15/03/2024
#শিল্পীরাও_মানুষ!
সাধারণত একজন শিল্পীর মন হয় কোমল, স্বচ্ছ এবং স্পর্শকাতর। কিন্তু সমাজব্যবস্থা শিল্পীর এই গুনবাচক বিষয়গুলিকে যথার্থ সন্মান এবং মূল্যায়ন জানাতে শিখেনি! শিল্পীর মনে কখনই অধিক প্রত্যাশা থাকে না।
কিন্তু শিল্পীও যেহেতু একজন সামাজিক এবং সাংসারিক মানুষ, সেহেতু তার ভেতরের এই কোমল শিল্পীসত্তা তাকে তখন তার দ্বান্দ্বিক আরেক স্বত্তা হয়ে প্রশ্নে, বিদ্রুপে এবং হীনমন্যতায় জর্জরিত করতে থাকে তাকে ভেতরে ভেতরে। সব শিল্পী-ই এত কিছু এক সাথে সামলে ওঠতে পারে না আবার অস্বীকারও করতে পারে না। এই শিল্পীস্বত্তাই তখন শিল্পীর গলার কাঁটা হয়ে দাঁড়ায়!
আর তাইতো রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মহম্মদেরা আত্মহত্যা করার কথা ভাবতে পারে! সাদী মহম্মদ ভাই না হয় বিখ্যাত মানুষ; কিন্তু কত অজ্ঞাত শিল্পীরা আত্মহত্যা করে গোপনে এবং নিজের খুব ভেতরে.........তার খবর আমরা কয়জন রাখি?
সবশেষে আমি নিজের ব্যক্তিগত একটা মতামত জানিয়ে শেষ করতে চাই যে, একজন শিল্পী যতই বিখ্যাত এবং গুনী হয়ে যান না কেন, শিল্পকর্মের পাশাপাশি শিল্পী অন্য পেশাতেও প্রফেশনাল হলে, শিল্পীর জীবনে অন্তত বিড়ম্বনা-টা কম হতে পারে অনেকটা।।
© Clockbird