শান্তির ধর্ম Islam

শান্তির ধর্ম Islam please like and share my page

18/09/2022
16/09/2022
18/09/2021
 💞❤️   ❤️ ❤️      Share this post🙏🙏
28/10/2020

💞❤️



❤️
❤️







Share this post🙏🙏

ধর্ষিত বাংলাদেশ 😥ধর্ষিত স্বাধীনতা 😥Stop r**e ❌❌❌
05/10/2020

ধর্ষিত বাংলাদেশ 😥

ধর্ষিত স্বাধীনতা 😥

Stop r**e ❌❌❌

08/05/2020

আমাদের (ধনীদের) উপর আল্লাহ তায়ালা যাকাত দেওয়া ফরজ করেছে।
যেটা তাদের দিতেই হবে।
কিন্তু আমরা (ধনীরা) অনেকেই জানি নাহ ইসলাম আমাদের যাকাত কিভাবে দিতে বলেছে।

আমরা (ধনীরা) মনে করি যে গরীবদের শাড়ি, লুঙ্গি, গামছা, গেন্জি দিলেই যাকাত আদায় করা হয়ে যায়।
কিন্তু নাহ।
আপনি যাকে যাকাত দিবেন খেয়াল রাখবেন তার যেন অন্য জায়গায় আবার যেতে নাহ হয় যাকাতের জন্য।
আসুন, এবারের পবিত্র ঈদে আমরা (ধনীরা) যারা যাকাত দিব খেয়াল রাখবেন তা যেন আমরা ইসলামী তরিকায় দিতে পারি।
আল্লাহ আমাদের সকলকে সঠিক বুজ দান করুক,

_____________আমিন___

06/05/2020

কিভাবে আপনার সন্তানকে ইসলামী তরিকায় মানুষের মতন মানুষ করবেন.?
আপনার জীবনকে ইসলামের উপর কিভাবে সাজাবেন.?

01/05/2020

সূরা ওয়াকিয়া,
পাঠের ফযিলত,
হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ [রা.] বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াক্বিয়াহ তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। [বাইহাকি:শুআবুল ঈমান-২৪৯৮]

সুরা আর রাহমান, সুরা হাদিদ ও সুরা ওয়াকিয়া’র তেলাওয়াতকারীকে কেয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে ডাকা হবে। অন্য এক হাদিসে আছে, সুরা ওয়াকিয়াহ হলো ধনাঢ্যতার সুরা, সুতরাং তোমরা নিজেরা তা পড় এবং তোমাদের সন্তানদেরকেও এ সুরার শিক্ষা দাও। অন্য এক বর্ণনায় আছে: তোমাদের নারীদেরকে এ সুরার শিক্ষা দাও। আম্মাজান হজরত আয়েশা [রা.] কে এ সুরা তেলাওয়াত করার জন্য আদেশ করা হয়েছিল।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন...🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴এবছর ২৯শে এপ্রিল (৫ই রমজান) পৃথিবীর পাশ দিয়ে একটি এস্টেরয়েড যাবে।এস্টেরয়েডটির ন...
28/04/2020

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন...
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
এবছর ২৯শে এপ্রিল (৫ই রমজান) পৃথিবীর পাশ দিয়ে একটি এস্টেরয়েড যাবে।এস্টেরয়েডটির নাম "1998 OR2"।এর ব্যাস ১৩,৫০০ ফুট।
ঐ দিন ৩:২৬ pm(বাংলাদেশ সময়) এটি দেখা যাবে।
বিজ্ঞানীরা আশংকা করেছেন,পৃথিবীতে আঘাত হানতে পারে এই এস্টেরয়েড।এটি আকাশে বিস্ফুরিত হলে বিকট শব্দ হবে।

আবার হাদীসে পাওয়া যায়...
রাসূল (সাঃ) বলেন,কিয়ামতের আগে কোনো এক রমজান মাসে আকাশে বিকট শব্দ হবে।এতে অনেক মানুষ বোবা,বধির,অজ্ঞান হয়ে যাবে।

আবার আল-কুরআনে আল্লাহ তায়ালা বলেন......
"তোমার কি নিশ্চিত হয়ে গেছো যে,আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপ করবে না?তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী।"

(সূরা মূলক,আয়াত-১৭)

