25/08/2024
বাঁধ নির্মাণ করা দোষের কিছু নই।
যারা বাঁধের সামনে আরেকটি বাধঁ নির্মান করতে চান, এই লেখা টা তাদের জন্য, প্লিজ পুরো পড়ে তারপর মন্তব্য করবেন।
আপনারা আগে মানচিত্রের দিকে একটু তাকান। মানচিত্র টা ভালো করে দেখুন। বাংলাদেশে বাঁধ দিয়ে আসলেও কি কোন লাভই হবে, কোন লাভ হবে না। আবেগ দিয়ে দেশ চলে না রে ভাই।
ভারত উজানের রাষ্ট্র, বাংলাদেশ ভাটির রাষ্ট্র। সুতরাং ভারতের বাঁধ খুলে দিলে সেই পানি বাংলাদেশে আসার পর যখন বাংলাদেশের বাঁধ-এ বাধাগ্রস্ত হবে তখন বাংলাদেশে বাঁধ ভেংগে পানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে। যদি বাঁধ না ভাঙ্গতে পারে তাহলে পানি তার গতিপথ পরিবর্তন করে বাঁধের আশেপাশের অঞ্চল দিয়ে বিভিন্ন অঞ্চলে ঢুকবে। অর্থাৎ ভারত উজানে থাকায় ভারত থেকে আসা পানি কখনোই ভারতে প্রবেশ করবে না। এটি যেভাবেই হোক বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে।
সুতরাং আমাদের বাংলাদেশ যা পারে সেটি হলো, নিজ দেশের নদী খনন করা, খাল খনন করা। নতুন খাল তৈরি করে পানি ধরে রাখার চেষ্টা করা এবং কত দ্রত এই পানিকে বঙ্গোপসাগরে পাঠানো যায় সেই ব্যবস্থা করা,এবং যেকোনো ভাবে কুটনৈতিক আলোচনা বা চিন্তাকে আরো জোরদার করা, যদিও তারা আমাদেরকে শুধু Eye ওয়াশই করে। অবশ্যই আমি আমার দেশকে ভালোবাসি,কিন্তু কোনো প্রতিহিংসামূলক অপকর্ম বা সংজ্ঞাত চাইনা।
সকল মানুষের জন্য আল্লাহর নিকট প্রার্থনা রইলো। প্রাকৃতিক দুর্যোগ প্রশমিত হোক।