SHA24

SHA24 Personal blog and Music
(1)

21/06/2024
আমার বন্ধু ও তার বউ দুইজনকে অনেক মানিয়েছে 😄😄
15/06/2024

আমার বন্ধু ও তার বউ দুইজনকে অনেক মানিয়েছে 😄😄

15/06/2024

যখন অবহেলায় মূল্যে কমে যায়, তখন নিজের গুরুত্ব বুঝাতে দূরত্বের প্রয়োজন হয়।

সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ❤️
14/06/2024

সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ❤️

13/06/2024

আমার জীবনের প্রতিটা আমি দোষী–আনন্দিত না হলেও বরাবর আমি হাসিখুসি।

মানুষের অর্থ দেখো না, তার চরিত্র দেখো, তাহলে জীবনের সুখী হবা।
13/06/2024

মানুষের অর্থ দেখো না,
তার চরিত্র দেখো,
তাহলে জীবনের সুখী হবা।

10/06/2024

কত সুন্দর ফুল
মাশাআল্লাহ ❤️❤️❤️

10/06/2024

পৃথিবীতে সবকিছু বুজতে সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট।

10/06/2024

এই আমের নাম বলতে পদরবেন..?

With তাজরী বিন্তে তোহা – I just got recognised as one of their top fans! 🎉
10/06/2024

With তাজরী বিন্তে তোহা – I just got recognised as one of their top fans! 🎉

With Marjan Dream – I just got recognised as one of their top fans! 🎉
08/06/2024

With Marjan Dream – I just got recognised as one of their top fans! 🎉

08/06/2024

কাঁঠাল গাছে লিচু ধরেছে 😄😄😃

08/06/2024

I gained 910 followers, created 209 posts and received 2,311 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

07/06/2024

পাতা ঝড়ার আগে
পাতার রঙ বদলে যায়!

মানুষ বদলানোর আগে
মানুষের কথা বলার
ধরন বদলে যায়।

07/06/2024

মায়া জিনিসটা খুব একটা অদ্ভুত,
হোক সেটা কোন মানুষের প্রতি
কিংবা কোনো বস্তুর প্রতি
মায়া জিনিসটা খুবই কষ্টদায়ক।

07/06/2024

অনেক দিন পর বৃষ্টি হচ্ছে ❤️❤️
চলেন সবাই বৃষ্টিতে ভিজে বেড়াই।

বান্ধবীর ভবিষ্যত 🤭
06/06/2024

বান্ধবীর ভবিষ্যত 🤭

04/06/2024

জীবন যুদ্ধে কখনো হার মানবেন না। কারণ আপনি একজন কাপুরুষ নন। আর হাসি হচ্ছে জীবন যুদ্ধকে টিকিয়ে রাখা বা জয় অর্জন করার সবচেয়ে সহজ উপায়।

03/06/2024

আমার নীরবতার মানে এই নয় যে আমি হেরে গেছি। আমি বোকাদের সাথে তর্ক করি না।

03/06/2024

পৃথিবীর সবচেয়ে দুঃখের বিষয় হল এমন কাউকে ভালোবাসলাম যে আমাকে তার ভালবাসার জন্য আমাকে ব্যাবহার করল।

যে কারণে মধ্যবিত্তরা সর্বস্বান্ত হন।১. ভুল জমি বা ফ্লাট কেনা।দেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি আছে, এরা বরশি ফেলে বসে আছ...
01/06/2024

যে কারণে মধ্যবিত্তরা সর্বস্বান্ত হন।

১. ভুল জমি বা ফ্লাট কেনা।

দেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি আছে, এরা বরশি ফেলে বসে আছে টোপ গেলার জন্য এবং এ টোপ হচ্ছে মধ্যবিত্ত। কেনার সময় আপনাকে যে জমি দেখানো হয়েছে আসলে তা হয়তো কেনাই হয়নি। জমির মালিককে মাসে দুহাজার টাকা ভাড়া দিয়ে জমির উপর কোম্পানিটি সাইনবোর্ড লাগিয়েছে মাত্র।

