মংলা মেইল ২৪ ঘন্টা

মংলা মেইল ২৪ ঘন্টা তাজা খবরের জন্য

ব্যবসায়ীদের আমদানি করা চাউল বস্তা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে চুরি করে উপাধি পান তিনি চোরা মিঠু নামে। পুরো নাম মোঃ মিঠু হলেও সক...
01/11/2024

ব্যবসায়ীদের আমদানি করা চাউল বস্তা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে চুরি করে উপাধি পান তিনি চোরা মিঠু নামে। পুরো নাম মোঃ মিঠু হলেও সকলে তাকে টুঙ্গিপাড়ার চোরা মিঠু হিসেবে চিনেন ।আওয়ামীলীগ আমলে দলের নাম ভাঙিয়ে শেষ চার বছরে হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া এ মিঠু বর্তমানে মোংলার চাউলের বাজার অস্থিতিশীল করার মূল করিগর । এমনটাই বলছেন ব্যবসায়ীরা ।

ব্যবসায়ীদের আমদানি করা চাউল বস্তা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে চুরি করে উপাধি পান তিনি চোরা মিঠু নামে। পুরো নাম মোঃ মিঠু ....

01/11/2024
18/10/2024

বৃষ্টি উপেক্ষা করে কানায় কানায় পরিপূর্ণ মোংলা বিএনপির সমাবেশ

16/08/2024

সালমান এফ রহমান শেখ হাসিনার সাথে প্লেনে উঠতে চাইছিল শেখ হাসিনা নেয় নাই।শেখ হাসিনা আত্মীয় নিয়ে পালাইছেন। চলে যাওয়ার আগে তিনি অন্তত একটা বিবৃতি দিতে পারতেন। আমাদের নেত্রী দেশের মানুষের জন্য জেল খেটেছেন। তবু আপোশ করেন নাই। পালায় নাই।বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মোংলা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জুলফিকার আলী এ মন্তব্য করেছেন।

16/08/2024

মোংলায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে হট্টগোল, নব্য বিএনপিদের বিতারিত করার আহ্বান.. শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১১টায় পৌর বিএনপির আহবায় মোঃ জুলফিকার আলীর বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

28/11/2023

ভোরে (২৮/১১/২৩) মোংলা বাজারে মুদি দোকানে চুরি করার অভিযোগে আটক চোর..

সমকাল অনলাইন সংস্করণে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে  বাগেরহাট ৩ আসনের আসন্ন জাতীয় নির্বাচনের আওয়ামীলীগের   প্রার্থী...
25/11/2023

সমকাল অনলাইন সংস্করণে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে বাগেরহাট ৩ আসনের আসন্ন জাতীয় নির্বাচনের আওয়ামীলীগের প্রার্থী হাবিবুন নাহার....

বোবা সিংহ বলতে পারে না!মোংলার মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য বর্ধক সিংহের স্ট্যাচুর গায়ে ক্ষত হয়েছে। অবুঝ মনের মানুষ মাঝে ম...
16/07/2023

বোবা সিংহ বলতে পারে না!

মোংলার মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য বর্ধক সিংহের স্ট্যাচুর গায়ে ক্ষত হয়েছে। অবুঝ মনের মানুষ মাঝে মাঝে খোঁচা খুঁচির কারনে ক্ষতের পরিমাণ বাড়ছে। আমরা সবাই সচেতন হই। এগিয়ে আসবে কর্তৃপক্ষ এই কামনা।

Address

Bagerhat
Mongla
9350

Alerts

Be the first to know and let us send you an email when মংলা মেইল ২৪ ঘন্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share