OPuRnO ভালবাসা

OPuRnO ভালবাসা মানুষকে ভালবাসলে কষ্ট পেতে হয়। আল্লাহ্‌ কে ভালবাসলে মনে শান্তি চলে আসে আলহামদুলিল্লাহ্‌

৫ই আগষ্ট মধ্যরাত।একটা আস্ত নির্ঘুম রাত। সকলের ইবাদতের ব্যস্ততা। কেউ কেউ তাহাজ্জুদ ,কেউ বা অতিরিক্ত নফলের সিজদায় মগ্ন। মু...
05/09/2024

৫ই আগষ্ট মধ্যরাত।

একটা আস্ত নির্ঘুম রাত। সকলের ইবাদতের ব্যস্ততা। কেউ কেউ তাহাজ্জুদ ,কেউ বা অতিরিক্ত নফলের সিজদায় মগ্ন। মুনাজাতের অশ্রুসিক্ত জলে সকলের মন স্থির। একটা পুকুরের জলের মত। সকলের মনে সেই প্রলম্বিত ধ্বনি

'মাতৃভূমি কিংবা মৃত্যু'।

আজ ৫ই সেপ্টেম্বর। আজ থেকে ঠিক ১ মাস আগের এই রাতে গোটা একটা জেনারেশন টের পেরেছিলো তারা তাদের দেশকে কতটা ভালোবাসে।

এভাবেই চলে যায় তারা 💔🥹
04/09/2024

এভাবেই চলে যায় তারা 💔🥹

03/09/2024

🔴🚫আজ রাত থেকেই যাদের বিরুদ্ধে অভিযান চালাবে যৌথ বাহিনী...

অন্তর্বর্তীকালীন সরকারের বেধে দেয়া সময় শেষ হচ্ছে আজ রাত ১২টায়। এরপরই অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হবে যৌথ বাহিনীর অভিযান। সাথে অভিযান চলবে মাদকের বিরুদ্ধেও। আইনের আওতায় আনা হবে মাদকের গডফাদারদেরও।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অভিযান শুরুর বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আইনশৃঙ্খলা সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে উপদেষ্টা বলেন, হাতিয়ার কালেকশনে (অস্ত্র উদ্ধারে) এই অভিযান চলবে। অনুমোদনহীন অস্ত্র ও গোলাবারুদ পাওয়া ব্যক্তিদের গ্রেফতার করা হবে। এ সংক্রান্ত আইনের ভিত্তিতে তাৎক্ষণিক মামলা দায়েরও করা হবে। সুনির্দিষ্টভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে।

02/09/2024

অটোতে পিছনের সিটে কোনো মেয়ের মুখোমুখি বসার কারনে বাহিরের প্রকৃতি দেখতে দেখতে ঘাড় ব্যাথা হওয়ার যে ব্যপারটা! 🙂

30/08/2024

আহ: ফি লি স্তি ন 😭😭
ফি লি স্তি নের পক্ষ থেকে বাংলাদেশের বন্যার্তদের জন্য উপহার!

তাঁরা নিজেরাই ক্ষতবিক্ষত, অনাহারে অর্ধাহারে দিন কাটায়। প্রতিমুহূর্তে বু লে টে র আঘাত পেতে প্রস্তুত থাকে। তাঁরা আজ বাংলাদেশের বন্যার্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে!

আমার হৃদয় অস্বাভাবিকভাবে পূর্ণ হয়ে উঠেছে! যারা ঘাস দিয়ে ইফতার করে, যারা এক ফোঁটা পানির জন্য ট্রাকের টায়ারে মুখ পাতে, তাঁরা স্বজাতির পাশে দাঁড়িয়েছে!

এ যে সোনালি যুগের সাহাবায়ে কিরামগণের কথা মনে করিয়ে দিচ্ছে, যাঁরা নিজেরা অনাহারী থেকেও ক্ষুধার্ত মুসাফিরকে নিজেরটুকু দিয়ে দিয়েছেন!

মন কেঁদে উঠছে! ও আল্লাহ্ আমার প্রাণের ফি লি স্তি নের বিজয় দান করুন! বিজয় দান করুন!

সোর্স- আস সুন্নাহ ফাউন্ডেশন।

"রুনি যে ভিডিও প্রতিবেদন করেছিল, সেই ভিডিওতে একটা সুড়ঙ্গ দেখা যায়, সেই সুড়ঙ্গপথ দিয়ে রুনি হেঁটে যাচ্ছে বিশাল একটা পাইপ ল...
30/08/2024

"রুনি যে ভিডিও প্রতিবেদন করেছিল, সেই ভিডিওতে একটা সুড়ঙ্গ দেখা যায়, সেই সুড়ঙ্গপথ দিয়ে রুনি হেঁটে যাচ্ছে বিশাল একটা পাইপ লাইন ধরে।
আর সেই পাইপ লাইনটা সামিটের ফার্নেস ওয়েলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবাহের কাজে ব্যবহৃত হতো, বিদ্যুৎ তৈরি হতো তিতাস থেকে পাওয়া গ্যাসে, সামিট গ্রুপ'কে বিল দিত ফার্নেস ওয়েল থেকে তৈরি বিদ্যুৎ এর মূল্য।

আর সেই ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি ছিল, তাহলো সেই সুড়ঙ্গ পথে সেই সময়ে ভা-রতের দিকেও পাইপ লাইন ছিল। সেই পাইপ লাইন দিয়ে ভা-রতেও গ্যাস পাচার করতো, ভা-রতে আনুষ্ঠানিক ভাবে কাগজে কলমে গ্যাস দেয়ার বহু বছর আগে থেকেই গ্যাস দেয়া শুরু করে।"

