Mtv24

Mtv24 সত‍‍্য জানাতে এসেছি।

থানা আওয়ামিলীগের সাধারন সম্পাদক কাজী আলতাফ ও ওয়ার্ড আওয়ামিলীগের ভারপ্রাপ্ত আহবায়ক সরোয়ার মোর্শেদ কচির ছত্রছায়ায় আকবরশাহত...
18/04/2023

থানা আওয়ামিলীগের সাধারন সম্পাদক কাজী আলতাফ ও ওয়ার্ড আওয়ামিলীগের ভারপ্রাপ্ত আহবায়ক সরোয়ার মোর্শেদ কচির ছত্রছায়ায় আকবরশাহতে জাল দলিলে পাহাড় দখল ও বিক্রির অভিযোগ জাহেদ গংদের বিরুদ্ধে।

সূত্রঃ লাখোকণ্ঠ

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় পিকআপ দু-র্ঘটনায় এক ব্যক্তির মৃ-ত্যু হয়েছে। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে। নি-হত...
15/02/2023

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় পিকআপ দু-র্ঘটনায় এক ব্যক্তির মৃ-ত্যু হয়েছে। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে। নি-হতের নাম মোশারফ হোসেন (৩৭)। সে ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম নাহেরপুর গ্রামের আবদুল মুনাফের পুত্র।

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█**এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ**এবার সারা দেশে পাসের হার ৮৫.৯৫ শতাংশ**চট্টগ্রামে পাসের...
09/02/2023

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
**এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
**এবার সারা দেশে পাসের হার ৮৫.৯৫ শতাংশ
**চট্টগ্রামে পাসের হার ৭৮.৭৬, জিপিএ-ফাইভ ১২,৬৭০

***মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের পাসের হার ৯৯.৬৫%।
মোট GPA ১৭৪ জন
মোট পরিক্ষার্থী ৫৭৫ জন।

মোঃ রিফাত(৫), পিতা- শাহজাহান, মাতা-চায়না বেগম, টিএন্ডটি কলোনী, হারুনের সেলুন দোকানের পাশে, ঢাকা নামীয় শিশুটিকে ২৩/০১/২০২...
24/01/2023

মোঃ রিফাত(৫), পিতা- শাহজাহান, মাতা-চায়না বেগম, টিএন্ডটি কলোনী,
হারুনের সেলুন দোকানের পাশে, ঢাকা নামীয় শিশুটিকে ২৩/০১/২০২২ খ্রিঃ অনুমান ১২.০০ ঘটিকার দিকে আকবরশাহ থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকায় পাওয়া যায়। শিশুটি তার পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারেনা। সে ঢাকা থেকে বাসে চট্টগ্রাম এসেছে মর্মে জানায়।

শিশুটির বাবা-তাকোয়া পরিবহনের গাড়ি চালক, মা-গার্মেন্টস এ চাকরি করে মর্মে সে জানায়।

শিশুটি বর্তমানে আকবরশাহ থানা হেফাজতে রয়েছে। তার প্রকৃত অভিভাবকদের সন্ধান পেলে আকবরশাহ থানায় জানানোর জন্য অনুরোধ করা হলো।

ছবিটি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, 'চুল কাটার পর ছেলেটি।'
25/12/2022

ছবিটি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, 'চুল কাটার পর ছেলেটি।'

এখানে বলা সবকটি কথার প্রমান পেয়েছি। শুধু প্রচুর ধন সম্পত্তির মালিক এ কথাটির প্রমান পাই নি🤪🤪
07/11/2022

এখানে বলা সবকটি কথার প্রমান পেয়েছি। শুধু প্রচুর ধন সম্পত্তির মালিক এ কথাটির প্রমান পাই নি🤪🤪

সকলের হাতে রেখার আঁকিবুঁকি কাটা থাকে এবং তার থেকে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের পাশাপাশি ভবিষ্যৎও জানা যায়।

07/11/2022

বাইক দূর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবরশাহ থানার উপ-পুলিশ পরিদর্শক (ওয়ারেন্ট অফিসার) মোস্তাফিজুর রহমান।

