Habib Islamic media

Habib Islamic media আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

পাঁচ ওয়াক্ত নামাজ জীবনকে বদলে দেয়।

27/09/2024

হে লোক সকল! তোমরা তেলাওয়াত করো, কেয়ামতের দিন তেলাওয়াতকারীদের জন্য কোরআন শরীফ সুপারিশ করবে।
সহীহ মুসলিম: ৮০৪

01/09/2024

হায়াৎ সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত, তবুও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত!
( বুখারী: ৫৮৫ )

31/08/2024

রাসুল (সাঃ) বলেছেন,
আল্লাহ যার ভালো চান তাকে দু:খ কষ্টে ফেলেন।
সহীহ বুখারী: ৫৬৪৫

01/07/2024

যে কিতাব তোমার প্রতি অহী করা হয়েছে , তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো।
(সূরা আনকাবূত: ৪৫ )

01/07/2024

চোখের পানি তাহাজ্জুত
নামাজের মুনাজাতে ফেলো।
দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাআল্লাহ।

01/07/2024

আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্নিতঃ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি কারো দুনিয়ার কোন বিপদ দুর করবে মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।
( তিরমিজিঃ ২৯৪৫ )

24/06/2024

রাসূল (সাঃ) বলেছেন
তুমি “কুল ইয়া আইয়্যুহাল কাফিরুন” (সূরা কাফিরুন) তিলাওয়াত কর। কারণ তা শির্ক হতে মুক্তির ঘোষণা।
তিরমিজি হাদীস নং ৩৪০৩

21/06/2024

নবী (সা) বলেন,
মুমিন ছাড়া অন্য কারো সঙ্গী হয়ো না এবং তোমার খাবার যেন পরহেজগার ব্যক্তি ছাড়া অন্য কেউ না খায় ।
(তিরমিযী ২৩৯৫; আবু দাউদ ৪৮৩২)

05/06/2024

পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।
হযরত আলী (রাঃ)

30/03/2024

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন
যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহেমানের খাতির করে।
বুখারী ৬০১৮, মুসলিম ১৮২

25/02/2024

রাসুল (সা:) বলেছেন, আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন।
(সহীহ বুখারী:৫৬৪৫)

20/02/2024

মানুষের হক সম্পর্কে যে সচেতন নয় সে আল্লাহর হক সম্পর্কে কখনই সচেতন হতে পারেনা।
হযরত উসমান (রাঃ)

19/02/2024

শীঘ্রই তোমার রব তোমাকে এতো দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।
সূরা দোহা আয়াত ৫

18/02/2024

রাসূল (সাঃ) বলেছেন,
আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাময় আর কোনো আমল নেই।
(তিরমিজি ৩৩৭০ )

09/01/2024

আত্নীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিযিক ও হায়াত বৃদ্ধি পায়।
(সহীহ বুখারী:৫৫৫৯,৫৫৬০)

15/09/2023

ইলম অর্জনের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।
(সুনানে ইবনে মাজাহ: ২২৪)

31/08/2023

নিরাশ হয়োনা, দুঃখিত হয়ো না, তুমিই জয় লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও।
সূরা আল-ইমরান ১৩৯

Address

Moulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib Islamic media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share