Badhon kundu

Badhon kundu তথ্যপ্রযুক্তির এই যুগে নিজের জন্য সঠ?
(24)

🟥 ফ্রিল্যান্সিং কি?
উত্তর: ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত পেশা।
যেখানে আপনার কাজের স্বাধীনতা পুরোটাই আপনার। সেখানে কোন প্যারা থাকেনা, সময় সূচী থাকেনা। আপনি নিজেই আপনার কাজের বস হিসেবে থাকেন। ফ্রিল্যান্সিং এর অনেক সংজ্ঞা থাকলেও আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে আমরা মূলত অনলাইন থেকে ইনকাম করাকে বুঝি বা এটাই প্রচলিত হয়েছে।

🟥 ফ্রিল্যান্সিং এর সেক্টর সমূহ ।
সারা বিশ্বে মাদার ৬ টি বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং এর

কাজ হয়।
১) ডিজিটাল মার্কেটিং
2) গ্রাফিক ডিজাইন
৩) ওয়েব ডিজাইন
৪) ওয়েব ডেভলপ্টমেন্ট
৫) এপ্স ডেভেলপমেন্ট
৬) স্পোকিং ইংলিশ

🟥 ডিজিটাল মার্কেটিং কি?
উত্তর: তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন নিত্য নতুন মিডিয়া/প্রযুক্তি কে কাজে লাগিয়ে বিভিন্ন বিজ্ঞাপনের প্রসারই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আগে যেমন মাইকিং করে, পোষ্টারিং করে কোন কিছুর প্রচারনা করা হতো তা দিয়ে কেবল স্থানীয় অঞ্চলের মাঝেই প্রচারনা সম্ভব। কিন্তু এখন মানুষ নিকট স্থান ছাড়াও দূরবর্তী অঞ্চলে এমনকি বিদেশেও বিভিন্ন ব্যবসায়িক প্রচারনা চালানোর প্রয়োজন পড়ছে। সেক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন সহ বিভিন্ন মিডিয়ার সাহায্যে ব্যবসায়িক বিজ্ঞাপন এর যে সিষ্টেম তাই ডিজিটাল মার্কেটিং।

🟥 যারা ডিজিটাল মার্কেটিং শিখতে পারেনঃ
১। যারা ডিজিটাল মার্কেটার হতে চান ।
২। যারা ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে চান ।
৩। যারা স্বাধীনভাবে কাজ করতে চান ।
৪। যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান ।
৫। যারা জবের পাশাপাশি কিছু করতে চান ।
৬। যারা ব্যাবসার পাশাপাশি কিছু করতে চান ।

🟥 Digital Marketing Course করতে কি কি লাগবে?
১। Complete Digital Marketing কোর্সটি শুরু করার পূর্বে অন্য কোন বিষয়ের উপর ধারনা থাকার প্রয়োজন নেই, তবে অবশ্যই কম্পিউটার/ল্যাপটপ এবং ইন্টারনেট পরিচালনায় কিছুটা দক্ষ হতে হবে।
২। বেসিক ইংলিশ জানতে হবে
৩। একটি হেডফোন লাগবে( ল্যাপটপ হলে দরকার নেই)
৪। ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার/ল্যাপটপ লাগবে
৫। কম্পিউটার/ল্যাপটপ এর কনফিগারেশন Intel Core i3 or Dual Core or AMDRyzen3 অথবা এর বেশি কনফিগারেশন হলেও হবে। Ram: 2GB/4GB/8GB, Hard Disk: 80 GB/320GB/500GB/1TB এর মধ্যে হলেই হবে।

🟥 কোর্সের বিশেষ কি কি সুবিধা পাবো?
১। সবগুল ক্লাস লাইভে এসে নেওয়া হবে যেখানে আপনি যেকোনো প্রশ্ন করার সুযোগ পাবেন
২। লাইভ ক্লাস মিস করলে পরের দিন উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও উক্ত ফাইল সমুহ ফেইসবুক সিক্রেট গ্রুপে দিয়ে দেয়া হবে।
৩। প্রতিটি ক্লাস শেসে এসাইনমেন্ট জমা নেয়া হবে।
৪। একটি মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে আপানদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন।
৫। Lifetime Support পাবেন সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাপোর্ট টিম আছে।
৬। Live Support পাবেন Google Meet, Zoom or Skype এ
৭। কোর্স Certificate দেয়া হবে।

🟥 কোর্স শেষে কি আয় করা যাবে?
এই প্রশ্নের উত্তরে আমরা এক কথায় বলি আমরা কোন কাজ দিয়ে দেই না। আমরা একজন স্টুডেন্টকে কাজ পাওয়ার যোগ্য করে গড়ে তুলি এবং কাজ পাওয়ার জন্য যে প্রতিনিয়ত যে সাপোর্ট প্রয়োজন দিয়ে থাকি । কারন আমরা বিশ্বাস করি একটা স্টুডেন্ট পরিশ্রম করলে সাফল্য অবশ্যই পাবে !
১। এই কোর্সটি শেষে আপনি ঘরে বসে অনালাইনের মাধ্যমে ঘরে বসে ইনাকাম করতে পারবেন।
২। এই কোর্সটি শেষে আপনি বিভিন্ন দেশি ও বিদেশি কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে চাকরি করতে পারবেন
৩। এই কোর্সটি শেষে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং রিলেটেড যেকোনো প্রয়োজনে মেসেজ করুন আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব

ক্লায়েন্টদের সাথে যোগাযোগের টিপস কার্যকর যোগাযোগ ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক গড়ার এবং ব্যবসায়ে সফলতার ক্ষেত্রে খুবই ...
07/06/2024

ক্লায়েন্টদের সাথে যোগাযোগের টিপস
কার্যকর যোগাযোগ ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক গড়ার এবং ব্যবসায়ে সফলতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নিচের টিপসগুলো আপনাকে আরও ভালো ক্লায়েন্ট যোগাযোগ গড়ে তুলতে সাহায্য করবে:
মনোযোগী শ্রোতা হোন: ক্লায়েন্টরা কি বলছেন তা মন দিয়ে শুনুন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখুন এবং তাদের নাম স্মরণ করুন।
প্রশ্ন করুন: কথোপকথন চালিয়ে যান এবং খোলা প্রশ্ন জিজ্ঞাসা করে ক্লায়েন্টদের আগ্রহ দেখান।
তাঁদের দৃষ্টিভঙ্গি বুঝু: ক্লায়েন্ট কী চান এবং কী আশা করছেন, সেটা বোঝার চেষ্টা করুন।
স্বচ্ছ ও সুस्पষ্টভাবে কথা বলুন: কীভাবে আপনি তাদের সমস্যা সমাধান করতে পারবেন, সেটা সহজ ভাষায় ব্যাখ্যা করুন।
নিয়মিত যোগাযোগ করুন: কাজের অগ্রগতি সম্পর্কে ক্লায়েন্টদের জানানোর জন্য নিয়মিত যোগাযোগ করুন। এতে বিশ্বাস গড়ে উঠবে এবং ক্লায়েন্টরা আরাম বোধ করবে।
পারদর্শী এবং নির্ভরযোগ্য হোন: নিজের কাজে দক্ষতা দেখান এবং সময়মতো কাজ শেষ করুন।
চুক্তি ও মূল্যের স্পষ্টতা: প্রকল্পের কাজ, বাজেট এবং সময়সীমা - সবকিছুই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করুন।
ভুল স্বীকার করুন ও সমাধানের চেষ্টা করুন: যদি কোন ভুল হয়, তাহলে স্বীকার করুন এবং সমাধানের চেষ্টা করুন।
ফিডব্যাক নিন: কাজ শেষে ক্লায়েন্টদের ফিডব্যাক নিন। এটি আপনার দক্ষতা আরও উন্নত করতে সাহায্য করবে।
এই টিপসগুলো অনুসরণ করে আপনি ক্লায়েন্টদের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন এবং আপনার ব্যবসায় আরও সফল হবেন।

06/06/2024

যদি ভাব অন্যদের তুলনায় তোমার কাজের মান নিচু, তাহলে তুমি নীচেই থাকবে।
যদি তুমি ওপরে উঠতে চাও তাহলে নিজের মনে সংশয় রেখো না

06/06/2024

-মূল্যায়ন তাকে করো যে আপনাকে সম্মান করে-
🌺❤️🌸

✅বাংলাদেশে যদি 'সাড়ে ছয়' লক্ষ ফ্রিল্যান্সার সফল হতে পারে তাহলে আপনি ও আমি কেন পারবো না।✅ আপনি ও আমিও পারবো💪✅তবে আপনার ...
05/06/2024

✅বাংলাদেশে যদি 'সাড়ে ছয়' লক্ষ ফ্রিল্যান্সার সফল হতে পারে তাহলে আপনি ও আমি কেন পারবো না।
✅ আপনি ও আমিও পারবো💪
✅তবে আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
✅আপনি চাকরিজীবী হোন, বেকার হোন, যে কোন পেশায় থাকেন না কেন।
যে কোন চাকরি করেন না কেন। চাইলে আপনিও একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারবেন। 😊
অযথা সময়টাকে নষ্ট না করে। আপনার মূল্যবান সময় কে কাজে লাগান।





জীবনে সফলতা পেতে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতা এবং ইচ্ছাশক্তি।  তোমার মধ্যে যদি দক্ষতা থাকে কিন্তু ইচ্ছাশক্তি না থাকে তাহলে...
05/06/2024

জীবনে সফলতা পেতে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতা এবং ইচ্ছাশক্তি।
তোমার মধ্যে যদি দক্ষতা থাকে কিন্তু ইচ্ছাশক্তি না থাকে তাহলে তুমি সফল হতে পারবে না।
তবে তোমার মধ্যে যদি ইচ্ছাশক্তি থাকে কিন্তু দক্ষতা না থাকে তবুও তুমি সফল হতে পারবে। কারন ইচ্ছাশক্তি থাকলে দক্ষতা অর্জন করা যাবে।
তাই আমাদের ইচ্ছাশক্তি টা সবচেয়ে বড় ভূমিকা পালন করে আমাদের সফল হওয়ার জন্য।
তাই বসে না থাকে তুমি কি করতে চাও কিভাবে নিজের জীবন গড়তে চাও সেটা ঠিক করে নিজের লক্ষ্যে এগিয়ে যাও।

04/06/2024

🥀🥰যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নাই,,,,কারণ,,,!

