কক্স কম্পিউটার এন্ড প্রিন্টিং প্রেশ চট্টগ্রাম।

  • Home
  • Bangladesh
  • Muradpur
  • কক্স কম্পিউটার এন্ড প্রিন্টিং প্রেশ চট্টগ্রাম।

কক্স কম্পিউটার এন্ড প্রিন্টিং প্রেশ চট্টগ্রাম। A

10/01/2025
12/12/2024

ইতিহাস হয়ে তাকবে
১২+১২=২৪

18/09/2024

আঞ্জুমান ট্রাস্ট সংস্কার অতীব জরুরী।
আলেম দিয়ে পরিচালনা সময়ের দাবি

হিজরি ১৪৪৬!সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা!
07/07/2024

হিজরি ১৪৪৬!
সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা!

03/07/2024

❝দোয়া এক অপূর্ণ বিনিয়োগ।
মূলধন হারানোর কোনো আশংকা নেই।
হয় কবুল হবে, না হয় কোনো বিপদ দূর হবে।
নয়তো সওয়াব হিসেবে সংরক্ষিত থাকবে।❞

03/07/2024

আসসালামু আলাইকুম

গভীর শোকাহত বোয়ালখালী ঐতিহ্যবাহি খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ,মাওলানা মুফতী আব্দুর রহিম আল...
21/06/2024

গভীর শোকাহত
বোয়ালখালী ঐতিহ্যবাহি
খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ,
মাওলানা মুফতী আব্দুর রহিম আল-ক্বাদেরী
ইন্তেকাল করেছেন
ইন্না-লিল্লাহ.............................................
আল্লাহ রাব্বুল আলামীন তাহাকে জান্নাতের আ'লা মকাম দান করুক (আমীন)।

18/06/2024

এ জীবন কেন,,এত রং বদলায় কখনো কালো মেঘ, কখনো ঝড়োবেগ,,,,,

07/06/2024

পবিত্র জিলহজ্জ্ব মাসের চাঁদ দেখা গেছে, আগামী ১৭ই জুন পবিত্র ঈদুল আযহা।
অগ্রীম ঈদ মোবারক।

06/06/2024

জেনে নিন চট্টগ্রাম মহানগরীতে কত নাম্বার বাস কোন রুটে চলে।

🛑১- রুটঃ নিউ মার্কেট - লালদীঘি - আন্দরকিল্লা - সিরাজ উদ দৌলা রোড - চকবাজার - কাপাসগোলা - বাদুড়তলা - বহদ্দারহাট সিএমবি হয়ে কালুরঘাট।
🛑২- রুটঃ নিউ মার্কেট - লালদীঘি - আন্দরকিল্লা - জামালখাঁন - চকবাজার - মেডিকেল/প্রবর্তক - ২ নং গেট - মুরাদপুর - বহদ্দারহাট পুলিশ বক্স - বাস টার্মিনাল - পুরান চান্দগাঁও - শরাফত পেট্রোল পাম্প - সি এন্ বি রাস্তার মাথা - কাপ্তাই রাস্তার মাথা
🛑৩- রুটঃ নিউ মার্কেট - ডি.সি. হিল - কাজীর দেউরী - আলমাস - গোলপাহাড় - প্রবর্তক মোড়- মুরাদপুর - বিবিরহাট - অক্সিজেন - নতুনপাড়া - আমানবাজার - বড়দিগির পাড় - ফতেয়াবাদ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
🛑৪- রুটঃ নিউ মার্কেট - টাইগারপাস - লালখাঁন বাজার - ওয়াসা মোড় - গরীবুল্লাহ শাহ মাজার/জিইসি - ঝাউতলা - একে খান - কর্ণেল হাট - ফৌজদারহাট - ভাটিয়ারী
🛑৬- রুটঃ লালদীঘি - নিউ মার্কেট - টাইগার পাস - দেওয়ানহাট - বাদামতলী মোড় (আগ্রাবাদ) - বারেক বিল্ডিং - সল্টগোলা - ইপিজেড - বন্দরটিলা - সিমেন্ট ক্রসিং - কাঠগড় - সী বিচ
🛑৭- রুটঃ কোতোয়ালি - নিউ মার্কেট - বিআরটিসি বাস স্ট্যান্ড - কদমতলী - টাইগারপাস - দেওয়ানহাট মোর - চৌমুহনী মোড় - বাদামতলী মোড় - বেপারী পাড়া - মুহুরী পাড়া - শান্তিবাগ - আগ্রাবাদ - আগ্রাবাদ একসেস রোড - এসি মসজিদ - নয়াবাজার - সরাইপাড়া - সাগরিকা - অলংকারমোড় - একে খান
🛑৮- রুটঃ নিউ মার্কেট - টাইগার পাস - লালখান বাজার - জিইসি - ২ নং গেট - বায়েজিদ বোস্তামী - অক্সিজেন
🛑১০- রুটঃ কালুরঘাট - কাপ্তাই রাস্তার মাথা - বহদ্দারহাট - মুরাদপুর - ২ নং গেট - জিইসি - লালখান বাজার - টাইগার পাস - দেওয়ানহাট - বাদামতলী মোড় (আগ্রাবাদ) - বারেক বিল্ডিং - সল্টগোলা - ইপিজেড - বন্দরটিলা - সিমেন্ট ক্রসিং - কাঠগড়
🛑১১- রুটঃ ভাটিয়ারী - কর্ণেল হাট - একে খান - নয়া বাজার - বড়পোল - সল্টগোলা ক্রসিং - ইপিজেড - বন্দরটিলা - কাঠগড় - সী বিচ.........

