Sabikon Nahar

Sabikon Nahar " হেরে যাবো বলে তো স্বপ্ন দেখিনি" I have not dreamed about losing"

Thanks 🥰🥰
01/01/2024

Thanks 🥰🥰

03/12/2023

পড়াশুনায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপসঃ
১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।
২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।
৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")
৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।
৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।
৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।
৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।
৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।
৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি বিসিএস ক্যাডার হবো", "আমি ব্যাংকার হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।
১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।
কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন।
সকল সৎ-পরিশ্রমীর জন্য শুভ কামনা রইল।

©️

01/12/2023

Egg – ডিম, apple – আপেল
কিন্তু Egg-apple = বেগুন।

Hand – হাত, Some – কিছু
কিন্তু Handsome = সুদর্শন

With – দিয়ে, Stand – দঁড়ানো
কিন্তু Withstand = প্রতিরোধ করা।

Stand – দঁড়ানো, In – ভিতর
কিন্তু Standin = প্রতিনিধি।
-
Word – শব্দ, play – খেলা
কিন্তু Wordplay = বুদ্ধি দীপ্ত।

Earth – পৃথিবী, worm – পোকা/কীট
Earthworm = কেঁচো।

Work – কাজ, shop – দোকান
কিন্তু Workshop = কারখানা ।

Feat – সাহসিক কার্য, Her – তার
কিন্তু Feather = পাখির পালক।

Lo – দেখ, an – একটি
কিন্তু Loan = ঋণ।

Out – বাহির, turn – ঘোরানো/উল্টানো
কিন্তু Outturn = উৎপাদন।

Ten – দশ, ant – পিঁপড়া
কিন্তু Tenant - প্রজা।

He – সে/তার, art – শিল্পকর্ম/ কলাকৌশল
কিন্তু Heart = হৃদয়।

To – প্রতি, ken – জানা
কিন্তু Token = চিহ্ন নিদর্শন।

Out – বাহির, cast – নিক্ষেপ
কিন্তু Outcast = সমাজচ্যুত।

Block – কাঠের খোদায়, head – মাথা
কিন্তু Blockhead = নির্বোধ ব্যক্তি।

Red – লাল, act – কাজ
কিন্তু Redact = সম্পাদন।

Watch – ঘড়ি, man – মানুষ
কিন্তু Watchman = চৌকিদ্বার/ প্রহরী।

30/11/2023

নিত্য প্রয়োজনীয় কিছু ইংরেজী শব্দার্থঃ-🔥
💥 তেঁতুল - Tamarind.
💥 পিঁয়াজ - Onion.
💥 রসুন - Garlic.
💥 শুকনা মরিচ - Red chili.
💥 হলুদ - Turmeric.
💥 ধনিয়া - Coriander.
💥 কালিজিরা - Nigella.
💥 শা জিরা - Caraway(black cumin).
💥 পোস্তা দানা - Poppy seed.
💥 তিল - Sesame seed.
💥 এলাচি - Cardamom.
💥 আদা - Ginger.
💥 কাঁচা মরিচ - Green chili.
💥 জিরা - Cumin seed.
💥 মেথি - Fenugreek.
💥 মৌরি - Aniseed.
💥 সরিষা - Mustard.
💥 তেজ পাতা - Bay leaf.
💥 ধনে পাতা - Coriander leaf.
💥 পুদিনা পাতা - Mint leaf.
💥 দারচিনি - Cinnamon.
💥 লবঙ্গ - Cloves.
💥 গোল মরিচ - Black pepper.
💥 সাদা মরিচ - White pepper.
💥 জয়ফল - Nutmeg
💥 যৈত্রী - Mace.
💥 কাবাব চিনি - Allspice.

19/11/2023

অসম্ভব সুন্দর একটা জায়গা 🌸

18/11/2023

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী।
ছোট্ট কিন্তু ব্যাপক অর্থবোধক।

"লা তাহযান"
অতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা তাখাফ"
ভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।

" লা তাগদাব"
জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

" লা তাসখাত"
আল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

18/11/2023
15/11/2023
12/10/2023

প্রথম বারের মতো ছোট বোনকে নিয়ে মেট্রোরেল ভ্রমণ 💗

Address

Monohardia

Alerts

Be the first to know and let us send you an email when Sabikon Nahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabikon Nahar:

Videos

Share