Subbhro Khan

Subbhro Khan I am a simple man in this critical world. Entrepreneur | Web Design & Developer | FilmMaker | Writer.

15/01/2025
14/01/2025

মাঝে মাঝে হাহাকার লাগে, মানসিক ভাবে বিধস্ত লাগে। যা কাউরে এক্সপ্লেইন করা যায় না...😅❤️‍🩹

31/12/2024

'নানু' যতোক্ষন বেঁচে থাকে, নানুর বাড়ি ততোক্ষন ই সুন্দর!
আমাদের যাদের নানু বেঁচে আছে, উনারা বেঁচে থাকুক, সুস্থ থাকুক আরো অনেক বছর!! 🤍

31/12/2024

নতুন বছরে ভন্ডামির পরিমাণ বাড়িয়ে দিব, আশা করি আপনারা সহ্য করবেন।🙂

আহারে জীবন!
29/12/2024

আহারে জীবন!

29/12/2024

তুমি না শুভ্র খুবই চমৎকার চাওয়া, পাওয়া, সব রাখলা মানুষের কাছে! আর অভিযোগ করো খোদার কাছে!

28/12/2024

আমি নিজের আগুনে পুড়ে আগুন পোহাই।

এক আকাশের থেকেও বেশি শূণ্যতা নিয়েআমি রোজ দীর্ঘশ্বাস ফেলি-নিভু নিভু আলোর মতোনিঃশেষ হয়েও নিজের অস্তিত্বকে মেলে ধরি-হারিয়ে ...
27/12/2024

এক আকাশের থেকেও বেশি শূণ্যতা নিয়ে
আমি রোজ দীর্ঘশ্বাস ফেলি-
নিভু নিভু আলোর মতো
নিঃশেষ হয়েও নিজের অস্তিত্বকে মেলে ধরি-
হারিয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতায়
সূচনা খুঁজি-
জানি না কোন আশায়
নতুন নতুন উপায়ে
বেঁচে থাকার জন্য লড়াই করি-
শুধু জানি আমাকে বেঁচে থাকতে হবে,
প্রতিনিয়ত কতো অভিনয় করি-
ভালো থাকি না
তবুও ভালো আছি বলতে থাকি!

খা
21/12/2024

খা

একটি মাত্র কোলা যা আপনার জীবন থেকে কেটে নিতে পারে ১২ মিনিট! হ্যাঁ, ঠিকই শুনেছেন। Thanks for sta...

21/12/2024

আমি মানুষের সমস্ত ভুল মাফ করার ঠেকা নিয়ে বসে নেই। আমি মানুষ, আমার ক্ষমার সীমা আছে।

এই বিষয়ে আমি কোন ক্ষমা প্রদর্শন করতে পারবো না। আমার ক্ষমার সীমার বাহিরে এটা ...।

আর আমি মানুষ, আমার থেকে স্রিষ্টিকর্তার সমান ক্ষমা আসা করাও অনুচিত।

19/12/2024

অনেক সস্তা করে ফেলেছিলাম নিজেকে!
কেউ ডাকলেই ইন্সট্যান্ট সারা দেওয়া, কারো প্রয়োজনে আসা এই গুলো দিন শেষে কি দেয় জানেন!
আপনাকে সস্তা বানিয়ে দেয় মানুষের কাছে।

যাকে বন্ধু ভাববেন, সে আপনাকে চুনো পুটিও মনে করবে না। যার জন্য নিজে চিন্তিত থেকেছেন, আপনার প্রয়োজনে তাকে খুজেও পাবেন না।
এমনকি হুট করে অপমান করে বসতেও তাদের বাধবে না।

অনেক তো হয়েছে এই ফেইক লাইফ, ফেইক বন্ধু, ফেইক ক্লাস মেটের জগতে বিচরণ।

let's get changed.🖤

"কুকুর হইতে নয়, মানুষ হইতে সাবধান"🙂
19/12/2024

"কুকুর হইতে নয়,
মানুষ হইতে সাবধান"🙂

17/12/2024

একজন নারীর প্রতি বিন্দুমাত্র আবেগ-অনুভূতি ছাড়াও পুরুষ তার সাথে সে*ক্স করতে পারে। কিন্তু, একজন পুরুষের প্রতি যথেষ্ট অনুভূতি তৈরি না-হলে নারী সেই পুরুষটির সাথে সে'*ক্স করে না।

অধিকাংশ পুরুষেরই সে'*ক্স করার জন্য অজুহাতের দরকার শুধু। কিন্তু অধিকাংশ নারীরই সে'*ক্স করার জন্য কারণের দরকার।

কোনো নারীর সাথে শুধুমাত্র একটিবার সে'*ক্স করার জন্য পুরুষ দীর্ঘ সময় ব্যয় করে বহুদূর পর্যন্ত চলে যেতে পারে।

