04/11/2024
সৎ মানুষের জীবনচলার পথ কখনোই সহজ নয়। তারা সত্য ও ন্যায়ের পথে থাকলেও, সমাজের প্রতিকূলতাগুলো তাদের প্রতিনিয়ত থামিয়ে রাখতে চায়। দরিদ্রতা যেমন তাদের জীবন সংগ্রামকে কঠিন করে, তেমনি চারপাশের দুষ্ট লোকেরা নানা চক্রান্তের মাধ্যমে তাদের পথে বাধা সৃষ্টি করে। দারিদ্র্য শুধু প্রয়োজন মেটানোর লড়াই নয়, বরং সম্মানের জন্যও সংগ্রাম করতে হয়। আবার, দুষ্ট লোকেরা সব সময় তাদের নিজেদের স্বার্থে সৎ মানুষকে বিপথে নেওয়ার চেষ্টা করে। তবুও, সত্যের পথ বেছে নিয়ে সৎ মানুষ তার নীতি ও আদর্শ ধরে রাখার জন্য এক অনন্য উদাহরণ তৈরি করে। কাজী মহাব্বত আলী