Ctgnews24.com

Ctgnews24.com a news site

18/12/2024
18/12/2024

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে প্রাঙ্গনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায়ও গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

29/11/2024

চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ,ইসকন নিষিদ্ধের দাবি।

12/11/2024

দুই নম্বর গেটের কর্ণফুলী মার্কেটে ভয়াবহ আগুন ।

মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর সদস্যদের অভিযান চলাকালে তাদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে 'এসিড' ছুঁড়ে ম...
06/11/2024

মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর সদস্যদের অভিযান চলাকালে তাদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে 'এসিড' ছুঁড়ে মারা হয়। এতে যৌথ বাহিনীর ১২ সদস্য আহত হন। যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম এসব তথ্য নিশ্চিত করেছে।

২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যায় (ডাবল মার্ডার) সরাসরি জড়িত ছিলেন ছাত্রলীগ নেতা রন্টু দাশ। কিন্তু সে...
23/10/2024

২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যায় (ডাবল মার্ডার) সরাসরি জড়িত ছিলেন ছাত্রলীগ নেতা রন্টু দাশ। কিন্তু সেই রন্টুই হয়ে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আজ তিনি শিক্ষক পদ থেকে পদত্যাগ করেছেন। শুধু পদত্যাগ কি খুনের দায়মুক্তি ?

21/10/2024

এভাবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসীরা ...

13/10/2024

বঙ্গোপসাগরে নোঙর করে রাখা এলপিজি বহনকারী জাহাজে আগুন...

13/10/2024

বঙ্গোপসাগরে নোঙর করে রাখা এলপিজি বহন কারী জাহাজে আগুন...

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৩০টি অত্যাধুনিক একে-৪৭ ও ৮ হাজার গোলাবারুদ সহ ৩ জন উপজাতীয় যুবককে আটক করেছে ভারতীয় সীমান...
08/10/2024

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৩০টি অত্যাধুনিক একে-৪৭ ও ৮ হাজার গোলাবারুদ সহ ৩ জন উপজাতীয় যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই ভয়ানক অস্ত্রের চালান আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর দায়িত্বশীল সূত্র।

অস্ত্রের গন্তব্য ছিলো বাংলাদেশের পাহাড়ী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি গুলোর। নাম প্রকাশে অনিচ্ছুক পাহাড়ের এক নেতার দাবী, এসব অস্ত্র বাংলাদেশের খাগড়াছড়ি হয়ে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) দলের হাতে পৌঁছার কথা ছিলো।

বাংলাদেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানার মাত্র ১৫ কিলোমিটার দুরে এই অস্ত্রের চালান আটক করা হলো। ত্রিপুরা-মিজোরাম সীমান্তের ফুলডুংগেসি ত্রিপুরার শেষ গ্রামে মিজোরামের নম্বর প্লেট বহনকারী দুটি গাড়ি আটক করে তল্লাশির মাধ্যমে ৩ যুবক ও এসব অস্ত্র গোলাবারুদ আটক করা হয়।

02/10/2024

২৭ সেপ্টেম্বর আনোয়ারার গুয়াপঞ্চক গ্রামের রাস্তায় হাতির দল। এ সময় উৎসুক মানুষকে হাতির পিছুপিছু যেতে দেখা যায়।

02/10/2024

গত ৪ আগস্ট ফেনীর মহিপালে শিক্ষার্থীদের উপর শটগান দিয়ে গুলি করে ছাত্রলীগ ক্যাডার ওসমান গনি লিটন। রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রব হলে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্...
30/09/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রব হলে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত ।
24/09/2024

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত ।

23/09/2024

চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে ডুকে পড়েছে। এতে অন্তত ২ জন নিহত এবং ১০ জনের বেশি আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

‘এই শালা শিবির, এখানেই গুলি করে মেরে ফেলব’ সিটিজি ডেস্ক :চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী...
18/09/2024

‘এই শালা শিবির, এখানেই গুলি করে মেরে ফেলব’

সিটিজি ডেস্ক :