06/11/2022

এখন থেকে প্রবাসী আয় বা রেমিট্যান্সে কোনও ধরনের চার্জ নেবে না ব্যাংকগুলো। পাশাপাশি রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে সপ্তাহের ছুটির দিনেও বিদেশে থাকা এক্সচেঞ্জ হাউজগুলো খোলা থাকবে।

রবিবার (৬ নভেম্বর) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

বৈঠক শেষে সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম জানান, বাফেদা ও এবিবি যৌথভাবে এ বৈঠক করেছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী রেমিট্যান্সের ওপর চার্জ মওকুফ করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো রেমিট্যান্সে কোনও চার্জ নেবে না। অর্থাৎ খরচ ছাড়াই বিদেশ থেকে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এছাড়া প্রবাসীরা যেন সপ্তাহের ৭ দিন রেমিট্যান্স পাঠাতে পারেন এ জন্য ছুটির দিনও বিদেশে থাকা দেশের এক্সচেঞ্জ হাউজগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, রফতানি আয় নগদায়নে ডলার রেট বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। এতদিন ৯৯ টাকা ৫০ পয়সা ছিল। তবে রেমিট্যান্সের রেট আগের মতো সর্বোচ্চ ১০৭ টাকা বহাল রাখা হয়েছে। এসব সিদ্ধান্ত আগামীকাল (৭ নভেম্বর) সোমবার থেকে কার্যকর হবে।

এর আগে ডলার সংকট নিরসনে গত ২৩ অক্টোবর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ডলার কেনার সর্বোচ্চ দর ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা করা হয়। আর রফতানি বিল ৫০ পয়সা বাড়িয়ে করা হয় ৯৯ টাকা ৫০ পয়সা। যা গত ২৬ সেপ্টেম্বর এক সভায় ১০৭ টাকা ৫০ পয়সা প্রবাসী আয়ে নির্ধারণ করা হয়। রফতানি আয়ে ৯৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া গত ১১ সেপ্টেম্বর প্রথম ব্যাংকারদের সভায় এক্সপোর্ট প্রসিডে ৯৯ টাকা ও রেমিট্যান্সের ডলার ১০৮ টাকায় কেনার সিদ্ধান্ত হয়।

এখন বিদেশ থেকে যেকোনো পরিমাণ রেমিট্যান্স পাঠাতে কোনও কাগজপত্র লাগে না। আবার প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার।

প্রসঙ্গত, অক্টোবরে ১৫২ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন।
সূত্রঃ বাংলাট্রিবিউন

06/11/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
**আজ থেকে নতুন বা পুরান কোনো সিম বিক্রি করতে পারবে না গ্রামীণ ফোন: বিটিআরসি

দর্শনা রেলবন্দর দিয়ে পণ্য আনা নেওয়ার ফলে ১৫ মাসে রেলের আয় ছাড়াল ১০০ কোটি টাকা  ২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের সেপ্টেম্...
30/10/2022

দর্শনা রেলবন্দর দিয়ে পণ্য আনা নেওয়ার ফলে ১৫ মাসে রেলের আয় ছাড়াল ১০০ কোটি টাকা

২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৩ লাখ ৬৪ হাজার ৭২২ মেট্রিক টন পণ্য আমদানি-রপ্তানি করা হয়েছে। এরফলে ১০৫ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৪২২ টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে।

#দর্শনা #রেলবন্দর #বাংলাদেশ

চলতি বিশ্বকাপে পাকিস্তানকে কুপোকাত করা জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল 💕
30/10/2022

চলতি বিশ্বকাপে পাকিস্তানকে কুপোকাত করা জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল 💕

অন্য সবার মতো ওরা ভন্ড না।তার সব কিছুই একদম পরিস্কার স্বচ্ছ কাঁচের মতো। পড়তে দেয় বলেই আপনারা তাদের পড়তে পারেন।না হয় আপ...
28/10/2022

