Badhon kundu

Badhon kundu তথ্যপ্রযুক্তির এই যুগে নিজের জন্য সঠ?
(4)

🟥 ফ্রিল্যান্সিং কি?
উত্তর: ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত পেশা।
যেখানে আপনার কাজের স্বাধীনতা পুরোটাই আপনার। সেখানে কোন প্যারা থাকেনা, সময় সূচী থাকেনা। আপনি নিজেই আপনার কাজের বস হিসেবে থাকেন। ফ্রিল্যান্সিং এর অনেক সংজ্ঞা থাকলেও আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে আমরা মূলত অনলাইন থেকে ইনকাম করাকে বুঝি বা এটাই প্রচলিত হয়েছে।

🟥 ফ্রিল্যান্সিং এর সেক্টর সমূহ ।
সারা বিশ্বে মাদার ৬ টি বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং এর

কাজ হয়।
১) ডিজিটাল মার্কেটিং
2) গ্রাফিক ডিজাইন
৩) ওয়েব ডিজাইন
৪) ওয়েব ডেভলপ্টমেন্ট
৫) এপ্স ডেভেলপমেন্ট
৬) স্পোকিং ইংলিশ

🟥 ডিজিটাল মার্কেটিং কি?
উত্তর: তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন নিত্য নতুন মিডিয়া/প্রযুক্তি কে কাজে লাগিয়ে বিভিন্ন বিজ্ঞাপনের প্রসারই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আগে যেমন মাইকিং করে, পোষ্টারিং করে কোন কিছুর প্রচারনা করা হতো তা দিয়ে কেবল স্থানীয় অঞ্চলের মাঝেই প্রচারনা সম্ভব। কিন্তু এখন মানুষ নিকট স্থান ছাড়াও দূরবর্তী অঞ্চলে এমনকি বিদেশেও বিভিন্ন ব্যবসায়িক প্রচারনা চালানোর প্রয়োজন পড়ছে। সেক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন সহ বিভিন্ন মিডিয়ার সাহায্যে ব্যবসায়িক বিজ্ঞাপন এর যে সিষ্টেম তাই ডিজিটাল মার্কেটিং।

🟥 যারা ডিজিটাল মার্কেটিং শিখতে পারেনঃ
১। যারা ডিজিটাল মার্কেটার হতে চান ।
২। যারা ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে চান ।
৩। যারা স্বাধীনভাবে কাজ করতে চান ।
৪। যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান ।
৫। যারা জবের পাশাপাশি কিছু করতে চান ।
৬। যারা ব্যাবসার পাশাপাশি কিছু করতে চান ।

🟥 Digital Marketing Course করতে কি কি লাগবে?
১। Complete Digital Marketing কোর্সটি শুরু করার পূর্বে অন্য কোন বিষয়ের উপর ধারনা থাকার প্রয়োজন নেই, তবে অবশ্যই কম্পিউটার/ল্যাপটপ এবং ইন্টারনেট পরিচালনায় কিছুটা দক্ষ হতে হবে।
২। বেসিক ইংলিশ জানতে হবে
৩। একটি হেডফোন লাগবে( ল্যাপটপ হলে দরকার নেই)
৪। ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার/ল্যাপটপ লাগবে
৫। কম্পিউটার/ল্যাপটপ এর কনফিগারেশন Intel Core i3 or Dual Core or AMDRyzen3 অথবা এর বেশি কনফিগারেশন হলেও হবে। Ram: 2GB/4GB/8GB, Hard Disk: 80 GB/320GB/500GB/1TB এর মধ্যে হলেই হবে।

🟥 কোর্সের বিশেষ কি কি সুবিধা পাবো?
১। সবগুল ক্লাস লাইভে এসে নেওয়া হবে যেখানে আপনি যেকোনো প্রশ্ন করার সুযোগ পাবেন
২। লাইভ ক্লাস মিস করলে পরের দিন উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও উক্ত ফাইল সমুহ ফেইসবুক সিক্রেট গ্রুপে দিয়ে দেয়া হবে।
৩। প্রতিটি ক্লাস শেসে এসাইনমেন্ট জমা নেয়া হবে।
৪। একটি মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে আপানদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন।
৫। Lifetime Support পাবেন সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাপোর্ট টিম আছে।
৬। Live Support পাবেন Google Meet, Zoom or Skype এ
৭। কোর্স Certificate দেয়া হবে।

