Zahid Khan

Zahid Khan কি যে মায়া লাগে আমার নিজের জন্য
আহারে !😢😥😰
(1)

🖤
18/12/2023

🖤

🖤🖤🖤
08/12/2023

🖤🖤🖤

ফিরে দেখা ২০১৭
28/10/2023

ফিরে দেখা ২০১৭

❤️❤️❤️
27/06/2023

❤️❤️❤️

22/06/2023

কোন একদিন যদি হাতে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে যায় তোমার পাশে’ তবে কি ভালোবাসি বলবে? নাকি পাগল বলে তাড়িয়ে দেবে’

13/06/2023
12/06/2023

প্রাঙ্ক ভিডিও না দেখলে মিস 🤣🤣🤣

বন্ধুরা লাইক /কমেন্ট/শেয়ার চাই😍😍😍❤️

11/06/2023

বানর যখন ফটোগ্রাফার। শেষে তো দেখুন 🤣

11/06/2023

দেখুন কিভাবে জাহাজ প্রোডাকশন শেষে সাগরে নামানো হয়

11/06/2023

Amazing শেষ পর্যন্ত দেখুন 🤣🤣🤣
Follow our page ❤️❤️❤️

11/06/2023

কক্সবাজারের ভাইরাল সাইফুলের
প্রথম ভাইরাল হওয়া গানটি

10/06/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

09/06/2023

রেব ৭,, বনাম লাল বিজলি,,বিজয়ি রেব ৭,, ময়মনসিংহ নেএকোনা,,

09/06/2023

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। গ্রামীণ জীবন ও বৈচিত্রের অন্যতম এক বিনোদনের মাধ্যম এই পাতা খেলা।

05/06/2023
I have reached 2.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
05/06/2023

