অনেক রিলাক্সড থাকতে পারবেন । আপনি জাষ্ট কাজ নিবেন এবং কাজ জমা দিবেন অর্থাৎ শুধুমাত্র বায়ার ম্যানেজম্যান্ট করবেন আর কাজ করবে আপনার এমপ্লয়ীরা । আর তারা কাজ করার সময় আপনি গাইড করবেন । এই লেভেলে গেলে প্রতিদিন জাষ্ট ২/৩ ঘন্টা সময় দিয়েই মাসে ৫/১০ লাখ টাকা ইনকাম করা যায় ।

ফ্রিল্যান্সিং এ প্রথম দিকে বেশী সময় দিতে হয় কিন্তু ইনকাম কম আসে । কিন্তু অভিজ্ঞ হওয়ার পর সময় কম দিলে চলবে কিন্তু ইনকাম হবে অনেক বেশী ।

ধন্যবাদ

28/10/2022

Good news🎉
সম্মানিত স্টুডেন্ট এবং সকল সকল পেশার
ভাই বোন দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল 31.10.22 ইং 🕘 দুপুর 2.45pm মিনিটে আপনাদের জন্য
Success Biz Family 💻 পক্ষ থেকে ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে একটি ফ্রী zoom সেমিনারের আয়োজন করা হয়েছে। এই সেমিনারের থাকলে আপনি জানতে পারবেন। 👇👇🌿
💢ফ্রিল্যান্সিং কি? 🤔
💢ফ্রিল্যান্সিং কেন করব? 🤔
💢ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায়? 🤔
💢কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো? 🤔
💢মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? 🤔
💢ফ্রিল্যান্সিং এ কি কি প্রয়োজন হবে? 🤔
এইসব বিস্তারিত প্রশ্নের উত্তর সেমিনারের মধ্যে থাকলে জানতে পারবেন। 🌿
সেমিনারে থাকার জন্য এবং বিস্তারিত জানতে আমার ইনবক্সে যোগাযোগ করুন।✏

04/10/2022

💆সরকারি চাকরি যদি সোনার হরিণ হয়,,তাহলে ফ্রিল্যান্সিং হলো সোনার বাঘ...।🙀
ফ্রিল্যান্সিং করতে কোনো নির্দিষ্ট বয়স লাগে না।
অতিরিক্ত মেধাবী হওয়া লাগে না।
প্রয়োজন শুধু নিজের দক্ষতা,, নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রম।।✊

ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহীরা যোগাযোগ করুন সাথে রয়েছে আমাদের সাথে ইনকাম করার সুযোগ🤷‍♀️

গত ২৭/০৮/২০২২ ইং Level - 1 এর Final Exam দিয়েছিলাম। আজকে তার রেজাল্ট পেয়েছি।  আলহামদুলিল্লাহ্‌ 🥰। Level 1 পাস করে Leve...
01/09/2022

গত ২৭/০৮/২০২২ ইং Level - 1 এর Final Exam দিয়েছিলাম। আজকে তার রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ্‌ 🥰। Level 1 পাস করে Level 2 তে উত্তির্ন হলাম। ৭৮/১০০ মার্কস পেয়েছি। ধন্যবাদ জানাচ্ছি এর সকল Instructor এবং এর সকল Leader-কে। সকলে আমার জন্য দোয়া করবেন যেনো আরো ভালো ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। freelancing শেখার যে সপ্ন নিয়ে জইন হয়েছি সেই সপ্ন জেন বাস্তবায়ন হয়।

Fowzia Newaz
Student I'd:- 56774

 #ফ্রিল্যান্সিং_ক্যারিয়ারে_আপনাকে স্বাগতম 🌹👨‍👩‍👦‍👦👍চাকুরীজিবী, ছাত্র, প্রবাসী কিংবা যে কোন পেশার হোক,যারা ফ্রিল্যান্সিং...
29/08/2022

#ফ্রিল্যান্সিং_ক্যারিয়ারে_আপনাকে স্বাগতম 🌹

👨‍👩‍👦‍👦👍চাকুরীজিবী, ছাত্র, প্রবাসী কিংবা যে কোন পেশার হোক,যারা ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে বাড়তি ইনকাম করতে চান, তারা অবশ্যই ফ্রিল্যান্সিং প্লাটফর্ম থেকে বাড়তি ইনকাম করতে পারেন,এটি সম্পূর্ণ স্বাধীন পেশা। সে সাথে সাথে আপনার ক্যারিয়ার ও গঠন করতে পারবেন। সেটি নির্ভর করে আপনার লক্ষ্যের উপর।

💻 আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে সর্ব সাধারণের অবগতির জন্য ফ্রি সেমিনারের আয়োজন করছি।

👨‍🏫 যারা এই ধরনের মুক্ত পেশাই গড়ে উঠার ইচ্ছুক তারা চাইলে ফ্রি সেমিনার টি করে ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

