27/01/2020
Review (1)
Game: Fallout 4
Publisher: Bethesda Softworks
Developed by: Bethesda Game Studios
Series: Fallout
Date of released: November 10, 2015
Platform: Microsoft windows, Xbox one, PlayStation 4
Category: Pure RPG
ফলআউট ৪ হল Fallout সিরিজের ৫ম বড় গেম। এটি একটি পোস্ট-অ্যাপোকিলিপস টাইপের গেম। গেমটি একটি ওপেন ওয়ার্ল্ড পোস্ট-অ্যাপোক্যালিপটিক পরিবেশের মধ্যে সেট করা হয়েছে যা বোস্টন শহর এবং আশেপাশের ম্যাসাচুসেটস অঞ্চলকে ঘিরে রেখেছে। এবং এলাকাটি "দ্য কমনওয়েলথ" নামে পরিচিত। গেমটির ষ্টোরি 2287 সালে, ফলআউট 3 এর ষ্টোরির 10 বছর পরের এবং "দি গ্রেট ওয়ার" এর 210 বছর পরের স্টোরি নিয়ে গঠিত। যেই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে বিধ্বস্ত পারমাণবিক ধ্বংসযজ্ঞ হয়েছিল।
Starting:
শুরুতে দেখা যাবে যে ক্যারেক্টার সিলেক্ট করতে বলবে। তারপরে একটা লোক এসে ভল্ট১০১ এ সেই ফ্যামিলির নাম লিখিয়ে তালিকাভুক্ত করবে। তারপর টিভিতে Nuclear blust এর নিউজ দেখাবে। তারপর থেকে শুরু হবে আসল টুইস্ট। বাকিটা খেললেই বুঝবেন। শুধু শুধু স্পয়েল দিবোনা।
(Alart: আপনার ছেলেকে খোঁজাই এই গেম এর মুল লক্ষ।)
( যতই সামনে যাবেন ততই টুইস্ট)
GamePlay feature:
ক্যারেক্টারকে আপনি যেভাবে ইচ্ছা কন্ট্রোল করতে পারবেন। এই গেম এ ১১১,০০০ (111,000) রকমের ডায়লগ আছে।(এইটা কিভাবে সম্ভব। :3)ডায়লগ চুজিং এর উপর স্টোরির অনেকটা নির্ভরশীল। ইচ্ছা করলে ভাল কথা খারাপ বাজে কথা বলার সুযোগ রয়েছে।
Modification:
Bethesda এর প্রতিটা গেম এ কমবেশি ফ্রী মোড করার সুযোগ থাকে। যেটা আমার পছন্দের। বিভিন্ন রকমের মোড ডাউনলোড করার সাইট আছে। এদের মধ্যে Nexusmod বেস্ট।
চাইলেই ইউটিউব থেকে টিউটোরিয়াল ভিডিও দেখে কাজ করতে পারেন। বেশ ঝামেলার বাট অকে।
আগের গেম গুলা থেকে Fallout 4 অনেক আপগ্রেডেড। গ্রাফিক্স ও সেই লেভেলের। অপ্টিমাইজেশন ও ভাল।
আমি গেমটা খেলেছি :
Pro: Amd Fx4350
Gpu: GT1030 2gb ddr5
Ram: 4GB(যাদের সন্দেহ আছে তারা ট্রাই মারো)
HDD: 1TB WD-B
যাইহোক, কেমন লিখলাম জানাবেন(ভুল পাইলে ধরায় দিবেন)। আর পেজ এ একটা লাইক দিয়েন যদি ভাল লাগে। পোস্ট টা শেয়ার দিয়েন। যাতে আরও ভাল ভাল গেমের রিভিউ নিয়া আসতে পারি।
(Copy paste not allowed without Credit of writer)
©Al Mamun Sam
All right reserved by ©Team.X8X2 and ©Enomix Interactive 2020.