Crush and Confession of Mongla

Crush and Confession of Mongla Express your hidden love ♥️

Hay Allah save Muslims। No war only peace and happiness
13/10/2023

Hay Allah save Muslims। No war only peace and happiness

Happy Teachers Day 🌼
05/10/2023

Happy Teachers Day 🌼

03/10/2023

হে আল্লাহ জীবিকার জন্য ভালো একটা স্থান দিও আমার ভবিষ্যতে আর যেটা আমার জন্য প্রাপ্য। আর যেটা আমার জন্য প্রাপ্য না সেটা দিও না।

30/09/2023

আল্লাহ্ যেন জীবদ্দশায় মাকে নিয়ে হজ্জ করার তৌফিক দান
করেন

Netflix একাউন্ট সেল হবে per  Slot ১০০ টাকা করে যারা নিতে চান নক দেনQuality: 4k Validity 1 monthPin lock account
30/09/2023

Netflix একাউন্ট সেল হবে per Slot ১০০ টাকা করে যারা নিতে চান নক দেন
Quality: 4k
Validity 1 month
Pin lock account

  home
29/09/2023

home

https://youtu.be/ShemYaPQXO8?si=xcM7C_-exi7vtaYb
18/09/2023

https://youtu.be/ShemYaPQXO8?si=xcM7C_-exi7vtaYb

দখল নয়, দলিলই হবে জমির মালিকানা। এই লক্ষ্যে সংসদে পাস হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৩। অন্যের জমি কে...

বয়সটা প্রায় ৭০ ঊর্ধ্ব । আমি হঠাৎ করে গাড়িতে যাচ্ছিলাম এমনই চোখে পড়ে এই সুন্দর দৃশ্যপটটা যে বয়সে সন্তানদের আদর যত্নে...
17/09/2023

বয়সটা প্রায় ৭০ ঊর্ধ্ব । আমি হঠাৎ করে গাড়িতে যাচ্ছিলাম এমনই চোখে পড়ে এই সুন্দর দৃশ্যপটটা যে বয়সে সন্তানদের আদর যত্নের সান্নিধ্যে থাকার কথা ছিল এমন বয়সে রাস্তার পাশে বসে নিজ গাছের ফল বিক্রি করতে ছিলেন এই বৃদ্ধা। ভিক্ষাবৃত্তিতে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পরনির্ভরশীলতাকে তলানিতে রেখে এই বৃদ্ধা তার জীবন যুদ্ধ সংগ্রাম চালাচ্ছে। এই বৃদ্ধকে স্যালুট জানাই সম্মান জানায় তার ব্যক্তিত্বকে।
স্থিরচিত্র স্থান: ভাগা বাজার , ফয়লা, মংলা

Bruh!! It's happening Finally....! Ayman Sadiq & Munzeeren shahid...💗
13/09/2023

Bruh!!
It's happening Finally....!
Ayman Sadiq & Munzeeren shahid...💗

নেপাল ভ্রমণে নতুন তথ্য 🇳🇵নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্...
11/09/2023

নেপাল ভ্রমণে নতুন তথ্য 🇳🇵

নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।নেপাল বৃহদায়তন হিমালয় পর্বত মালার পাদদেশে অবস্থিত।নেপালের মানুষ শান্ত, নম্র ও স্থির প্রকৃতির।নেপালি ভাষায় বাংলা, হিন্দি, সংস্কৃত অনেক শব্দ আছে।নেপালিরা মূলত নেপালি ও মাগুর ভাষায় কথা বলে।

বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল।দেশটিতে আপনি দুই ভাবে ভ্রমণ করতে পারবেন।১)by air
২)land border

By air এ গেলে on arrival ভিসা পাবেন।land border এ গেলে eTA নিয়ে যেতে হবে।(আগে যদিও
ভিসা লেবেল দূতাবাস থেকে নেওয়া যেত)এখন বর্তমানে আপডেট করা হয়েছে।ভিসা লেভেলের পরিবর্তে Electronic Travel Authorization (eTA)
e-visa/visa approval letter নিতে হবে।
প্রথমবার আবেদন ফ্রি।

A traveler can apply using the website :

https://nepaliport.immigration.gov.np/onlinevisa-mission/application

এছাড়া আপনি যদি বাই এয়ারে যান সে ক্ষেত্রেও আপনি ETA নিয়ে যেতে পারেন।এজন্য একটা সুবিধা পাবেন।পূর্বে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে on arrival ভিসার জন্য।
এয়ারপোর্টের ভিতর থেকে অনলাইনে আবেদন করে কনফার্ম পেজের ছবি তুলে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে যেতে হতো।ETA থাকলে তার কোন প্রয়োজন নেই।
সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে চলে যাবেন।Arrival card ও লাগবেনা।

Documents_ required

1)Digital photo
3)Passport scan copy
3)Round ticket

03/09/2023

Ban vs Afg live Asia cup 2023

03/09/2023

Crush and Confession of Mongla's broadcast

🎞️ Total VFX shots in Christopher Nolan films.
31/08/2023

🎞️ Total VFX shots in Christopher Nolan films.

