21/12/2024
জাপানিজ ব্রান্ড Yamaha তাদের তাদের এই R15 বাইকটি সর্বপ্রথম বিশ্ববাসিকে পরিচয় করিয়ে দেয় 2008 সালে। এটির ব্যপক সাফল্যের পর Yamaha নিয়মিতই R15 বাইকটি হালনাগাদ করে আসছে। এরই অংশ হিসেবে Yamaha পর্যায়ক্রমে R15 V2, R15 V3 এবং বর্তমানে R15M বাংলাদেশ সহ বিশ্ব বাজারে লঞ্চ করে। বাংলাদেশের বাজারে Yamaha এর সর্বশেষ সংযোজন Yamaha R15M, যেটি বরাবরের মতই আকর্ষনীয় বৈশিষ্ট্য সম্বলিত একটি তুখর Sports বাইক।
Yamaha তাদের এই বাইকটিতে 155cc ইঞ্জিন ব্যবহার করেছে, যেটি Liquid-cooled, 4-stroke, SOHC, 4-valve। এটি সর্বোচ্চ শক্তি 13.5kW(18.4PS)/10000 RPM এবং সর্বোচ্চ টর্ক 14.2 Nm (1.4 kgfm) @7,500 RPM উৎপন্ন করতে সক্ষম। বাইকটির জ্বালানী ধারন ক্ষমতা 11 লিটার। জ্বালানী সহ বাইকটির ওজন 142 কিলোগ্রাম।
বাইকটির বর্তমান মূল্যসহ বিস্তারিত জানতে ভিজিট করুন - https://www.motorcycle.com.bd/yamaha-r15m/