Biddut TV 143

Biddut TV 143 বিদ্যুৎ সম্পর্কিত সকল তথ্য ও সেবা পেতে আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন।

ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কে।
13/09/2024

ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কে।

13/09/2024
সকল পবিস থেকে এরকম অফিস আদেশ করা প্রয়োজন।
13/09/2024

সকল পবিস থেকে এরকম অফিস আদেশ করা প্রয়োজন।

💥আলহামদুলিল্লাহ!🌺বড়পুকুরিয়া  কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট এর ১নং ইউনিট পরিক্ষামূলক ভাবে আজ থেকে জ...
12/09/2024

💥আলহামদুলিল্লাহ!🌺
বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট এর ১নং ইউনিট পরিক্ষামূলক ভাবে আজ থেকে জেনারেশন শুরু করেছে।
আগামী ২০ দিনের মধ্যেই বিদ্যুৎ এর এই পরিস্থিতি উন্নতি হবে ,,,,, ইনশাআল্লাহ

12/09/2024

পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা নেই। শুধুমাত্র বরাদ্দকৃত বিদ্যুৎ গ্রাহকের মাঝে বন্টন করে থাকে।তাই লোডশেডিং কমানোর সাধ্য পল্লী বিদ্যুৎ সমিতির নেই।

আরইবি কোন পথে হাটছে জানিনা,তবে এর ফলাফল ভাল নয়আরইবিকে সহনশীল হওয়ার অনুরোধ করছি
12/09/2024

আরইবি কোন পথে হাটছে জানিনা,তবে এর ফলাফল ভাল নয়

আরইবিকে সহনশীল হওয়ার অনুরোধ করছি

ডিমান্ড চার্জ ও মিটার ভাড় নিয়ে যাদের কনফিউশন আছে তারা ধর্য সহকারে পড়ুন....
11/09/2024

ডিমান্ড চার্জ ও মিটার ভাড় নিয়ে যাদের কনফিউশন আছে তারা ধর্য সহকারে পড়ুন....

10/09/2024

তীব্র লোডশেডিং এর নেপথ্যে:
লোডশেডিং-এ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সুনির্দিষ্ট একটি কারণে লোডশেডিং হচ্ছে এমনও না, সব বিপদ একসাথে মিলে চেপে বসেছে আমাদের উপরে।

★বিরাট অংকের বিল বকেয়া থাকায় আদানি থেকে প্রায় ৫০০ মেগাওয়াট কম পাওয়ার সরবরাহ হচ্ছে।

★গ্যাস সংকটে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে এক হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে। এলএনজি সরবরাহের একটি টার্মিনাল (সামিটের মালিকানাধীন) তিন মাস ধরে বন্ধ। চাহিদার তুলনায় প্রায় ৮০ কোটি ঘনফুট পরিমাণ গ্যাস কম সরবরাহ হচ্ছে।

★বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ আছে। সর্বশেষ তথ্যমতে ৩য় ইউনিটও মেইনটেনেন্সে চলে গেছে। মানে ৫২৫ মেগাওয়াটের একটি প্লান্ট বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না।

★বেসরকারি খাতের তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না। কারণ, তারাও অনেক টাকা পাবে।

এরকম নানাকারণে ঘাটতি পূরণে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে। আশাকরি অতিদ্রুত বড়পুকুরিয়া সরবরাহ শুরু করবে, গ্যাসের ঘাটতি পূরণ করে গ্যাসের সাপ্লাই বাড়ালে শীঘ্রই জনজীবনে স্বস্তি ফিরবে।
কপি পোস্ট।

10/09/2024

বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
বিস্তারিত কমেন্টে...

10/09/2024

বিদ্যুৎ উৎপাদনের জন্য এখন গ্যাস দেওয়া হচ্ছে গড়ে ৮৮ কোটি ঘনফুট। গত এপ্রিল মাসে দেওয়া হয়েছে ১৩৫ কোটি ঘনফুট।
গ্যাস সংকটের কারণে ৬২৮৭ মে:ওয়াট কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
তাই, বর্তমানে লোডশেডিং চরম আকার ধারণ করেছে।

10/09/2024

লোডশেডিং এর বিষয়ে আরইবি এবং বিদ্যুৎ বিভাগ চুপ কেন?? আপনাদের ব্যর্থতার দায় পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে কেন বহন করতে হচ্ছে??আরইবি লোড বরাদ্দ আনতে ব্যার্থ কেন?? জনরোষ ঠেকাতে আরইবি এবং বিদ্যুৎ বিভাগ কি পদক্ষেপ নিয়েছে??

বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে হামলা হচ্ছে। সমিতির লোকজন মার খাচ্ছে। আরইবির লোকজনকে এই সংকট কালীন সময়ে মানুষকে মোটিভেশন করার জন্য সমিতিতে সংযুক্ত করা হোক। এভাবে চলতে থাকলে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের কর্মস্থল ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না।

