Badhon kundu

Badhon kundu তথ্যপ্রযুক্তির এই যুগে নিজের জন্য সঠ?
(24)

🟥 ফ্রিল্যান্সিং কি?
উত্তর: ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত পেশা।
যেখানে আপনার কাজের স্বাধীনতা পুরোটাই আপনার। সেখানে কোন প্যারা থাকেনা, সময় সূচী থাকেনা। আপনি নিজেই আপনার কাজের বস হিসেবে থাকেন। ফ্রিল্যান্সিং এর অনেক সংজ্ঞা থাকলেও আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে আমরা মূলত অনলাইন থেকে ইনকাম করাকে বুঝি বা এটাই প্রচলিত হয়েছে।

🟥 ফ্রিল্যান্সিং এর সেক্টর সমূহ ।
সারা বিশ্বে মাদার ৬ টি বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং এর

কাজ হয়।
১) ডিজিটাল মার্কেটিং
2) গ্রাফিক ডিজাইন
৩) ওয়েব ডিজাইন
৪) ওয়েব ডেভলপ্টমেন্ট
৫) এপ্স ডেভেলপমেন্ট
৬) স্পোকিং ইংলিশ

🟥 ডিজিটাল মার্কেটিং কি?
উত্তর: তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন নিত্য নতুন মিডিয়া/প্রযুক্তি কে কাজে লাগিয়ে বিভিন্ন বিজ্ঞাপনের প্রসারই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আগে যেমন মাইকিং করে, পোষ্টারিং করে কোন কিছুর প্রচারনা করা হতো তা দিয়ে কেবল স্থানীয় অঞ্চলের মাঝেই প্রচারনা সম্ভব। কিন্তু এখন মানুষ নিকট স্থান ছাড়াও দূরবর্তী অঞ্চলে এমনকি বিদেশেও বিভিন্ন ব্যবসায়িক প্রচারনা চালানোর প্রয়োজন পড়ছে। সেক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন সহ বিভিন্ন মিডিয়ার সাহায্যে ব্যবসায়িক বিজ্ঞাপন এর যে সিষ্টেম তাই ডিজিটাল মার্কেটিং।

🟥 যারা ডিজিটাল মার্কেটিং শিখতে পারেনঃ
১। যারা ডিজিটাল মার্কেটার হতে চান ।
২। যারা ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে চান ।
৩। যারা স্বাধীনভাবে কাজ করতে চান ।
৪। যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান ।
৫। যারা জবের পাশাপাশি কিছু করতে চান ।
৬। যারা ব্যাবসার পাশাপাশি কিছু করতে চান ।

🟥 Digital Marketing Course করতে কি কি লাগবে?
১। Complete Digital Marketing কোর্সটি শুরু করার পূর্বে অন্য কোন বিষয়ের উপর ধারনা থাকার প্রয়োজন নেই, তবে অবশ্যই কম্পিউটার/ল্যাপটপ এবং ইন্টারনেট পরিচালনায় কিছুটা দক্ষ হতে হবে।
২। বেসিক ইংলিশ জানতে হবে
৩। একটি হেডফোন লাগবে( ল্যাপটপ হলে দরকার নেই)
৪। ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার/ল্যাপটপ লাগবে
৫। কম্পিউটার/ল্যাপটপ এর কনফিগারেশন Intel Core i3 or Dual Core or AMDRyzen3 অথবা এর বেশি কনফিগারেশন হলেও হবে। Ram: 2GB/4GB/8GB, Hard Disk: 80 GB/320GB/500GB/1TB এর মধ্যে হলেই হবে।

🟥 কোর্সের বিশেষ কি কি সুবিধা পাবো?
১। সবগুল ক্লাস লাইভে এসে নেওয়া হবে যেখানে আপনি যেকোনো প্রশ্ন করার সুযোগ পাবেন
২। লাইভ ক্লাস মিস করলে পরের দিন উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও উক্ত ফাইল সমুহ ফেইসবুক সিক্রেট গ্রুপে দিয়ে দেয়া হবে।
৩। প্রতিটি ক্লাস শেসে এসাইনমেন্ট জমা নেয়া হবে।
৪। একটি মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে আপানদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন।
৫। Lifetime Support পাবেন সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাপোর্ট টিম আছে।
৬। Live Support পাবেন Google Meet, Zoom or Skype এ
৭। কোর্স Certificate দেয়া হবে।

🟥 কোর্স শেষে কি আয় করা যাবে?
এই প্রশ্নের উত্তরে আমরা এক কথায় বলি আমরা কোন কাজ দিয়ে দেই না। আমরা একজন স্টুডেন্টকে কাজ পাওয়ার যোগ্য করে গড়ে তুলি এবং কাজ পাওয়ার জন্য যে প্রতিনিয়ত যে সাপোর্ট প্রয়োজন দিয়ে থাকি । কারন আমরা বিশ্বাস করি একটা স্টুডেন্ট পরিশ্রম করলে সাফল্য অবশ্যই পাবে !
১। এই কোর্সটি শেষে আপনি ঘরে বসে অনালাইনের মাধ্যমে ঘরে বসে ইনাকাম করতে পারবেন।
২। এই কোর্সটি শেষে আপনি বিভিন্ন দেশি ও বিদেশি কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে চাকরি করতে পারবেন
৩। এই কোর্সটি শেষে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং রিলেটেড যেকোনো প্রয়োজনে মেসেজ করুন আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব

Address

MUksudpur
Muksudpur
8140

Telephone

+8801814728545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhon kundu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Badhon kundu:

Share


Other Digital creator in Muksudpur

Show All