Daud Anam Jashim

Daud Anam Jashim আসসালামু আলাইকুম
দেশব্যাপী প্রোগ্রাম এর জন্য
যোগাযোগ করতে পারেন।
01627653025
ওয়াজ এবং নাশিদ নিয়ে কাজ করি।
বক্তা ও শিল্পী।
আলোর মিনার শিল্পী গোষ্ঠী মোমেনশাহী

বরের বেশে আমাকে একটুবেশিই ভালো লাগে তবে আমি কিন্তু  বর না।
22/12/2024

বরের বেশে আমাকে একটুবেশিই ভালো লাগে তবে আমি কিন্তু বর না।

11/12/2024

শেখ হাসিনা বৈধ, প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন: শুভেন্দুর দাবি
😂😂😂

22/11/2024
13/11/2024

কাফনের কাপড় এক আজব জিনিস
যে বানায় সে বিক্রি করে দেয়,
যে কিনে সে ব্যবহার করে না,
আর যে ব্যবহার করে সে জানেনা।

06/11/2024

বলতে পারবেন, ইউরোপের কোন দেশ মুসলিমরা ৮০০ বছর শাসন করেছে?

03/11/2024

Md Jashim

28/10/2024

৩০০ আসনের সবাই পালিয়ে বেড়াচ্ছে।

এদিকে সিঙ্গাড়া খাওয়া কর্মী পোস্ট দেয়, আবার আসিবো ফিরে, দেখা হবে ময়দানে!আধার কেটে নাকি আলো আসবে।

✍️ যে ব্যাক্তি নিজের সীমাবদ্ধতা সম্পর্কে আবগত, শুধুমাত্র তার দ্বারাই নিজেকে পরিবর্তন করা সম্ভব।      ゚
23/10/2024

✍️ যে ব্যাক্তি নিজের সীমাবদ্ধতা সম্পর্কে আবগত, শুধুমাত্র তার দ্বারাই নিজেকে পরিবর্তন করা সম্ভব।

22/10/2024

আপা, যেহেতু আপনি পদত্যাগপত্র জমা দেননি, পিলিজ দেশে আসুন। আমরা আপনার অপেক্ষায়...🤤

21/10/2024

- হিংসা শেষ হলে, জানাবেন,ইনশাআল্লাহ, একসাথে চা খাবো🤍❤️

21/10/2024

ভোরের ঘুম ছেড়ে, রবের প্রেমে আসক্ত হয়ে ফজরের নামাজ আদায়কারী লোকটাই হচ্ছে সৌভাগ্যবান
-আলহামদুলিল্লাহ!

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
20/10/2024

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

19/10/2024

যৌন সমস্যা খাবার দিয়ে সমাধান পার্ট-২
খাবার হোক রোগের সমাধান 📈
🔘সকালে ঘুম থেকে উঠে ১ চামচ চিয়া সিড ১ গ্লাস পানিতে মিশিয়ে খাবেন, সাথে মধু নেয়া যেতে পারে।
🔘প্রতিদিন ৪ টি করে ডিম সকালে খাবেন, সাথে টমেটো, গাজর, শসা নিবেন। সকালে আর কিছু খাবেন না।
🔘দুপুরে ভারি খাবার খাবেন। মাছ, গোছ, শাকসবজি বেশি নিবেন, ভাত কম নিবেন। সকালে খাওয়ার পরে ভালো ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে খাবেন।
🔘রঙিন ফলমূল- আঙ্গুর, মাল্টা, নাসপাতি, তরমুজ, গাজর, বিট ইত্যাদি। প্রতিদিন যে কোন ২টি রাখবেন।
🔘গ্রিন টি চিনি ছাড়া ২/৩ বার পান করতে পারেন, সাথে মধু নেয়া যেতে পারে। (না খেলেও চলবে)
🔘এক দুই কোয়া রসুন খাবেন, এটা যে কোন খাবার সাথে খাবেন। এটি মাঝে মাঝে খাবেন।
🔘প্রতিদিন ৫০/৭০ গ্রাম করে আখরোট খাবেন।
🔘সপ্তাহে ৩/৪ দিন অল্প করে মিষ্টি আলু।
🔘প্রতিদিন ৭ টি করে খেজুর।
🔘রাতে ঘুমের আগে ১ টি পাকা কলা খাবেন।
🔘দুধ ২০০ মিলি, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ ঘি। প্রস্তুতপ্রনালীঃ প্রথমে দুধ কুসুম গরম করে চুলা থেকে নামিয়ে নিন, তাতে মধু ও ঘি মিক্সি করুন, এতে সামান্য জাফরান দিয়ে দিন। গরম গরম পান করে নিন। (রাতে খাবেন)

Note: শেষের পাঁচটি অপশন রাতের খাবারে রাখতে পারেন, রাতে এটি ব্যতীত অন্য কোন খাবার খাবেন না। অবশ্যই নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করবেন। খাবারের পার্ট-৩ কিছু দিন গ্রহণের পরে পার্ট-২ শুরু করতে পারেন।

15/10/2024

আমিও হারিয়ে যাবো কোনো এক বেলায়.. যেমন করে সন্ধ্যা নেমে এলে সূর্য হারায়..

06/10/2024

বয়ান পেশ করছেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী সাহেব দাঃ বাঃ।

সবাই শেয়ার করুন।

06/10/2024

#লোকে_আমায়_পাগল_বলে
Abu ubayda

29/09/2024

আলহামদুলিল্লাহ।
পাঠ্যপুস্তক সংশোধনে গঠিত কমিটি বাতিল করা হয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Address

Mymensing

Telephone

+8801627653025

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daud Anam Jashim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daud Anam Jashim:

Videos

Share