I have reached 2.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

20/10/2022

স্কুল লাইফ টা কার কার এমন ছিল 🤒🤒🤒

23/09/2022

মানুষ হিসেবে, বেচে থাকার জন্য একটা হাত ধরে
রাখা হাতের প্রয়োজন। একটা বিশ্বাসের
প্রয়োজন। আধো আধো করে বলা কিছু
অনুভূতির প্রয়োজন। খানিকটা আবেগ আর কয়েকটা
সুতোর প্রয়োজন। সম্পর্কের সুতো। অল্প
একটু পাগলামি দুষ্টুমি আর ছোট্ট ছোট্ট খুনসুটি
প্রয়োজন। একটা নীলচে আকাশের
প্রয়োজন। চাদ, তারা, মেঘ আর ফাল্গুনি বিকেলের
নেমে আসা রোদ্রের খরতাপ প্রয়োজন।
ভীষণ রকমের প্রয়োজন।
হ্যা! হয়তো এসব ছাড়াও বেচে থাকা যায়। তবে
সেটা মানুষ হিসেবে বেচে থাকা নয়। সেই
বেচে থাকাটা একটা সিক্স বাই টু সাইজের এরর
কন্ট্রোলড, প্রোগ্রামড ইনস্ট্রাকটেড,
এন্ড্রয়েড রোবট হিসেবে। যার নিজস্ব কোন
অনুভূতি থাকে না।
যাকে নিয়ন্ত্রণ করে অন্য কেউ।
জীবনে বেচে থাকার জন্য বুকের ভেতরে
জমানো অনুভূতিগুলো বড্ড বেশীই প্রয়োজন।
বিবেকের প্রয়োজন, ইমোশন প্রয়োজন,
কোন একটা আকড়ে ধরে রাখা সম্পর্কের
সুতোটার খুব প্রয়োজন। খুব প্রয়োজন! খুব!
আর সেই সুতোটাকে সম্মান করাটার ও ভীষণ
প্রয়োজন....
আবার, কোন একটা দীর্ঘ সম্পর্কের সূত্রে
নিজের সাথে কাউকে গেথেছেন। নিজের
পথচলাটাকে মসৃণ করার জন্য কাউকে অনেকগুলো
স্বপ্নে বেধে নিয়েছেন। অনেক ভালো কথা!
কিন্তু সেই সম্পর্কটার পবিত্রতা রক্ষার জন্য একটা
কবচ দরকার, একটা পবিত্র বন্ধনের দরকার, এটা
হরহামেশা ভুলে যাওয়ার কি খুব প্রয়োজন??
সম্পর্কটাকে সত্যিকারের একটা স্বীকৃতি দেয়ার,
একটা সম্মানের বন্ধন দেয়ার সময় কি কয়েকশ বছর
পেরিয়ে??আপনার নিজের জীবনটা জীবন! অন্য
কারো জীবনটা কি কচুর পাতায় পড়ে থাকা পানি?
প্রশ্ন করুন নিজেকে। কি উত্তর পেলেন?..
নাহ!!!ভুল হচ্ছে কোথাও, অনেক বড় রকমের
ভুল।
খুব ভোরের অল্প একটু আলোতে,কিংবা লালচে
হয়ে আসা গোধুলীর প্রান্তে দাঁড়িয়ে, আমরা
যখন কোন সম্পর্কের শুরুর পথচলাটা বহুদুরে
এগিয়ে নিয়ে যাই,, তখন এই পথচলাটা আশা রাখে একটা
সুন্দর আগামীর।
একটা ভালবাসা আশা রাখে নতুন একটা রুপের, একটা
চিরস্থায়ী বন্ধনের, নতুন একটা সম্মানের।
আপনার ক্যারিয়ারের এরোপ্লেনে ভেসে
বেড়ানোর জন্য দিনভর কষ্টের শেষে, রাতের
শেষ প্রহরে, যে মানুষটির কল্পনা, আপনার মনের
ভেতর কিছু সময়ের জন্যে হলেও প্রশান্তি এনে
দেয় তার জন্য একটা ফুল বিছানো রাস্তা তো
দেয়াই যায়! তাই না!!
আচ্ছা ফুল বিছানো রাস্তা না হোক,, অন্ততঃ কিছুটা
প্রশান্তির বাতাস বয়ে যাওয়া একটা ভোর তো উপহার
দেয়া যায়। বা সে মানুষটাও তো তার নিজেকে
পুরোপুরিভাবে উৎসর্গ করে, আপনার প্রতি অন্তত
এতটুকু আশা করতেই পারে, তাই নয় কি!!
নিজের মনটাকে আপনার হাতে শপে দেয়ার
বিনিময়ে আপনার কাছে তার কিছুটা চাওয়া পাওয়ার
আবেদন কি খুব বেশী অন্যায়?
কিন্তু বাস্তবে কতটা দেই আমরা???কতটা দেয়ার
চেষ্টা রাখি??
কোন মায়ের রাজপুত্র/রাজকন্যার অধিকারে অন্য
আরেকটা মায়ের রাজপুত্র/
রাজকন্যাই থাকে।
এই চিরন্তন সত্য টা কেন মানতে পারি না আমরা?
নাকি সত্যটাকে এড়িয়ে যাই ইচ্ছে করেই!!
আপনার প্রতি আপনার আর সবার অনেকটা আশা
রয়েছে, আকাঙ্খা রয়েছে, আর আপনার
বিপরীতে বসা মানুষটার প্রতি কি তার আপনজনদের
কোন আশা নেই ?? সে যদি এত সবকিছুর মাঝেও
আপনার হাতটা আকড়ে ধরে রাখে, আপনি কেন
পারবেন না!! এই মানুষটাকে অগ্রাহ্য করার কোন
অধিকার নেই আপনার।।
দিনশেষে আপনি যদি আপনার বাবা মায়ের রাজকন্যা
হয়ে থাকেন, অবশ্যই সেও তার মা বাবার রাজপুত্র।
সে যদি এতসব মায়ায় জড়িয়ে থেকেও আপনাকে
আলাদাভাবে জড়িয়ে রাখতে পারে। তাহলে কিসের
অজুহাতে তাকে ইগনোর করছেন আপনি!!
আর যদি বলেন, আমিও ভালবাসি তো!! চোখ বন্ধ
করুন, ভেবে দেখুন।
সাদা চুল, ঝুলে যাওয়া চামড়ার ভাজে, ঝাপসা চোখে,
কারো অপেক্ষার প্রহর না গুনে ভালবাসাটাকে
সম্মানে সম্মানিত করুন।
আপনার ভালোবাসাটাকে সম্মানিত করলে নিশ্চয়ই
আপনার সম্মান কমে যাবে না।।
আর যদি শুধু ক্যারিয়ার,, পরিবার,, আর সমাজ এসব
ভেবে সুতোটা ছিড়ে ফেলেন! তাহলে একদিন
হয়তো আপনি আকাশ ছোবেন। সুর্য্যের
আলোর মত দিগ্বিদিক ছড়িয়ে যাবে আপনার
আলোটাও। কিন্তু নিজেকে তখন ভালো করে
লক্ষ্য করবেন। হাজারো আলো ঝলমলে
সৌন্দর্যের আড়ালে নিজের কাছে লুকোনো
কৃষ্ণগহ্বর টাই আগে চোখে পড়বে।
আমি কোন একটা মানুষের গল্প জানি। ভার্সিটিতে
থার্ড ইয়ারে পড়ার সময় বাস দুর্ঘটনায় যার এক পায়ের
গোড়ালি কাটা পড়ে,, আর এক পায়ের উরুর মাংস
থেতলে যায়। অনেক বেশি সমস্যা নিয়ে বেচে
থাকাটাই কঠিন হয়ে পড়ে ওর জন্যে। অবশেষে
একের পর এক অপারেশন আর দুশ্চিন্তা পেরিয়ে
তার উরুতে মাংস বসানো গেলেও আরেকটা পা
কিন্তু ক্ষতিগ্রস্থই থেকে যায়।
এবার শুরু হয় আরেকটা সমস্যা, কয়েক মাসের
দীর্ঘ প্রচেষ্টা,, ওর নিজের মনের জোর আর
সৃষ্টিকর্তার দয়াদৃষ্টিতে অনেকটা বেচে যায় ও।
কিন্তু বন্ধ হয় ওর স্বাভাবিক চলাফেরার অনেক অংশই।
তবে আসল গল্প টা কিন্তু এটা নয়, ওর জীবনে
অন্য একটা গল্প ছিলো। দ্বাদশ শ্রেনীতে পড়ুয়া
এক বাচ্চা মেয়ের সাথে ভালোবাসার একটা গল্প ।
চলাচলে স্বাভাবিক না হওয়ায় যখন ওর ভার্সিটি
জীবনের যখন অবসান ঘটে ঠিক তখনি মেয়েটার
অন্য যায়গায় বিয়ে ঠিক হয়ে যায়, তার বাবা মায়ের
ইচ্ছায়।
একসাথে এত গুলো উজ্জ্বলতা কমে যাওয়া
জীবন টা আরো একটা ঝড়ের আভাস দেয়া শুরু
করে, নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া
মানুষটাকে ধীরে ধীরে ভেংগে পড়তে
আস্কারা দেয় সময় । ধীরে ধীরে ফুরিয়ে
আসে মানুষটার গল্পটা।
কিন্তু না! গল্পটা ফুরিয়ে যায় না!! এবার প্রকৃতি খেলা টা
বদলে দেয়। উহু! মানুষটার পা-টা হঠাৎ করেই মিরাকল
এর মত ঠিক হয়ে যায়না,, কিংবা ফিরে আসে না ভার্সিটি
লাইফ টাও।....
ওপাশের কেউ একজন জীবন হাতের মুঠোয়
নিয়ে পালিয়ে আসে বাড়ি থেকে। কয়েশত
কিলোমিটার দুরত্ব পেরিয়ে, মানুষটার দোরগোড়ায়
এসে দাঁড়ায়।
লাল টুকটুকে একটা বেনারসি, শাখাবালা, আর এক চিমটি
সিঁদুরের ছোয়ায় পুর্নতা পায়
ভালোবাসা।।
না এটা বানানো বা কাল্পনিক কোন গল্প নয়। সত্যি
থেকেও বড় সত্যি।।.
একটা অনাকাঙ্খিত ঘটনা ভালবাসা গুলোকে বদলে
দিতে পারেনা।। পারেনা কারো জন্য হৃদস্পন্দন
থামিয়ে দিতে।
কোন সম্পর্কের ইতি টানছেন বাহ্যিক অক্ষমতার
অজুহাতে???
না, কখনো করবেন না! কক্ষনো নাহ!!
কোন কিছুকে শেষ করে দেওয়ার আগে একটা
বার ভাবুন। বুকের বাঁ পাশের খবর নিন,দেখবেন
সম্পর্কের সুতোটা টিকে যাবে।।.
মিষ্টি একটা সম্পর্কের সুতোয় বাধা হাসি গুলো বাধাই
করুন নিজ নিজ জীবনের ফ্রেমে।।।
সত্যি বলছি! বেচে যাবেন। ভালবাসায়
বেচে থাকবেন।