এ জমি কিনলেন তো বুড়িগঙ্গায় কষ্টের টাকা বিসর্জন দিলেন। সর্বস্ব হারানো মানুষটির এসব মাফিয়াদের বিরুদ্ধে কিছুই করার থাকে না। আশেপাশে তাকালেই এদের হাতে পথের ফকির হওয়া অনেককেই দেখবেন।

উল্টাপাল্টা ডেভেলপার থেকে ফ্লাট কিনলেও একই দশা অপেক্ষা করছে।

একটি ভুল জমি বা ফ্লাট ইকুয়াল টু বাকি জীবনের কান্না।

২. অস্বাভাবিক ডিসকাউন্ট দেওয়া কোম্পানি।

এরা পঞ্চাশ হাজার টাকার জিনিস দশ হাজার টাকায় অফার করবে। কমদাম দেখে মধ্যবিত্তরা ঝাঁপ দেবেন। এর মধ্যে সামান্য কয়েকজনকে পণ্য সরবরাহ করা হবে, বাকি অসংখ্য অর্ডারকারিকে দেবে না, সোজা কথায় তাঁদের টাকা মেরে দেওয়া হবে। বঞ্চিতরা এ কোম্পানির মালিককে জীবনেও ধরতে পারবেন না। কারণ তাঁদের টাকায় সে টাউট ইতোমধ্যে শত কোটি টাকার মালিক হয়ে গেছে, গড়ে তুলেছে মাস্তান বাহিনী, চড়ে বুলেট প্রুফ গাড়িতে, বাস করে দূর্গে। ক্ষমতাহীন মধ্যবিত্তের সাধ্য নেই তাকে ধরার।

৩. ক্রেডিট কার্ড।

নগদ টাকা বের হয়ে যাওয়ার সময় যেমন মন খচখচ করে করে ক্রেডিট কার্ড দিয়ে কেনার সময় তা করে না। তাই সব কিছু কিনে ফেলতে ইচ্ছে করে। একবারও মনে আসে না যে, ক্রেডিট কার্ড কোম্পানি প্রায় ত্রিশ পার্সেন্ট সুদ আরোপ করবে। মানে ১০০ টাকার জিনিস আসলে আপনি কিনছেন ১৩০ টাকায়। এটি এমন একটি গর্ত, যেখানে ঢুকা যায়, কিন্তু বের হতে জান বেরিয়ে যায়। মিনিমাম পেমেন্টের গাড্ডায় পড়লে তো জান যাবে কিন্তু ওই গর্ত থেকে বেরুতে পারবেন না।

৪. শেয়ার বাজার।

এটি এমন একটি সুড়ঙ্গ যার ওপর পারে অপেক্ষা করছে অভিজ্ঞ খেলোয়ারেরা। ভালোভাবে এ বাজার না বুঝে সে সুড়ঙ্গে টাকা ঢুকালেন তো অপর প্রান্তে অপেক্ষামান ফিল্ডাররা ক্রিকেট বলের মতো তা খপ করে লুফে নেবে। তার মানে আপনি আউট! পারমানেন্ট আউট। জীবনেও আর খেলার সুযোগ পাবেন না। এরকম আউট হওয়া হতভাগ্য খেলোয়ার আশেপাশেই দেখতে পাবেন।

