Abu Azad

Abu Azad One of Leading online news portal in Bangladesh.

04/09/2024

৪ আগষ্ট। একমাস আগে ঠিক এই মুহুর্তে। আমি চমেক হাসপাতালের ইমার্জেন্সিতে। আহত শিক্ষার্থীরা আসছিলেন বন্যার মত। রক্তে ভেসে গেছে মেঝে। কারো মাথায় গু*লি, কারো চোখে। কারো পায়ে ধারালো ছু*ড়ির আঘাত, কারও মাথায়। এদের মধ্যে অনেকে নারী শিক্ষার্থীরাও ছিলেন। কি নি/র্ম/মভাবে তাদের আঘাত করা হয়েছিলো। তাদের অনেকে এখনো মৃ*ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা তাঁদের ত্যাগের কথা ভুলে নিজেদের মধ্যে লড়ছি ”নন্সেন্স” আলাপ নিয়ে। অপরদিকে গণ/হত্যা/কারী আর তাদের দোসররা হাসছে। গর্তে থাকা মুখগুলো উঁকি/ঝুঁকি দিচ্ছে আবারও দেশটাকে বিভক্ত করে ছিঁড়ে খাবার লোভে। প্লিজ এসব বাদ দিয়ে একটু হাসপাতালগুলো থেকে ঘুরে আসুন। কেমন আছেন আমাদের সেভিয়াররা, জানলে নিশ্চই লজ্জা পাবেন।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ প্রসঙ্গেঢাকা, ২২ আগস্ট ২০২৪ (বৃহস্পতিবার)...
22/08/2024

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ প্রসঙ্গে
ঢাকা, ২২ আগস্ট ২০২৪ (বৃহস্পতিবার): বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান 'লজিস্টিকস এরিয়া রিলিফ ফান্ড' হিসাব নম্বর ০০১৮-০২১০০১০১১০, দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড, রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল শাখার অনুকূলে অনুদান প্রদান করতে পারবেন অথবা বিকাশ এর ক্ষেত্রে প্রয়োজনীয় বিকাশ নম্বর। ০১৭৬৯০১৩৮৫৮ প্রয়োজনে যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার -০১৭৬৯-০১৩৬০৪, ০১৭৬৯-০১৩৫৩০।
এছাড়া ঢাকায় ত্রাণসামগ্রী প্রদানের জন্য সেনাবাহিনী ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র; প্রযত্নেঃ লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাসে যোগাযোগ করুন। স্থান : সেন্ট্রাল অর্ডন্যান্স ডেপো (সি ও ডি), মিলিটারি উইং (হোটেল রেডিসন ব্লু সংলগ্ন)।যোগাযোগের নাম্বার - ০১৭৬৯-০৫১৮১৯, ০১৭৬৯-০১৩৮৩২, ০১৭৬৯-০১৩৫৩০ ও ০১৭৬৯-০১৩৬০৪।
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা প্রদানে আগ্রহী হলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন:
ফেনী:
০১৭৬৯-৩৩২০৩২, ০১৭৬৯-৩৩২১৭৮।
চট্টগ্রাম মেট্রোপলিটন : ০১৭৬৯-২৪৪০১২;
সীতাকুন্ড-মীরসরাই:
০১৭২৮-২০২৬৭৭, ০১৭৬৯-২৪২১৩২, ০১৭৬৯-২৪২১২৮;
খাগড়াছড়ি : ০১৭৬৯-৩০২৩৪২, ০১৭৬৯-৩০২৩৩৬;
ফটিকছড়ি : ০১৭৬৯-২৭২৩৪২, ০১৭৬৯-২৭২৩৩৬;
মৌলভীবাজার এবং হবিগঞ্জ :
০১৭৬৯১৭০০০৬
বিশেষভাবে উল্লেখ্য যে, খাদ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে বিস্কুট, চিড়া, গুড়, খেজুর, বান ও পাউরুটি, নুডুলস, খাবার স্যালাইন, গুঁড়া দুধ, চিনি ও খাবার পানি, এবং প্রয়োজনীয় দ্রব্য হিসেবে দিয়াশলাই ও মোমবাতিকে প্রাধান্য দেয়ার জন্য অনুরোধ করা হলো।