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে গ্রেফতারের পর পুলিশ কর্তৃক নির্মম নির্যাতনের অভিযোগ উঠে এসেছে আদালতে জমা হওয়া মামলার আবেদনে। ওই শিক্ষার্থীকে নির্যাতনের এক পর্যায়ে বলা হয়, ‘এই শালা একটা শিবির, ওকে মেডিকেলে নেওয়ার আগে এইখানেই গুলি করে মেরে ফেলব।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের হাকিম মো. জাকির হোসেনের আদালতে অভিযোগ দায়ের করেন নাজমুল হোসেন নামে এক শিক্ষার্থীর বড় ভাই মো. নজরুল ইসলাম। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক উপ-কমিশনারসহ ২৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

ভিকটিম নাজমুল হোসেন সরকারি সিটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী এলাকার মোস্তফা বেপারীর ছেলে।

অভিযুক্তরা হলেন- নগর পুলিশের দক্ষিণ জোনেরউপ-কমিশনার মোস্তাফিজুর রহমান, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী, কোতোয়ালী থানার সাবেক ওসি এস এম ওবায়েদুল হক, বাকলিয়া থানার সাবেক ওসি আফতাব উদ্দিন, কোতোয়ালী থানার পেট্রোল ইন্সপেক্টর (ট্রাফিক) মো. মিজানুর রহমান, তার মুন্সি কনস্টেবল শাহজাহান, এসআই মো. মেহেদী হাসান, রুবেল মজুমদার, রণেশ বড়ুয়া, গৌতম, কনস্টেবল কামাল, বাকলিয়া থানার এসআই আবদুস সালাম, মো. মিজান এবং ওসির দেহরক্ষী কনস্টেবল মো. ইলিয়াছসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন পুলিশ সদস্য।

বাদীর আইনজীবী স্বরুপ কান্তি নাথ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গ্রেফতার করে কলেজছাত্র নাজমুল হোসেনকে থানায় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন করা হয়। এছাড়া তাকে শিবির ট্যাগ দিয়ে মামলার আসামিও করা হয়। এসব অভিযোগে নগর পুলিশের এক ডিসি, এসি ও দুই ওসিসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের আইনে মামলার আবেদন করেছেন ভুক্তভোগীর বড় ভাই। আদালত আবেদনটি আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।’

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বন্ধুদের সাথে নাজমুল হোসেন বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। পরে পুলিশ ছাত্রদের ওপর অতর্কিতভাবে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ এবং রাবার বুলেট ছোঁড়ে। এসময় ঘটনাস্থল থেকে সুস্থ অবস্থায় নাজমুলকে আটক করে শারিরীক আঘাত করতে করতে পুলিশ বক্সে নিয়ে যায়।

এরপর পুলিশ সদস্যরা লোহার স্টিক, বক্সে থাকা স্ট্যাম্প দিয়ে ভিকটিমকে বেধড়কভাবে সারা শরীরে শিবির বলে পেটাতে থাকে। পরে নাজমুলকে পুলিশের একটি গাড়িতে করে প্রথমে চান্দগাঁও এবং আধঘণ্টা পর কোতোয়ালী থানায় নেওয়া হয়। গাড়ি থেকে নামানোর সাথে সাথে তিনজন এসআই ও একজন কনস্টেবল ‘শিবির আনা হয়েছে’ এবং ‘আন্দোলন করো মজা বুঝবে’ বলে উল্লাস করে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে।

পরে থানার দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে ‘মজা কি এখনই বুঝবে’ বলে উল্লাস করে নাজমুলের দুই হাত উপরে তুলে দেওয়ালমুখী করে দাঁড় করিয়ে কাঠের স্ট্যাম্প এবং পুলিশের ব্যবহৃত লোহার লাঠি দিয়ে পিঠ, কোমর ও দুই পায়ের উরুতে বেদম মারধর করে। ওইসময় কোতোয়ালী জোনের এসি অতনু চক্রবর্তী এবং থানার সাবেক ওসি ওবায়েদুল হক ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে চেক করতে থাকে। ওসি মোবাইল ফোনে কিছু না পেয়ে নাজমুলকে শিবির করে কিনা জিজ্ঞাসা করে।