৫. অতিরিক্ত মুনাফার লোভ।

যখন কোনো প্রতিষ্ঠান বাজারে প্রচলিত বা সরকার নির্ধারিত সর্বোচ্চ মুনাফা বা সুদের চাইতে বেশি অফার করে তখনই সে প্রতিষ্ঠানে লাল পতাকা কল্পনা করবেন। মানে হচ্ছে প্রতিষ্ঠানটি লালবাতি জ্বালিয়ে ভাগবে, তার টিকিটার খোঁজও আপনি পাবেন না। এরা তো জ্বীন-ভূত না যে বাজারের প্রতিষ্ঠিত অতি বিশ্বস্ত প্রতিষ্ঠানের চাইতে বেশি মুনাফা দেবে! এটা কি সম্ভব? এদের হাতে কি আলাদীনের চেরাগ আছে? না নেই। তবে আপনার আমানতের টাকায় এ চেরাগ তারা নিজেদের জন্য তৈরি করছে। যেদিন চেরাগটি পুরোপরি জ্বলবে সেদিন আপনার টাকা বস্তায় ভরে ম্যাজিক কার্পেটে চড়ে এরা গায়েব হয়ে যাবে।

কার্পেট রেডি, কেবল উড়াল দেওয়ার অপেক্ষা।

৬. ব্যাবসা করার জন্য অন্যকে টাকা দেওয়া।

আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা অন্যকে ব্যাবসা করার জন্য টাকা দিয়ে সব হারান নি। দুটো কারণে এটা হয়। প্রথমত যিনি ব্যবসার জন্য টাকা নিয়েছেন তিনি নিজেই মার খেয়েছেন, ফেরত কোত্থেকে দেবেন? দুই নম্বর হলো টাকা মেরে দেওয়া। কয়েকমাস লাভ দিয়ে তারপর অস্বীকার! লাভ তো দূরের কথা আসলই ফেরত পাওয়া যায় না। তাই ব্যাবসা যদি নিজে বুঝেন তাহলে করবেন, না বুঝে লাভের আশায় অন্যকে টাকা দিলেন মানে ব্যাংকের চেক কাটলেন না, নিজের ভাগ্যকেই নিজে কেটে দিলেন। দুনিয়ার কোনো সার্জনের সাধ্য নেই তা জোড়া লাগানোর।

৭. অন্ধ প্রতিযোগিতা।

আমাদের একটা বাজে অভ্যাস হলো অন্যদের সাথে অন্ধ প্রতিযোগিতা। পাশের বাসায় ৪২ ইঞ্চি টিভি কেনা হয়েছে! আমারও কিনতে হবে। কেউ গাড়ি কিনেছে! ধারকর্জ করে আমাকেও কিনতে হবে। ফলাফল হচ্ছে, পায়ের নিচের মাটি সরে যাওয়া। এ ইঁদুর দৌড়ের কারণে যখন জীবনে ঘোর বর্ষা নামবে তখন হাতে ছাতা থাকবে না। ফালতু প্রতিযোগিতার কারণে সে ছাতা তো কবেই বিক্রি করে দিয়েছি!

তাহলে কী করবেন?

উত্তর: উপরের কোনোটিই করবেন না। টাকাও নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন। হাতের ছাতা হাতেই থাকুক, বর্ষাকালের জন্য।
Copy

Shout out to my newest followers! Excited to have you onboard!Holofira Hatun, Mohammad Saidur Rahman, Md. Merajul Islam,...
01/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Holofira Hatun, Mohammad Saidur Rahman, Md. Merajul Islam, Md Dulal, Mohammad Aminul Islam, MD Raihan, Syed Subhan, Sonia Akter, MD Foysal Sarkar, Md Akramul Islam, Md Hello, Jubo Das, Kawsar Ahmed, Asad Jaan, Ripon Hossain, Md Taijul Ahmed, Md Mamun, Md Sohug, জাহিদ হাসান অনিক, Parvas Bhuian, হাজার মাঝে একটি ফুল, Aziz Ullah, Raju Pathan, Md Anamul

31/05/2024

তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছ কিন্তু আমি এই টুকরো গুলি তোমার জন্যই সংগ্রহ করে রেখেছি!

31/05/2024

❤️সবাইকে জুমা মোবারক ❤️

31/05/2024

এমন কিছু কথা থাকে যা
কাউকে বলাও যায় না
বুঝানো যায় না

Address

Munshiganj

Telephone

+8801576793932

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHA24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share