25/01/2025
শীতকাল মানেই খেজুরের রসের মিষ্টি স্বাদ আর স্মৃতিতে ভরা এক অন্যরকম আনন্দ। ভোরের কুয়াশা, মাটির হাঁড়ি, আর খেজুর গাছ থেকে টাটকা রস সংগ্রহের সেই দৃশ্যগুলো শীতের প্রকৃতিকে আরও আপন করে তোলে। গ্রামের পরিবেশ থেকে শহরের আড্ডা—খেজুরের রসের মিষ্টতা ছড়িয়ে দেয় উষ্ণতার পরশ। 🍂🍯