Mirsarai Hindu TV

Mirsarai Hindu TV মিরসরাই হিন্দু টিভি চ্যলেনে সকল সনাতনী ভাই বোন দের কে স্বাগতম।https://youtube.com/
(1)

সীতাকুণ্ডের কুমিরা সাগরে গঙ্গা পূজা দিতে গিয়ে পানিতে নিখোঁজ হয়েছিল দুই শিশু কন্যা। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টায় মা ...
17/06/2024

সীতাকুণ্ডের কুমিরা সাগরে গঙ্গা পূজা দিতে গিয়ে পানিতে নিখোঁজ হয়েছিল দুই শিশু কন্যা।

গতকাল রোববার বেলা সাড়ে ১১ টায় মা বাবার সাথে পূজা দিতে সাগরের নামে তারা। পরবর্তীতে স্থানীয়রা তাদের মৃতদেহ সাগর থেকে উদ্ধার করে । কুমিরা নৌ পুলিশ সাগরের পানিতে নিখোঁজ দুটি শিশুর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উদের জন্য প্রার্থনা করবেন। ওনারাযেন স্বর্গলাভ করে।

আমরা তাদের বিদেহী আত্মার সদগতি কামনা করিতেছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করিতেছি।

দিব্যান্ লোকান স্ব গচ্ছতু ◼️

মেয়ের ধর্মা"ন্ত"রিত খবর শুনে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু! অপরাধবোধে আ"ত্ম"হ"ত্যা করলেন সেই মেয়ে।   #সনাতন        #সংবা...
06/06/2024

মেয়ের ধর্মা"ন্ত"রিত খবর শুনে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু! অপরাধবোধে আ"ত্ম"হ"ত্যা করলেন সেই মেয়ে।

#সনাতন #সংবাদ #ব্রেকিং_নিউজ

04/06/2024

ঝুলনপোলে লাকনাথ ধামে ভক্তের আগমন....?

শিল্পী:- গীতাপ্রেমী শ্রী প্রিয়তোম নন্দি।
স্থান:- বাড়িয়াখালী,ঝুলনপোল, মিরসরাই, চট্টগ্রাম।

ব্রেকিংঃ- রাশিয়া থেকে এসে রাশিয়ান মেয়ে বাংলাদেশের চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এ চন্দ্রনাথ ধামে তাঁর বাবার নামে প...
03/06/2024

ব্রেকিংঃ-
রাশিয়া থেকে এসে রাশিয়ান মেয়ে বাংলাদেশের চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এ চন্দ্রনাথ ধামে তাঁর বাবার নামে পিন্ড দান করলেন। জয় বাবা ভোলানাথ।

গীতার আলো ঘরে ঘরে জ্বালোউত্তর হাজিস্বরাই গীতা স্কুলে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক মীরসরাই উপজেলা সংসদ এর পক্ষ থে...
31/05/2024

গীতার আলো ঘরে ঘরে জ্বালো
উত্তর হাজিস্বরাই গীতা স্কুলে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক মীরসরাই উপজেলা সংসদ এর পক্ষ থেকে গীতা শিক্ষার্থীদের গীতা ও গীতা রাখার স্টেন দেওয়া হয় 🙏🙏
উপস্থিত ছিলেন
বাগীশিক মীরসরাই উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক
৮ নং দুর্গাপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ

ঢাকেশ্বরী মন্দিরের দানবাক্স লুটের চেষ্টা।  পুলিশের ভূমিকা রহস্যজনক।
30/05/2024

ঢাকেশ্বরী মন্দিরের দানবাক্স লুটের চেষ্টা। পুলিশের ভূমিকা রহস্যজনক।

27/05/2024

ফাঁকা বাসায় বাবার বুকে ছুরি মারলো ছেলে।

বিস্তারিত কমেন্টে।

ওঁ হরি ওঁ তৎসত। গীতা জ্ঞানের আলো ঘরে ঘরে জ্বালো  । ৩১ ই মে ২০২৪ ইং ১৭ই জৈষ্ঠ্য ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ইমামপুর নবজাগরণ গ...
25/05/2024

