Untold Story

Untold Story শেষ কথা √

15/04/2024

এতো কেন!!!!🫣😇😇😇

21/03/2024

আমারেও নাহ!!!🤦‍♂️

20/03/2024

আমারও নাই, মোটেও নাই!!😎

18/03/2024

তোমাকে Online দেখলে মনে হয় অন্য কারোর সাথে Chat করছো, আবার Offline দেখলে মনে হয় কারোর সাথে Call এ কথা বলছো, এবার আমি কি করবো!🙂

18/03/2024

~ ছেলেদের পাঞ্জাবি গিফট করলে, মেয়েদের সৌন্দর্য বাড়ে.!🙂🫣

16/02/2024

ওরে বাটপার!!! 🥴🥴🤣

09/01/2024

নোংরা ভালোবাসা,,, reall,,,,
আমি ছেলে হয়ে আজ মেয়েদের পক্ষ নিয়ে কিছু লিখলাম।
ছেলে :জান,,চলো আজ একটু পার্কে দেখা করি।
মেয়ে : আজ ত সময় নেই কালকে আসি।
ছেলে: তুমি আমাকে ভালোবাসো না❔
মেয়ে : ভালোবাসি ত জান।
ছেলে: তাহলে আজ দেখা করবা।
মেয়ে: নিরুপায়,,,, টিক আছে।
ছেলে:চলো ঐ দিকটাই বসি।
মেয়ে: কেনো এইখানে বসি।
ছেলে: আমার পরিচিত লোক আছে এখানে।
মেয়ে: টিক আছে।
ছেলে: তুমি আমকে কতটুকু ভালোবাসো❔
মেয়ে: অনেক বেশি।
ছেলে: তার প্রমান কি ❔
মেয়ে: যা চাও তাই পাবে।
ছেলে: আমরা ত বিয়ে করব।
মেয়ে: হুম কেনো❔
ছেলে: তাহলে তোমাকে একটু আদর করি।
মেয়ে:না জান,,,
ছেলে: দেখছো তুমি আমাকে ভালোবাসো না।
মেয়ে:( কি করবে বুঝে না) টিক আছে জান।
ছেলে: আদরের নামে নষ্টামি করলো।
ছেলে: জান,, আমার বন্ধুর বাসা খালি।
মেয়ে:কি হয়েছে,,
ছেলে: চলো তোমাকে একটু আদর করি।
মেয়ে:বাসায় আম্মু বের হলে বকবে।
ছেলে: বলো প্রাইবেট আছে।
মেয়ে: চলে আসলো,,,,( চাষীর প্লাটে)
ঐ দিকে ছেলের ক্যামেরা পিটিং শেষ,,,,
ছেলে: কাছে আসো,,,
মেয়ে: টিক আছে,,,
দুইজনের মিলন রেকডিং হয়ে গেলো,,ঐ দিকে মেয়ে জানতেও পারল না,,
ছেলে: জান,,,চলে আসো চাষীর ফ্লাটে,,পার্কে কোথাও,,,,
মেয়ে: বার বার পারব না,,,
ছেলে: তোমার video internet এ দিয়ে দিব শুরু হলো Blackmail,,
মেয়ে: সমাজ থেকে বাঁচতে বার বার প্রেমিক নামক ঘাতকের কাছে বার বার যাচ্ছে।
মেয়ে: আমি মা হতে চলেছি,,
ছেলে: তোমার নষ্টামির বাচ্চার বাবা কে হবে,,,কয়জনের সাথে রাত কাঁটাইছো❔
মেয়ে: কি বলছো,,,কান্নাই ভেঙে পড়ে,,,
অবরশন করলো ৩,,, থেকে ৪,, পাঁচ মাসের সন্তানকে,,
মা কোনো ডাস্টবিনে পেলে দিল,,,রাস্তার কুকুর ছোট ব্রুন সন্তান কে কামরে খেলো,,,,
এর নাম ভালোবাসা,,, ❔
না,, এর নাম ধোকা,,,
সব ছেলে এক নয়,,কিন্তু যে ছেলে এমন প্রস্তাব করে সে তোমার যোগ্য নয়,,,,শয়তান গুলো তোমাকে ব্যবহার করবে,,,ভালোবাসার মূল্য দিবে না,,,,সময় থাতে সাবধান,,
আমি ভালোবাসাকে অসম্মান করছি না,,,ধিক্কার জানাই ঐ সব মানুষ কে যারা ভালোবাসার নামে নোংরামি করে,,,,, ভালোবাসা হোক দুটি মনের বেঁচে থাকার আগামী স্বপ্ন,,,,, ভালোবাসা হোক সুখের চাবি,,,,
বি: দ্র: আমার এই পোস্টটি পরে যদি কারো খারাপ লাগে,,,,
তাতে আমার কিছু করার নেই,,,,
আমি পোস্ট টা করছি যাতে কোনো মেয়ে তার ভালোবাসার জন্য অন্যয় আবদার না মানে,,,
,,,কেমন লাগলো জানাবেন,,,,

