Abida's vlog

Abida's vlog its a personal vlog to records online video to deliver information that they intend to introduce Typically replies within a day
@ Send Message
(3)

23/10/2024

প্রত্যেকটা শখের একটা বয়স আছে! মানুষ বলে না? বড় হয়ে নিজের টাকায় করিস! তখন টাকা থাকলেও শখ আর থাকবে না।

09/10/2024

You’re born alone, you'll die alone & you'll be judged alone. So don't worry about what people might think or say about you.

09/10/2024

সবাই যদি সবাইকে বুঝতো,তবে সমস্যা কিছুই থাকত না! মন সবার থাকলেও মনুষত্ব সবার থাকে না।

14/08/2024

নানান রঙের মানুষ, বিভোর নানা স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদাকালো আলাপনে !!

আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক।
কারো সব থেকেও "সুখ" জিনিসটাই নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে!কেউ দুইবেলা খাওয়ার জন্য সারাদিন হাটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাটে।
জীবন যেখানে যেমন!আমি সেখানে তেমন।

মানসিক অশান্তি, নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশা, দূর করতে একা নয়, বরং নিজেকে এমন মানুষগুলোর সংস্পর্শে রাখতে হয় যারা ভালোবাসে,...
01/08/2024

মানসিক অশান্তি, নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশা, দূর করতে একা নয়, বরং নিজেকে এমন মানুষগুলোর সংস্পর্শে রাখতে হয় যারা ভালোবাসে, হাসায় এবং ভালো রাখে। যারা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী, যারা মন ভালো রাখে, এমন মানুষগুলোর সাথে সময় কাটাতে হয়।
আমার বন্ধু ভাগ্য এতো খারাপ। জীবনে দুজন মানুষ কে এতো বেশি বিশ্বাস করে এমন ধাক্কা খেয়েছি এখন জন্তু জানোয়ার থেকেও মানুষ কে ভয় পাই। এই কারণে করো সাথে মন খুলে কথা বলার মানুষ ও আমর নাই । দেখি না একাকীত্ব জীবন টা কেমন???? অন্তত ধোকা খাওয়ার সুযোগ টা তো থাকবেনা।
জীবনের ধাপে ধাপে একাকিত্ব, নিঃসঙ্গতা এবং হতাশা দেখা দেবেই। বারবার খারাপ সময় এসে, বেঁচে থাকার ইচ্ছেটুকুও কেড়ে নিতে পারে। কিন্তু আমরা মানুষগুলো সেখানেই ভুল করি, যখন এত ডিপ্রেশনে থেকেও নিজেকে পুরো একা করে রাখি। এই একা করে রাখা কখনোই সমাধান হতে পারে না।
দিনশেষে মন খুলে দু'টো কথা বলার মতো যদি কাউকে ভরসা নাই করতে পারি, তবে এর থেকে দুর্ভাগ্যের আর কী হতে পারে? জীবনের বাজে সময়গুলোতে বিশ্বস্ত কাউকে খুঁজে পাওয়া যায় না ব্যাপারটা এমন নয়। বরং আমরা মানুষগুলো একবার ঠকে গিয়ে দ্বিতীয়বার কাউকে ভরসা করার সাহস পাইনা।
ডিপ্রেশন, একাকিত্ব, নিঃসঙ্গতায় নিজেকে মানসিক ভাবে সুস্থ রাখতে সঙ্গের প্রয়োজন। কথা জমিয়ে না রেখে, তা কারো না কারো কাছে বলা উচিত। ভীষণ কান্না পেলে চিৎকার করে কাঁদা উচিত। আর এই পরিস্থিতিতে প্রয়োজন একজন মনোযোগী মানুষ।
নিজেকে একা করে রাখলে নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশা দূর হয় না, বরং বাড়ে! কথায় আছে, খুঁজলে তো আকাশের চাঁদও পাওয়া যায়। সেখানে এই ভণ্ডদের ভীড়ে কেউ না কেউ বিশ্বস্ত মনোযোগী মানুষ তো আছেই। অন্তত নিজে ভালো ভাবে বাঁচার জন্য হলেও কাউকে ভরসা করা উচিত। নিজেকে একা করে দিয়ে যন্ত্রণা পাওয়ার চাইতে, একটু ভালো ভাবে বাঁচার জন্য বিশ্বস্ত মনোযোগী মানুষ খুঁজে নেয়াটাই সবচেয়ে কার্যকরী সমাধান।

Address

Muradpur

Opening Hours

Monday 00:00 - 20:00
Tuesday 00:00 - 20:00
Wednesday 00:00 - 20:00
Thursday 00:00 - 20:00
Saturday 00:00 - 20:00
Sunday 11:00 - 20:00

Telephone

+8801816910831

Alerts

Be the first to know and let us send you an email when Abida's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share