21/08/2024

বন্যাকবলিতদের সাহায্যে ২৪ ঘণ্টা চালু থাকবে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫

21/08/2024

ফেনীর ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। একজন গর্ভবতী মহিলাকে উদ্ধার করতে সহায়তা প্রয়োজন। তার ডেলিভারির তারিখ খুবই নিকটে, পরিবারের মতে ৮-১০ দিনের মধ্যে। অন্যদিকে বন্যায় ঘর পানির নিচে, তারা ছাদে অবস্থান করছে। তাদেরকে উদ্ধার করতে দ্রুত সহায়তা চেয়েছেন।
ঠিকানা: মজুমদার বাড়ি, পূর্ব দরবারপুর, ফুলগাজী, ফেনী। যোগাযোগ - 01811285283

21/08/2024

বন্যার্তদের সহায়তায় ফেনীতে নৌবাহিনী কনটিজেন্টের গুরুত্বপূর্ণ ফোন নাম্বার সমূহঃ
১. কনটিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম, মোবাঃ ০১৭৬৯৭৫৪১০৩
২. নেভাল কমান্ডো এবং ডাইভিং টিম এর কমান্ডার - লেঃ এম বেলাল হোসেন, মোবাঃ ০১৭৬৯৮২২৩১৫
৩. বন্যা কবলিত এলাকায় জরুরী চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে - সার্জন লেঃ কমান্ডার মোঃ সালেহ আনজুম, মোবাঃ ০১৭২২-৩৫০৫৪৩
৪. চট্টগ্রামস্থ কেন্দ্রীয় অপারেশন রুমঃ ০১৭৬৯৭২৪১৪০
সকলকে প্রয়োজন ব্যতীত যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। দেশের এই প্রতিকূল পরিবেশে বন্যার্তদের সাহায্যার্থে সর্বসাধারণের সহায়তা কামনা করে বাংলাদেশে নৌবাহিনী।

21/08/2024

ফেনিতে যারা বন্যায় আটকে আছেন তারা প্লিজ পোস্টে দেয়া নাম্বারগুলোতে ট্রাই করুন৷ ফি আমানিল্লাহ!

*বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।

মোঃ আরাফাত-01836-889812
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)
চিথলিয়া: 01639746448

পরশুরাম UNO: 01713187316

দুলাকাজি বাডি সংলগ্ন,আনন্দপুর ইউনিয়ন, ফুলগাজিতে জরুরি প্রয়োজনে -ফেনী আর্মি ক্যাম্প এর নাম্বার-
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪

মোঃ আরাফাত-01836-889812

যারা সাহায্য করতে চান COSF রেসকিউ টিম -
(BKash)- 01872291985
(Nagad)- 01884425351

▫️পরশুরামে বন্যাদূর্গত কারো নৌকার প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
Uno Parshuram
মোবাইল: ০১৭১৩১৮৭৩১৬

▫ফুলগাজী পরশুরাম এর বাসিন্দারা ০১৭১৩১৮৭৩১৬ এই নাম্বার এ যোগাযোগ করুন। আপনার এলাকায় যে কোনো জায়গায় নৌকা লাগলে ওনারা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ।

▫️ফুলগাজীবাসি,
ইতোমধ্যে নৌকার ব্যবস্থা হয়েছে। ঘনিয়ামোড়ায় উদ্ধার কাজ চলছে। কোথায় কোথায় লোকজনকে উদ্ধার করতে হবে, তথ্য দিয়ে সহযোগিতা করুন।
উপজেলা নির্বাহী অফিসার - ০১৭১৩১৮৭৩১৫

▫️FIRE SERVICE, FENI - 01730-002492

সোর্স : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ফেনী জেলা)

এই সমস্যাকে বলা হয় স্টকহোম সিনড্রোম। বাংলাদেশি জনগণের একটা অংশ স্টকহোম সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। শেখ হাসিনার পতনের পর স...
21/08/2024

