Md Alamin

Md Alamin আল্লাহ এক অদ্বিতীয়

19/04/2024

সাপোর্ট লাগবে একটি কমেন্ট করেন

14/03/2024

ক্লাস টেনে উঠতেই বিয়ের তোরজোর শুরু হয় মহুয়ার।তারই বড় বোন মোহিনী নারীশিক্ষায় বিশ্বাসী।পরিবারকে জানিয়ে দিলো

" আমি পড়াশোনা করবো।চাকরি করবো "

পরিবার থেকে বললো " বড় বোনকে রেখে ছোট বোনলে বিয়ে কিভাবে সম্ভব! "

মোহিনী তার কথায় অটল।আগে ক্যারিয়ার গোছাবে তারপর বিয়ে।অগত্যায় পরিবার বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিলেন।ছেলে কলেজের অধ্যাপক।ফলস্বরুপ, মহুয়ার স্বামী,সন্তান সংসার নিয়ে সুখের সংসার।দেশ বিদেশ ঘুরে বেড়ায়।

অপরদিকে মোহিনী একটা কোম্পানিতে জব করে।সারাদিন রোদে কাজ করে,রাতে বাড়ি ফিরেই ঘুম।বিয়ের জন্য কোনো ছেলে পাওয়া যায় না।অনেক কষ্টে যেসব পরিবার আসে তাদের একটাই কথা, মেয়ের বয়স বেশি।

এখন মোহিনীকে নিয়ে চরম বিপাকে পরিবার।মোহিনীর আফসোস,অল্প বয়সে কেন বিয়ে করলাম না!তাহলে আজ নরকের যন্ত্রণা পেতে হতো না।মহুয়াকে দেখলে ইদানীং মোহিনীর মন খারাপ হয়ে যায়।তার নিজ দোষেই সুখের সংসার হারিয়ে সে।বড্ড আফসোস হয়!

গল্প #অবস্থান


সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ 🤍

Assalamu Alaikum  Hi guys how are you all
03/03/2024

Assalamu Alaikum Hi guys how are you all

29/02/2024

যে ব্যক্তি সুন্দর মৃত্যু কামনা করে সে যেন মানুষের ব্যাপারে
ভালো ধারণা পোষণ করে।
ইমাম আশ শাফি'ঈ (রাহিমাহুল্লাহ)

হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশ্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক। আর তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবূলকারী, অসীম দয়ালু। (সূরা হুজরাত আয়াত ১২ )

৫১৪৩. আবূ হুরাইরাহ (রাঃ) বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তোমরা কারো প্রতি খারাপ ধারণা পোষণ করো না। কেননা, খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা। একে অপরের দোষ-ত্রুটি খুঁজিও না, একে অন্যের ব্যাপারে মন্দ কথায় কান দিও না এবং একে অপরের প্রতি শত্রুতা পোষণ করো না; বরং ভাই ভাই হয়ে যাও। (সহীহ বুখারী হাদিস ৫১৪৩ )

কীভাবে খারাপ ধারণা থেকে বেঁচে থাকবেন?

যার ব্যাপারেই খারাপ ধারণা হবে, তার ব্যাপারে ভেবে নেবেন,
হয়তো তার অনেক গোপন আমল আছে, যা আপনি জানেন না।
জানলে তার ব্যাপারে উচ্চ ধারণা রাখতেন।
এভাবে চিন্তা করলে অনেকাংশে খারাপ বা কুধারণা থেকে বাঁচা যায়।

Shout out to my newest followers! Excited to have you onboard!মোরশেদ আলম, MD Shofiqul Islam
28/02/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

মোরশেদ আলম, MD Shofiqul Islam

26/02/2024

★উপকারের প্রকারভেদ
**একটি শিক্ষনীয় বিষয় **

সিংহ আর সিংহী শিকারে বেরিয়েছে তাদের দুই বাচ্চাকে রেখে। অনেক সময় অতিক্রম করে গেছে, সিংহ-সিংহী শিকার করে তাদের দুই বাচ্চাদের কাছে পৌঁছায়নি।

এদিকে সিংহের বাচ্চা দু'টো খিদেতে ছটফট করতে লাগলো। হঠাৎ একটা ছাগলের নজরে এল ঘটনাটা। ছাগলটা এসে অভুক্ত সিংহের বাচ্চাদের নিজের দুধ খাইয়ে খিদে মেটালো।

সেই সময় সিংহ-সিংহী ফিরে এলো শিকার না পেয়ে। সামনে ছাগলকে দেখে শিকার করতে গেল। তখন দুই বাচ্চা বলে উঠলো- ছাগলকে মেরো না, ও আমাদের দুধ খাইয়ে প্রানে বাঁচিয়েছে।
সিংহ-সিংহী খুশী হয়ে ছাগলকে বলল- যাও আনন্দে ঘুরে বেড়াও। তোমাকে কেউ হত্যা করবেনা।

ছাগল আনন্দে সিংহদের সাথে ঘুরতে লাগলো। এমনকি সিংহের পিঠে চেপে গাছের পাতা পর্যন্ত খেতে লাগল...

এই ঘটনাটা একটা চিল উপর থেকে দেখে ভাবলো, আমিও উপকার করি!

চিল একদিন কাদাতে পড়ে যাওয়া ইঁদুর বাচ্চাদের বাঁচালো। সেই সাথে বাচ্চাদের আপন ভেবে নিজ ডানার তলাতে আশ্রয় দিল।
এরপর যেই চিল উড়তে গেল, দেখল আর উড়তে পারছে না। কারন উপকারের প্রতিদান হিসাবে ইঁদুরের বাচ্চারা চিলের ডানার পালক কেটে দিয়েছে...

এরপর চিল সেই ছাগলকে গিয়ে ঘটনাটা বিস্তারিত জানিয়ে বলল- তুমি তো উপকার করে সিংহের পিঠে চাপলে, আর আমি উপকার করে নিজের ডানার পালক হারালাম, কেন?

ছাগল তখন উত্তর দিল- উপকার করতে হলে সিংহদের উপকার করতে হয়, ইঁদুরদের নয়!! কারন সাহসীরা উপকার চির জীবন মনে রাখে, আর ভীতুরা উপকারকে ভুলে যাওয়াটাই বাহাদুরী মনে করে..!!🤓

উপকার করার আগে দেখে নিন...
সে সিংহ নাকি ইঁদুর..🇧🇩

***ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জু...
06/12/2023

***ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ
১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখ না। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকাইও না, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখ, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু কর না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. মানুষ হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার 'ব্যবহার' বলে দিবে তোমার পরিবারের অবস্থান কোথায় ?

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেক না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে স্বাদহীন করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা কর।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন কর, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চল এবং সেভাবে কথা বল। কিন্তু অন্যায়ের সাথে আপোষ কর না।

Address

Mymensingh Baghara

Telephone

+8801870990410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Alamin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Alamin:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mymensingh Baghara

Show All

You may also like