💻 আমরা ফ্রিল্যান্সিং শেখানোর পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে ইনকাম এর সুযোগ দিচ্ছি।🌺

🤔বিস্তারিত জানার জন্য আমাদের রেজিস্ট্রেশন ফরম ফিলাপ করে সেমিনারের জন্য আপনার আসনটি নিশ্চিত করতে পারেন। ✌️

আমদের সেমিনার টি অনুষ্ঠিত হবে আগামী
৩১ ই আগষ্ট ২০২২ তারিখ (বুধবার )
বেলায়ঃ ৩ঃ০০ টায়।

সেমিনার টি হবে জুম এপস এর মাধ্যমে।

সেমিনার আয়োজক।

#সাকসেস_বিজ_ফ্যামিলি।

আমাদের ঠিকানাঃ
সাকসেস বিজ ফ্যামেলি
কাজীর ডেউড়ি,ভিআপি টাওয়ার(৩য় তলা)
কোতোয়ালি, ৪০০০
চট্রগ্রাম

ধন্যবাদ

20/08/2022
অনলাইনে বলেন অফলাইনে বলেন। কোনো অংশে কম নয় নারীরা। দেশের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে ও এগিয়ে যাচ্ছে নারীরা ঘরে বসে ফ্রিল্য...
12/08/2022

অনলাইনে বলেন অফলাইনে বলেন। কোনো অংশে কম নয় নারীরা। দেশের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে ও এগিয়ে যাচ্ছে নারীরা

ঘরে বসে ফ্রিল্যান্সিং এর মত পেশায় ভাল আয় করছে দেশের নারী ফ্রিল্যান্সারার ও।💪

এতে তারা এক দিকে স্বাবলম্বী হচ্ছে।অন্য দিকে পরিবারের পাশে দাঁড়াতে পারছে।💯

অনেক ক্ষেত্রে, দেখা যায় পরিবারের জন্য বাইরে কাজ করা কঠিন হয়ে পড়ে। পরবর্তিতে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়।👈

তাই নারীদের জন্য খুব বেশি দরকার ফ্রিল্যান্সিং করার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়া।✌️

একদিকে যেমন নিজের বাসায় বসে কাজ করতে পারবে। তেমনিভাবে নিজের নিরাপত্তা নিয়ে ও ভাবতে হবে না।বরং নিজের পরিবারকে অধিক সময় দিতে পারছে।💯

সব নারীকে উৎসাহিত করবো। ফ্রিল্যান্সিং পেশায় এগিয়ে আসার জন্য।

আমরা নারী আমরা সব পারি।💪

Content writing!! ✍️Content writing কি এই বিষয়ে ভালো করে জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে কন্টেন্ট মানে কি সেই সম্পর্ক...
26/07/2022

Content writing!! ✍️

Content writing কি এই বিষয়ে ভালো করে জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে কন্টেন্ট মানে কি সেই সম্পর্কে। এখানে বাংলাতে কন্টেন্ট এর মানে হলো বিষয়বস্তু।

👉 সহজ ভাবে বললে, যখন আপনি সম্পূর্ন নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবহার করে একটি আর্টিকেল লিখলে তখন সেটাকে কন্টেন্ট বলা যায়।

মনে করুন, আপনি একটি মোবাইলে ভিডিও রেকর্ড করে সেখানে কিছু তথ্য যুক্ত করে সুন্দর করে এডিট করলেন,তখন এই সম্পূর্ন ভিডিওকে একটি ভিডিও কন্টেন্ট বলতে পারবেন।

মনে রাখবেন কন্টেন্ট মানে শুধু লেখা (writing) এর মাধ্যমে তৈরি করা বিষয়বস্তু কে বলা হয় না।

সাধরণত কন্টেন্ট বলতে আমরা ৪ ধরনের বিষয়ে বুঝে থাকি। 👇

👉 Audio content: শব্দ বা ভয়েসের মাধ্যমে মাধ্যমে রেকার্ড করা কন্টেন্ট। যেমন, FM, podcast ইত্যাদি

👉 Text/Writing content: যে কন্টেন্ট গুলো লেখার মাধ্যমে তৈরি করা হয় সেগুলোকে টেক্সট/লেখা কন্টেন্ট বলে। যেমন, আর্টিকেল এবং বই ইত্যাদি।

👉 Image content: বিভিন্ন ধরনের ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তু গুলোকে ইমেজ কন্টেন্ট বলা হয়। যেমন- Graphic, logo, template ইত্যাদি।

👉 Video content: বিভিন্ন ধরনের ভিডিও এক সাথে যুক্ত করে যে কন্টেন্ট গুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় ভিডিও কন্টেন্ট। যেমন – YouTube video, movies, web series ইত্যাদি।

