04/03/2023
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো🤔🤔
আপনি ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী এটা সত্যিই অনেক ভালো সিদ্ধান্ত। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং অনেক চাহিদা সম্পন্ন একটি কাজ। এই কাজ নিজের সময় মত যেকোনো স্থান থেকে করা যায় বলে এটি একটি মুক্ত পেশা নামে পরিচিত।
ফিল্যান্সিং মুক্ত পেশা। এর অনেক গুলো সেক্টর রয়েছে। যেমন,
১। ডিজিটাল মার্কেটিং
২। গ্রাফিক্স ডিজাইন
৩। ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট
৪। এপ ডেভলপমেন্ট
৫। কন্টেন্ট রাইটিং সহ আরো অনেক।
এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটি শিখতে চান এবং কোন বিষয়ের উপরে ফ্রিল্যান্সিং শিখতে চান। ফ্রিল্যান্সিং শিখতে কোনো যেহেতু কোনো সার্টিফিকেটের দরকার হয়না সেহেতু আপনি যেকোনো আইটি ইন্সটিটিউট থেকেই শিখতে পারেন। আমি নিজেও ফ্রিল্যান্সিং শিখছি একটি আইটি ইন্সটিটিউট থেকে যেখানে অভিজ্ঞ মেন্টর প্রতিটা খুঁটিনাটি বিষয় শিখিয়ে দেন। এবং আরেকটি কথা না বললেই নয়, ফ্রিল্যান্সিং শুধু শিখলেই হয়না, মার্কেটপ্লেস থেকে কিভাবে আয় করতে হয় সেই নিয়ম ও জানতে হয়। বর্তমান সময়ে অনেক ইন্সটিটিউটই শিখিয়ে থাকেন কিন্তু মার্কেটপ্লেস বুঝিয়ে দেন না ঠিক মত এবং ফলশ্রুতিতে আয় করতে পারেন না অনেকেই।
আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হয়ে থাকেন তবে আমি বলতে পারি আইটি ইন্সটিটিউট থেকে সব থেকে ভালো ভাবে ফ্রিল্যান্সিং শিখে মার্কেটপ্লেস বুঝে আপনি আয় করতে পারবেন আনলিমিটেড,
এবং আপনি চাইলে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবেও গ্রহণ করতে পারেন🥰🥰
কোন বিষয়ে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন আমাকে জানাবেন আমি যদি সাহায্য করতে পারি তাহলে আপনাকে অবশ্যই সাহায্য করবো।