05/06/2024
"ওহে কদম খেকো, তুমি কখনও আমার হবে নাকো!"
পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে ফুলের ভূমিকা অনেক। বাংলাদেশের জনপ্রিয় ফুলের মধ্যে কদম ফুল একটি। সাধারণত এই ফুলটি পাওয়া যায় বর্ষাকালে, অন্যান্য ফুলের তুলনায় এদের আকৃতি এবং এর সুবাস ভিন্ন। এই ফুল টি গোলাকার এবং চারদিকে চিকন সরু পাপড়ি বিস্তৃত। এরকম গোলাকার ফুল খুব কম হয়ে রয়েছে।
তবে এর গন্ধ খুবই তীক্ষ্ণ যা অধিকাংশ মানুষের কাছেই প্রিয়। অন্যান্য ফুল যেমন বাজারজাত করা হয়, এই ফুলটি বাজারজাত করা হয় না। বাজারে যে সকল ফুল পাওয়া যায় সেগুলো চওড়া দাম হওয়ার কারণে অনেকেই সংগ্রহ করতে পারে না। কিন্তু এই ফুলটি সকলের হাতের নাগালে থাকে(যদিও ইদানীংকালে এই ফুলও বিরল)। তাই বলা যায় অন্যান্য ফুলের তুলনায় এ ফুলের চাহিদা কম নয়।
সৌন্দর্য মুহূর্তগুলো আরো সুন্দর করে তোলার জন্য কদম ফুলের ভূমিকা রয়েছে।