Akhi Afrose

Akhi Afrose কিছু বলার নাই নিজ চোখে দেখে নেন

05/08/2024

কেউ কোন পাবলিক প্রোপার্টি নষ্ট করবেন না প্লিজ ।
এগুলো আমাদের ট্যাক্সের টাকায় করা।
স্বাধীনতা অর্জন এর চেয়ে রক্ষা করা কঠিন

05/08/2024

যেই হারে মিষ্টির দোকানের মিষ্টি শেষ না জানি মিষ্টির দাম বাইড়া যায়❣️💞🤭

14/07/2024

Married life এর অপ্রিয় সত্যি কথা!!

৯০ শতাংশ ক্ষেত্রে এই কথাগুলো সত্যি।

এক. বিবাহিত জীবন কখনও খুব মধুর। আবার কখনও হতাশার। কখনও মনে হবে আহ্ কি চমৎকার একটা জীবন পেয়েছি, কখনও মনে হবে ঘানি টানতে জীবন শেষ!! এই দুই ধরনের অনুভূতি ঘুরে ফিরে আসে। ভাববেন না যে বিয়ে করে ভুল করেছেন; দাম্পত্য সম্পর্ক উপভোগ করুন। কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন।

দুই. আপনি যদি পার্টনারকে প্যারা দেন, সেও আপনাকে প্যারা দিবে। বেশী প্যারায় মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন। আপনি যে তাকে প্যারা দিচ্ছেন সেটা ভুলে গিয়ে পার্টনারের প্যারা নিয়ে অস্থির হয়ে যাবেন। কখনও ভুল করে ভাবতে পারেন মানুষটা হয়ত gaslighting করছে। তাই ভুলতে ও ক্ষমা করতে শিখুন। সামনে এগিয়ে যান। জীবনে সুখের কিন্তু শেষ নেই!!

তিন. আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালবাসা হতে হবে সমান সমান। ঠিক আছে। কিন্তু এটা 50/50 না। এটা হবে 100/100। দুই পক্ষ থেকে শতভাগ না হলে কেউই জিতবে না। আপনি যদি একাই 100 দিয়ে বসে থাকেন, আপনি হেরে যাবেন। ভালবাসার অর্ধেক বলে কিছু নেই; পুরাটাই নয়ত কিছুই না। দাম্পত্য জীবনে এই ভালবাসাটাই সমান সমান হয় না। অসমান ভালবাসায় আমরা ঘর বাঁধি, হেরে গিয়ে সাথে থাকি।

চার. ঝগড়ার পরে অন্তরঙ্গতাকে (intimacy) না বলার ঘটনাই বেশী ঘটে। কখনও কখনও ঝগড়ার পরে আরেকটা ঝগড়ার আয়োজন চলে। এভাবে দূরত্ব বাড়ে, অভিমানের জায়গা হয় প্রশ্বস্ত। কোন ভাবে ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হোন। দেখবেন ভালবাসার আরেক অধ্যায় শুরু হয়েছে। আপনি হয়ত নতুন করে আপনার পার্টনারের প্রেমে পড়বেন।

পাঁচ. বিয়ে করার সময় ভাবতেও পারবেন না যে, এই প্রিয় মানুষটির সাথে আপনার ঝগড়া হবে, মন কষাকষি হবে, বাঁধবে স্বার্থের সংঘাত। কিন্তু এটা ঘটবে। সুতরাং ঝগড়ার সময় fair ও logical থাকুন, যেন ঝগড়া মিটিয়ে আবার সম্পর্ক ঠিক করে নিতে পারেন।

ছয়. দুজন এক সাথে দীর্ঘদিন কাটানো বেশ আনন্দ দায়ক। কিন্তু এক সাথে থাকতে থাকতে কখনও কখনও সংসারটা জেলখানার মত মনে হয়। কিছু সময়ের জন্য একা থাকুন, কোথাও ঘুরে আসুন। পরিবারের বাইরে বন্ধুদের সাথে কিছু সময় কাটান। আবার ফিরে আসুন পরিবারের প্রিয় মানুষটার কাছে। দেখবেন সংসারটা আর জেলখানা মনে হচ্ছে না।

সাত. মাঝে মাঝে দেখবেন আপনার মনে হবে, আহা কত ভালবাসি মানুষটাকে!! আবার কখনও মনে হবে দূর, একদম ভাল্লাগে না ওকে। এটাই স্বাভাবিক। সুতরাং কিভাবে ভালবেসে সাথে থেকে যেতে হয় তা শিখুন। সংসারে অনেক প্যারা থাকে, কিছু মেনে নিতেও হয়।