🟥 কোর্স শেষে কি আয় করা যাবে?
এই প্রশ্নের উত্তরে আমরা এক কথায় বলি আমরা কোন কাজ দিয়ে দেই না। আমরা একজন স্টুডেন্টকে কাজ পাওয়ার যোগ্য করে গড়ে তুলি এবং কাজ পাওয়ার জন্য যে প্রতিনিয়ত যে সাপোর্ট প্রয়োজন দিয়ে থাকি । কারন আমরা বিশ্বাস করি একটা স্টুডেন্ট পরিশ্রম করলে সাফল্য অবশ্যই পাবে !
১। এই কোর্সটি শেষে আপনি ঘরে বসে অনালাইনের মাধ্যমে ঘরে বসে ইনাকাম করতে পারবেন।
২। এই কোর্সটি শেষে আপনি বিভিন্ন দেশি ও বিদেশি কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে চাকরি করতে পারবেন
৩। এই কোর্সটি শেষে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং রিলেটেড যেকোনো প্রয়োজনে মেসেজ করুন আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব

রাত ৩টায় বাসা থেকে বেরিয়েছিলেন পাইকারি ডাব কিনতে। 132 টা ডাব বেলা ১১ টায় বিক্রি শেষ হয়েছে। এখন বিশ্রাম ও লাঞ্চ করে বিকাল...
12/09/2024

রাত ৩টায় বাসা থেকে বেরিয়েছিলেন পাইকারি ডাব কিনতে। 132 টা ডাব বেলা ১১ টায় বিক্রি শেষ হয়েছে।
এখন বিশ্রাম ও লাঞ্চ করে বিকাল-সন্ধ্যায় আরও একটা ব্যবসা করা যেতেই পারে।

👉👉পরিশ্রম করলে কি টাকার অভাব হয়??
ঢাকার ফুটপাতের ব্যবসায়ী থেকে রিকশাচালক কেউই মাসে ২০-৩০ হাজারের কম আয় করে না। অথচ মাস্টার্সের সার্টিফিকেট নিয়েও ১৫-২০ হাজারের চাকরি পেতেও দীর্ঘ লাইন।
দেশের প্রশাসনিক সমস্যা নাকি মানুষিকতার সমস্যা??

30/08/2024

জীবনসঙ্গী কালা, ধলা, যাই হোক শুধু প্র'তারক আর চরিত্রহীন না হোক!

25/08/2024

আপনি যদি চকলেটও বিক্রি করেন, আর সেটা বিক্রি করে যদি ভালো কিছু করতে পারেন অথবা ভাল একটা পজিশনে যেতে পারেন;
তাহলে আপনার আশেপাশের মানুষগুলো বলবে, "ওরে, সে তো জোশ ব্যবসায়ি! চকলেট সেল করে কোটিপতি!"

আর, আপনি যদি চকলেট বিক্রি করেন, আর সেটা বিক্রি করে যদি ভাল কিছু করতে না পারেন অথবা ব্যবসায় যদি লস হয়;
তাহলে আপনার আশেপাশের সেই মানুষগুলোই বলবে, "লস তো খাবাই, গর্দভ কোথাকার! আর কোনো প্রোডাক্ট ছিল না? আসছে চকলেট বিক্রি করতে!"

ব্যবসা, প্রোডাক্টে নয়!
ব্যবসা হচ্ছে, মার্কেটিং আর সেলসে!

কি নিয়ে করছেন, ডাজেন্ট ম্যাটার!

মার্কেটিং কেমন হয়েছে, ব্র‍্যান্ড হতে যাচ্ছেন কি না কিংবা সেইল কেমন হচ্ছে; এগুলো ম্যাটার করে 🔥

18/08/2024

বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন, এটা বোঝে না।

09/08/2024

চাকুরি হলো দাসত্ব। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে হতে হবে উদ্যোক্তা।
-ড. মুহাম্মদ ইউনূস

05/08/2024

আমার বাসা গোপালগঞ্জ এই জন্য একটু খারাপ লাগছে,
তোবে আমি স্বাধীন বাংলাদেশের মানুষ এই ভেবে
আনন্দ হচ্ছে!❤️ অনেক 💗

০৫/০৮/২০২৪✨

02/08/2024

ঘুরে দাঁড়ানোর জন্য জীবনে একটু হোঁচট খাওয়াটা আসলেই প্রয়োজন। কারণ ঐ হোঁচট না খাওয়া পর্যন্ত আপনি বুঝবেন না যে আপনাকে আসলেই পরিবর্তন হতে হবে।🖤

31/07/2024

ভিপিএন ছাড়াই এখন থেকে আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো

26/07/2024

"ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার পর থেকে যেসব বন্ধুরা আপনার খোঁজ-খবর নেয়ার জন্য সরাসরি কল করেছিলো, তারাই আপনার প্রকৃত বন্ধু।"

এই হ্যা'ডামার্কা একটা পোস্ট ক্যামনে এত্ত ট্রেন্ডি হয়ে গেল? আপনারা এসব করে কী মজা পান? এসব করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন কেনো?

