Semon sutradhar

Semon sutradhar Making videos that will make you feel something. i am simple happy man

জেষ্ঠ ভাতাশ্রী শুভ পরিনয়।
17/04/2024

জেষ্ঠ ভাতাশ্রী শুভ পরিনয়।

15/04/2024

Har Har Mahadeb 🔱

প্রকৃতি ঈশ্বরের সুন্দর সৃষ্টি, যা তিনি আমাদের অমূল্য উপহার হিসাবে আশীর্বাদ করেছেন।
12/04/2024

প্রকৃতি ঈশ্বরের সুন্দর সৃষ্টি, যা তিনি আমাদের অমূল্য উপহার হিসাবে আশীর্বাদ করেছেন।

সন্ধ্যা ৭ টায় দেখতে চোখ রাখুন।👇YouTube link : https://youtu.be/whZwK5fI0ZE
02/04/2024

সন্ধ্যা ৭ টায় দেখতে চোখ রাখুন।👇
YouTube link : https://youtu.be/whZwK5fI0ZE

প্রতিচ্ছবি
01/03/2024

প্রতিচ্ছবি

29/02/2024

About this video : দেবী ইলা || part 02 || Dance part #নববানী_সংঘ || মা সরস্বতী cinematic video 2024.

সরস্বতী (দেবী)

সরস্বতী অন্যান্য নাম : সারদা, ইলা, শতরূপা, মহাশ্বেতা, বীণাপাণি, বীণাবাদিনী, ভারতী, বাণী, বাগ্দেবী
সংস্কৃত লিপ্যন্তর : সরস্ৱতী
অন্তর্ভুক্তি দেবী, নদী দেবী, ত্রিদেবী, গায়ত্রী

]সরস্বতী সাধারণত দ্বিভুজা বা চতুর্ভুজা মূর্তিতে পূজিতা হন। দ্বিভুজা মূর্তিতে তাঁর হাতে থাকে বীণা ও পুস্তক অথবা লেখনী/ কলম ও পুস্তক; চতুর্ভুজা মূর্তিতে থাকে পুস্তক, অক্ষমালা, সুধাকলস ও বীণা; অথবা ব্যাখ্যা মুদ্রা, বীণা, সুধাকলস ও পুস্তক; অথবা অক্ষমালা, দুটি শ্বেত পদ্ম ও পুস্তক; অথবা পাশ, অঙ্কুশ , বিদ্যা বা পুস্তক ও অক্ষমালা। হিন্দুধর্মে এই প্রত্যেকটি বস্তুরই প্রতীকী অর্থ রয়েছে।

হিন্দুদের একাংশ সরস্বতীর পূজা করেন শ্রীপঞ্চমী বা বসন্তপঞ্চমীর (মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি, এই দিনটি ভারতের বিভিন্ন অংশে সরস্বতী পূজা বা সরস্বতী জয়ন্তী নামেও পরিচিত) দিন।[৮] এই দিনটিতে শিশুদের হাতেখড়ি অনুষ্ঠানের (প্রথম অক্ষর শিক্ষার অনুষ্ঠান) আয়োজন করা হয়।
বিভিন্ন ভাষায় নাম