23/04/2020

যে স্ত্রী লোক_

#পাঁচ_ওয়াক্ত_নামাজ আদায় করিবে_
#রমযান মাসের #রোযা রাখিবে_
#লজ্জস্হানের হেফাজত করিবে_
#স্বামীর এতাআত করিবে_

তবে সে বেহেশতের যে কোন দরজায় ইচ্ছা প্রবেশ করিতে পারিবে জান্নাতের আটটি দরজায় যে কোন দরজা দিয়া
বিনা দ্বিধায় প্রবেশ করিতে পারিবে 😇

বয়নুল কোরয়ান ঃঃঃঃঃ

23/04/2020

ইয়া রাসুলুল্লাহ আপনাকে কি করে ভালো না বাসি.?
আমরা তো ধন্য আপনার উম্মত হতে পেরে।❤

22/04/2020

কেন #করোনা_ভাইরাসের আক্রান্ত ব্যাক্তির #স্পর্শে গিয়ে ও সবাই #আক্রান্ত হচ্ছে নাহ্।

এ নিয়ে মসজিদে নববীর ইমাম এর বক্তব্য।

16/04/2020

বোন তুৃমি কাকে তোমার #আদর্শ মনে করতেছো?

তুমি কি জানো তোমার #আদর্শ তোমার জীবনের #আইকন কেমন হওয়া উচিত?

13/04/2020

আল্লাহ আপনি যখন আমাদের মৃত্যু দিবে! 😥
প্রকৃত ইমান এর সাথে দিও😓

িন❤

12/04/2020

যুবক করোনাকে ভয় নাহ করে করোনার মালিক আল্লাহকে ভয় করো।😥😥

12/04/2020

#আল্লাহ পাকের #চারটি রহমত❤❤
যা বেশীর ভাগ #মানুষের পছন্দ নয়ঃ😥

১. #কন্যা_সন্তান ।☺
২. #মেহমান ।☺
৩. #বৃষ্টি ।☺
৪. #রোগ_বা_অসুস্থতা ।☺

্লাহ_মহান❤

12/04/2020

#ইসলাম কখনো #অহংকার করতে শিখায়নি 😥😥

#ইসলাম_শুকরিয়া আদায় করতে শিখিয়েছে ☺☺

ামদুলিল্লাহ ❤❤

11/04/2020

আল্লাহ তায়ালা বলেনঃ-

তুমি ওই দিনকে #ভয় করো , 😥😥
যে দিন তোমার #মুখে_তালা লাগিয়ে দেয়া হবে
আর তোমার #হাত_পা তোমার ক্রিত কর্মের #সাক্ষী দিবে ।😥

ুরা_ইয়াসিন (৬৫)

 #পৃথিবীতে যা কিছু করবা কর,☺ কিন্তু  #নামাজ বাদ দিও না । 😥😥কারন  #নামাজ তোমাকে সব  #বিপদ থেকে রক্ষা করবে❤❤ #শান্তির_ধর্ম...
11/04/2020

#পৃথিবীতে যা কিছু করবা কর,☺
কিন্তু #নামাজ বাদ দিও না । 😥😥

কারন #নামাজ তোমাকে সব #বিপদ থেকে রক্ষা করবে❤❤

#শান্তির_ধর্ম_Islam ❤❤

11/04/2020

যখন তোমার #জীবনের উপর আঘাত আসবে, #ইসলাম দিয়ে তা প্রতিহত কর ।❤❤

আর যখন #ইসলামের উপর আঘাত আসবে, তোমার #জীবন দিয়ে তা প্রতিহত কর ।☺☺

ী (রাঃ)

10/04/2020

-Style অবশ্যই থাকা উচিত! ❤

-তবে সেটা #পোশাকে না #চরিত্রে! 🌸

10/04/2020

আপনার সকল #সমস্যার_সমাধান এক মাত্র #আল্লাহ ☺😇

ফিরে আসুন #আল্লাহর দিকে। 😥
ফিরে আসুন আপনার #রবের দিকে। 😥

You are never Alone, 😥  is always with you.☺ –  ☺☺
10/04/2020

You are never Alone, 😥
is always with you.☺

– ☺☺

09/04/2020

হে আল্লাহ এই পবিত্র #শবে_বরাতে তোমার কাছে একটাই চাওয়া 🤲🤲

ভালো থাকুক #পৃথিবীর সকল #মানুষ☺
ভালো থাকুক #পৃথিবীর সকল #মা_বাবা ☺☺
ভালো থাকুক সকল #প্রিয়_জন ☺☺☺