08/01/2024

দুই দিনের এই দুনিয়ায় কি লাভ এত অর্থ উপার্জন করে,, কি হবে এই টাকা পয়সা দিয়ে,,? দিন শেষে কেন আমরা আবার সেই অর্থে র পিছেই ছুটি,,? একবার ও কি ভেবেছি এখন আমি আছি একটু পরে তো আমি নাও থাকতে পারি,,তো কেন এত হিংসা,, মারামারি,, অন্য কে ঠকানো, কেন আল্লাহ কে ভয় করি না,, কেন তার গোলামি করি না,,? জীবন শেষে কি নিয়ে পারি দিব, আমরা যাই পাই কেন বলি আরো চাই,, পূর্ণ্যতা কি কখনো আসবে না আমাদের জীবনে,?নাকি অপূর্ণ্যতাই থেকে যাবে,, এখনো সময় আছে,আসেন আল্লাহ র ইবাদত করি,,,

08/01/2024

S*x তো আর ছেলে একা করতে পারে না মেয়ের অনুমতি ছাড়া😌
~ ওড়না ছাড়া pic up load দিবা আর কোন ছেলে বাজে Comment করলেই দোষ দিবা 🤐
~ লুচ্চার সাথে Love করে ছ্যাকা খাবা আর বলবা সব ছেলেরাই খারাপ 🙂
~ প্রেম কইরা বেশ্যাদের মতো শরীর বিলিয়ে দিবা আর ছেলেরা break up করলে তারপর বলবে সব ছেলেরাই দেহ পাগল 😉
~ মাঝে মাঝে post করো সব ছেলেরা ছ্যাচরা কারন তোমাকে মেসেজ দিয়ে disturb করে😩আরে তুমি এত ভালো তো unknown ছেলেদের axcept করো কেনো 🙄
~ নারী তুমি মায়ের জাত! নিজের ইজ্জত নিজে রক্ষা করতে শিখো, অহেতুক ভালোবাসার অজুহাতে কোনো ছেলেকে সবটা দিয়ে নিজেকে কলঙ্কিত করো না❤
---অনেকের কাছে কথা গুলো বিষের মত লাগবে! উচিত কথা গুলো আসলেই তেতো হয়....😘
I am sorry..... 🙏☹

24/10/2023

আচ্ছা' যাদের ভালোবাসা পূর্ণতা পায় , তাদের মাঝখানে কি পরিবার বাঁধা হয়ে দাঁড়ায়নি !

পরিবারের অজুহাত ছিলো না ! তাদের মাঝে কি কখনো ঝগড়া হয়নি ! তারা কখনো রাগারাগি করে কি ২/৩ মাস কথা না বলে থাকেনি ! তাদের মাঝে কী বিচ্ছেদ হয়নি !

হুম এসব কিছুই তাদের মাঝে হয়েছে । কিন্তু ওই যে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না ।আসলে সত্যি কারের ভালোবাসলে পরিবারের অজুহাত কিছুই নয় .. !💑💟🥀

22/09/2023
31/08/2023

বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন, মা কোথায়?

হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার পরে আলাদা একটা শান্তি আসে যেটা বলে বোঝানো যাবে না!❤️🌸

28/08/2023

জীবনে কেউ না আসা পর্যন্ত জীবনটা সুন্দর ভাবেই চলে। কিন্তু ওই যে একজন হঠাৎ করে আসবে, ভালোবাসা শেখাবে,ভালোবাসি বলবে,মায়ায় জড়াবে এরপর সবকিছু মি'থ্যে প্রমাণ করে দিয়ে চলে যাবে।

তারপর থেকে আর কিচ্ছু ভালো লাগবেনা।কোন কিছুতে মন বসবে না।পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সব থাকলেও ওই নির্দিষ্ট একজনের শূ'ণ্যতা জীবনে রয়েই যাবে!😊💔

26/08/2023

পরিচিত কারোর মন খারাপ থাকলে বা ডিপ্রেশনে থাকলে তার সাথে কথা বলুন। মন খারাপের কারন জানতে চাইবেন। কিন্তু কারোর সাথে কথা বলার অভ্যাস গড়ে তুলবেন না।
এটা একটা ভয়ংকর নেশা। ড্রাগের নেশার চাইতেও ভয়ংকর। একবার কথা বলার অভ্যাস হয়ে গেলে যখন হুট করে সেটা বন্ধ হয়ে যায় তখন সেখান থেকে বের হয়ে আসাটা সবচাইতে কঠিন কাজ হয়ে পরে।

সেই মানুষটা আমাদের সামনেই থাকে অথচ তার সাথে মন খুলে কথা বলা যায় না। এর চাইতে যন্ত্রণার আর কি হতে পারে?
তার সাথে আমরা দিনের পর দিন কথা না বলে কাটিয়ে দেই। অথচ কি আশ্চর্য! তার "কথা" আমাদের প্রতিদিনই মনে পড়ে।😒🖤

26/08/2023

কাউকে কষ্ট দেওয়ার পর যদি আপনার মন অনুতপ্ত হয়। অপরদিকের মানুষটা কষ্ট পেয়েছে বলে আপনার ভীষন খারাপ লাগে। মানুষটার কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে হয়।

তাহলে বুঝবেন আপনার মনটা অনেক বেশি সুন্দর। আপনার মনটার যত্ন নিবেন!🌸

25/08/2023

মানুষ বদলাইতে কতক্ষন? মানুষ হারাইতে কতক্ষন? বিশ্বাস করেন এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনো পাবেন না! কেন জানেন? আপনার সাথে চলতে চলতে হুট করে একটা মানুষ বদলাবে, হারিয়ে যাবে 'আপনি বুঝতেও পারবেন না! একা আসছেন, একাই যাবেন এবং এটাই চিরন্তন সত্য!🌸

25/08/2023

জীবনে কত মানুষ হারাইলাম,কত বন্ধু গেলো, কত সম্পর্ক পুড়লো,এখন শুধু একটা হাসি দিয়ে সামনে আগাই,কারণ জানি আগামীকালও হয়তো কেউ একজন হারাবে।

হারানোর এই পৃথিবীতে,হারিয়ে যাওয়া কে ভয় পেয়ে কি লাভ!😪💔🌸

25/08/2023

আল্লাহ দিয়েও পরীক্ষা করেন,আবার কেড়েও পরীক্ষা করেন,আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত,যেটা দেন না সেটা হিকমত,যেটা দিয়ে আবার নিয়ে নেন সেটা পরীক্ষা,ধৈর্যের পর যেটা দেন সেটা কুদরত 🌸

সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ 🖤

25/08/2023

ব্যবহারই মানুষের আসল সৌন্দর্য। আপনার ব্যবহার দিয়েই বুঝে ফেলা যাবে আপনি কেমন ধরনের মানুষ, আপনার চিন্তা ভাবনা বা মন-মানসিকতা কেমন। সুন্দর ব্যবহার দিয়ে আপনি শুধু মানুষের মন না, দুনিয়াতেই অনেক সফলতা পেয়ে যাবেন যদি আল্লাহর ইচ্ছা থাকে।