সরস্বতী ও বীণা

মরালবাহনা সরস্বতীর হস্তে উত্তর ভারতীয় শৈলীর বীণা (রুদ্রবীণা), আনুমানিক ১৭০০ খ্রিস্টাব্দ।
Saraswati with an ālāpiṇī vīṇā
আলাপিণী বীণা হস্তে সরস্বতী, খ্রিস্টীয় দশম-দ্বাদশ শতাব্দী, পূর্ব ভারত অথবা বাংলাদেশ।
হিন্দু দেবী সরস্বতীকে শতাব্দী ভেদে ভিন্ন ভিন্ন ধরনের বীণা হস্তে চিত্রিত করা হয়েছে। প্রাচীনতম জ্ঞাত সরস্বতী-সদৃশ খোদাই চিত্রগুলি পাওয়া গিয়েছে খ্রিস্টপূর্ব ২০০ অব্দের সমসাময়িক বৌদ্ধ প্রত্নক্ষেত্রগুলি থেকে। এই চিত্রগুলিতে সরস্বতীর হাতে হার্প-জাতীয় বীণা দেখা যায়।[২১]
বাংলা ভাষায় সরস্বতীর অপরাপর নামগুলি হল সারদা, বাগ্দেবী, বাগ্বাদিনী, বাগীশা, বাগ্দেবতা, বাগীশ্বরী, বাঙ্ময়ী, বিদ্যাদেবী, বাণী, বীণাপাণি, ভারতী, মহাশ্বেতা, শতরূপা, গীর্দেবী, সনাতনী, পদ্মাসনা, হংসারূঢ়া, হংসবাহনা, হংসবাহিনী, কাদম্বরী, শ্বেতভুজা, শুক্লা ও সর্বশুক্লা ইত্যাদি।[২২] হিন্দি ভাষায় এই দেবীর নামের বানান হল হিন্দি: सरस्वती। তেলুগু ভাষায় দেবী সরস্বতী পরিচিত চদুবুলা তাল্লি বা শারদা নামে। কোঙ্কণি ভাষায় সরস্বতীকে বলা হয় শারদা, বীণাপাণি, পুস্তকধারিণী ও বিদ্যাদায়িণী। কন্নড় ভাষায় সরস্বতীর যে নামান্তরগুলি প্রচলিত তার মধ্যে বিখ্যাত শৃঙ্গেরী মন্দিরে দেখা যায় শারদে, শারদাম্বা, বাণী ও বীণাপাণি নামগুলি। তামিল ভাষায় সরস্বতী পরিচিত কলৈমগল , নামগল কলৈবাণী , বাণী ও ভারতী নামে। কুরল সাহিত্যের মাহাত্ম্যব্যঞ্জক পঞ্চান্নটি তামিল শ্লোকের সংকলন তিরুবল্লুব মালই গ্রন্থে এবং গ্রন্থকার বল্লুবর কর্তৃক সরস্বতী নামগল নামে বন্দিত হয়েছেন এবং কথিত আছে এই সংকলনের দ্বিতীয় শ্লোকটি স্বয়ং সরস্বতীর রচনা।[২৩][২৪]

সরস্বতী বানানটি অসমীয়া ভাষায় সৰস্বতী, মালয়ালম ভাষায় , তামিল ভাষায় , ও ওড়িয়া ভাষায়। ভারতীয় উপমহাদেশের বাইরে বর্মি ভাষায় সরস্বতী পরিচিত থুরাথাডি বা তিপিটক মেডাউ নামে, চীনা ভাষায় পরিচিত Biàncáitiān নামে, জাপানি ভাষায় পরিচিত বেনজাইতেন নামে এবং থাই ভাষায় পরিচিত সুরতসওয়াদি বা সরতসওয়াদি নামে।[২৫]

প্রতিমাকল্প

ধ্যানমন্ত্রে বর্ণিত প্রতিমাকল্পটিতে দেবী সরস্বতী দেবীকে শ্বেতবর্ণা, শ্বেতপদ্মে আসীনা, মুক্তার হারে ভূষিতা, পদ্মলোচনা ও বীণাপুস্তকধারিণী এক দিব্য নারীমূর্তিরূপে কল্পনা করা হয়েছে। বলা হয়েছে,

ওঁ তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ কুচভরনমিতাঙ্গী সন্নিষণ্ণা সিতাব্জে।
নিজকরকমলোদ্যল্লেখনীপুস্তকশ্রীঃ সকলবিভবসিদ্ধ্যৈ পাতু বাগ্দেবতা নঃ।।

অর্থাৎ, “চন্দ্রের নূতন কলাধারিণী, শুভ্রকান্তি, কুচভরনমিতাঙ্গী, শ্বেতপদ্মাসনে (উত্তমরূপে) আসীনা, হস্তে ধৃত লেখনী ও পুস্তকের দ্বারা শোভিত বাগ্‌দেবী সকল বিভবপ্রাপ্তির জন্য আমাদিগকে রক্ষা করুন।”[২৬]