… এই কথাগুলো হোমপেইজে ঘুরছে। সাগর-রুনির পুরো বিষয়টা সামনে আসা উচিত।
- Mohammad Nafijul Alam

যারা পরিবর্তন দেখছেন না, তারা এটাকেও খুব তুচ্ছ মনে করবেন। কিন্তু এটা যে কত বড় একটি উদ্যোগ তা সচেতন ব্যক্তিই কেবল বুঝতে প...
30/08/2024

যারা পরিবর্তন দেখছেন না, তারা এটাকেও খুব তুচ্ছ মনে করবেন। কিন্তু এটা যে কত বড় একটি উদ্যোগ তা সচেতন ব্যক্তিই কেবল বুঝতে পারবে।
বোতলজাত পানির পরিবর্তে জগ-মগের প্রস্তাব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মন্ত্রিসভার অন্য সদস্যদেরও প্লাস্টিকের বোতল ব্যবহার না করতে অনুরোধ করেছেন তিনি। পরবর্তীতে প্রধান উপদেষ্টা তা অনুমোদন করেন।

28/08/2024

সাকিব যদি বাংলাদেশের সম্পদ হয়!
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ছিল?
১০০ উপর মামলা দিয়েছে সাকিবের আপা।
তখন আপনাদের বিবেক কই রাখছিলেন?
©

অন্তবর্তীকালীন সরকারের আহ্বানে পল্লী বিদ্যুৎ সমিতির গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার।
27/08/2024

অন্তবর্তীকালীন সরকারের আহ্বানে পল্লী বিদ্যুৎ সমিতির গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার।

যারা প্রশ্ন করেছেন, প্রফেসর ড.মুহাম্মদ ইউনুস কোথায়?এই যে তিনি ৪৪টা এনজিও এর সাথে মিটিং করে বন্যার্তদের সহায়তা ও পুনর্বাস...
25/08/2024

যারা প্রশ্ন করেছেন, প্রফেসর ড.মুহাম্মদ ইউনুস কোথায়?
এই যে তিনি ৪৪টা এনজিও এর সাথে মিটিং করে বন্যার্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য এক হাজার কোটি টাকার রিলিফ ফান্ড গঠনে ব্যস্ত সময় পার করছিলেন।

এদিকে এক বছর পর আজ ৩০০ কোটি ব্যয়ে নয়,মাত্র ৪০ কোটি ব্যয়ে মেট্রোরেল চালু হলো।
এখানেও ২৬০ কোটি টাকা সরকারের ফান্ডে গচ্ছিত থাকলো।

৩৭ দিনে বছর পার হয় যেদেশে,সেই দেশ নিশ্চয়ই ড. মুহাম্মদ ইউনুস কোথায় প্রশ্ন কারীরা চান নি।
তাইনা?

24/08/2024

ত্রাণ নিয়ে যাওয়ার সময়, ত্রাণ কেনার সময়, প্যাকেজিং করার সময় কিংবা আরো অনন্য সময় ত্রাণের বা ত্রাণের সঙ্গে নিজেদের ভরপুর ছবি তুলুন।

কিন্তু ত্রাণ বিতরণের সময় মানুষদের অজান্তে কিংবা ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড় করিয়ে রেখে ছবি তোলা থেকে বিরত থাকুন।

সহায়তার নামে আমরা চাইনা কারো আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হোক। ❤️🌻

24/08/2024

পাগলি টা আজ দেশে থাকলে হেলিকপ্টার নিয়া বের হয়ে পড়ত। বলত,
"স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের, সেটা আমি বুঝি। "😊

24/08/2024

ব্রেকিং
বন্যায়, ক্ষতিগ্রস্তদের একদিনের বেতন মোট ২ কোটি ৯০ লক্ষ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে সাধারণ আনসার সদস্যরা।
আলহামদুলিল্লাহ

23/08/2024

এই দুঃসময়ে কয়েকগুণ বেশি ভাড়া চাওয়া বোট মালিকরা যেমন আছে এদেশে,
তেমনভাবে বেতনের পুরো টাকা দিয়ে দিচ্ছে কেউ, পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধারে যাওয়া স্পিডবোটের তেল ফ্রি, সিম কোম্পানীগুলো মিনিট , ডাটা দিচ্ছে ফ্রিতে, এমন মানুষও এই দেশে আছে।

দ্বিতীয় ক্যাটাগরির মানুষ এখনো আছে বলেই, এখনো আমরা স্বপ্ন দেখি, আশায় বাঁচি।

22/08/2024

চব্বিশ ঘন্টার মধ্যে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে
সবাই পোস্টা কপি বা শেয়ার করুন।

আল্লাহ্ তুমি মহান! দেশের বিপদগ্রস্ত মানুষকে রক্ষা করো!
22/08/2024

আল্লাহ্ তুমি মহান! দেশের বিপদগ্রস্ত মানুষকে রক্ষা করো!

22/08/2024

শত্রু রাষ্ট্র বাংলাদেশের পতাকা নিয়ে "বাংলাদেশ, বাংলাদেশ" স্লোগান দিলো।
আর বন্ধু রাষ্ট্র রাতের আঁধারে সব বাঁধ খুলে দিলো !!

Address

Sylhet
Moulvi Bazar
1216

Alerts

Be the first to know and let us send you an email when OPuRnO ভালবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share