অন্য সবার মতো ওরা ভন্ড না।

তার সব কিছুই একদম পরিস্কার স্বচ্ছ কাঁচের মতো। পড়তে দেয় বলেই আপনারা তাদের পড়তে পারেন।না হয় আপনি তাদের জীবনও চোরের মতো সিঁদ কাটা জীবন হতো।অন্ধকারের সব কিছু অন্ধকারেই গুম হয়ে যেতো আর দিনের আলোতে সুফি সেজে ঘুরে বেড়াতো।

ভালো থেকো Pori Moni তোমার রাজ এর রাজ্যে

লিখাটি নিশিতা আক্তার লোপার ওয়াল হতে

Hero Alom এর আউটস্টেন্ডিং লুক। দিন দিন পরিনত হচ্ছে। তার ইচ্ছা শক্তি আসলেই বিমোহিত করার মত। শত কটু কথা পাশে রেখে কিভাবে ন...
28/10/2022

Hero Alom এর আউটস্টেন্ডিং লুক। দিন দিন পরিনত হচ্ছে। তার ইচ্ছা শক্তি আসলেই বিমোহিত করার মত। শত কটু কথা পাশে রেখে কিভাবে নিজের কাজ চালিয়ে যাওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরন তিনি।

সদরঘাট। ফেব্রুয়ারী  ১৯৬১
26/10/2022

সদরঘাট।
ফেব্রুয়ারী ১৯৬১

26/10/2022
25/10/2022

সিত্রাং পার হতেই সাগর পাড়ে দর্শনার্থিদের আনাগোনা

25/10/2022

১৪ প্রাণ কেড়ে নিলো ঘূর্ণিঝড় সিত্রাং
-
খবরের লিংক কমেন্টে

25/10/2022

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
**সিত্রাং-এর তাণ্ডবে ঢাকাসহ ৯ জেলায় ১৪ জনের প্রাণহানি
**রাজধানীতে ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৫৫ মি.মি. বৃষ্টিপাত
**ঢাকাসহ দেশজুড়ে সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে
**সারা দেশে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল আবার শুরু

24/10/2022

চট্টগ্রামের বেড়িবাধ সংলগ্ন রানী রাশমনি ঘাট থেকে সিত্রাং এর বর্তমান পরিস্থিতি

শাবনূর ব্যাক্তিগত জীবনে সত্যিই তিনি নিরহংকারী।এর প্রমাণ :____১৯৯৩ সালের শেষের দিকে তিনি এসেছিলেন ময়মনসিংহ শহরে ব্রহ্মপু...
24/10/2022

শাবনূর ব্যাক্তিগত জীবনে সত্যিই তিনি নিরহংকারী।
এর প্রমাণ :____

১৯৯৩ সালের শেষের দিকে তিনি এসেছিলেন ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদের তীরে "সুজন সখী" সিনেমার শ্যুটিং করতে।গানটি হচ্ছে ""সব সখীরে পার করিতে নেবো আনা আনা__ সালমান শাহ ও শাবনূর ।

একটা পিচ্ছি ছেলে নৌকাটাকে পিছন দিক থেকে ঠেলে নিয়ে যাচ্ছে আর সালমান শাহ কেবল বৈটা টাকে নাড়াচ্ছে,,শাবনূর নদের পাড়ে।

এই ঘটনাটা আমার স্যারের মুখে শুনেছিলাম। তিনি এখনোও শাবনুরের জন্য পাগল। তখন স্যার ইন্টারমিডিয়েট ফার্ষ্ট ইয়ার পড়েন আনন্দ মোহন কলেজে।

এই গানের শুটিং শেষ করে যখন বসলেন তখন সেখানে হাজার হাজার মানুষের ভিড়। সেই ভির ঠেলে অনেক কষ্টেও যেতে পারছেনা। তখন শাবনূর স্যারের আগ্রহটা দেখলেন ,পরে সবাইকে বললো সরে যাওয়ার জন্য তখন ঐ শাবনুরের একটি কথার কারণেই শাবনূর কে দেখতে পেরেছিল। সালমান শাহ্ স্যার কে বললো তুমি কি করো ? স্যার বললো আমি পড়াশুনা করি। স্যার বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল এটা জেনে তখন সালমান বললো দোয়া করি ইঞ্জিনিয়ার হও। তখন শাবনূর মুচকি হেসে বললো না তুমি বিএসসি টিচার হও। কারণ তোমাকে টিচার হিসাবেই বেশ মানাবে। শাবনূর বললো আমি এটা বলেছি তুমি মন খারাপ করোনা। কারণ শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর,, শিক্ষকতা হচ্ছে সম্মানজনক পেশা। স্যারের সাথে শাবনূর ছবিও তুলেছে।

