09/02/2023
💁আমরা নেগেটিভ ব্যক্তিদের সমারোহে ডুবে আছি। আপনি ভালো কিছু করতে চাইলে আপনার আশেপাশে অনেক লোকজন নেমে পড়বে আপনাকে অনুৎসাহিত করতে, আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলতে।
মূলত যারা আপনাকে নিয়ে নেগেটিভিটি ছড়াবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে- বিবেচনা করে দেখবেন তারা আপনার পর্যায়ে পৌছানোর ক্ষমতা বা যোগ্যতা রাখে না।
💦তারা চায় না আপনি তাদের চেয়ে উপরে উঠে যান। আপনাকে সবসময় নিচের দিকে টেনে নামাতে চায় তারা।
আপনি যদি তাদের কথা শুনে নিজের উপর বিশ্বাস হারান তবে ক্ষতি আপনারই।
সবসময় মনে রাখবেন একটা নেগেটিভ ব্যক্তির কথা শুনে যদি আপনি নিজের মাথার ভিতর নেগেটিভ একটা চিন্তা পোষণ করেন, তাহলে আপনার আত্মবিশ্বাস নিমিষেই শূন্য হয়ে যাবে। আপনি সফল হতে পারবেন না।
আর আপনি যদি আপনার আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে যে মানুষটাকে তৈরী করেছেন তার কথা শুনেন তাহলে আপনার মধ্যে আর সফলতার মধ্যে দূরত্ব থাকবে শুধু সময় আর পরিশ্রমের। 🎊
আপনি পরিশ্রম করে যান। নিজের উপর আত্মবিশ্বাস রাখুন।
✌️আপনি হাত বাড়ানোর আগেই সফলতা আপনার কাছে চলে আসবে।