শূন্য পদের তথ্য প্রেরণ প্রসঙ্গে।
09/09/2024

শূন্য পদের তথ্য প্রেরণ প্রসঙ্গে।

09/09/2024

👉🏻👉🏻👉🏻বর্তমানে লোডশেডিং এর মূল কারণ।

👆দেশে ১৫০ টা পাওয়ার প্ল্যান্টের ৪৩ টা প্ল্যান্ট সম্পূর্ণ বন্ধ দেখাচ্ছে। যার দরুন বর্তমান জেনেরেশন সক্ষমতা ২৬৯৪৭ মেগাওয়াট হলেও পিক আওয়ার জেনেরেশন ১৪৩৮৯ মেগাওয়াট। এসব প্ল্যান্ট বন্ধের মূল কারণ সেগুলো আইপিপি অথবা কুইক রেন্টাল ছিল এবং চুক্তির মেয়াদ শেষ, তাছাড়াও আছে ডিজেলের অপ্রাপ্যতা, গ্যাসের যোগান না থাকা৷
ইম্পোর্টেট পাওয়ারের ক্ষেত্রে আদানির একটা ইউনিট থেকে কোনো রকম পাওয়ার আসতেছে না৷
[(ক) ২১ টা প্ল্যান্টের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বন্ধ আছে৷
(খ) ইঞ্জিনের সমস্যা জনিত কারণে ২২ টা প্ল্যান্ট (পার্শিয়াল লোডে চলতেছে)।
(গ) আন্ডার মেইনটেনেন্সে আছে ২৫ টা
(ঘ) গ্যাস শর্টেজে ২৩ টা প্ল্যান্ট যার মধ্যে ৯ টা পার্শিয়াল লোডে চলতেছে আর ১৪ টা বন্ধ সম্পূর্ণ।
(ঙ) ২৮ টা প্ল্যান্ট ফুয়েল শর্টেজ দেখাচ্ছে যাদের ২৬ টা প্ল্যান্ট পার্শ্বিয়াল লোডে চলতেছে আর ২ টা সম্পূর্ণ বন্ধ।
(চ) তাছাড়াও আরও ৬ টা প্ল্যান্ট বিভিন্ন কারণে বন্ধ। ]

এজিএম (ওএন্ডএম) আব্দুল হাকিম স্যারকে নিয়মিতকরণের দপ্তরা আদেশ।
08/09/2024

এজিএম (ওএন্ডএম) আব্দুল হাকিম স্যারকে নিয়মিতকরণের দপ্তরা আদেশ।

08/09/2024

ভারতের আদানী গ্রুপ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় এবং জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না করা ও বড়পুকুরিয়ায় ৩ ইউনিটের ২ টির উৎপাদন বন্ধ থাকায় সারা বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ
আকার ধারন করেছে!!😥
দৈনিক ১০,১২ ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে!!😥
সবাইকে দুর্যোগ অবস্থায় ধৈর্য্য ধারন করার অনুরোধ রইল!!
ইনশাআল্লাহ ঠিক হবে সবকিছু নতুন উপদেষ্টার হাত ধরে!

ক্ষুদ্র প্রচেষ্টা...৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীর বেতনের অংশ। শুধু দেশের ১৪ কোটি মানুষের ঘর আলোকিত ন...
08/09/2024

ক্ষুদ্র প্রচেষ্টা...
৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীর বেতনের অংশ। শুধু দেশের ১৪ কোটি মানুষের ঘর আলোকিত নয়, যেকোন সংকটে আন্তরিকতার সাথে পাশে থাকি সবসময়। আল্লাহ কবুল করুন!

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইন ২০১৩ এর সংশোধনীয় সংক্রান্ত খরসা প্রস্তাব স্থগিত প্রসঙ্গে।
06/09/2024

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইন ২০১৩ এর সংশোধনীয় সংক্রান্ত খরসা প্রস্তাব স্থগিত প্রসঙ্গে।

লাইন ক্রু (চুক্তিভিত্তিক) পদে নিয়োজিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্টদের নামের তালিকাসহ প্রয়োজনীয় ক...
06/09/2024

লাইন ক্রু (চুক্তিভিত্তিক) পদে নিয়োজিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্টদের নামের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ প্রসঙ্গে।

প্রেস রিলিজ।
05/09/2024

প্রেস রিলিজ।

এক বছরেই লুটপাট ৩৫ হাজার কোটি টাকা! ১৬ বছরে কত!?
04/09/2024

এক বছরেই লুটপাট ৩৫ হাজার কোটি টাকা! ১৬ বছরে কত!?

কর্মক্ষেত্রে নিজেকে প্রভু মনে করতো! এই বেয়াদবের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবি ৪৫ হাজার ...
04/09/2024

কর্মক্ষেত্রে নিজেকে প্রভু মনে করতো! এই বেয়াদবের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবি ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর।

04/09/2024

স্বার্থনেষি মহল প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ, অগ্নিসংযোগ, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হুশিয়ারি এগুলো করা যাবেনা।

03/09/2024

পল্লী বিদ্যুৎ সমিতির অস্তিত্ব রক্ষা এবং ৪৫ হাজার মানুষের ন্যায্য অধিকারের বিষয়!
১. আপোষ নাকি
২. সংগ্রাম?

বাপবিবো/পবিসের সকল কর্মকর্তা/কর্মচারীগণকে ফেসবুক ব্যবহারে সচেতন হওয়ার প্রসঙ্গে
02/09/2024

বাপবিবো/পবিসের সকল কর্মকর্তা/কর্মচারীগণকে ফেসবুক ব্যবহারে সচেতন হওয়ার প্রসঙ্গে

ইনসুলেটর ট্র্যাক
31/08/2024

ইনসুলেটর ট্র্যাক

31/08/2024

বন্যাদূর্গত অঞ্চলে পল্লী বিদ্যুতের আগস্ট মাসের বিলে বিলম্ব মাশুল (জরিমানা) মওকুফের সিদ্ধান্ত। চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ।

30/08/2024

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কেনা মিটারের ভেল্কিবাজি ধরা পড়লো সার্চলাইটে।
লিংক কমেন্টে

এটা যদি বাস্তবায়ন হতো, তাহলে আর কোন বৈষম্য থাকতো না!!!!!
30/08/2024

এটা যদি বাস্তবায়ন হতো, তাহলে আর কোন বৈষম্য থাকতো না!!!!!

Address

Muktagachha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biddut TV 143 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biddut TV 143:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Muktagachha

Show All