  পেজের রূলস মেনে যারা আগে মেসেজ পাঠাবে তাদেরটা আগে পোস্ট করা হবে। রুলস এর বাইরে পোষ্ট হলে,কোন রকমের রিকুয়েষ্ট রাখা হবে ...
24/06/2023


পেজের রূলস মেনে যারা আগে মেসেজ পাঠাবে তাদেরটা আগে পোস্ট করা হবে। রুলস এর বাইরে পোষ্ট হলে,কোন রকমের রিকুয়েষ্ট রাখা হবে না।

বারবার মেসেজ দিলেই আপনার পোস্ট পেজে পাবলিস্ট করা হবে না। যারা রুলস মেনে আগে কনফেস পাঠাবে তাদেরটা আগে পেজে পোস্ট করা হবে।

কনফেশন পোস্ট করার নিয়ম:
From:
To:
Institute:
আপনার crush কে নিয়ে আপনার মনের কথাগুলো.......!
কনফেশন লিখতে আমাদের পেইজে মেসেজ দিন!🖤

24/06/2023



এই পেইজটি সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে আপনাদের জন্যই খোলা হয়েছে। এই পেইজটি পরিচালনায় এডমিনদের কোন নিজস্ব স্বার্থ নেই । আশা করি আপনারা সেটি বুঝবেন। এইখানে প্রকাশিত সকল কোনফেশন এবং পোস্ট গুলোতে আশা করি কেউ কারো ধর্ম ,বর্ণ , মেধা এবং ভালোবাসার অনূভুতি নিয়ে কোনো প্রকার খারাপ মন্তব্য করবেন না। এই পেইজটি সম্পূর্ণ আপনাদের সমর্থনে পরিচালিত। আশা করি আপনারা আমাদের সমর্থন করে যথাযথ সহায়তা করবেন।

আপনাদের কথা গুলো আমাদের লিখে পাঠান , আমরা তা যথাযথ নিয়ম অনুযায়ি প্রকাশ করব।
আমাদের এই পেইজটির কিছু নিয়ম রয়েছে যা সকলের মেনে চলা উচিত।
নিয়ম গুলো নিচে উল্ল্যেখ করা হলো,

১। আপনার কনফেশনটি যদি আমাদের পাঠাতে চান তাহলে অবশ্যই রিয়েল আইডি থেকে পাঠাতে হবে।

২।কাউকে উদ্দ্যেশ্য করে কোনো প্রকার হুমকিমুলক পোষ্ট এপ্রুভ করা হয় না।

৩। ক্যাপশনে ভূল ভাল লিখে রাখলে এপ্রুভ হবে নাহ।

৪। কনফেশনটিতে অবশ্যই প্রয়োজনীয় তথ্য থাকতে হবে।

৫।যাকে উদ্দ্যেশ্য করে কনফেশন করা হবে অবশ্যই তার শিক্ষা প্রতিষ্ঠান, নাম, ব্যাচ ইয়ার, সেকশন, উল্ল্যেখ করতে হবে।৷৷

৬। কোনো প্রকার ফেইক আইডির কনফেশন আমরা পোস্ট করব না।

৭।কারো পোস্টে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা যাবে না।

৮। সমকামীদের কনফেস গ্রহণযোগ্য নয়।

৯। আপনাকে অবশ্যই আমাদের সকল নিয়ম মেনে আপনার কনফেশনটি পাঠাতে হবে।

১০। কনফেস কারীর পরিচয় গোপন করা হয়, কিন্তু যদি কোন প্রব্লেম হয় তাহলে তার পরিচয় প্রকাশ করে দেওয়া হয়। ভিতুরা কনফেস করার থেকে দূরেই থাকুন।

১১। এই রুলস মানার পরেও যদি কনফেস এপ্রুব না হয় তাহলে ভেবে নিবেন আপনার কনফেসে সমস্যা আছে

****যেকোনো রকমের ইস্যু তৈরী হলে সেটার দায়ভার পেইজ বা এডমিন নিবেনা, তোমাকেই নিতে হবে - সেটা মাথায় রেখে কনফেশন সাবমিট করো।

নিম্নের কাজ গুলো করলে যে কাউকে বিনা নোটিশে ব্যান দেয়া হবে,

1. বিকৃত মেসেজ দিলে।

2. অহেতুক কারনে বাজে ব্যবহার করলে। ভাল ব্যবহার করুন , ব্যবহারে বংশের পরিচয়।

3. হুমকিস্বরূপ আচরণ করলে।

4. এডমিনদের পরিচয় জানতে চেয়ে অনুরধ করলে।

5. ব্যবসায়িক কোনো কাজ এই পেজের মাধ্যমে করার জন্য অনুরধ করলে।

6. কারো প্রতি হুমকি স্বরূপ কোনো পোস্ট করার জন্য অনুরধ করলে।

7. কনফেশন দাতার অনুমতি না থাকা সত্ত্বেও তার পরিচয় জানার জন্য অসদুপায় অবলম্বন করলে।

8. এডমিন দের পরিচয় জানার জন্য অসদুপায় অবলম্বন করলে।

9. এডমিনদের কোনো ভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলে।

N.B : ইতিমধ্যে কয়েকজনকে বিনা নোটিশে ব্যান করা হয়েছে তাদের কিছু অসদ কর্মের জন্য।


We hope you all are good mannered peoples. So , we think you guys will help us to move forward .

DON'T FORGET TO INVITE YOUR FRIENDS TO LIKE, REVIEW AND SHARE OUR PAGE.
KEEP SENDING US YOUR UNTOLD CONFESSION FOR YOUR DEDICATED PERSON.
GOD BLESS ALL OF YOU.

THANKS FOR YOUR SUPPORT AND STAYING WITH US .
STAY CONNECTED. :)

ধন্যবাদ। 🙂

Express your love of is your own way
23/06/2023

Express your love of is your own way

Address

Mongla Sea Port
Mongla
9350

Alerts

Be the first to know and let us send you an email when Crush and Confession of Mongla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share