স্যার হতে চেয়েছিলেন ডাক্তার পরে উনার সিদ্ধান্ত বদলে তিনি বিএসসি টিচার হয়েছেন । কেননা তিনি শাবনূর কে খুব পছন্দ করতেন। উনি আমাকে বলেছিলেন তামিল তেলেগু, হিন্দি সিনেমা বাদ দিয়ে শাবনূরের সিনেমা দেখো ।অনেক সুন্দর অভিনয় করে। হয়তো তুমি তার প্রেমে পড়ে যাবে।

বর্তমানে ঐ স্যার বিভাগীয় মাস্টার ট্রেইনার।।

স্যার সবসময় কোনো স্টুডেন্ট সৌন্দর্যের দিক থেকে বিতার্কিক হলে ,শাবনূরকে আনতেন,বলতেন শাবনূর একজন অভিনেত্রী সুন্দরী হয়ে তার মধ্যে কোনো অহঙ্কার পেলাম না। আর তোমরা তো শাবনুরের মত এত স্মার্ট, সুন্দরীও না।তো তোমাদের এত অহংকার কেনো?

(Collected)

হিরো আলম তার অতিত জীবন নিয়ে ছবি (হাসিওয়ালা) রচনা করছেন। তাকে সবার হাসাহাসি কে কেন্দ্র করেই এই ছবি হবে বলে ধারনা করা যায়।...
24/10/2022

হিরো আলম তার অতিত জীবন নিয়ে ছবি (হাসিওয়ালা) রচনা করছেন। তাকে সবার হাসাহাসি কে কেন্দ্র করেই এই ছবি হবে বলে ধারনা করা যায়। সেই ছবির একটা কবিতা নিচের টা। এই কবিতা আবৃতি করতেই তার আবৃতি চর্চা করা।

এসো দৈন্য নগরীর ধন্য দামাল
এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি
এসো রোদের পিঠে চড়ে তনুর তমাল
এসো একে একে সব সনদের বাশী
এসো? এসো আমায় নিয়ে
একসাথে আজ হাসি।

আমার আমিই যেনো পাপ!
প্রথমবারে, আমার দরজায়
কড়া নাড়ে, মায়ের নামে শাপ।
দ্বিতীয়বারে মেরুদণ্ডে
কড়া নাড়ে, কালো আলোর তাপ।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বলেছেন, সর্বোত্তম বিদ্যুৎ উৎপাদনে রূ...
23/10/2022

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বলেছেন, সর্বোত্তম বিদ্যুৎ উৎপাদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জন্য বাংলাদেশকে উচ্চক্ষমতাসম্পন্ন চুল্লি দেওয়া হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে (আরএনপিপি)বসানো চুল্লি একটি উচ্চশক্তির চুল্লি হিসেবে কাজ করবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আগামী বছরের অক্টোবরে তাজা পারমাণবিক জ্বালানি আসবে’।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার (২০ অক্টোবর) তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে লিখাচেভ এসব কথা বলেন।

১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার (ইউএস) ব্যয়ে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করেছে রাশিয়ান ঠিকাদার কোম্পানি রোসাটম।

প্রধানমন্ত্রী পাবনা জেলার রূপপুরে নির্মিত ২ হাজার ৪০০ মেগাওয়াট প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের চূড়ান্ত চুল্লি স্থাপনের উদ্বোধনের একদিন পর এই বৈঠক হয়। আরএনপিপির দুটি ইউনিটের প্রতিটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

রোসাটম মহাপরিচালক প্রধানমন্ত্রীকে জানান যে, তারা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার(আইএইএ) মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে বাংলাদেশে তাজা পারমাণবিক জ্বালানি আনুষ্ঠানিকভাবে আনতে চান।