06/06/2024

একটি মুস্তাহাব (পছন্দনীয়) আমল:
পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানীর ঈদের নামাজ আদায় করার আগ পর্যন্ত চুল, দাড়ি, গোঁফ, নখ ও শরীরের লোম কাটা বা সাটা থেকে বিরত থাকা মুস্তাহাব।
আগামীকাল জুমাবার জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে।
তাই, আগামীকাল জুমাবার সূর্য অস্তের আগে এগুলো কেটে বা সেটে নিয়ে সামনের দশ দিন এই কাজ থেকে বিরত থেকে মুস্তাহাব আমলটি করে অধিক সাওয়াব হাসিল করুন।

এ আমলের দ্বারা হাজীদের সাদৃশ্য হওয়া যায়। আর বিশেষ করে জিলহজ মাসের প্রথম ১০ দিনের ফজিলত খুবই বেশি। এই দিনগুলোতে রোজা (নফল) রাখা উত্তম।

27/05/2024

ওয়া আলান্নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা'আ
ইলাইহি সাবিলা
যার যাতায়াতের সাধ্য আছে তার জন্য সারা জীবনে একবার হজ্জ ফরজ বলে এর আমলের নিয়ম কানুন অনেকের মনে থাকেনা আর যথাযথভাবে তা পালন না করলে হজ্জ হয়না। আবার হলেও নাকেস থেকে যায় যার জন্য দম দিতে হয়,তাই সংক্ষেপে আমলগুলো জানিয়ে দেয়া হলোঃ-
মীকাত থেকে ইহরাম বাঁধার পরই হজ্জের কার্যক্রম শুরু হয়।ইহরামের পর অনেক হালাল কাজ হারাম হয়ে যায়,তাই সতর্ক হয়ে চলতে হয়।
৫ দিনে ৫ জায়গায় ৯ কাজ করাকে হজ্জ বলে"
*৫ দিন হল;
জিলহজ্জ মাসের ৮.৯.১০.১১.১২ তারিখ
৫ জায়গা হল;
১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা
৪. জামারাত এবং ৫. বাইতুল্লাহ।
*৯ কাজ হল;
তার মধ্যে ৩টি ফরজ ৬টি ওয়াজিব
ফরজ তিনটি, ১. ইহরাম বাঁধা ২. আরাফায় অবস্থান
৩.তাওয়াফে জিয়ারত।
ওয়াজিব ৬টি হল;
১. মুজদালিফায় রাত যাপন ২. মিনায় কঙ্কর মারা ৩. মিনা বা মক্কায় কুরবানী করা ৪. মাথা কামানো ৫. সাফা মারওয়া সাঈ করা।
৬. মক্কার বাইরের লোকেরা বিদায়ী তওয়াফ করা
*মূল কথা হলো;
হজ্জের জন্য জায়গা হল ৫টি, হজ্জ পালনের জন্য দিন হল ৫দিন আর কাজ হল মাত্র ৯টি।
ব্যস! সিরিয়াল মত ঠিকঠাক থাকলে আপনার হজ্জ সম্পূর্ণ হবে, ইন শা আল্লাহ।
আল্লাহ সকল হাজীদের হজ্বকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। আমীন।

09/05/2024

আলহামদুলিল্লাহ
আগামীকাল প্রথম জুমা
জিলক্বদ মাসের চাঁদ উদয় হয়েছে।

01/05/2024

আজকে মহান মে দিবসে সকল শ্রমজীবী ভাইদের প্রতি সশ্রদ্ধ সালাম।
"শ্রমিকদের শ্রমের মজুরি দিয়ে দাও তাদের ঘাম শুকানোর আগে"
(আল হাদীস)

Address

Muradpur

Telephone

+8801819081457

Website

Alerts

Be the first to know and let us send you an email when কক্স কম্পিউটার এন্ড প্রিন্টিং প্রেশ চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কক্স কম্পিউটার এন্ড প্রিন্টিং প্রেশ চট্টগ্রাম।:

Videos

Share