পাথর কিন্তু তার নিজের ওজনের কারণেই ডুবে যায়🥲👍👍

02/06/2024

টাকা কামাইতে না পারলে, আপনি যতই জ্ঞানী হোন না কেন, সেটার কোনো মূল্য নাই🤭🤭

30/05/2024

তুমিও গোপনে কারো না কারো কাছে 'প্রিয়!' সে তোমার ছবি প্রতিদিন একবার হলেও দেখে, তোমার আইডি তে একবার হলেও আসে, তোমার সাথে কথা বলতে চায় আর ভাবে 'আহা! এই মানুষ'টা যদি আমার হতো!💙

28/05/2024

বৃষ্টিও হচ্ছে, বিক্রিও হচ্ছে.?

এমন কিছু জিনিস এর নাম বলেন!
Positively কমেন্ট করবেন 🫶

26/05/2024

কিছু মানুষকে মনেও রাখি না, আর তারা ভাবে আমি তাদের নিয়ে পোস্ট করি! 🙂

26/05/2024

"যে আমাকে ঘৃনা করে তাকে ঘৃনা করার সময় আমার নেই
কারন যে আমাকে ভালবাসে তাকে ভালবাসতে আমি অনেক ব্যাস্ত "

23/05/2024

কট খেয়ে বিয়ে করে,
আবার ক্যাপশন দেও পূর্ণতা 😀

14/05/2024

অসময়ে সঙ্গ দিও! সুসময়ে সঙ্গী কেনা যায়।'🖤

Happiness is not something ready-made. It comes from your own actions. 🤍💥
14/05/2024

Happiness is not something ready-made.
It comes from your own actions. 🤍💥

13/05/2024

আসলে আমি ভালো মানুষ! বাকিটা নির্ভর করে আপনি কেমন তার উপর 🙂

কথা দিলাম আপনার উপহাস নয় আপনার আফসোস হয়ে দাড়াবো একদিন আমি
12/05/2024

কথা দিলাম আপনার উপহাস নয়
আপনার আফসোস হয়ে দাড়াবো একদিন আমি

11/05/2024

ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানি,
টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী।

10/05/2024

নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়।🖤

10/05/2024

স্টোরি তে গান এড করার জন্য আপনি ঠিক কতো মিনিট ব্যয় করেন??

আমাদের অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে থাকার প্রধান কারণ হল আমরা অন্যের অর্জন দেখে অনুপ্রাণিত হই😌। কিন্তু আমরা চিন্তা করে দ...
09/05/2024

আমাদের অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে থাকার প্রধান কারণ হল আমরা অন্যের অর্জন দেখে অনুপ্রাণিত হই😌। কিন্তু আমরা চিন্তা করে দেখিনা তারা কিভাবে সেই সাফল্য অর্জন করেছে। আমাদের উচিত তাদের ফলো করা👀। সমালোচনা না করে নিজের স্কিল ডেভেলপ করা। কারণ, কষ্ট করলেই সাফল্য আসবে✌️।
আরেকটি কারণ হল আমরা নিজেদেরকে অবহেলা করি🥲। সময় দিতে হবে যেকোন কিছুর জন্যে। প্রচুর ঘাটাঘাটি করতে হবে সকল বিষয় নিয়ে। এতে করে নিজের আগ্রহ কোন বিষয়ে সেটি জানতে পারবেন। এরপর সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য এগিয়ে যেতে হবে🏃।
ফ্রিল্যান্সিং সম্পর্কে হেল্প সাপোর্ট লাগলে অবশ্যই অবশ্যই ইনবক্স করুন

07/05/2024

পুরুষের সফলতার পিছনে কোনো শখের নারীর নয়। মা-বাবার অবদান সবচেয়ে বেশি!

30/04/2024
30/04/2024

💜🖤🌸

26/04/2024

“যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!”

😁
25/04/2024

😁

শুধু এতটুকু বড়োলোক হতে চাই 🙂
23/04/2024

শুধু এতটুকু বড়োলোক হতে চাই 🙂

20/04/2024

শীতকালে Summer lover বলে চিল্লাচিল্লি করা লিজেন্ডরা আজ কোথায়??🤐

🤣🤒

Address

MUksudpur
Muksudpur
8140

Telephone

+8801814728545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhon kundu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Badhon kundu:

Videos

Share


Other Digital creator in Muksudpur

Show All

You may also like