তিনি না সূচক জবাব দিলে বুকে লাথি মেরে ফ্লোরে ফেলে দুটি কাঠের স্ট্যাম্প দিয়ে নাজমুলের দুই হাতের দুই বাহুর উপর রেখে ওই স্ট্যাম্পের উপর দুই জন করে দুই পাশে দাঁড়ায়। এসময় এসি ও ওসি তাকে শিবিরকর্মী বলে স্বীকার করে নিতে জোর করে। একপর্যায়ে ওই কলেজছাত্র জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু মেডিকেলে না নিয়ে তাকে আবারও কোতোয়ালী থানায় নেওয়া হয়। ওইদিন বিকেলে বাকলিয়া থানার টহল পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, নাজমুলের বড় ভাই নজরুল খবর পেয়ে বাকলিয়া থানায় যায়। এসমিয় ওসির বডিগার্ড কনস্টেবল মো. ইলিয়াছ তাকে বাকলিয়া থানার দ্বিতীয় তলায় দেখে থানায় কেন ঘুরাঘুরি করতেছে জানতে চায়। তখন সে ছোট ভাইয়ের খোঁজে এসেছে বলায় ওই কনস্টেবল উত্তেজিত হয়ে চিৎকার ও চেঁচামেচি করতে থাকে এবং বলে, ‘এই শালা (ভিকটিম) একটা শিবির, শালা আন্দোলনে যোগ দিছে। ওকে মেডিকেলে নেওয়ার আগে এইখানেই গুলি করে মেরে ফেলব।’ সাথে সাথেই সে দৌড়ে থানার হাজত খানায় গিয়ে শটগান ভিকটিমের দিকে তাক করে গুলি করে মেরে ফেলার ভয় দেখায়।

রাত ১১টার দিকে কলেজছাত্র নাজমুলের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয় এবং ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা করানো হয়। পরে ১৯ জুলাই চিকিৎসাধীন নাজমুলকে ৮ নম্বর আসামি করে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। যে মামলায় ১৪ দিন কারাগারে থাকার পর আদালত তাকে জামিনে মুক্তি দেয়।

উল্লেখ্য, ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হয়। এদিন নগরের শাহ আমানত সেতু ও বহদ্দারহাট এলাকায় শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ। ওই দিন গুলিতে নিহত হয় দুই শিক্ষার্থীসহ তিনজন। আহত হয় প্রায় দেড়শত ছাত্র-জনতা।

18/09/2024

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কার? সিটি কর্পোরেশন না চৌধুরী পরিবারের?
শুনুন এবিএম মহিউদ্দিন চৌধুরীর মুখে ...

২০১৩ সালে অনুষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষাপ্রতিষ্ঠানটির ট্রাস্টির সদস্য হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। মঞ্চে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সবার সামনেই দেওয়া ওই বক্তব্যে তিনি নিজ মুখে স্বীকার করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। পরিচালনাও করছে চসিক।

এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন— চট্টগ্রামের মানুষ একটি দায়িত্ব মনে করে দেশের অর্থনৈতিক উপার্জনের শ্রেষ্ঠ স্থান বন্দরগরীকে যাতে করে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, তার জন্য সরকারি ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় থাকার পরও চট্টগ্রাম সিটি করপোরেশন মনে করেছে একটি বিশ্ববিদ্যালয় তারা তৈরি করবে। যেখানে মেধাবী সন্তানদের তারা লেখাপড়া করাবে। চট্টগ্রাম সিটি করপোরেশন দাবিদার সারা বিশ্বের কাছে। লন্ডনে একটি বিশ্ববিদ্যালয় আছে সিটি করপোরেশনের আওতায়। আমরা গৌরবান্বিত চট্টগ্রাম সিটি করপোরেশন একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে, তার নাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।

অথচ এর মাত্র তিন বছর বিশ্ববিদ্যালয়ের নিজেদের দাবি করে দখল করে নেন তিনি। এরপর দীর্ঘ আট বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ভোগ করছে তার পরিবার। চট্টগ্রাম সিটি করপোরেশনে জমিতে সংস্থাটির টাকা অর্থায়নে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল।

Address

Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when Ctgnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ctgnews24.com:

Videos

Share