আল্লাহ তুমি কবুল করো
িন🤲🤲

09/04/2020

ওজুর পানিতে যদি মোমিনদের
গুনাহ ঝরে পড়ে
তাহলে❄️করোনা ভাইরাস ও‌❄️ ঝরে পড়বে
ইনশাআল্লাহ্
কে কে একমত Comment করে জানান💎

09/04/2020

আসসালামু আলাইকুম,
আজকে দিবাগত রাতে পবিত্র শবেবরাত।
যারা কনফিউশনএ আছেন পোষ্টটা তাদের জন্য।

এবার আসুন শবেবরাত নিয়ে এক্টা দলিল দেখে নেই

হযরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেন, ১৫ শাবান রাতে তোমরা জেগে থেকে ইবাদত কর এবং পরদিন রোজা রাখ। এ হাদিস দিয়ে শবেবরাতের একটি নফল রোজা প্রমাণিত হয়। তবে বিভিন্ন হাদিসে হযরত মুহাম্মদ (সা.) প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ তিনদিন তিনটি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন। সে হিসেবে শাবান মাসেও এ তিনটি রোজা রাখা যেতে পারে। আবার হজরত উম্মে সালমা ও হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে, শাবান মাসে হজরত মুহাম্মাদ (সা.) অধিকহারে রোজা রাখতেন। যেন তিনি গোটা শাবান মাসই রোজা রাখতেন। সে হিসেবে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা অবশ্যই সওয়াবের কাজ। (তিরমিযি ১/১৫৫, ১৫৬, ১৫৯)।

চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫, এই দিনগুলোকে “আইয়ামে বীয” বা আলোকিত দিনসমূহ বলা হয়। কারণ এই দিনগুলোতে চাঁদ সবচাইতে বেশি আলোকিত থাকে।

আইয়ামে বীয এর দিনগুলোর বিশেষ ফযীলত :

(১) আবু দরদা রাদিয়াল্লাহু আ’নহু হতে বর্ণিত। তিনি বলেনঃ “আমার প্রিয় বন্ধু (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম) আমাকে এমন তিনটি কাজের অসিয়ত করেছেন, যা আমি যতদিন বেঁচে থাকব, কখনোই ত্যাগ করব না। সেগুলো হচ্ছে, প্রতি মাসে তিনটি করে রোযা (আইয়ামে বীজ এর ৩দিন) পালন করা, চাশতের নামায পড়া এবং বিতির না পড়ে ঘুমাতে না যাওয়া।”

[সহীহ মুসলিমঃ ৭২২, আবু দাউদঃ ১৪৩৩, আহমাদঃ ২৬৯৩৫।]

(২) আবু যর রাদিয়াল্লাহু আ’নহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম বলেন, “প্রত্যেক মাসে (নফল) রোযা পালন করলে (শুক্লপক্ষের) ১৩, ১৪ ও ১৫ তারিখে পালন করো।”

[তিরমিযীঃ ৭৬১, নাসায়ীঃ ২৪২৪, শায়খ আলবানীর মতে হাসান সহীহ, তাহকীক রিয়াদুস সালেহীন।]

(৩) ক্বাতাদাহ ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেনঃ “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শুক্লপক্ষের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোযা রাখার জন্য আদেশ করতেন।”

[আবু দাউদঃ ২৪৪৯, নাসায়ীঃ ২৪৩২।]

(৪) আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আ’নহু থেকে বর্ণিত। তিনি বলেন, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বাড়ীতে থাকাবস্থায় অথবা সফরে থাকাবস্থায়, কখনোই আইয়ামে বীযের রোযা ছাড়তেন না।”

[নাসায়ী ২৩৪৫, শায়খ আলবানীর মতে হাসান সহীহ, তাহকীক রিয়াদুস সালেহীন।]

(০৭ এপ্রিল মঙ্গলবার রাতে সাহরি খেয়ে ০৮ এপ্রিল বুধবার থেকে রোযা শুরু ।)

সুতরাং কারো কথায় কান না দিয়ে ঘরে বসে সারারাত ইবাদত করুন। সবার কাছে দোয়াপ্রার্থি ❤️

Address

Muhammadpur

Telephone

+8801724177470

Website

Alerts

Be the first to know and let us send you an email when শান্তির ধর্ম Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category