Pori Blogs 2

Pori Blogs 2 নিজেকে সময় দিন আর নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে সবাই আপনাকে নিয়ে গর্ব করে।

27/03/2023

মাননীয় প্রধানমন্ত্রীর বাসায় কুমড়োর চপ হয়, তেল ছাড়া রান্না হয়, এখন তো কাঠালের বার্গার সাথে কাবাবও হয়,
এসব না বলে দামটা কমালেই তো হয়।

18/03/2023

আমি বুঝিনা মেয়ে/মহিলা গুলোর কি সমস্যা? ভালো ছেলেগুলারে বাদ দিয়ে যেগুলো ৫-১০ টা সম্পর্ক করে সেগুলোর কাছে গিয়ে ভালোবাসা চায়।

16/03/2023

তাকে আমি দূরে সরিয়ে দিয়েছি তারপরও তার প্রতি আমার অগাধ ভালোবাসা।

16/03/2023

অভাবের সংসারে স্বপ্ন দেখা বারণ

16/03/2023

মায়াবী এই শহরে সপ্ন দেখা বারণ!😪
বাস্তব মিলাতে গেলেই পরিস্থিতির কারণ! 😪

বিঃদ্রঃ- 😅😅এটা কয়জনে বুঝে 😅😅

13/03/2023

আমি ব্যার্থতায় ঘিরে আছি,
আমার উচিত শক্ত হওয়া,
নতুবা আমি একদিন শেষ হয়ে যাবো
😅😅😅😅😅😅

13/03/2023

জীবনটা বাবার মত চালিয়ে নিতে হবে, আর মায়ের মতো মানিয়ে নিতে হবে। 🌸

30/12/2022

Legend Never Die,
King of Football Pelé
29.12.2022

18/12/2022

ট্রফি আর্জটিনা ❤️❤️❤️

18/12/2022

কারো নোংরা ভাষার উত্তরে
তুমিও যদি নোংরা কথা বলো,তবে কৃতিত্ব তাঁরই!
যে তোমার মতো শিক্ষিত মানুষকে
তাঁর স্তরে নামিয়ে আনতে পেরেছে।

17/12/2022

আপনি ভালো তো জগত ভালো, মনে রাখবেন

14/12/2022

- হ্যাঁ আমিই সেই ভদ্র মেয়ে😊
- যে ফালতু মেকাপের পেছনে টাকা নষ্ট করি না।🙂

,R,S

14/12/2022

দিন শেষ আমিও একা, তোমাকে হারিয়ে।
ইশ্বর আমার মধ্যে যুদ্ধ করার শক্তি দেয়নি পরিবারের বিপক্ষে
তাই আমাকেই ছাড়তে হইছে।

13/12/2022

এমন তিন জন মানুষকে মেনশন দিন- যাদের সাথে দেখা করতে খুবই ইচ্ছে করছে কিন্তু পরিস্থিতির কারণে সম্ভব হচ্ছে না।

কিছু কিছু সময় তাদেরও জানা উচিৎ আপনি তাদের মিস করেন।🌸

13/12/2022

মেসি ফাইনালে হি হি হি

13/12/2022

মেসির হাতে বিশ্বকাপ ট্রফি- এই মুহূর্তটা হবে পৃথিবীর সুন্দরতম দৃশ্যগুলার একটি!'🖤

13/12/2022

অবশেষে আর্জেটিনা ৩ গেলো এগিয়ে, ক্রোইশিয়া তুমি বাড়িতে যাও

13/12/2022

যখব সময় খারাপ যায় তখন মানুষের থেকে এই ব্যবহারটা স্বাভাবিক

12/12/2022

ভালোবাসা- এটা যদি পূর্নতা পায় তাহলে এটার থেকে শান্তির আর কিছু নেই।
যদি অপূর্ন থাকে তাহলে এর থেকে কষ্টের আর কিছু থাকে না

12/12/2022

কিছু অনুভূতি কখনোই ছোঁয়া যায় না, শুধু দূর থেকে অনুভব করা যায়

12/12/2022

মাঝে মাঝে তোমার আইডিতে ঢুকি এটাই দেখার জন্য যে তুমি অলাইনে আসো কিনা। কিন্তু আমি প্রতিবার হতাশ হই কারণ তুমি আসো না, এর জন্য আমিই দায়ি।

11/12/2022

সে কি তাহলে সবকিছু থেকে ছেড়ে চলে গেলো? আসলে সে তো যায়নি আমিই বাধ্য করছি তাকে যেতে।

10/12/2022

আমাদের কষ্টগুলো ভেতরেই জমা থাকে, ছিটকে বের হয় খুব সহজে তাইতো আমরা উপর থেকে এত কঠিন।

10/12/2022

পর্তুগালের জন্য খুব কষ্ট লাগছে, বিশেষ করে ওই পিকটস ভাইরাল হওয়ার পর থেকে, কোচটাকে মনে হয় পিটাই

10/12/2022

সত্যিকার ভালোবাসলে আপনি এমনিই মরে যাবেন। মরার আগে মরবেন। বারবার মরবেন। কাছে পেলে শিহরণে মরবেন। ভালো লাগায় মরবেন। ভালোবাসায় মরবেন। আবার দূরে থাকলে যন্ত্রণায় মরবেন। একটু কথা না বলতে পারলে কষ্টে মরবেন। অপেক্ষা করতে হলে রাগে মরবেন।

মোটকথা, সত্যি সত্যি কাউকে ভালোবাসলে আপনি মরবেনই। বেঁচে থাকার চিন্তা করতে যাবেন না তাই।

বাট, ট্রাস্ট মি, এতকিছুর পরেও ভালোবাসা সুন্দর।

- ত্বাইরান

10/12/2022

মিলন ও বিদায়ের প্রয়োজনে আমি যদি মিলিত হতাম
তোমার উৎসের সাথে, তবে আমি অন্য সব প্রেমিকের মতো
বিরাট পৃথিবী আর সুবিশাল সময়কে সেবা ক’রে আত্মস্থ হতাম।
জীবনানন্দ দাশ - Jibanananda Das

09/12/2022

হা হা হা

Address

Dhaka
Mirpur
@[684918195019067:]

Telephone

+8801810770659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pori Blogs 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category