ওঁ হরি ওঁ তৎসত।
গীতা জ্ঞানের আলো ঘরে ঘরে জ্বালো ।
৩১ ই মে ২০২৪ ইং ১৭ই জৈষ্ঠ্য ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ইমামপুর নবজাগরণ গীতা সংঘের শুভ উদ্ভোদন হতে চলেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাগীশিক গীতা শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক - শ্রী উজ্জ্বল কুমার দে মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাগীশিকের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইমামপুর নবজাগরণ গীতা সংঘের সভাপতি বাবু দুলাল চন্দ্র দে মহোদয় ।
উক্ত অনুষ্ঠান সকাল ১০ ঘটিকা হইতে আরম্ভ হইবে।
উক্ত অনুষ্ঠানে সকলে আমন্ত্রিত। 🙏♥️

24/05/2024

নেপালের একটা স্কুলে এসেম্বলিতে প্রার্থনা সংগীত হিসেবে গায়ত্রী মহামন্ত্র পাঠ দিয়ে প্রতিদিন শুরু হয়।
এভাবে ভারতের প্রত্যেকটা বিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনার পাশাপাশি গায়েত্রী মন্ত্র পাঠ করা অত্যন্ত জুরুরি বিষয়।

হরে কৃষ্ণ🙏💟🙏🚩

#সনাতন_ধর্ম াতন ্রী_কৃষ্ণ ্রী_রাম #হরে_কৃষ্ণ ゚


22/05/2024

মুসলিম তরুণীর কণ্ঠে ওঁম শান্তি ওঁম।

20/05/2024

ধর্মীয় অবমাননার গু'জ'ব ছড়িয়ে মাগুরায় হিন্দুর বাড়িতে আগুন!
বিস্তারিত কমেন্টে।

ধর্ম পরিবর্তন করে বিয়ে এক মাসের মাথায় সেই স্বামীর হাতে খুন স্ত্রী!
18/05/2024

ধর্ম পরিবর্তন করে বিয়ে এক মাসের মাথায় সেই স্বামীর হাতে খুন স্ত্রী!

13/05/2024

ফেনী ৮ নং ধলিয়া ইউনিয়নে দৌলতপুর গিরীধারী আশ্রমে শতকন্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত।

চট্টগ্রামের চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আমার বাড়ির  পাশে হাশেম খাল রাস্তার পাশে নদীতে একটি মা কালীর সিমেন্টের তৈরীর বিগ্রহ ...
13/05/2024

চট্টগ্রামের চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আমার বাড়ির পাশে হাশেম খাল রাস্তার পাশে নদীতে একটি মা কালীর সিমেন্টের তৈরীর বিগ্রহ পড়ে আছে এমন খবর আমাদের কে জানানো হলে আমরা উক্ত জায়গায় গিয়ে বিগ্রহ টা দেখি এবং উদ্ধারের জন্য সনাতনী যুব সংগঠক SK Tamas দাদা ও Sabuj Das Gupta দাদাকে বিষয় টা জানালে ওনারা উদ্ধারের জন্য পরিকল্পনা করেন।
খবরটি ছড়িয়ে পড়ার পর সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের স্বেচ্ছাসেবক Dipankar Das Saikat দাদা বিগ্রহ টা তার বাড়িতে নিয়ে যাবে আমাদের জানালে আমরা সম্মতি পোষণ করি।
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ও স্হানীয় মানুষদের সহযোগীতায় আমরা বিগ্রহটি উদ্ধার করবো বুধবার দিন সকালে এবং আমরা বিগ্রহ টি উদ্ধার করে আমাদের স্বেচ্ছাসেবক (দীপঙ্কর দাশের) এর বাড়ি রাঙ্গুনিয়া পোমরা নিয়ে যাবো এবং তার বাড়িতেই উক্ত বিগ্রহটি সে প্রতিষ্ঠিত করবে।

বিশেষ দ্রষ্টব্য- উক্ত বিগ্রহ টির ১ টি হাত ভাঙ্গা অবস্থায় আছে বর্তমানে উক্ত বিগ্রহ টি দীপঙ্কর এর বাড়িতে নেওয়ার পরে সে বিগ্রহের হাতটি সংষ্কার করবে পুনরায়।

