Emran Hossain Rupom

Emran Hossain Rupom o :o dektha ami jotho ta sweet and cute . thotho ta E HARAMI Ami :p :o
সত্যিকার অ

আমি প্রয়োজনেই সীমাবদ্ধ থাকতে চাই,কারো প্রিয় হয়ে ওঠার ইচ্ছে      আমার নেই😎😎
11/12/2023

আমি প্রয়োজনেই সীমাবদ্ধ থাকতে চাই,
কারো প্রিয় হয়ে ওঠার ইচ্ছে
আমার নেই😎😎

জীবন নামক চ্যাপ্টারে নাম মাত্র সম্পর্কে চেয়ে একাকিত্ব  থাকা অনেক অনেক শ্রেয়। হোক সেটা  পরিবার,  আত্মীয়,  অথবা বন্ধু নামক...
07/12/2023

জীবন নামক চ্যাপ্টারে নাম মাত্র সম্পর্কে চেয়ে একাকিত্ব থাকা অনেক অনেক শ্রেয়। হোক সেটা পরিবার, আত্মীয়, অথবা বন্ধু নামক শব্দ।

21/11/2023

জাগো 🗣️ জাগো🗣️
বাঁচাও বাংলাদেশ 😢
তোমার আমার প্রাণের বাংলাদেশ 🇧🇩

অযোগ্যদের আপনি যোগ্য করে তুললে সে প্রথমে আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন  তুলবে।  # চিরন্তন সত্য👍
11/11/2023

অযোগ্যদের আপনি যোগ্য করে তুললে
সে প্রথমে আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলবে।

# চিরন্তন সত্য👍

🤐🤐
04/11/2023

🤐🤐

আত্মার সম্পর্ক শুধু রক্ত থেকেই তৈরি হয় না।জীবন দশায়  কিছু স্পেশাল  মানুষ  আপনার সাথে আত্মার সম্পর্ক তৈরি হয়।  তেমনই একট...
10/10/2023

আত্মার সম্পর্ক শুধু রক্ত থেকেই তৈরি হয় না।
জীবন দশায় কিছু স্পেশাল মানুষ আপনার সাথে আত্মার সম্পর্ক তৈরি হয়। তেমনই একটি সম্পর্ক আমার আর তোর। ❤️ ভাই❤️

জীবনের প্রতিটি পদক্ষেপ সফলতা কামনা করছি।

26/09/2023
🐍সাপ 🐍আপনাকে শুধু শুধু কামর দিতে আসবে না। যতক্ষণ না তার মনে হবে তার উপর আক্রমণ হতে যাচ্ছে।।  আর সে যখন দেখবে তার উপর আক্...
21/08/2023

🐍সাপ 🐍আপনাকে শুধু শুধু কামর দিতে আসবে না।
যতক্ষণ না তার মনে হবে তার উপর আক্রমণ হতে যাচ্ছে।। আর সে যখন দেখবে তার উপর আক্রমণ হতে চলেছে সেও আপনার বারটা বাজানোর জন্য রেডি হয়ে যাবে। আর যদি🐍 জাতের🐍 একটা হয় তাহলে এক কামড়ে ই খালাস।।

কথাটা বলার কারন।
আমাদের চারিপাশে এরকম বৈশিষ্ট্যের অনেক 👤মানুষ👤 আছে। তাই যা করবেন অথবা বলবেন বুঝেশুনে।🤐🗣️

12/08/2023
মানুষের ভালো জিনিস কখনো ই ভালো লাগে না।✅কারন,  ভালো জিনিসে আছে ধৈর্য,  স্বাদনা, পরিশ্রম যা আপনার মাইন্ড সহজে মেনে নিতে প...
05/08/2023

মানুষের ভালো জিনিস কখনো ই ভালো লাগে না।✅

কারন,
ভালো জিনিসে আছে ধৈর্য, স্বাদনা, পরিশ্রম
যা আপনার মাইন্ড সহজে মেনে নিতে পারবে না।

২৯ জুলাই । তারুণ‌্যের মহাসম্মেলন ।               আমি আসছি আপনি আসছেন তো? রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/cxCY3k5jpD...
19/07/2023

২৯ জুলাই । তারুণ‌্যের মহাসম্মেলন ।
আমি আসছি আপনি আসছেন তো?
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/cxCY3k5jpDToxsz56

শুভ কামনা,
ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট টিম
01521213610

