Md.Delwar Hossain

Md.Delwar Hossain Area manager at Everest pharmaceuticals ltd

টয়লেট নির্মাতার বুদ্ধির প্রশংশা না করে যাবেন না কেউ।
04/07/2023

টয়লেট নির্মাতার বুদ্ধির প্রশংশা না করে যাবেন না কেউ।

প্রচন্ড বৃষ্টিতে গ্রামের রাস্তার দৃশ্য।এভাবে বৃষ্টি চলতে থাকলে অচিরেই  বন্যায় প্লাবিত হতে পারে আমাদের এলাকা।
01/07/2023

প্রচন্ড বৃষ্টিতে গ্রামের রাস্তার দৃশ্য।
এভাবে বৃষ্টি চলতে থাকলে অচিরেই বন্যায় প্লাবিত হতে পারে আমাদের এলাকা।

28/06/2023

পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

কুরবানির গোশতের বাধ্যতামূলক সামাজিক বন্টন জায়েজ নেই:কোরবানির গোশতের বাধ্যতামূলক সামাজিক বন্টন জায়েজ নেই। দেখতে সুন্দর ও ...
24/06/2023

কুরবানির গোশতের বাধ্যতামূলক সামাজিক বন্টন জায়েজ নেই:

কোরবানির গোশতের বাধ্যতামূলক সামাজিক বন্টন জায়েজ নেই। দেখতে সুন্দর ও মানবিক মনে হলেই যায়েজ হয়ে যায় না। যায়েজের জন্য প্রয়োজন শরঈ দলীল। কুরবানির গোশত তিন ভাগ করা উত্তম ও মুস্তাহাব। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই। প্রয়োজনে বণ্টনে কমবেশি করাতেও কোনো দোষ নেই (আল-মুগনী ১১/১০৮; মির‘আত ২/৩৬৯; ঐ, ৫/১২০ পৃঃ)।

বর্তমানে বিভিন্ন মহল্লায় প্রচলন আছে, কুরবানির গোশতের এক-তৃতীয়াংশ একস্থানে জমা করে মহল্লায় যারা কুরবানি করতে পারেনি তাদের তালিকা করে সুশৃংখলভাবে তাদের মধ্যে বিতরণ করা হয়। প্রয়োজনে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কাজটি দেখতে ভালো হলেও এটি জায়েজ নেই। কেননা এই প্রচলনের ফলে কারও দিতে মনে না চাইলেও তাকে সমাজের খাতিরে দিতে হয়। না দিলে সামাজিক চাপ ও বদনামের স্বীকার হতে হয়। ক্ষেত্রবিশেষ সামাজিক ভাবে মনিটরিং করা হয়, কেহ একতৃতীয়াংশের কম দিলেন কি না।

এধরনের প্রচলন খাইরুল কুরুনে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, কোনো মুসলমানে মাল তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হালাল নয়। (মুসনাদে আহমদ : ১৫/২৯৩, রদ্দুল মুহতার : ৬/৪২৭, আলমগিরী/হিন্দিয়া : ৫/৩০০, হেদায়াহ : ৪/৪৪৯, বাদায়েউস সানায়ে ৪/২২৪)

বাধ্যতামূলক সামাজিক বন্টন ও বাস্তবতা-১

আমার একান্ত পরিচিত একটি গ্রামের আপন ৩ ভাই। তারা ঢাকায় ইমামতি করেন। ঈদের নামাজ পড়ানো এবং মাদরাসার বিভিন্ন দায়িত্বের কারণে তাদের কেউ ঈদের দিন গ্রামের বাড়িতে থাকতে পারেন না। তাই ঈদের পরদিন তিন ভাই মিলে বাড়িতে গিয়ে কোরবানি করেন। তারা সামর্থের সর্বোচ্চ পরিমাণ কুরবানির গোশত সমাজের গরিবদের মাঝে নিজেদের পক্ষ থেকে বিতরণ করেন। এরপরেও সমাজের পক্ষ থেকে তাদের বিপক্ষে অপপ্রচার করা হয়েছে যে, "সমাজে গোস্ত দিতে হবে এই কারণে তারা ঈদের দিন কোরবানি করে না।"

পরবর্তীতে সাধারণ মানুষ যেন তাদের গোস্ত গ্রহণ না করে এমন অলিখিত নোটিশ জারি করা হয়। এ বছর তারা মনের কষ্টে ঢাকায় কোরবানি দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। এটা কি বাধ্যতামূলক নয়? এ বিষয়ে কি বিশ্লেষণ করা হবে?