বিগ্রহ টি এতোদিন নেওয়া বা প্রতিষ্ঠিত করার মতো আমরা কোন মন্দিরকে এগিয়ে আসতে দেখলাম না তাই অসংখ্য ধন্যবাদ জানাই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর স্বেচ্ছাসেবক দীপঙ্কর এর প্রতি💖💖💖

10/05/2024

সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ❤️

হাটহাজারী এনায়েতপুর  মগেধশ্বরী মন্দিরের পুকুর খননে অলৌকিক ঘটনা ঘটে।
06/05/2024

হাটহাজারী এনায়েতপুর মগেধশ্বরী মন্দিরের পুকুর খননে অলৌকিক ঘটনা ঘটে।

বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যেগে মানিক নন্দীর হাতে রিকশা চাউলের বস্তা নগদ অর্থ প্রদান।
04/05/2024

বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যেগে মানিক নন্দীর হাতে রিকশা চাউলের বস্তা নগদ অর্থ প্রদান।

30/04/2024

দিনাজপু‌রের বোচাগঞ্জ উপজেলার এক হিন্দু মেয়েকে ফাঁকা রাস্তায় পেয়ে দুই জন জিহা**ী‌র ধ* র্ষ*ণের চেষ্টা। মেয়েটির চিৎকারে লোকজন এ‌সে গে‌লে মেয়েটি রক্ষা পায়। ঘটনাস্থলে বিক্ষু্ব্দ জনতা অপরাধী‌দের প‌রিবা‌রের সদস‌্য বহনকারী পু‌লি‌শের গা‌ড়ি পুকু‌রে নি‌ক্ষেপ ক‌রে।

29/04/2024

ফেসবুক স্টোরিতে লালনের গান দেয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার !
অসাম্প্রদায়িক বাংলাদেশ।

27/04/2024

দিনাজপুর কান্তজীউর মন্দিরে ২০ হাজার কন্ঠে গীতা পাঠে আয়োজ‌নস্থ‌লে নারীদের শীতলহানির অভিযোগে গ্রেপ্তার এক দুষ্কৃতিকারী।

একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠদিনাজপুরের কাহারোলে ২০ হাজার মানুষের কণ্ঠে হলো গীতা পাঠ। দেশের সুখ-সমৃদ্ধি কামনা করেন হাজ...
27/04/2024

একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ

দিনাজপুরের কাহারোলে ২০ হাজার মানুষের কণ্ঠে হলো গীতা পাঠ। দেশের সুখ-সমৃদ্ধি কামনা করেন হাজারও সনাতন ধর্মের মানুষজন। আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে রংপুর বিভাগীয় পবিত্র বেদ ও শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষাদান সংঘের আয়োজনে হয় এই গীতা পাঠ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গীতা পাঠের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন শীল গোপাল। শ্রী শ্রী গীতা সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনিল চক্রবর্তীর সভাপতিত্বে গীতা পাঠ অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন তুষার রঞ্জন রায়। বক্তব্য দেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

এতে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, যুগ্ম সচিব সুশান্ত রঞ্জন রায়, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু, মানুষ ভট্টাচার্য প্রমুখ।

সকাল ৯টার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুজারি ও ভক্তবৃন্দ কান্তজিউ মন্দির প্রাঙ্গণে জমায়েত হতে থাকে। সকাল ১০টার পর কান্তিজউ মন্দির প্রাঙ্গণ কানায় কানায় ভরে যায়। মূল পর্ব শেষ হলে দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ধর্মীয় বিষয়ে আলোকপাত করা হয়।

গীতার আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগানে মিরসরাই উপজেলা বাগীশিকের বার্ষিক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
26/04/2024

গীতার আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগানে
মিরসরাই উপজেলা বাগীশিকের বার্ষিক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

25/04/2024

বাংলাদেশে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে কান্তজী মন্দিরে আগামী 27শে এপ্রিল ২০ হাজার কণ্ঠে একসাথে গীতা পাঠ।

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ব্লাড ক্যান্সার আক্রান্ত সপ্তর্ষি মণ্ডল আমাদের মাঝে আর নাই🥺😭ওঁ দিব্যান লোকান সা গচ্ছতুঃ...
22/04/2024

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ব্লাড ক্যান্সার আক্রান্ত সপ্তর্ষি মণ্ডল আমাদের মাঝে আর নাই🥺😭
ওঁ দিব্যান লোকান সা গচ্ছতুঃ