আপনার আমার ছোট ছোট  ভুলগুলো আমাদের মাইন্ড আমাদেরকে  বিশাল বড় করে উপস্থাপন করে আর আপনাকে ইরিটেড ফিল করায়। তাই আমাদের মাইন...
15/07/2023

আপনার আমার ছোট ছোট ভুলগুলো আমাদের মাইন্ড আমাদেরকে বিশাল বড় করে উপস্থাপন করে আর আপনাকে ইরিটেড ফিল করায়।

তাই আমাদের মাইন্ডকে কন্ট্রোল করা প্রয়োজন। ✅

14/07/2023

মানুষ যত উক্তিই শুনাক না কেন,

দিন শেষে টাকা ছাড়া কোন মূল্য নেই !😎

03/07/2023

সুস্থ জীবন মানেই
গ্রামীণ জীবন।🤗🌄

03/07/2023

সুস্থতার উৎস কি?

(মানষিক শান্তি)

30/06/2023

কিসের প্ল্যান কিসের পরিকল্পনা? 🤔

হুটহাট আড্ডা🤗 হুটহাট খাওয়াদাওয়া। 🤤

২৪ ঘন্টার মধ্যে নিজেকে কত ঘন্টা সময় দেন?🤔
13/06/2023

২৪ ঘন্টার মধ্যে নিজেকে কত ঘন্টা সময় দেন?🤔

13/06/2023

A positive vibe can change your junk mind 🤗

28/05/2023

মানুষের বৈশিষ্ট্য 🤫🤐

02/05/2023

শিক্ষকের ভালোবাসা গুলো শিক্ষা জীবন শেষ হলে উপলব্ধি করা যায়। 🫂🥰

23/04/2023

প্রতিবারে মতো এবার ও আমাদের আয়োজনের কোন কমতি ছিল না 🤗🥰

🫂সকল বন্ধুদেরকে একসাথে পেয়ে ঈদের পরিপূর্ণতা পেয়েছে। 🫂

16/04/2023

কি ভাবে বুঝবেন আপনার হিংসা আছে কিনা?

05/04/2023

নিজের নফ্সকে কখনো প্রশ্রয় দিবেন না। 🥲

22/03/2023

নিজেকে পরীক্ষা করুন।

আপনি যখন কী করবেন এই বিষয়ে পরিষ্কার ও নিশ্চিত তখন আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন, 'আমি কীভাবে এটা সম্পন্ন করব?'

যখনই এই প্রশ্ন আপনার মাথায় আসবে তখন আগে দুটি প্রশ্ন নিজেকে করুন-

১. আমি এখন কোন পরিস্থিতিতে আছি?

২. আমি কি ঠিক পথেই এগিয়ে যাচ্ছি?

এই দুই প্রশ্ন সম্পর্কে নিশ্চিত হোন।

আপনি যখন নিজের পরিস্থিতি ও ঠিক পথ সম্পর্কে নিশ্চিত হবেন তখন পরবর্তী প্রশ্ন হচ্ছে, 'এখন কী করা যায়?'

এবার নিজেকে আবার প্রশ্ন করুন-

১. আমি যা করছি তা কি আমাকে দ্রুত ও দক্ষতার সাথে লক্ষ্যের দিকে নিয়ে যাবে?

২. আমি কি আমার অগ্রগতির পথে সন্তুষ্ট?

৩. সবকিছু ঠিকঠাক চলছে তো, নাকি আমি অনেক বেশি বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছি?

এবার আপনার কাজের পদ্ধতিসমূহ নিয়েও প্রশ্ন তুলুন। আপনি যত প্রশ্ন তুলবেন আপনার আত্মপরিশুদ্ধি এবং কর্মক্ষমতা তত বাড়বে।

📘বই ➖ টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম।

বইটি সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

09/03/2023
09/02/2023

আমাদের আগামী প্রজন্ম ভয়ানক বিপদের মুখোমুখি হতে যাচ্ছে।.তাদেরকে যতটা সম্ভব পারেন স্মার্ট ফোন থেকে দূরে রাখতে। নিল ডিসপ্লে থেকে দূরে রাখলে-ই সম্ভব এদেরকে বাঁচানো।

একবার দুইজন খুব ভাল বন্ধু একসাথে মরুভূমীর মধ্যে দিয়ে যাচ্ছিল। তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল, কথার এক পর্যা...
03/12/2022

একবার দুইজন খুব ভাল বন্ধু একসাথে মরুভূমীর মধ্যে দিয়ে যাচ্ছিল।
তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল, কথার এক পর্যায়ে তাদের কোন একটি বিষয়ে ঝগড়া হলো এবং সে ঝগড়ায় ১ম বন্ধুটি ২য় বন্ধুকে একটি চড় মেরে বসলো।

