04/09/2024
৪ আগষ্ট। একমাস আগে ঠিক এই মুহুর্তে। আমি চমেক হাসপাতালের ইমার্জেন্সিতে। আহত শিক্ষার্থীরা আসছিলেন বন্যার মত। রক্তে ভেসে গেছে মেঝে। কারো মাথায় গু*লি, কারো চোখে। কারো পায়ে ধারালো ছু*ড়ির আঘাত, কারও মাথায়। এদের মধ্যে অনেকে নারী শিক্ষার্থীরাও ছিলেন। কি নি/র্ম/মভাবে তাদের আঘাত করা হয়েছিলো। তাদের অনেকে এখনো মৃ*ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা তাঁদের ত্যাগের কথা ভুলে নিজেদের মধ্যে লড়ছি ”নন্সেন্স” আলাপ নিয়ে। অপরদিকে গণ/হত্যা/কারী আর তাদের দোসররা হাসছে। গর্তে থাকা মুখগুলো উঁকি/ঝুঁকি দিচ্ছে আবারও দেশটাকে বিভক্ত করে ছিঁড়ে খাবার লোভে। প্লিজ এসব বাদ দিয়ে একটু হাসপাতালগুলো থেকে ঘুরে আসুন। কেমন আছেন আমাদের সেভিয়াররা, জানলে নিশ্চই লজ্জা পাবেন।