Angar Muktagachha

Angar Muktagachha উজ্জ্বল মানবিক আলোর এক মাধ্যম
সে যেন হয় আরশ..
(1)

এরাজতল, মুক্তাগাছা
20/12/2024

এরাজতল, মুক্তাগাছা

মহান বিজয় দিবসে বিজয় মিছিল
16/12/2024

মহান বিজয় দিবসে বিজয় মিছিল

ময়মনসিংহ দক্ষিণ জেলা ইসলামি যুব আন্দোলনের প্রতিনিধি সম্মেলন আজ সকাল ১১ টায় মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্...
12/12/2024

ময়মনসিংহ দক্ষিণ জেলা ইসলামি যুব আন্দোলনের প্রতিনিধি সম্মেলন আজ সকাল ১১ টায় মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়!

আজ ১০ডিসেম্বর ময়মনসিংহের মুক্তাগাছা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ভোরের আলোা সাথে সাথে মুক্তির বার্তা ছড়িয়ে পড়ে চারদিকে...
10/12/2024

আজ ১০ডিসেম্বর ময়মনসিংহের মুক্তাগাছা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ভোরের আলোা সাথে সাথে মুক্তির বার্তা ছড়িয়ে পড়ে চারদিকে। মুক্তিবাহিনীর দুর্বার আক্রমনের মুখে দখলদার পাল-বাহিনী পালানোর মধ্যদিয়ে নয় মাসের শ্বাসরোদ্ধকর বন্দিদশার অবসান ঘটে মুক্তাগাছাবাসীর। ২৩ এপ্রিল জামালপুর হয়ে ময়মনসিংহ যাবার পথে পাকিবাহিনী মুক্তাগাছা দখল করে নেয়। এর পর থেকে স্থানীয় দালাল, রাজাকার, আলবদর, আল শামস্ সদস্যদের সহযোগিতায় দখলদার বাহিনী উপজেলা জুড়ে ব্যাপক লুটপাট, গণহত্যা. অগ্নিসংযোগ, ধর্ষণসহ পৈষাসিক উন্মত্ততায় মেতে উঠে। যুদ্ধকালীন সময়ে মুক্তাগাছায় প্রায় সহস্রাধিক মানুষ গণহত্যার স্বীকার হন। দেশের বিভিন্ন স্থানে যুদ্ধ করে শহীদ হন ২৫জন বীর মুক্তিযোদ্ধা। ২ আগস্ট বড়গ্রাম ইউনিয়নের মানকোন, বাজেমানকোন, বিনোদবাড়ি মানকোন, দড়িকৃঞ্চপুর, মির্জাকান্দা, কাতলসার, কেজাইকান্দা, বুনবাড়িসহ প্রায় ১০/১২টি গ্রামে পাকবাহিনীর নৃশংসতায় একদিনেই প্রায় ৪শতাধিক নিরিহ মানুষ হত্যার স্বিকার হন। কিন্তু ধৈর্য হারাননি মুক্তিকামী জনতা। অবশেষে ১০ডিসেম্বর ভোরের সূর্য উঠার পূর্বেই পাকবাহিনী ময়মনসিংহের ঘাঁটি ছেড়ে টাঙ্গাইল হয়ে ঢাকা পালাবার পথে মুক্তাগাছা ছেড়ে যায়। চূড়ান্ত স্বাধীনতা আসার আগেই মুক্ত হয় মুক্তাগাছা।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ ও মুক্তদিবস নিয়ে আলোচনা, বর্ণাঢ্য র‌্যালি অন্যতম।

মুক্তাগাছার তিন ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণাময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তিনটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হ...
10/12/2024

মুক্তাগাছার তিন ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তিনটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপির উদ্যোগে স্থানীয় পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। বাল্যবিবাহ মুক্ত ঘোষিত ইউনিয়নগুলো হচ্ছে, ১নং দুল্লা, ৫নং বাশাঁটি ও ৬নং মানকোন ইউনিয়ন। ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রোলেন্ড গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্য অতিথির মধ্যে থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী,ওয়াল্ড ভিশনের প্লেইন ল্যান্ড ক্লাস্টার অফিসের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) জেনি মিলড্রেট ডি ক্রুজ, সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন, প্রোগ্রাম অফিসার রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সজল দে ও শুভ্রা কুরি অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ডভিশনের পক্ষ থেকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণাপত্র স্বাক্ষর করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম তিনটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন ও ফলক উন্মোচন করেন।

মুক্তাগাছায় নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান‘স্বামী স্ত্রী মিলে কাজ করি, সুখী সবল পরিবার গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে মুক...
10/12/2024

