25/09/2024
"এই পেইজ এর মালিক Naim Talkies আর এই পৃথিবীতে নেই"
কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন!!
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন".....!!!
আমি তার একজন নীকটাত্মীয়।
আপনাদের সবার কাছে তার রুহের আত্নার মাগফিরাত এর জন্য দোয়া চাইছি।
কী!!!
সামান্য একটু ধাক্কা লেগেছে কারো অন্তরে?
যদি আমাকে এক সেকেন্ডের জন্য ও কোনোদিন মুহাব্বত করে থাকো,তাহলে কিছুটা ধাক্কাতো লাগারই কথা!!
আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি।
এমন একটি শোক বার্তা আর মাত্র কয়েকদিন পরে
আমার,তোমার,আমাদের টাইমলাইনে আসবে ইনশাআল্লাহ।
তার পর কি হবে জানো?
মৃত্যুর সংবাদ দেওয়া পোস্টে কমেন্টের বন্যা বয়ে যাবে। আহারে ছেলেটা অনেক ভালো ছিলো,অনেক দুষ্টুমি করতো, অনেক মজা করতো, আরে গতকাল রাতেই তো আমার সাথে মেসেন্জারে কথা বললো,"ইন্নালিল্লাহ"!!
আল্লাহ ছেলেটা কে জান্নাতুল ফেরদৌস দান করেন ইত্যাদি ইত্যাদি।
তারপর স্কিনশর্ট নিয়ে পোস্ট দিয়ে ক্যাপশন দেয়া হবে এই ছেলেটা আর নেই। এখনো বিশ্বাস করতে পারছি না এই ছেলেটা আর নেই!
তুমি কি জানো??
ঠিক ওই মুহূর্তে কিছু কিছু মানুষের দোয়া আর আর্তনাদ কমেন্ট বক্স আর স্ট্যাটাসের মাধ্যমেই সীমাবদ্ধ রয়ে যাবে!!
তোমার মৃত্যুর খবর শুনেই তোমার জন্য কুরআন নিয়ে বসে যাবে বা তোমার জন্য দুই রাকাত সালাত আদায় করে কায়মনো বাক্যে রহমানের দরবারে কান্নাকাটি করবে এমন একজন মানুষ হয়তো হাতে গুনেও পাওয়া যাবে না এই ভার্চুয়াল জগতে।
আমি,তুমি,আমাদের রুহের আর্তনাত গুলো যদি এই বেঁচে থাকা মানুষ গুলো উপলব্ধি করতে পারতো তবে কখনোই তারা মাতামাতি বাড়াবাড়ি তে লিপ্ত না হয়ে সঠিক পদ্ধতিতে আমাদের কবরে কিছু পাঠাতো।
আমার মৃত্যুর খবর তোমাদের কানে আসা মাত্রই আমার জন্যে তোমরা সূরা ইয়াছিন এবং সূরা মূলক পড়ে আমার কবরে সোয়াব পৌঁছে দিও।
আমাকে ক্ষমা করে দিও ।
আমাদের সবাইকেই একদিন বিনা নোটিশে হুট করেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। জীর্ণশীর্ণ কবরে থাকতে হবে। আমাদের উচিত সে কবরের জন্য প্রস্তুতি নেয়া।
"জাযাকুমুল্লাহু খাইরান"