২য় বন্ধুটি কষ্ট পেলো কিন্তু ১ম বন্ধুটিকে কিছুই বললো না , সে বালিতে লিখলো –

“আমার সবচেয়ে ভাল বন্ধু আজ আমায় থাপ্পর মরেছে”

বন্ধু দুটি আবার হাটতে শুরু করলো এবং হাটতে হাটতে একটি মরুদ্যান এর সামনে এসে উপস্থিত হয়। তারা সেখানে পানিতে গোসল করতে মনস্থির করে। এমন সময় যে বন্ধুটি (২য়) চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে। তখন ১ম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর ২য় বন্ধুটি গিয়ে আবার পাথরের উপরে লিখলো-

“আমার সবচেয়ে ভাল বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে”

এটি দেখে ১ম বন্ধটি জিজ্ঞাসা করলো –

কিরে, যখন মারলাম তখন লিখলি বালিতে, আর বাঁচানোর পর লিখলি পাথরে। এর কারন কি?

তখন ২য় বন্ধুটি উত্তর দিল-

“যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতেই লেখা উচিত। যাতে ভালবাসা ও মায়ার বাতাস তা মুছে ফেলে। কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয়, যাতে কোন কিছুই সেটা মুছতে না পারে।”

নীতিকথাঃ
নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ হতেই পারে, কিন্তু তা মনে পুষে রাখতে নেই। কারন বড় বিপদ গুলোতে কাছের মানুষ গুলোই এগিয়ে আসে।

😍😍

26/10/2022

মতিঝিলে ‘১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে’ সিসি ক্যামেরায় ধরা ৩ পুলিশ সদস্য।
তাদের এরেস্ট করেছে মতিঝিল থানা পুলিশ।
বিস্তারিত কমেন্টে✋

Life is one. Sakib is one. 💦
04/10/2022

Life is one.
Sakib is one. 💦

জীবনে আপনার সফল সময়ে চারিদিকে মানুষ পাবেন অনেক। তবে সফল হওয়ার আগে আপনাকে সাপোর্ট দেওয়ার মানুষ পাবেন মাত্র দুয়েকজন। হাজার...
13/09/2022

জীবনে আপনার সফল সময়ে চারিদিকে মানুষ পাবেন অনেক। তবে সফল হওয়ার আগে আপনাকে সাপোর্ট দেওয়ার মানুষ পাবেন মাত্র দুয়েকজন। হাজার হাজার মানুষের ভিড়ে সেই দুয়েকজন যেন হারিয়ে না যায়।
--sabit

I Don't comparing myself to others people.  CausOnly i know my story.
03/09/2022

I Don't comparing myself to others people. Caus
Only i know my story.

মানুষ কড়া কথা বলতে পছন্দ করে, শুনতে ঘৃনা করে। অন্যকে বলার আগে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে কড়া কথা বলে এর কষ্টটা অনু...
29/08/2022

মানুষ কড়া কথা বলতে পছন্দ করে, শুনতে ঘৃনা করে। অন্যকে বলার আগে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে কড়া কথা বলে এর কষ্টটা অনুভব করা দরকার!!
- shabit international

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ? 🤫 চুপ হয়ে যান। ২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ? 🤫 চুপ হয়ে যান। ৩.কোন মানুষ অনেক অপ'মান ...
28/08/2022

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ?
🤫 চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ?
🤫 চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপ'মান করছে?
🤫 চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে ?
🤫 চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মি'থ্যা দোষা'রোপ করছে ?
🤫 চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘা'ত'ক'তা করছে ?
🤫 চুপ হয়ে যান।
✅ এমন নিরব হয়ে যান সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে । মৃ'ত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না । শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না । এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আ'র্ত'নাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস । আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি ।
কিন্তু আপনি জানেন কি ? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দম'বন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না । তাই শব্দ দিয়ে , কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না ।

✅ তাই নিজের স্বার্থে বাঁচুন
নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "রব" আছেন.!
সেজদায় গিয়ে বলে দিন,,
তিনি দুঃখ মুছার উপশম বিলি করেন..!!

Address

Dhaka
Mirpur
1216

Telephone

+8801303372541

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emran Hossain Rupom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emran Hossain Rupom:

Videos

Share

Nearby media companies


Other Gaming Video Creators in Mirpur

Show All

You may also like