নতুন বাংলাদেশ এ রক্তের সাথে বেইমানি করা হবে যদি সাকিব - মাশরাফি কে মাপ করে দেয়া হয় _ ব্যারিস্টার ফুয়াদ
আবারো নতুন একটি ইতিহাস গড়লো ইমরান 😍
হাঙ্গেরীর বুদাপেস্টে ♥️ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ২০২৩♥️
১০০ মিটার স্প্রিন্টের হিটে প্রথম হয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে কোনো হিটে এই প্রথম এমন অর্জন বাংলাদেশী অ্যাথলেটের।
#worldathleticschampionships2023
#athlete
#100mSprint
#Bangladesh
#bangladeshathlete
Imranur Rahman
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে।
অভিনব মৃত্যুর তালিকায় গতকাল আরেকটা নাম বেড়েছে। মেয়েটার নাম রিয়া, বয়স ১০। পঞ্চম শ্রেণির ছাত্রী। প্রচন্ড তাপদাহের মধ্যে বাধ্য হয়ে ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোকে মারা গেছে সে।
বাচ্চাদের জন্য খেলাধুলা হচ্ছে আনন্দের উপলক্ষ্য। তাদের মেধা ও মননের বিকাশেও খেলাধুলা জরুরি। তাই প্রাথমিক স্কুল পর্যায়ে বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন করাটা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু তাই বলে জোর করে খেলিয়ে বাচ্চাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে?
টাঙ্গাইলে চলছে "#বঙ্গমাতা #ফুটবল #টুর্নামেন্ট"। গতকাল ছিলো ছুনুটিয়া প্রাথমিক বিদ্যালয় ও দ্বীমুখা প্রাথমিক বিদ্যালয়ের ম্যাচ। খেলার এক পর্যায়ে প্রচন্ড গরমে #হিটস্ট্রোক করে মাঠে লুটিয়ে পড়ে #ছুনুটিয়া বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রিয়া। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।
স্কুলের প্রধান শিক্ষক বলেছেন- তারা প্রচন্ড গরমের ক
অভিনব মৃত্যুর তালিকায় গতকাল আরেকটা নাম বেড়েছে। মেয়েটার নাম রিয়া, বয়স ১০। পঞ্চম শ্রেণির ছাত্রী। প্রচন্ড তাপদাহের মধ্যে বাধ্য হয়ে ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোকে মারা গেছে সে।
বাচ্চাদের জন্য খেলাধুলা হচ্ছে আনন্দের উপলক্ষ্য। তাদের মেধা ও মননের বিকাশেও খেলাধুলা জরুরি। তাই প্রাথমিক স্কুল পর্যায়ে বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন করাটা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু তাই বলে জোর করে খেলিয়ে বাচ্চাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে?
টাঙ্গাইলে চলছে "বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট"। গতকাল ছিলো ছুনুটিয়া প্রাথমিক বিদ্যালয় ও দ্বীমুখা প্রাথমিক বিদ্যালয়ের ম্যাচ। খেলার এক পর্যায়ে প্রচন্ড গরমে হিটস্ট্রোক করে মাঠে লুটিয়ে পড়ে ছুনুটিয়া বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রিয়া। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।
স্কুলের প্রধান শিক্ষক বলেছেন- তারা প্রচন্ড গরমের কার
ছেলেরা অলওয়েজ হাসির ভিতরে তাদের কষ্ট টা আড়াল করে দেয়। #smile #pain
বিশেষ সতর্কবার্তাঃ যাদের বাসায় এই রকম ওয়াটার হিটারের ব্যবস্থা আছে তাদের জন্যে শুধু সতর্কবার্তা।
অবশ্যই গােসলের সময় ওয়াটার হিটার এর সুইচ বন্ধ করে গােসল করবেন।
শুরু হলো শীতকাল অনেকে হিটার সারাক্ষণ চালু রাখেন গরম পানির জন্য। যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে বড় কোন দূর্ঘটনা।
সুতরাং, বড় কোন দুর্ঘটনা ঘটার আগে সতর্ক থাকুন।
ধন্যবাদ
#waterheater
#heater
#heaters
#heatersafety
#heatersafetytips