Hafiz Mawlana Nazrul Islam

Hafiz Mawlana Nazrul Islam waz
(1)

20/12/2023

প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবির জবাব।

10/11/2023
মহিলা মাদ্রাসায় আবাসিক সিস্টেম বন্ধ করা এবং পুরুষ শিক্ষক নিষিদ্ধ করা সময়ের দাবি!
24/06/2023

মহিলা মাদ্রাসায় আবাসিক সিস্টেম বন্ধ করা এবং পুরুষ শিক্ষক নিষিদ্ধ করা সময়ের দাবি!

11/04/2023

------মুতাস সাবিহাত-----
কথাঃ যুগের গরিবে নেওয়াজ খাজা আলা হক অলি হুজুর পীর কেবলাজান।
শিল্পীঃগোলাম মওলা (হিরনপুরী)।

05/03/2023

আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী হুজুরের বাড়ী থেকে সরাসরি আলোচনা করছেন অলি উল্লাহ আশেকী সাহেব ফয়েজিয়া চাপুইর দরবার শরীফ।ব্রাহ্মণবাড়িয়া।

02/03/2023

শাহান শাহ তরিকত বিশ্ব শান্তির মহা সাধক হযরত শাহ সূফী এনায়েত পুরী (রহঃ) ছাহেব কেবলা জানের মহা পবিত্র ওরশ শরীফ. সিরাজগঞ্জ বাংলাদেশ...
তারিখ ১৮ই ফাগ্লুন---- ইংরেজি ৩/রা মার্চ /২০২৩ইং
মোনাজাত রোজঃ শুক্রবার

22/02/2023

আলহামদুলিল্লাহ জুয়েল ভাই এর বিয়ের দাওয়াত খেলাম।

22/02/2023
22/02/2023

মাওলানা মোহাম্মদ নেয়ামতুল্লাহ (রহ.)।
শরিয়ত ও তরিকতের জবরদস্ত এক আলেম ছিলেন। সর্বদা মহান মুর্শিদের কদম জরিয়ে ধরে থাকায় এবং ওয়াজ নসিহত কে ব্যাবসা হিসেবে না নেওয়ায় তথাকথিত মাওলানাদের মতো এতো পরিচিতি পাননি। খাঁজার বাগানে ফুটে সেই খাঁজার বাগানেই ঝরে গিয়েছেন।
তিনি ছিলেন খাজাবাবা শাহ এনায়েতপুরী (রহ.) এর প্রিয় মুরিদদের একজন। তৎকালীন সময়ে দিল্লি হতে উচ্চশিক্ষা গ্রহন করে খাজাবাবার দরবারে আগমন করেন। তিনি দরবারের একজন প্রথমসারির আলেম হিসেবে পরিচিতি লাভ করেন।
মাওলানা নেয়ামতুল্লাহ (রহ.) এর কলবে জেকের জারী ছিলো এবং খাজাবাবা শাহ এনায়েতপুরী (রহ.) এর খাস দয়া ও তাওয়াজ্জুহ তে তিনি একজন ওলীআল্লাহতে পরিনত হন।
মাওলানা নেয়ামতুল্লাহ (রহ.) ছিলেন খাজাবাবা শাহ এনায়েতপুরী (রা.) এর জানাযা শরিফের ইমাম।
তিনি প্রায়সময়ই বলতেন আমার খাজাবাবা দয়া করে আমাকে বলে গিয়েছেন "বাবা নেয়ামত, কতজনকেই তো কতকিছু দিয়ে গেলাম, তোমাকে দিলাম যামানার সর্বশ্রেষ্ঠ ওলীআল্লাহকে। আমার পরে তুমি মেঝো হুযুর খাজা ছাইফুদ্দিন এর কদমে থাকিও"!!
তবুও তার মনে শান্তি ছিলো না৷ মুর্শিদের আওলাদকে দেখা আর মুর্শিদ কে দেখা তো এক নয়।
আওলাদকে দেখে কি আর মুর্শিদকে দেখার তৃপ্তি মিটে?
খাজাবাবা এনায়েতপুরী মুরিদের মনের খবর রাখতেন। মাওলানা সাহেবের হৃদয়ের এই আকুতিও হয়তো জেনে ফেলেছেন।
তাই খাজাবাবা নির্জনে ডেকে নিয়ে মাওলানা নেয়ামতুল্লাহ কে বললেন মারেফাতের গোপনেরও এক গোপন কথা।
বললেন " বাবা নেয়ামত, আমি বারো বছর কম্বল মুড়ি দিয়ে থাকবো, তারপর আমি প্রকাশিত হবো।
বাবা, তখন আমাকে চিনবা কিভাবে? আমি যখন প্রকাশ হবো তখন দরবারের শেওড়া গাছটা ভেঙে দু-ভাগ হয়ে যাবে।
যেদিন খাজা শম্ভুগঞ্জী (রা.) এনায়েতপুর দরবার হতে হিজরত করলেন সেদিন রৌদ্রজ্বল আবহাওয়া সত্বেও বিনা বাতাসে, বিনা বলপ্রয়োগে আপনাআপনি দরবারের শেওড়া গাছটি ফেটে দুইভাগ হয়ে গেলো।
যেনো দ্বিতীয় উসতুনে হান্নানার ঘটনা প্রত্যক্ষ করলেন মাওলানা নেয়ামতুল্লাহ সাহেব।
যে শেওড়া গাছটির তলায় বসে মুরিদদের শিক্ষা দিতেন খাজাবাবা শাহ এনায়েতপুরী (রা.)
মাশুকের বিরহ গাছও সহ্য করতে পারে না।
উসতুনে হান্নানা রাসুলে পাক (দ.) এর বিরহ বেদনা সহ্য করতে পারেনাই।
শেওড়া গাছটিও মুর্শিদ এর বিরহ বেদনা সহ্য করতে পারেনি।
এই ঘটনা দেখে মাওলানা সাহেবের সেই খাজাবাবার সেই কথা মনে পড়লো।
বুঝতে পারলেন খাজাবাবা শাহ শম্ভুগঞ্জীর মধ্যেই খাজাবাবা শাহ এনায়েতপুরী প্রকাশিত হয়েছেন।
একমুহূর্তও দেরি করলেন না তিনি, খাজাবাবা শম্ভুগঞ্জীর পেছন পেছন সেই যে ছুটে আসলেন মৃত্যুও তাকে আর খাজাবাবা শম্ভুগঞ্জী হতে পৃথক করতে পারলো না। লালকুঠি দরবারেই তার শেষ ঠিকানা হলো।

ছবি পরিচিতি:মাওলানা নেয়ামতুল্লাহ র. এর মাজার যা লালকুঠি তেই অবস্থিত

20/02/2023
17/02/2023
17/02/2023
01/02/2023

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ‘তিন ধরনের লোক জান্নাতে যাবে না। আল্লাহ্‌ তাদের দিকে কেয়ামতের দিন তাকাবেন না। (এক) পিতা-মাতার অবাধ্য, (দুই) পুরুষের মত চলাফেরাকারিণী মহিলা এবং (তিন) দায়্যূস (যে ব্যক্তি তার স্ত্রীর সাথে অপকর্ম হতে দেখেও তার আত্মমর্যাদাবোধ জাগ্রত হয় না)। [মুসনাদে আহমাদঃ ২/১৩৪, ইবনে হিব্বানঃ ৭৩৪০]।

Address

Mymensingh
Mymensingh Baghara

Telephone

+8801518438626

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Mawlana Nazrul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafiz Mawlana Nazrul Islam:

Videos

Share

Category


Other TV Channels in Mymensingh Baghara

Show All

You may also like