পৃথিবীর যে অবস্থা, সবাই কোন্ অবস্থানে আছে আপনি জানেন? অনেকে হয়তো খোঁজ খবর নেওয়ার মতো মানসিক অবস্থায়'ই নাই! দেশ, বিদেশে থাকা ভাইলোকেরা যেখানে তাদের পরিবারের সাথেই যোগাযোগ করতে পারেনি সেখানে আপনারা আছেন আপনাদের প্রকৃত বন্ধু নিয়া!

26/07/2024

রিজিকে যা বাজেট আছে তুমি তাই পাবে, এর থেকে বেশিও না কমও না, এত দুশ্চিন্তার কি আছে? নেট আসার পর থেকে ফ্রিল্যান্সার ক্যারিয়ার নিয়ে মাতামাতির শেষ নাই দেখতেছি, বাংলাদেশের এই পরস্থিতিতে আর কি বলব কিছু বলার নাই, সবুর কর ফল পাবা

টাকা আর সম্মান দুটো এক নয়! টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, সম্মান নয়। সেটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হ...
01/07/2024

টাকা আর সম্মান দুটো এক নয়!
টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, সম্মান নয়।
সেটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়।

😅
30/06/2024

😅

22/06/2024

অযোগ্যকে যদি কখনো উপরে তুললেন, তাহলে দেখবেন সেই আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে,আর বেইমানি করবেই✨💥

ক্লায়েন্টদের সাথে যোগাযোগের টিপস কার্যকর যোগাযোগ ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক গড়ার এবং ব্যবসায়ে সফলতার ক্ষেত্রে খুবই ...
07/06/2024

ক্লায়েন্টদের সাথে যোগাযোগের টিপস
কার্যকর যোগাযোগ ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক গড়ার এবং ব্যবসায়ে সফলতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নিচের টিপসগুলো আপনাকে আরও ভালো ক্লায়েন্ট যোগাযোগ গড়ে তুলতে সাহায্য করবে:
মনোযোগী শ্রোতা হোন: ক্লায়েন্টরা কি বলছেন তা মন দিয়ে শুনুন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখুন এবং তাদের নাম স্মরণ করুন।
প্রশ্ন করুন: কথোপকথন চালিয়ে যান এবং খোলা প্রশ্ন জিজ্ঞাসা করে ক্লায়েন্টদের আগ্রহ দেখান।
তাঁদের দৃষ্টিভঙ্গি বুঝু: ক্লায়েন্ট কী চান এবং কী আশা করছেন, সেটা বোঝার চেষ্টা করুন।
স্বচ্ছ ও সুस्पষ্টভাবে কথা বলুন: কীভাবে আপনি তাদের সমস্যা সমাধান করতে পারবেন, সেটা সহজ ভাষায় ব্যাখ্যা করুন।
নিয়মিত যোগাযোগ করুন: কাজের অগ্রগতি সম্পর্কে ক্লায়েন্টদের জানানোর জন্য নিয়মিত যোগাযোগ করুন। এতে বিশ্বাস গড়ে উঠবে এবং ক্লায়েন্টরা আরাম বোধ করবে।
পারদর্শী এবং নির্ভরযোগ্য হোন: নিজের কাজে দক্ষতা দেখান এবং সময়মতো কাজ শেষ করুন।
চুক্তি ও মূল্যের স্পষ্টতা: প্রকল্পের কাজ, বাজেট এবং সময়সীমা - সবকিছুই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করুন।
ভুল স্বীকার করুন ও সমাধানের চেষ্টা করুন: যদি কোন ভুল হয়, তাহলে স্বীকার করুন এবং সমাধানের চেষ্টা করুন।
ফিডব্যাক নিন: কাজ শেষে ক্লায়েন্টদের ফিডব্যাক নিন। এটি আপনার দক্ষতা আরও উন্নত করতে সাহায্য করবে।
এই টিপসগুলো অনুসরণ করে আপনি ক্লায়েন্টদের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন এবং আপনার ব্যবসায় আরও সফল হবেন।

06/06/2024

যদি ভাব অন্যদের তুলনায় তোমার কাজের মান নিচু, তাহলে তুমি নীচেই থাকবে।
যদি তুমি ওপরে উঠতে চাও তাহলে নিজের মনে সংশয় রেখো না

06/06/2024

-মূল্যায়ন তাকে করো যে আপনাকে সম্মান করে-
🌺❤️🌸

Address


Telephone

+8801814728545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhon kundu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Badhon kundu:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share