আশাকরি কন্টেন্ট কি সেটা সহজে বুঝতে পেরেছেন। তাহালে চলুন এবার নিচে থেকে জেনে আসি “কন্টেন্ট রাইটিং কি” সেই সম্পর্কে।

কন্টেন্ট রাইটিং কি? 🤔

কন্টেন্ট রাইটিং মানে হলো যেকোনো একটি বিষয়কে লেখনের মাধ্যমে সম্পূর্ন নিজের মতো করে তৈরি করা। সহজ ভাবে বললে, কন্টেন্ট রাইটিং মানে হলো এমন একটি লেখন যেখানে একাধিক বিষয়ের উপর তথ্য প্রদান করা হয়।

✍️এই লেখন গুলো বিভিন্ন বিষয়ের উপর হতে পারে। যেমন- ব্লগ আর্টিকেল, ষ্টোরি, পার্সোনাল রিভিউ, প্রডাক্ট প্রমোশন রিভিউ ইত্যাদি। Content Writing মূলত একটি বিষয়ের উপর কীওয়ার্ড (keyword) রিসার্চ করে লেখা হয়।

💁‍♀️তাছাড়া আপনি কন্টেন্ট রাইটিং এর কাজ গুলো নিজের ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন।

আশাকরি, কন্টেন্ট রাইটিং কি সেটা বুঝিয়ে বলতে পেরেছি।👩‍🏫

03/07/2022

💠ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন
♻️সূচনাঃ
বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন।
🔹এখানে আপনার শুধু দরকার একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। ফ্রিল্যান্সিং (Freelancing) ও আউটসোর্সিং (Outsourcing) এর আওতা অনেক বড়। ফটো এডিটিং (Photo Editing) থেকে শুরু করে ভিডিও বানানো, এডিট করা (Video Editing) সহ গ্রাফিক্স ডিজাইনের সকল বিভাগই এর আওতাভুক্ত। এছাড়া ওয়েব ডিজাইন (Web design), কোডিং (Coding), এনিমেশন তৈরি (Animation Making), ব্লগিং (Blogging) সহ অনেক কাজ আপনি এখানে পেয়ে যাবেন।
যাহোক, এ বিষয়ক সব কিছুই আমরা এই আর্টিকেলটিতে তুলে ধরবো। এখানে আমাদের আলোচ্য বিষয় ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং ক্যারিয়ার গাইডলাইন। তো দেরি না করে চলুন শুরু করা যাক।
🔹ফ্রিল্যান্সিং কি? (What Is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।
দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।
♻️সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।
এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।
☯️এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

ফ্রিল্যান্সিং কথাটির সাথে আমরা সবাই-ই কম বেশী পরিচিত। অধিকাংশেরই এ বিষয়ে খুব জ্ঞান না থাকলেও সাধারণ একটা ধারণা আছে।আপনি ...
02/07/2022

ফ্রিল্যান্সিং কথাটির সাথে আমরা সবাই-ই কম বেশী পরিচিত। অধিকাংশেরই এ বিষয়ে খুব জ্ঞান না থাকলেও সাধারণ একটা ধারণা আছে।
আপনি যদি চাকরি না পেয়ে থাকেন অথবা ছাত্র হয়ে থাকেন তাহলে লেখা পড়ার পাশাপাশি অনলাইন থেকে আয় করতে পারেন।
ফ্রিল্যান্সিং অর্থ মুক্ত পেশা।অর্থাৎ আমরা সহজ ভাবেই বুঝতে পারি এ পেশায় স্বাধীনতা রয়েছে। বর্তমানে ফ্রিল্যান্সিং অধিক জনপ্রিয়তা পাওয়ার কারণ কাজের স্বাধীনতা। এই কাজের জন্য অফিসে গিয়ে ৯-৫টা অব্দি কাজ করার প্রয়োজন হয় না।চাইলে ঘরে বসে সুবিধা মতো সময় নির্ধারণ করে কাজ করা যেতে পারে।সে সঙ্গে রয়েছে বাড়তি উপার্জনের সুযোগ।এ সেক্টরে অনেক ফিল্ড আছে,আপনার ব্যাকগ্রাউন্ড, স্কিল, ইন্টারেস্ট যে ফিল্ডের সাথে মিলে যায় সেটা নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন।
যে কেউ তার দক্ষতা এবং পছন্দ অনুযায়ী কাজ বেছে নিয়ে কাজ করতে পারেন।আরেকটা অনেক বড় এভারেস্ট হলো আপনি যদি বুঝে শুনে কাজ করতে পারেন তবে আপনার উপার্জনের জন্য ভিন্ন কোনো চিন্তা করতে হবে না।

Address

Mymensingh
2100

Telephone

+8801325541715

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fowzia Newaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fowzia Newaz:

Videos

Share