তিনি বলেন, ‘রাশিয়াও বাংলাদেশে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা করতে আগ্রহী’। তিনি উল্লেখ করেন যে, তারা আরএনপিপির জন্য বাংলাদেশি জনশক্তিকে প্রশিক্ষণ দিচ্ছেন।

এছাড়া তিনি বলেন, ‘বাংলাদেশে পারমাণবিক শাসনের অবকাঠামো নির্মাণে রাশিয়া সহায়তা দিচ্ছে’।

লিখাচেভ প্রধানমন্ত্রীকে আরএনপিপির কাজের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি চলাকালেও পুরোদমে নির্মাণ কাজ অব্যাহত রাখার জন্য রাশিয়াকে বিশেষ করে রোসাটম ডিজিকে ধন্যবাদ জানান।

তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহায়তার প্রশংসা করেন।

শেখ হাসিনা রোসাটম প্রধানকে বলেন, ‘রাশিয়া আরএনপিপির জনশক্তি উন্নয়নে জোর দিতে পারে, যাতে বাংলাদেশি কর্মীরা স্বাধীনভাবে প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সক্ষম হতে পারে’।

তিনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার বিষয়েও জোর দেন।

বৈঠকে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কি উপস্থিত ছিলেন।

23/10/2022

ফিরিঙ্গিবাজারে স্বামীর ‘সহযোগিতায়’ গৃহবধূকে চোখ বেঁধে ধর্ষণ করতো ভাসুর
বিস্তারিত কমেন্টে

ইরানে পুলিশী হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিক্রিয়ায় নারীদের নেতৃত্বাধীন বিক্ষোভটির প্রতি সংহতি প্রকাশ করতে, শনিবার বা...
23/10/2022

ইরানে পুলিশী হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিক্রিয়ায় নারীদের নেতৃত্বাধীন বিক্ষোভটির প্রতি সংহতি প্রকাশ করতে, শনিবার বার্লিনে প্রায় ৮০,০০০ মানুষ এক সমাবেশে যোগ দেন। পুলিশের এক মুখপাত্র এএফপি-কে এমন তথ্য জানান।

জার্মানীর গ্রীন পার্টির পরিবার বিষয়ক মন্ত্রী, লিজা পস টুইটারে বলেন, “ইরানের সাহসী নারী ও বিক্ষোভকারীদের প্রতি আজকে হাজার হাজার মানুষ নিজেদের সংহতি প্রকাশ করছে।” তিনি আরও বলেন, “আমরা আপনাদের পাশে রয়েছি।”

নারীদের একটি সংগঠনের আহ্বান করা ঐ সমাবেশে যোগ দেওয়া কয়েকজন “নারী, জীবন, স্বাধীনতা” বলে স্লোগান দেন। তাদের কেউ কেউ কুর্দি পতাকাও উড়াচ্ছিলেন।

হেমন্তের উদ্ভাসিত রোদে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে শহরের কেন্দ্রস্থল অভিমুখে এগোতে থাকেন। এসময়ে পুলিশ হেলিকপ্টার ব্যবহার করে তাদের অগ্রযাত্রাটি অনুসরণ করে।

ইরানে প্রায় ছয় সপ্তাহ ধরে নারীদের নেতৃত্বে ক্রমবর্ধমান বিক্ষোভ হয়ে আসছে। শনিবার দোকানি ও কারখানার শ্রমিকরা হরতাল আরম্ভ করেন এবং নাগরিকরা মাহসা আমিনির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করা অব্যাহত রেখেছেন। ২২ বছর বয়সী আমিনিকে নারীদের জন্য ইরানের কঠোর পোশাক নীতিটি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

এবারের বিক্ষোভগুলো ইরানে কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে বৃহৎ পরিসরের বিক্ষোভ। এর আগে ২০১৯ সালে আকাশচুম্বী জ্বালানীর মূল্যের প্রতিবাদে দেশটিতে সমাবেশ হয়েছিল।

