![রাত ৩টায় বাসা থেকে বেরিয়েছিলেন পাইকারি ডাব কিনতে। 132 টা ডাব বেলা ১১ টায় বিক্রি শেষ হয়েছে। এখন বিশ্রাম ও লাঞ্চ করে বিকাল...](https://img5.medioq.com/971/118/528303229711181.jpg)
12/09/2024
রাত ৩টায় বাসা থেকে বেরিয়েছিলেন পাইকারি ডাব কিনতে। 132 টা ডাব বেলা ১১ টায় বিক্রি শেষ হয়েছে।
এখন বিশ্রাম ও লাঞ্চ করে বিকাল-সন্ধ্যায় আরও একটা ব্যবসা করা যেতেই পারে।
👉👉পরিশ্রম করলে কি টাকার অভাব হয়??
ঢাকার ফুটপাতের ব্যবসায়ী থেকে রিকশাচালক কেউই মাসে ২০-৩০ হাজারের কম আয় করে না। অথচ মাস্টার্সের সার্টিফিকেট নিয়েও ১৫-২০ হাজারের চাকরি পেতেও দীর্ঘ লাইন।
দেশের প্রশাসনিক সমস্যা নাকি মানুষিকতার সমস্যা??