সে'*ক্স এর সময় পুরুষ এমন ভাব করে, যেন সে নারীটিকে ভালোবেসে সে'*ক্স করছে; অথচ সত্য হল সে নারীটির শারীরিক ভাঁজ, ত্বকের লাবণ্য, নিতম্ব-স্ত*নে*র স্ফীতি, অন্যান্য সৌন্দর্য, এসবের লালসায় মত্ত হয়ে সর্বোচ্চ মিনিট পাঁচেকের জন্য সে'*ক্স করছে; এবং বীর্যস্খলনের পর নারীটিকে ভুলেই গেছে।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা, এজন্য অনেককিছু স্যাক্রিফাইস করা, সাথে উপহার আনা, হোটেল-খাবারদাবার ও অন্যান্য খরচাদি দেখে মনে হতেই পারে— এসব প্রেমেরই বহিঃপ্রকাশ। প্রকৃতপক্ষ এই সবকিছুর একটাই লক্ষ্যঃ সে'*ক্স।

বেকুবিটা হচ্ছে— অধিকাংশ নারীই এইসবকে ভালোবাসা ভেবে নেয়, লাফ দিয়ে বসে পড়ে পুরুষের কোলে। ঠিক এই কারণেই, নারীদেরকে নামীদামী উপহার ও অন্যান্য বিলাসিতা দিয়ে অন্ধ করে রাখে চতুর পুরুষরা। এভাবে বিক্রি হওয়ার পরেও নারীরা উক্তি ফলায়— টাকা দিয়ে মানুষকে কেনা যায় না ব্রো।

সে'*ক্স কমিটমেন্ট নয়, একারণেই অধিকাংশ নারী ও পুরুষ পাশে পার্টনার রেখেই পরবর্তী জনের সাথে সে'*ক্স এর পরিকল্পনা করতে থাকে।

পুরুষ সে'*ক্স এর বশ। সে'*ক্স করার জন্য হেন কিছু নেই সে করতে পারে না! রাজ্য জয় থেকে রাজত্ব ক্ষয়, সম্মান খোওয়ানো থেকে পরিবার হারানো, সবই করে পুরুষ শুধুমাত্র সে'*ক্স এর জন্য উন্মত্ত হয়ে যাওয়ার কারণে। এইসব ভয়ানক কর্মকাণ্ডকে নারী ধরে নেয়— তাকে পাওয়ার জন্য বিপ্লবী নায়ক হয়ে গেছে পুরুষ। প্রেম! প্রেম! আহ্‌! অথচ, সে'*ক্স ও প্রেম কখনোই একই পৃষ্ঠায় থাকে না, এমনকি ডিকশনারিতেও না।

একইসাথে একাধিক নারীর সাথে ভিন্ন-ভিন্ন স্বাদের সে'*ক্স চালিয়ে যাওয়ার জন্য পুরুষ কী না করে! সোনার খনি ছেড়ে সে খুঁড়তে শুরু করে নিজেরই কবর।

আর নারী? সে স্রেফ ইচ্ছে করলেই, সে'*ক্স কে হাতিয়ার বানিয়ে নিশ্চিহ্ন করে দিতে পারে একের-পর-এক সম্ভাবনাময় পুরুষকে। কিন্তু সে ভালোবাসার কাঙাল। বহুজনকে দেহ দিয়েও একজন নারী একজন পুরুষকে হৃদয়ের দেবতা বানিয়ে রাখে। অন্যদিকে, পুরুষ নারীদেহের পূজারী। ভালোবাসা না-পেলেও পুরুষের হাহাকার থাকে না, বড়োজোর একটি কবিতা লিখে বিরহী। কিন্তু, ভালোবাসা পাওয়ার আশায় একজন নারী একটি বাক্য না-লিখেও হয়ে রইতে পারে একজন বিরহিনী-মহাকবি।

14/12/2024

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে ময়লার গাড়ি টেনে আয় রোজগার করে।আর হামিদুর রহমানের পরিবারের কেউ কোটায় চাকরি নেয়নি।
তাহলে কোটার সুবিধাগুলো কারা নিত?

আমি মানুষ হিসেবে এতোটাই ফ্লেক্সিবল, যে ধরুন আপনার মনে হলো যে আপনি আমার সাথে একটা দূরত্ব তৈরি করতে চান। তাহলে আপনাকে বেশি...
12/12/2024

আমি মানুষ হিসেবে এতোটাই ফ্লেক্সিবল, যে ধরুন আপনার মনে হলো যে আপনি আমার সাথে একটা দূরত্ব তৈরি করতে চান। তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না জাস্ট আচরণের মাধ্যমে একটা ইংগিত দিন। একবার জাস্ট আমার মনে হোক, যে আপনি আমাকে ইগনোর করলেন সম্ভবত।
এরপর দেখবেন আপনি নিজেও লাগাতার চেষ্টা করে আমাকে মনে করাতে পারবে না, যে আমি আপনাকে কখনো চিনতাম। আসলেই আমার আর আপনার নাম পরিচয় চেহারা কিছুই মনে থাকবে না।

এখন বড় হয়ে গেছি; মাথার ভেতর আবর্জনা জমাই না।'❤️

Address

Muhammadpur

Alerts

Be the first to know and let us send you an email when Subbhro Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subbhro Khan:

Videos

Share