মিঠাপুকুর ২৪ঘন্টা

মিঠাপুকুর ২৪ঘন্টা news/ media company

মিঠাপুকুর থানার এস আই অলিউর রহমান ফকিরেরহাট বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ...
22/12/2022

মিঠাপুকুর থানার এস আই অলিউর রহমান ফকিরেরহাট বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

19/12/2022

আব্দুর রহমান আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ, জায়গীর, মিঠাপুকুর, রংপুর।
এর
শুভ উদ্বোধন

প্রধান অতিথি, ফাতেমাতুজ জোহরা, উপজেলা নির্বাহী অফিসার, মিটাপুকুর।
মোঃ রুহুর আমিন, সহকারী কমিশনার (ভূমি) মিটাপুকুর, রংপুর।
আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী মন্ডল। চেয়ারম্যান, ৭ নং লতিবপুর ইউনিয়ন পরিষদ, মিঠাপুকুর, রংপুর।
আলহাজ্ব মোঃ মোজাম্মেল হোসেন। শিক্ষানুরাগী ও সমজজসেবক, জায়গীর,মিঠাপুকুর, রংপুর।

বলদিপুকুর এজি চার্জে প্রাক-বড় দিন ও উপহার বিতরণ আনুষ্ঠান পালনরংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর বালাপাড়া এজি চার্জে...
19/12/2022

বলদিপুকুর এজি চার্জে প্রাক-বড় দিন ও উপহার বিতরণ আনুষ্ঠান পালন

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর বালাপাড়া এজি চার্জে প্রাক-বড় দিন ও উপহার বিতরন আনুষ্ঠান পালন করা হয়।
বালাপাড়া এজি চার্জ ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সাল থেকে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু করে।
এ প্রকল্পের আওতায় অনেক শিশু সুবিধা ভোগ করে আসছে। এখন পযন্ত এখানে ৩০১ জন শিশু রয়েছে। শিশু উন্নয় প্রকল্পের মাধ্যমে বলদিপুকুরের বহুপরিবারকে শিক্ষা ও অর্থনৈতিক সাহায্য করে আসছে।
এরি ধারাবাহিকতায় ১৮ই ডিসেম্বর ২০২২ ইং রোজ রবিবার শিশুদেরকে নিয়ে প্রাক-বড়দিন ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, মোঃ আঃ ওয়াহেদ, মিঠাপুকুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা। আবু ফরহাদ পুটু, চেয়ারম্যান ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ। মোঃ ছায়ফুল ইসলাম, প্রধান শিক্ষক শাহ্ আবুল কাশেম দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন, পাষ্টর জেসন অধিকারী ( এলডিসি চেয়ারম্যান)
উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার, লিটন বৈদ্য। পাষ্টর কমল রায়( এলডিসি সদস্য)। পাষ্টর তিমথী দেব শর্মা( এলডিসি সদস্য)।
বক্তারা তাদের বক্তব্যে শিশুদের অধিকার, সুরক্ষা, উন্নয়ন বিষয়ে কথা বলেন এবং প্রতিষ্ঠানের উত্তরত্তর মঙ্গল কামনা করেন। পরে অতিথিবৃন্দ শিশুদের মধ্যে বিভিন্ন উপহার বিতরণ ও কেক কেটে প্রাক-বড়দিন পালন করেন।

শিক্ষকদের হাত ধরেই শিক্ষ ব্যবস্হার রুপান্তর শুরু।       শিক্ষক দিবস  সফল হোক -২০২২
27/10/2022

শিক্ষকদের হাত ধরেই শিক্ষ ব্যবস্হার রুপান্তর শুরু। শিক্ষক দিবস সফল হোক -২০২২

আপনাদের কোন সমস্যা ও দুর্ভোগের চিত্র থাকলে পাঠাতে পারেন।
06/10/2022

আপনাদের কোন সমস্যা ও দুর্ভোগের চিত্র থাকলে পাঠাতে পারেন।

মডার্ন থেকে বলদীপুকুর আসার সময় অটোরিকশায় কাপড়ের ব্যাগ রেখে নেমে যায়, ব্যাগটি যদি পেয়ে যান তাহলে এই নাম্বার ০১৭৪৬০০৯৪২৭ য...
06/10/2022

মডার্ন থেকে বলদীপুকুর আসার সময় অটোরিকশায় কাপড়ের ব্যাগ রেখে নেমে যায়, ব্যাগটি যদি পেয়ে যান তাহলে এই নাম্বার ০১৭৪৬০০৯৪২৭ যোগাযোগ করবেন

04/10/2022

শোক সংবাদ

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা'র মাতা নুরে জান্নাত।
৪ অক্টোবর মঙ্গলবার দুপুর দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

শঠিবাড়ী কানুদাস পাড়ায় চেতনানাশক স্প্রে করে অটো ছিনতাইয়ের সময় এলাকাবাসী একজনকে আটক করে,,প্রাথমিক ভাবে সে  চুরির সাথে জড়িত...
03/10/2022

শঠিবাড়ী কানুদাস পাড়ায় চেতনানাশক স্প্রে করে অটো ছিনতাইয়ের সময় এলাকাবাসী একজনকে আটক করে,,

প্রাথমিক ভাবে সে চুরির সাথে জড়িত. বলে স্বীকার করে। তার কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত জিনিসপত্র উব্ধার করা হয়।
ঘটনাস্থলে পুলিশ ,,

মাত্র ১২ মাসে সুইস ব্যাংকে গেছে বাংলাদেশের ৩ হাজার কোটি টাকা !---------------------------------সুইস ব্যাংকে বাংলাদেশিদের...
17/06/2022

মাত্র ১২ মাসে সুইস ব্যাংকে গেছে বাংলাদেশের ৩ হাজার কোটি টাকা !
---------------------------------

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়। গত ১২ মাসে ব্যাংকটিতে বাংলাদেশিদের ৩ হাজার কোটি টাকা জমা হয়েছে। সুইস ন্যাশনাল ব্যাংক-এসএনবির 'ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০২১' বার্ষিক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সুইস ব্যাংকে বর্তমানে বাংলাদেশিদের টাকার পরিমাণ ৮ হাজার ২৭৫ কোটি। যা এ যাবৎকালের সর্বোচ্চ।

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█** বন্যার কারণে সারা দেশে ১৯ জুন শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষাবোর্ড।
17/06/2022

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
** বন্যার কারণে সারা দেশে ১৯ জুন শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষাবোর্ড।

26/05/2022

Address

Mithapukur
5460

Telephone

+8801717764164

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিঠাপুকুর ২৪ঘন্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিঠাপুকুর ২৪ঘন্টা:

Share