আপনি যা-ই করেন, যতই খারাপ কিছু হোক না কেন নিজের ব্যবহার সব সময় ঠিক রাখবেন। আপনার ব্যবহারই পারে একজন মানুষকে অনেক উপরে তুলতে, আবার আপনার ব্যবহারই পারে একজনকে ছোট করে দিতে। এমনও হতে পারে সেই ব্যক্তিটি আল্লাহর কাছে আপনার থেকে অধিক প্রিয়। কারণ সে কখনো কাউকে মনে কষ্ট দিয়ে, ছোট করে, মুখের ভাষা খারাপ করে কথা বলেনা। সুন্দর ব্যবহার দিয়ে চাইলে আপনি শত্রুর মনও জয় করে নিতে পারবেন।

মানুষ মনে করে সুন্দর চেহারা থাকলে, দামী পোশাক পরলে, সুন্দর সুন্দর ছবি তুললেই সুন্দর হওয়া যায়। আসলে কিন্তু তা নয়। কারণ মানুষের বাহ্যিক সৌন্দর্য চলে যায় কিন্তু থেকে যায় তার কাজ-কর্ম, তার আচার-আচরণ ও সুন্দর ব্যবহার। তাই সবার আগে নিজের ব্যবহারকে সুন্দর করুণ। নিজের সৌন্দর্য তাহলে এমনিতেই ফুটে উঠবে। ইনশাআল্লাহ।🤍

25/08/2023

- জীবন সুন্দর,যদি তা দ্বীনের রঙে রাঙানো যায়!🥰❤️

- আদিব সালেহ!💛

25/08/2023

- হেরে গিয়ে থেমে যাবো না!🙂🌺

- আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এগিয়ে যাবো,ইনশাআল্লাহ!😍🌸

21/08/2023

ভালোবাসাটা এমন হোক,
আমাদের বিচ্ছেদ না হোক, কথা হোক বা না হোক তবু দূরত্ব না বাড়ুক, ছাড়া-ছাড়ি না হোক,

তোমার আমার ভালোবাসার একটা নাম হোক, দুনিয়া বলুক ওদের মতো সবার একটা প্রেম হোক!❤️💑

21/08/2023

- সুন্দর চেহারাও একদিন ফ্যাকাসে হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো ফ্যাকাসে হবে না!🖤✨

12/08/2023

- আসলে আমরা আস্তে আস্তে ধৈর্যহীন হয়ে যাইতেছি!😔🌼

- আল্লাহ যা করে ভালোর জন্যই করে সেটা মেনে নিতে পারলেই জীবন অনেক সুন্দর!🥰🌼

12/08/2023

-বিশ্বাস যদি দুনিয়াতে থাকতো তাহলে মসজিদের দান বক্সে তালা থাকতো না!🙂🤍

11/08/2023

- আমি দেখেছি প্রিয় মানুষের প্রতারণা,কাছের মানুষের মিথ্যাচার আমি বুঝেছি মানুষের ছলনা,আমি দেখেছি মানুষের অহংকার আমি দেখেছি মানুষের প্রতিশোধ!😥🥀

- দেখেছি মানুষের রাগ আমরা মানুষেরাতো স্বর্থপর বিনিময় ছাড়াতো কিছুই করি নাহ আমাদের মাঝে তো স্বার্থ আর অহংকার!💔🍁

- জানেন তো রবের ভালোবাসায় কোন স্বার্থ নেই আপনার সময়টা যদি রবকে দিতেন কতোই নাহ ভালো হতো,রব ছাড়া কেউ পাশে থাকে নাহ কেউ নাহ!🕌😊

Address

Mymensingh Baghara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Untold Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Newspapers in Mymensingh Baghara

Show All

You may also like