Akhi's dream

Akhi's dream আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ
Alhamdulillah for everything 🤲

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
05/12/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

ফুল দেখলেই ছবি তোলা আমার একটা শখ।🌺ভালোবাসি ফুল ❤️🌺
29/10/2024

ফুল দেখলেই ছবি তোলা আমার একটা শখ।🌺
ভালোবাসি ফুল ❤️🌺

ভালোবেসে ফুল দিও ফুলের মতো যত্ন নিও।❤️🌺@নিল অপরাজিতা আমার গাছের। 🌺
29/10/2024

ভালোবেসে ফুল দিও ফুলের মতো যত্ন নিও।❤️🌺
@নিল অপরাজিতা আমার গাছের। 🌺

It’s me.🌺❤️
25/10/2024

It’s me.🌺❤️

22/10/2024

আদম সন্তান 'আমার আমার' বলে দাবী করে।অথচ তার শুধু ততটুকুই যেটুকু সে খেয়ে হজম করেছে,যে জামা গায়ে দিয়ে ছিঁড়েছে এবং যা আল্লাহর পথে খরচ করেছে।আর বাকী সবটুকুই তার মৃত্যুর পর অন্যদের হবে।(হাদিসে কুদসী)

19/10/2024

মানুষের হিসাব অতি নিকটে ঘনিয়ে আসছে অথচ তারা গাফলতির মধ্যে বিমুখ হয়ে পড়ে রয়েছে। (সূরা আল আম্বিয়া :১)

16/10/2024

২মিনিট অফলাইনে থাকলে টেনশন করে ৩ বার অজ্ঞান হয়ে যাবে এমন জামাই কোথায় পাওয়া যায়?🤔😜

11/10/2024

প্রতিবার ফরয সালাতের পর একবার আয়াতুল কুরসি পড়া। নিয়মিত আমল করলে আমলকারী ও জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলেই জান্নাতি। _____(নাসাঈ-৯৯২৮)

10/10/2024

রাসূল(সা.)বলেছেন, শেষ যমানায় স্বৈরাচারী শাসক,পাপিষ্ঠ মন্ত্রী, বিশ্বাসঘাতক বিচারক ও মিথ্যাবাদী ফকীহদের আবির্ভাব হবে।যারা তোমাদের মধ্যে সে যুগ পাবে তারা যেন তাদের কর আদায়কারী তহসিলদার না হয় এবং তাদের কোন কাজের দায়িত্ব গ্রহণ না করে এবং তাদের অধীনে কোন গুরুত্বপূর্ণ পদ গ্রহণে সম্মত না হয়। (তাবরানী)

তোমায় নিয়ে চাঁদ দেখা বাকি।❤️তোমাকে পাওয়া বাকি 😜
10/10/2024

তোমায় নিয়ে চাঁদ দেখা বাকি।❤️
তোমাকে পাওয়া বাকি 😜

তোমায় নিয়ে..❤️

03/10/2024

গরিবের আবার কাশবন ঘুরতে যাওয়া! রাস্তায় যে কয়েকটা দূর্বাঘাস দেখতে পারি এইটাইতো অনেক। 🙄

01/10/2024

মারজুক রাসেলের একটা কথা আছে, "তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি।"

কথাডা ডাহা সত্য। আমরা কারো-কারো কাছে দু-পয়সারও দাম পাই না; আবার কারো-কারো কাছে বিশেষ প্রায়োরিটি পাই।

সমস্যা হইলো, আমরা ঘুইরা-ফিরা তাদের কাছেই যাই, যাদের কাছে আমরা ভ্যালুলেস। আর যারা আমাদের প্রায়োরিটি লিস্টের উপরে রাখে, তাদের সঙ্গ আমাদের ভালো লাগে না।

মানুষ হিসেবে আমরা যথেষ্টই বেকুব। ডাইল-ভাতের হোটেলে গিয়া কাচ্চির আশায় বইসা থাকি

09/07/2024

কিছু স্মৃতি হৃদয়ে করে রক্তক্ষরণ, কিছু অনুভূতির গোপনেই হয় মরণ।😥😥

03/07/2024
01/07/2024

অনেক দিন পর আজ রহমতের বৃষ্টিতে ভিজলাম।❤️🌧️মনে মনে ভাবতার একদিন যদি বৃষ্টিটা দুপুর বেলায় আসতো আর সেই দিন যদি আম্মু বাসায় না থাকতো, তাহলে আমি ভিজতে পারতাম। আল্লাহ আজ সেই মনের আসাটা পুরন করেছেন।আলহামদুলিল্লাহ ❤️❤️
বৃষ্টিতে ভিজা মাত্রই মাথা ব্যাথা, জ্বর এসে হানা দেয় । এই কারনেই বৃষ্টিতে ভিজতে দেয় না। জ্বর আসলেই কিভাবে যেন বুঝে ফেলে বৃষ্টিতে ভিজেছিলাম। 😥

30/06/2024

শ্যামলা বর্ণটা এক অদ্ভুতবর্ণ মাঝে মাঝে নিজেকে দেখে নিজেই crush খাই 🥰।আবার মাঝে মাঝে মনে হয় আমার চেয়ে পেত্নীও বেশি সুন্দরী। 😜

তর একলা বিকেলের সঙ্গী হব সাথে যদি রাখিসতর গোধূলিতে আমি রঙ ছড়াবো সন্ধে হয়ে ডাকিস।🌅তর দীঘল কেশে আমি ফুল জড়াবো খোঁপায় যদি ব...
28/06/2024

তর একলা বিকেলের সঙ্গী হব সাথে যদি রাখিস
তর গোধূলিতে আমি রঙ ছড়াবো সন্ধে হয়ে ডাকিস।🌅
তর দীঘল কেশে আমি ফুল জড়াবো খোঁপায় যদি বাধিস,আমার যদি থাকিসরে তুই আমার যদি থাকিস।❤️❤️

27/06/2024

মনটা খালি ঘুরতে যা,ঘুরতে যা করে। 🥰

Address

Munshiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi's dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhi's dream:

Videos

Share