বাধ্যতামূলক সামাজিক বন্টন ও বাস্তবতা-২

তারা আপন দুই ভাই। একজন কোরবানি দিয়েছেন সাত ভাগের এক ভাগ। এর মধ্যে তিন ভাগের একভাগ সমাজের লোকজন এসে নিয়ে গেছেন। এরপর দেখা গেল যে ভাই কোরবানি দেন নাই- তিনি সমাজ থেকে যে পরিমাণ গোস্ত পেয়েছেন তার চেয়ে কোরবানি দাতার গোশতের পরিমাণ কম। অথচ তার পরিবারের সদস্য সংখ্যা বেশি। আত্মীয় মেহমানের জন্য তার আরো বেশি গোশতের প্রয়োজন।

এমন পরিস্থিতিতে এই লোকের কাছ থেকে সমাজের লোক পাঠিয়ে বাধ্যতামূলক তিনভাগের এক ভাগ নিয়ে যাওয়াটা কতটুকু স্বেচ্ছা-প্রণোদিত হতে পারে?

বাধ্যতামূলক সামাজিক বন্টন ও বাস্তবতা-৩

সামাজিকভাবে গোস্ত বন্টন করা হয় এমন একটি গ্রামে সরেজমিনে নিরীক্ষা করে দেখা গেছে- কোরবানি দাতাদের প্রত্যেকটি গরুর সাথে সমাজের পক্ষ থেকে এক একজন লোক দায়িত্বে নিয়োজিত করা হয়, যেন গোস্ত কম দিল কিনা সেটা যাচাই করতে পারে এবং একতৃতীয়াংশ গোস্ত নিয়ে যেতে পারে। এছাড়া কোন কারনে কেউ যদি এক তৃতীয়াংশের কম গোস্ত প্রদান করে তাহলে তা নিয়ে সমালোচনা করা হয় এবং কোরবানি দাতাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়। কাউকে এমনও বলতে শোনা যায়- তিনি গোস্ত কেন দিয়েছেন? সবটা নিজেই খেয়ে ফেলুক, তার গোস্তের দরকার নাই। গোটা সমাজে এটা নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি করা হয়। এমন পরিস্থিতিতে কি বলা যায় ঐচ্ছিক প্রদান করছে। এটা কি বাধ্যতামূলক সামাজিক বন্টন নয়?

লেখক : মুফতি ওযায়ের আমীন

21/06/2023
20/06/2023

সেলস ও মার্কেটিং Person যেমন কোম্পানির প্রতিনিধি,দোকানের বিক্রয় কর্মি অথবা সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, ব্যাংক-বীমা কর্মিদের Duty ও Success নিয়ে আলোচনা।(please,follow,like ও Comments করে Page-টির সাথে থাকুন)

গাবী,শরিশ্যাম,মির্জাপুর,কাকিয়াম,খলাপাড়া,শিংপুর, বগারপাচর,আহমেদ পুর,সৈয়দপুরের মানুষের  ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি বিগত ১৫...
20/06/2023

গাবী,শরিশ্যাম,মির্জাপুর,কাকিয়াম,খলাপাড়া,শিংপুর, বগারপাচর,আহমেদ পুর,সৈয়দপুরের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি বিগত ১৫ বছরে"''''
প্রথম চিত্রঃ সাতগাঁও জুনিয়র হাই স্কুল,আহম্মদপুর,ধর্মপাশা, সুনামগঞ্জ ।
দ্বিতীয় চিত্রঃ কালিজানা ব্রীজ,গাবী,শিংপুর,আহমেদপুর,ধর্মপাশা,সুনামগঞ্জ।

18/06/2023

নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর গেইটের সামনের রাস্তার এই দুরাবস্থা। এম্বুলেন্স সহ রোগী বহনকারী যে কোন গাড়ি চলাচলে বিঘ্ন।

16/06/2023

Old is Gold

Address

Mohanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Delwar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Delwar Hossain:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mohanganj

Show All

You may also like