23/09/2022

জুম্মা মোবারক

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
22/09/2022

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

13/09/2022

এই শীতে আবেগ জড়িত কন্ঠে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবনা বলা মানুষ গুলোকে দেখবে
আগামী শীতে ঠিকই দিব্যি বেঁচে থাকবে অন্য কাওকে নিয়ে
মানুষ গুলো যখন দূরে চলে যায়, সমপর্ক গূলোর কি হয় তখন
মানুষ হারায়, সম্পর্ক ও কি হারায় ?
পৃথিবীতে কোনো মানুষ ই আসলে হারায় নাহ
কোথাও নাহ কোথাও
ঠিকই তো আছে
শুধু একসময় আর খুঁজে পাওয়া যায় নাহ

10/09/2022

মাসের শেষে টাকা নাই একদম কাছে.
আব্বু আম্মুর কাছেও টাকা চাইতে পারছিনা লজ্জাই.
ফ্লেক্সির দোকানে ১৩৯
টাকা বাকি
ভাবছিলাম ৩০-৪০টাকা ফ্লেক্সি দিবো অন্য দোকান থেকে.
কিন্তু মোবাইলে অলরেডি ৩২টাকা ইমারজেন্সি নেওয়া ছিলো.
তাও আবার
শেষ.
মানে এখন ফ্লেক্সি দিলেই ৩২টাকা কেটে নেবে.
কাল রাতে মেগাবাইট
ও শেষ.
কি আর বলবোরে ভাই,
ওয়ারে অ্যাটাক ও বাকি
ছিলো
হতাশা নিয়ে কম্পিউটার ছাড়তে গিয়ে দেখি
কারেন্ট ও নাই
#ক্রিকেট #ভাইরাল #ফেইসবুক ゚viral

মেয়ে পটানোর দোয়া  #মেম  #ফান  #ভাইরাল
10/09/2022

মেয়ে পটানোর দোয়া
#মেম #ফান #ভাইরাল

You are welcome my page
10/09/2022

You are welcome my page

Address

Jashore/Sathkhira Main Street
Monirampur
7440

Alerts

Be the first to know and let us send you an email when Zahid Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahid Khan:

Videos

Share