এই সমস্যাকে বলা হয় স্টকহোম সিনড্রোম। বাংলাদেশি জনগণের একটা অংশ স্টকহোম সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। শেখ হাসিনার পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ইতিমধ্যে এর বহিঃপ্রকাশ লক্ষ করা যাচ্ছে। পান থেকে চুন খসলেই কেউ কেউ বলছেন, ‘আগেই তো ভালো ছিলাম।’

১৯৭৩ সালের ২৩ আগস্টের ঘটনা। সুইডেনের রাজধানী স্টকহোমে ক্রেডিটব্যাংকেন নামের একটি ব্যাংকের কার্যালয়ে অস্ত্র উঁ....

https://www.jagonews24.com/m/national/news/951823
28/06/2024

https://www.jagonews24.com/m/national/news/951823

চট্টগ্রাম নগরের সবচেয়ে জনবহুল ও ব্যস্ত এলাকা রিয়াজউদ্দিন বাজার। চলতি বছরের ২ জানুয়ারি ও ৮ ফেব্রুয়ারি দুই দফা অগ...

28/06/2024

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় রেজওয়ান কমপ্লেক্সে আগুনের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস বলছে, আ...

22/06/2024

কর্ণফুলী নদীর ওপর শতবর্ষী কালুরঘাট সেতুতে নবনির্মিত ওয়াকওয়ে পথচারীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সেতুর দক্...

এর মধ্যে বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ওমান যাওয়ার কথা ছিল।
19/06/2024

এর মধ্যে বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ওমান যাওয়ার কথা ছিল।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে দুইটি ফ্লাইট আবার ঢ...

সাগরিকা বাজারে দুই মণের বেশি ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে এক লাখ ১০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকা। এছাড়া পাঁচ থেকে ছয় মণ...
14/06/2024

সাগরিকা বাজারে দুই মণের বেশি ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে এক লাখ ১০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকা। এছাড়া পাঁচ থেকে ছয় মণের বেশি ওজনের গরুর দাম চাচ্ছে আড়াই থেকে তিন লাখ টাকা।

আর মাত্র দুদিন পর ঈদুল আজহা। এরই মধ্যে সারাদেশে জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা। চট্টগ্রামেও জমে উঠেছে কোরবানি....

14/06/2024

টেয়া..টেয়া ..বেগ্গুন টেয়া উদো ...

13/06/2024

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মো. মহসিন (৩৭) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে...

13/06/2024

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ১০ ...

13/06/2024

বিবিরহাট বাজারে ক্রেতা নেই, হতাশ ব্যবসায়ীরা..

অভিযোগ আছে, স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে প্রভাবশালীরা দখলে রেখেছে এই ঐতিহ্যবাহী পশুর বাজারটি। ফলে তিন তিনবার টেন্ডার আহ্...
13/06/2024

অভিযোগ আছে, স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে প্রভাবশালীরা দখলে রেখেছে এই ঐতিহ্যবাহী পশুর বাজারটি। ফলে তিন তিনবার টেন্ডার আহ্বান করা হলেও বাজারটি ইজারা নিতে আগ্রহ দেখাননি কোনো ব্যবসায়ী। এতে দেড় কোটি টাকার বেশি রাজস্ব হারাতে বসেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এরপরও যেসব বিক্রেতা এসেছেন, ক্রেতা না থাকায় তাদেরও মাথায় হাত।

চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম পশুর বাজার বিবিরহাট। জেলা ছাড়িয়ে সারাদেশেই একসময় নামডাক ছিল এ বাজারের। দুই বছর আগে.....

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একটি বিষয়ের পরীক্ষা না দিয়েও দুই শিক্ষার্থী পাসের ঘটনা তদন্ত করতে গিয়ে এমন আরও ১৫ জনের তথ্য পাওয়...
13/06/2024

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একটি বিষয়ের পরীক্ষা না দিয়েও দুই শিক্ষার্থী পাসের ঘটনা তদন্ত করতে গিয়ে এমন আরও ১৫ জনের তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একটি বিষয়ের পরীক্ষা না দিয়েও দুই শিক্ষার্থী পাসের ঘটনা তদন্ত করতে গিয়ে এমন আরও ১৫ জনের ত.....

Address

Muradpur

Telephone

01766144511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category