আবার পদ্মপুরাণ-এ উল্লিখিত সরস্বতীস্তোত্রম্-এ বর্ণিত হয়েছে,

শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পোপশোভিতা।
শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতগন্ধানুলেপনা॥১
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা॥২
ইত্যাদি

অর্থাৎ, “দেবী সরস্বতী আদ্যন্তবিহীনা, শ্বেতপদ্মে আসীনা, শ্বেতপুষ্পে শোভিতা, শ্বেতবস্ত্র-পরিহিতা এবং শ্বেতগন্ধে অনুলিপ্তা॥১॥ অধিকন্তু তাঁহার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা; তিনি শ্বেতচন্দনে চর্চিতা, শ্বেতবীণাধারিণী, শুভ্রবর্ণা এবং শ্বেত অলঙ্কারে ভূষিতা॥২॥”[২৭]

বঙ্গভূমে শ্রী শ্রী সরস্বতী পুষ্পাঞ্জলি-মন্ত্র —

ওঁ জয় জয় দেবি চরাচরসারে, কুচযুগশোভিতমুক্তাহারে

বীণাপুস্তকরঞ্জিতহস্তে, ভগবতি ভারতি দেবি নমস্তে॥

ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।

বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ॥

এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ ঐং সরস্বত্যৈ নমঃ॥

প্রণাম-মন্ত্র:

সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে।

বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোঽস্তু তে॥

জয় জয় দেবি চরাচরসারে, কুচযুগশোভিতমুক্তাহারে।বীণাপুস্তকরঞ্জিতহস্তে, ভগবতি ভারতি দেবি নমস্তে॥

___________________________________________________
More video links :

দেবী ইলা || part 01|| https://youtu.be/R62XOUpuuLY

_________________________________
Enjoy & stay connected with us!
► page link : https://www.facebook.com/semonsutradhar01
► YouTube : https://www.youtube.com/channel/UCzB_...
_________________________________
Video Tags :saraswati namastubhyam,saraswathi mantra,saraswati slokas,armonian,devi mantra,21 times,sanskrit mantra,spiritual musuc,hindu devotional,bhakti songs,saraswati namasthubhyam varade kamarupini,studies mantra,mantra for concentration,powerful mantra saraswati,palak muchhal,bongo lolona dance song,prem ki bujhini,bengali latest song 2015,দেবী ইলা || part 02 || Dance part #নববানী_সংঘ || মা সরস্বতী cinematic video 2024.
_________________________________

জয় মা ইলা ( মা সরস্বতীর অন্য নাম)Part : 02স্থান। : বিনোদপুর সূএধর পাড়া ( শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির সংলগ্ন)Link : ht...
29/02/2024

জয় মা ইলা ( মা সরস্বতীর অন্য নাম)
Part : 02

স্থান। : বিনোদপুর সূএধর পাড়া ( শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির সংলগ্ন)
Link : https://youtu.be/2AxAPtp1TLM

জয় মা শতরূপা (সরস্বতী মা)
29/02/2024

জয় মা শতরূপা (সরস্বতী মা)

Ma Saraswati poster...মা শতরূপা 🥰Very coming soon....   group saraswati puja 2024.location : Rikabi Bazar (Binodpur sutr...
22/02/2024

Ma Saraswati poster...
মা শতরূপা 🥰
Very coming soon....
group saraswati puja 2024.
location : Rikabi Bazar (Binodpur sutradhar para)
Thank you...

21/02/2024

#নববানী_সংঘ
স্থান : বিনোদপুর সূএধর পাড়া (রিকাবিবাজার মুন্সীগঞ্জ)

আমারা সবাই 🤙
16/02/2024

আমারা সবাই 🤙

Address

Binodpur Sutradhar Para
Munshiganj
1500

Alerts

Be the first to know and let us send you an email when Semon sutradhar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Semon sutradhar:

Videos

Share

Category