মুক্তাগাছায় নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান

‘স্বামী স্ত্রী মিলে কাজ করি, সুখী সবল পরিবার গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে মুক্তাগাছায় ১৬ দিন (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান-২০২৪ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন পিএলসি, এডভোকেসি এন্ড স্যোসাল একান্টিবিলিটি, ফিল্ড কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, মুক্তাগাছা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রোনেল্ড গোমেজ, উপহেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, মুক্তাগাছা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. ইদ্রিস প্রমূখ।

মুক্তাগাছায় মাঠ দিবস উদযাপনময়মনসিংহের মুক্তাগাছায় ব্রি-১০৩ জাতের ধানের কৃষক মাঠ দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেল...
10/12/2024

মুক্তাগাছায় মাঠ দিবস উদযাপন

ময়মনসিংহের মুক্তাগাছায় ব্রি-১০৩ জাতের ধানের কৃষক মাঠ দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মানকোণ পিএফএ আঙিনায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি’র আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুক্তাগাছার সহযোগিতায় মাঠ দিবসটি উদযাপিত হয়। মাঠ দিবসে মুক্তাগাছা এপির প্রোগ্রাম অফিসার শুভ্রা কুবি’র সঞ্চালনায় উদপাদক দলের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খালেকুজ্জামান কাজল, সাংবাদিক ফেরদৌস তাজ, মোঃ রফিকুল ইসলাম, কৃষক মোঃ কাজল প্রমূখ।

মুক্তাগাছায় ছাত্রদলের মানববন্ধনগুমের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবী, আওয়...
10/12/2024

মুক্তাগাছায় ছাত্রদলের মানববন্ধন

গুমের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবী, আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড, নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারী কলেজ ছাত্রদল। মঙ্গলবার সকালে কলেজ ফটকে শহীদ স্মৃতি সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক শওকত হোসেনের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আসাদ ফরাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলায়মান আহমেদ, শহীদ স্মৃতি সরকারী কলেজ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, সদস্যসচিব আমির ফয়সাল, ছাত্রনেতা আবদুল্লা সরকার, সারোয়ার ইকরাম জীম প্রমূখ। মানববন্ধনে নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের প্রতি গুমের শিকার নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবী জানায়। আওয়ামীলীগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচার করে শাস্তির আওতায় আনার জোর দাবী জানায় তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং বাঁশাটি ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বাঁমাটি ইউনিয়নের এ...
10/12/2024

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং বাঁশাটি ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বাঁমাটি ইউনিয়নের একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে মুক্তাগাছা উপজেলা বিএনপি ও ৫নং ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনউপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান লেবু। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুশিৃদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বাঁশাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন প্রমূখ।

শুভেচ্ছা.... মুক্তাগাছা শিল্প ও সাহিত্য পর্ষদ
09/12/2024

শুভেচ্ছা....
মুক্তাগাছা শিল্প ও সাহিত্য পর্ষদ

ইসকন নি!ষি!দ্ধের দাবী ও শ!হীদ সাইফুল ইসলাম আলিফ কে হ!ত্যা!র বিচারের দাবীতে মুক্তাগাছায় বি!ক্ষো!ভ!
28/11/2024

ইসকন নি!ষি!দ্ধের দাবী ও শ!হীদ সাইফুল ইসলাম আলিফ কে হ!ত্যা!র বিচারের দাবীতে মুক্তাগাছায় বি!ক্ষো!ভ!

মুক্তাগাছায় টিএস সম্মেলনর নিউজ!
23/11/2024

মুক্তাগাছায় টিএস সম্মেলনর নিউজ!

আঙ্গর নদী - শিরখালী।
23/11/2024

আঙ্গর নদী - শিরখালী।

11/11/2024

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তাগাছা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা!

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তাগাছা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা! On the occasion of the National Revolution and Solid...
11/11/2024

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তাগাছা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা!

On the occasion of the National Revolution and Solidarity Day, BNP's rally in Muktagacha!

08/11/2024

মুক্তাগাছা মডেল মসজিদ!

06/11/2024

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও বাতিল হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা!

বিএনপির আনন্দ মিছিল! আলহাজ্ব মোঃ জাকির হোসেন বাবলু  ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ায় মুক্তাগাছা বিএনপ...
05/11/2024

বিএনপির আনন্দ মিছিল!

আলহাজ্ব মোঃ জাকির হোসেন বাবলু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ায় মুক্তাগাছা বিএনপির আনন্দ মিছিল।

Address

Muktagachha

Telephone

01736151389

Website

Alerts

Be the first to know and let us send you an email when Angar Muktagachha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Angar Muktagachha:

Videos

Share