এবারের বিক্ষোভে তরুণীরাই নেতৃত্ব দিয়েছেন। তারা তাদের মাথার হিজাব খুলে ফেলেছেন, সরকারবিরোধী স্লোগান দিয়েছেন এবং নিরাপত্তা বাহিনীর সম্মুখীন হয়েছেন।

অসলো ভিত্তিক ইরান হিউম্যান রাইটস গোষ্ঠীটি বলছে যে,এই বিশৃঙ্খলায় কয়েকটি শিশু সহ অন্তত ১২২ জন মানুষ নিহত হয়েছেন।

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█ **টানা তৃতীয় মেয়াদে চীনা কমুনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শি জিনপিং; দেশের নেতৃত...
23/10/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
**টানা তৃতীয় মেয়াদে চীনা কমুনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শি জিনপিং; দেশের নেতৃত্ব দেবেন আরও ৫ বছর

23/10/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
**শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজে লঞ্চের ধাক্কায় ৩ যাত্রী নিহত, আহত ২

22/10/2022

রাস্তার পাশে ঔষধ বিক্রেতা ব্ল‍্যাড খেয়ে ব্ল‍্যাড বের করার ম‍্যজিক দেখিয়ে লোকের ভিড় জমিয়ে বিক্রি করলো সর্বরোগের মহা ঔষধ।

এক ফলকে বিশ্বের মহাদেশ সমূহসৌজন‍্যেঃ 10 Minute School
22/10/2022

এক ফলকে বিশ্বের মহাদেশ সমূহ

সৌজন‍্যেঃ 10 Minute School

খুলনায় বিএনপির গণসমাবেশ: কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল----------------বিস্তারিত কমেন্টে       #বিএনপিআন্দোলন  #খুলনাসমাবে...
22/10/2022

খুলনায় বিএনপির গণসমাবেশ: কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল
----------------
বিস্তারিত কমেন্টে

#বিএনপিআন্দোলন #খুলনাসমাবেশ #খুলনা #বিএনপি #রাজনীতি 👎

"লাখো জনতার সমাবেশ বললেও কেউ কেউ বলছেন বিএনপি সমাবেশে মাত্র হাজার কয়েক মানুষ উপস্থিত"        #বিএনপিআন্দোলন  #খুলনাসমাবে...
22/10/2022

"লাখো জনতার সমাবেশ বললেও কেউ কেউ বলছেন বিএনপি সমাবেশে মাত্র হাজার কয়েক মানুষ উপস্থিত"

#বিএনপিআন্দোলন #খুলনাসমাবেশ #খুলনা #বিএনপি #রাজনীতি 👎

22/10/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
**বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু: রাজশাহী মেডিকেলে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

সংকোচ ভেঙ্গে সচেতন হোন জরায়ু ক্যান্সারের রোগী দেশে হু হু করে বাড়ছে।বাংলাদেশেও এটি মৃত্যুহারের জন্য দায়ী রোগগুলোর তালিকায়...
22/10/2022

সংকোচ ভেঙ্গে সচেতন হোন

জরায়ু ক্যান্সারের রোগী দেশে হু হু করে বাড়ছে।

বাংলাদেশেও এটি মৃত্যুহারের জন্য দায়ী রোগগুলোর তালিকায় রয়েছে। আমাদের দেশের অনেক নারীই জানেন না, বিনামূল্যে জরায়ু মুখের পরীক্ষা করানো যায়।

সব সদর হাসপাতালে এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এ সেবা পাওয়া যায়।

বয়স ত্রিশ পার হলে কোনো লক্ষণ ছাড়াই জরায়ু মুখ পরীক্ষা করানো উচিত।

ক্যান্সার শুধু নিজেকে নয়, একটি পরিবারকে পথে বসিয়ে দেয়।

আশার কথা পূর্ব লক্ষণ ধরা পড়লে ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায়।

ভার্চুয়াল জগতে  চিত্রনায়ক শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে মিথ্যাচার ও নানাভাবে তাকে হেয় করার অভিযোগে ১৩টি ইউটিউব চ্যানেল ও ...
21/10/2022

ভার্চুয়াল জগতে চিত্রনায়ক শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে মিথ্যাচার ও নানাভাবে তাকে হেয় করার অভিযোগে ১৩টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