আট. আপনার পার্টনার যতই আপনাকে ভালবাসুক, যতই টেক কেয়ার করুক বা হোক সুন্দরী/হ্যান্ডসাম, অন্য কাউকে আপনার ভাল লাগবে। নতুন কাউকে দেখে ভাল লাগার বিষয়টা এড়িয়ে চলাও কঠিন। দিবা স্বপ্ন দেখেন, ঠিক আছে। কিন্তু নতুন মানুষটার পিছে ছুটবেন না। আপনার পার্টনারের গুরুত্ব বুঝতে চেষ্টা করুন।

নয়. শারীরিক সম্পর্ক আপনার পার্টনারের সাথেই সবচেয়ে বেশী উপভোগ্য হয়। কিন্তু প্রত্যেকবার একই রকম সুখের অনুভূতি হবে না। সময় ও বয়সের সাথে সাথে অনুভূতিতে ভাটাও পড়তে পারে। নতুন কারো সাথে শারীরিক সম্পর্ক উপভোগ্য করে তোলার ভুল চিন্তা থেকে বের হোন। বরং পার্টনারের সাথে সম্পর্ক আনন্দময় করে রাখতে ক্রিয়েটিভ হয়ে নতুন কিছু যোগ করুন।

সবার জন্য শুভ কামনা। জীবনের বাঁকে বাঁকে চ্যালেঞ্জ। সংসার যখন করছেন এই চ্যালেঞ্জ গুলোকেও এক্সসেপ্ট করতে হবে। তবেই দাম্পত্য জীবন সুখের ও শান্তির হবে।

সুন্দর ও সুখী পারিবারিক জীবন আমাদের সবার প্রাপ্য। এটা নিজেকেই তৈরী করে নিতে হয়।

শুভ কামনা।

get smart.

post টি ভালোলাগলে page টি follow করুন 💜🤍💚 ধন্যবাদ 💞


24/05/2024

মহান আল্লাহর পরিকল্পনাই আমাদের একমাত্র অবলম্বন। আর সেটাই আমাদের জন্য উত্তম।

গল্পটা এমন হলে মন্দ হতো না 😆
16/02/2024

গল্পটা এমন হলে মন্দ হতো না 😆

সাত রঙের চা!!! যে খায় নাই সে তো আফসোস করেইযে খাইসে সেও আফসোস করে🐸🐸।
17/01/2024

সাত রঙের চা!!!
যে খায় নাই সে তো আফসোস করেই
যে খাইসে সেও আফসোস করে🐸🐸।

07/12/2023

- নতুন বেবি দেখতে আসার পরে.!

- other countries: wow so cute baby.! 🥰😘

- বাংলাদেশ: বেবি দাদার নখ পাইছে, চাচার ঠোঁট পাইছে, বউয়ের মুখ পাইছে, বাপের হাত পাইছে, ফুফুর পা পাইছে, মামার চুল পাইছে, নানির চোখ পাইছে.! 🙂

05/12/2023

তোমার বন্ধু বান্ধব ছাড়া ভালো লাগে না আর আমার তোমারে ছাড়া

কী সাংঘাতিক অসুখ

05/12/2023

"পরকীয়া, অশ্লীলতার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছু নেই। সমাজ যাদেরকে বউ পা'গল বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি।"🖤

03/12/2023

যার বিবেক আছে তাকে বোঝানোর আর কিছু নেই।
আর যার বিবেক নাই, তাকে বোঝানোর সাধ্য ও কারো নাই।

03/12/2023

কথার আঘাত রুহূ্ অব্দি যেয়ে পৌঁছায়,,,,🤐

27/11/2023

কি জিগাবি জিগা?☹️
আজকে সব কমু 😕

25/11/2023

যার চোখে লজ্জা যত বেশী,
সে জীবনে ঠকে তত বেশী🙂

25/11/2023

আজ কেউ আমার প্রতি অতি আগ্রহ দেখালে আমি নিশ্চিত থাকি যে, তার কোন দরকার/প্রয়োজন আছে আমার কাছে।কারণ সবাই প্রয়োজনে প্রিয়জন বানায়🤭

24/11/2023

কেউ যদি যানে আপনার ভালো একটা ইনকাম আছে তাহলে আপনি হচ্ছেন টাকার সেই গাছ। যেই গাছ মাটিতে শুয়ে পরার আগ পর্যন্ত সবাই ঝাঁকাতে থাকে !সবাই খাওয়ার আগ্ৰহ প্রকাশ করে,সবাই নিতে চায়,সবার কাছে আপনি সোনার হরিণ।তবে আপনার বুঝ আপনার ই বুঝতে হবে নয়তো কেল্লা ফতে🐦

24/11/2023

উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য একদিন আসবেই ইনশাআল্লাহ!🖤🌸

10/11/2023

সবাইকে আমার জীবনে যতখানি মূল্য দেই তার চার ভাগের একভাগ মূল্য যদি আমাকে সবাই দিত 🫠

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi Afrose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share