সপ্তর্ষি বোনকে ঈশ্বর স্বর্গবাসী করুন। কত স্বপ্ন ছিলো সুস্থ হয়ে আবার পড়াশোনা শুরু করবে। সবাইকে নিয়ে জন্মদিন পালন করারও ইচ্ছার কথা জানিয়েছিলো। এতো অল্প বয়সে অকালে চলে যাওয়াটা পরিবারের জন্য শোক সইবার নয়।

ঈশ্বরের কাছে প্রার্থনা সপ্তর্ষির বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করি। ভালো থেকো বোন পরপারে।

চট্টগ্রামের মিরসরাইয়ের ক্যান্সারে আক্রান্ত রিম্পি রাণী শীল এর বাড়িতে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম...
22/04/2024

চট্টগ্রামের মিরসরাইয়ের ক্যান্সারে আক্রান্ত রিম্পি রাণী শীল এর বাড়িতে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম।।

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর পক্ষ থেকে উনার ৪ সন্তানের পড়ালেখার প্রতিমাসের সকল খরচের দায়িত্ব নিচ্ছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সনাতনী বিদ্যাপীঠ

22/04/2024

শুভ সোমবার মহাদেবের ভক্তরা একবার বলুন হর হর মহাদেব।
"হর হর মহাদেব"
🔱

21/04/2024

মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নের কয়লা খামার পাড়া ত্রিপুরাশ্বরী হরি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজকে ১২:৩০ মি, বারইয়ারহাট পুলিশ বক্সের সামনে এক সনাতন মহিলা এক্সিডেন্ট করে মারা গিয়েছে। উনার কোন পরিচয় পাওয়া যায়নি।...
21/04/2024

আজকে ১২:৩০ মি, বারইয়ারহাট পুলিশ বক্সের সামনে এক সনাতন মহিলা এক্সিডেন্ট করে মারা গিয়েছে। উনার কোন পরিচয় পাওয়া যায়নি। যদি কেউ তার শাড়ি দেখে চিনতে পারেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বারইয়ারহাট আসেন।

সীতাকুন্ডে ইসকন মন্দিরে গর্ভগৃহে হিন্দু পরিচয়দারি মুসলিম যুবক আটক। আজ শনিবার সীতাকুন্ডস্থ ইসকন প্রচার কেন্দ্রে মন্দিরের ...
20/04/2024

সীতাকুন্ডে ইসকন মন্দিরে গর্ভগৃহে হিন্দু পরিচয়দারি মুসলিম যুবক আটক।

আজ শনিবার সীতাকুন্ডস্থ ইসকন প্রচার কেন্দ্রে মন্দিরের গর্ভগৃহে লোকচক্ষুর আড়ালে অনুমতিব্যতিত প্রবেশ করে। মন্দিরের গর্ভগৃহের তালা খুলে ফেলে, অসৎ পরিকল্পনা করেছিলো। তখন মন্দিরের এক ভক্তের নজরে আসলে জিজ্ঞাসাবাদে প্রথমে পলাশ দাশ নাম করে হিন্দু পরিচয় দেয় ও মন্দিরের দর্শনে এসেছে দাবি করেছে। পরবর্তীতে সন্দেহ হলে জেরা করার পর আসল পরিচয় দেয়,

নামঃ মোহাম্মদ জামান
পিতাঃ ফজলুর হক
গ্রামঃসিন্নিরচর, থানাঃ মেহেন্দিগঞ্জ।
জেলাঃ বরিশাল।

ওই ব্যক্তির কাছে দুটো ব্যাগ ও কিছু ব্লেড, কাচি, এস এস রডসহ বেশকিছু জিনিস পাওয়া যায়। পরবর্তীতে উত্তেজিত জনতা উত্তমমধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশে এই স্ক্রিপ্টে নানানভাবে মন্দিরে হামলা হয়েছে ও নানানভাবে হামলার পরিকল্পনা হচ্ছে।সকল সনাতনীদের সতর্ক অবস্থানে থাকার অনুরোধ করছি।

Address

Mirsarai

Telephone

+8801962131399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mirsarai Hindu TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other TV Channels in Mirsarai

Show All

You may also like