21/10/2022

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন এলাকায় এক পরিবারের উপর প্রকাশ‍্য দিবালোকে সন্ত্রাসীরা নগ্ন হামলা করেন। এতে একাধিক ব‍্যক্তি আহত হন বলে জানা যায়।

ইরানের এলনাজ রেকাবি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান রক ক্লাইম্বিং প্রতিযোগিতায় ইরানের ক্রীড়াবিদদের জন্য অপরিহার্য হিজাব ন...
21/10/2022

ইরানের এলনাজ রেকাবি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান রক ক্লাইম্বিং প্রতিযোগিতায় ইরানের ক্রীড়াবিদদের জন্য অপরিহার্য হিজাব না পরেই অংশগ্রহণ করেন। গ্রেপ্তার ও দেশ ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের আশংকার থাকা সত্ত্বেও প্রতিযোগিতা শেষে বুধবার সকালে তিনি সমর্থক ও ভক্তদের উচ্ছ্বাসের মাঝে তেহরানে ফিরেছেন।

রেকাবি ইরানে পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গেই দু’টি সরকারি সংবাদ সংস্থার ক্যামেরার সামনে আবির্ভূত হন এবং জানান, হিজাব ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারটি “পুরোপুরি দুর্ঘটনা” ছিল।

তিনি বলেন, “জুতা ও অন্যান্য সরঞ্জাম পরতে গিয়ে আমি হিজাব পরতে ভুলে গেছি এবং এরপর আমি প্রতিযোগিতায় অংশ নিতে যাই।”

প্রতিযোগিতায় হিজাব না পরে অংশ নেওয়া কী প্রতিক্রিয়া আসতে পারে, সে বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে রেকাবি বলেন, “আমার মনে অনেক দুঃচিন্তা ও উদ্বেগ থাকলেও আমি মনের শান্তি বজায় রেখে ইরানে ফিরেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এখন পর্যন্ত কিছু ঘটেনি।”

রবিবারের প্রতিযোগিতার পর থেকে রেকাবির বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, এরকম একটি সংবাদ ছড়িয়ে গেলে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়।

রেকাবি এমন সময় হিজাব ছাড়া প্রতিযোগিতায় অংশ নিলেন যখন ২২ বছর বয়সী নারী মাহসা আমিনির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ চলছে। উল্লেখ্য, গত মাসে পোশাক পরার নীতিমালা লঙ্ঘনের দায়ে মাহসা গ্রেপ্তার হন এবং নৈতিকতা পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়।

রবিবারের প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেন রেকাবি। ২০২১ সালে তিনি বিশ্ব রক ক্লাইম্বিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জেতেন।

মঙ্গলবার স্পোর্ট ক্লাইম্বিংয়ের আন্তর্জাতিক ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা রেকাবির সঙ্গে যোগাযোগ করছে এবং “ঘটনাপ্রবাহ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।” ফেডারেশন আরও জানায়, তারা ইরানে ফেরার পর রেকাবির পরিস্থিতির ওপর নজর রাখবে।

ফেডারেশন জানায়, “ক্রীড়াবিদদের’ নিরাপত্তা আমাদের জন্য অনেক বড় একটি বিষয় এবং আমরা আমাদের সম্প্রদায়ের একজন সম্মানিত সদস্যকে এ ধরনের পরিস্থিতিতে নিরাপদ রাখার জন্য যেকোনো উদ্যোগে সমর্থন জানাই।

পাহাড়ে যৌথ অভিযানে উদ্ধার হয়েছে এসব অস্ত্র। গ্রেপ্তার হয়েছেন দশজন। যাদের মধ্যে তিনজন পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের এবং ...
21/10/2022

পাহাড়ে যৌথ অভিযানে উদ্ধার হয়েছে এসব অস্ত্র। গ্রেপ্তার হয়েছেন দশজন। যাদের মধ্যে তিনজন পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের এবং সাতজন নিরুদ্দেশ হয়ে কথিত হিজরতে পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

Address

Chittagong
Mirsarai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mtv24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mtv24:

Share

Category



You may also like