Razu Ahammed

Razu Ahammed "Don't wait for someone. Lets go out alone.''

"Believe in yourself, because whatever you think, it's possible."

১২.০১.২৫আলহামদুলিল্লাহ♥️ আজকে থাইল্যান্ডের ভিসা আরো দুটি পেমেন্ট দিলাম।
12/01/2025

১২.০১.২৫
আলহামদুলিল্লাহ♥️ আজকে থাইল্যান্ডের ভিসা আরো দুটি পেমেন্ট দিলাম।

"ইকো ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর জন্মদিনে, প্রতিটি মুহূর্তের প্রতিটি সাফল্যের জন্য আপনাদের অসীম ভালোবাসা এবং সমর্থনকে ধন্...
01/01/2025

"ইকো ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর জন্মদিনে, প্রতিটি মুহূর্তের প্রতিটি সাফল্যের জন্য আপনাদের অসীম ভালোবাসা এবং সমর্থনকে ধন্যবাদ। আমরা একসাথে আরও বড় কিছু করতে চলেছি!" ইনশাআল্লাহ♥️

"নতুন বছর, নতুন আশা, নতুন চ্যালেঞ্জ! ২০২৫ হোক সবার জন্য নতুন সুযোগের বছর। সবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা!"


"নতুন বছরের নতুন সূর্য পৃথিবীকে আলোকিত করুক, আমাদের জীবনেও আসুক নতুন সম্ভাবনা।  Happy New Year 2025!
31/12/2024

"নতুন বছরের নতুন সূর্য পৃথিবীকে আলোকিত করুক, আমাদের জীবনেও আসুক নতুন সম্ভাবনা। Happy New Year 2025!


27/12/2024

27.12.24
মানববন্ধন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।

27/12/2024

২৭/১২/২৪
জুমা মোবারক

23/12/2024

থাইল্যান্ড, মালয়েশিয়া – ২ দেশ এক ভ্রমণে! আপনার স্বপ্নের ভ্রমণ এখন বাস্তবে! ১১ রাত ১২ দিনের স্পেশাল ট্যুর প্যাকেজ!

🎉 এবার ছুটির দিনগুলো স্মৃতিময় হয়ে উঠুক!

📞 প্যাকেজ বুক করতে কল করুন 09613300350 (সকাল ১০.০০ টা - রাত ৮.০০ টা) শুক্রবার ব্যতীত। হোয়াটসঅ্যাপ করুনঃ-
wa.me/+8801711866175
wa.me/+8801711866176
wa.me/+8801711866171

থাইল্যান্ড, মালয়েশিয়ার প্যাকেজ বুকিং করতে সরাসরি অফিসে চলে আসতে পারেন।

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলোঃ- https://www.youtube.com/

🌟আপনার গন্তব্য, আমাদের দায়িত্ব।

⏳ থাইল্যান্ড, মালয়েশিয়ার প্যাকেজ বুকিং দেওয়ার শেষ সময় - ৩১ ডিসেম্বর ২০২৪।

⏳ বুকিং শেষ হওয়ার আগেই মিস করবেন না!

অফিসের ঠিকানাঃ- ২৩১, সেন্ট্রাল প্লাজা, (০২ তলা), মিরপুর-১০ (মেট্রো-রেল পিলার নং- ২৫৩), ঢাকা-১২১৬

23/12/2024
22/12/2024

পটুয়াখালী, বরিশাল।

#পটুয়াখালী

🔥 রোমানিয়ার কনসুলেট টিমের আপডেট 🔥🇷🇴রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে ক্যালিন জর্জেস্কুর অপ্রত্যাশিত সাফল্...
20/12/2024

🔥 রোমানিয়ার কনসুলেট টিমের আপডেট 🔥🇷🇴

রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে ক্যালিন জর্জেস্কুর অপ্রত্যাশিত সাফল্যের পর, রাশিয়ার হস্তক্ষেপ এবং সাইবার আক্রমণের অভিযোগে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর ফলে, রোমানিয়ার সাংবিধানিক আদালত নির্বাচনের ফলাফল বাতিল করেছে এবং নতুন নির্বাচনের প্রস্তুতি চলছে।

এ অবস্থায়, বাংলাদেশে রোমানিয়া কনসুলেট টিম ঢাকায় আসার সময়সূচী দীর্ঘায়িত হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী মার্চের পরে কনসুলেট টিম ঢাকায় এসে তাদের সেবা শুরু করবেন।

তবে, যারা রোমানিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ যে, আপনার আবেদন প্রক্রিয়া যত তাড়াতাড়ি শুরু করবেন, তত বেশি এগিয়ে থাকবেন। সময় নষ্ট না করে প্রস্তুতি নিন।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আজই শুরু করুন।

তবে পূর্বের মতো মধ্যপ্রাচ্য থেকে আমাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে এবং আছে।

বাংলাদেশ থেকে আবেদন যারা করবেন তারাও এখনই আবেদন করতে পারেন, কারণ নির্বাচন প্রক্রিয়ার কারণে কনসুলেট সার্ভিস বাংলাদেশে আসতে দেরি হলেও রোমানিয়াতে ওয়ার্ক পারমিট প্রসেসিং বেশ দীর্ঘায়িত হচ্ছে। তাই আপনাকে অবশ্যই এখনই প্রস্তুতি নিতে হবে, এবং এখনই সিদ্ধান্ত নিয়ে রাখুন কোথায় আপনি আবেদন করবেন এবং করতে চাচ্ছেন। আপনার পছন্দের মানুষ এবং প্রতিষ্ঠান এখনই নির্বাচন করুন। ধন্যবাদ।

More Info : 01711866171




"ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ যেন গল্প বলে, আর আমি সেই গল্পগুলো শুনে চলেছি! #বিজয়দিবস
20/12/2024

"ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ যেন গল্প বলে, আর আমি সেই গল্পগুলো শুনে চলেছি!

#বিজয়দিবস

"১৬ ডিসেম্বর, স্বাধীনতার চূড়ান্ত বিজয়! সবার আত্মত্যাগ ও সংগ্রামের জন্য আজ আমরা স্বাধীন। এই দিনটি শুধু বিজয়ের নয়, এটি...
16/12/2024

"১৬ ডিসেম্বর, স্বাধীনতার চূড়ান্ত বিজয়! সবার আত্মত্যাগ ও সংগ্রামের জন্য আজ আমরা স্বাধীন। এই দিনটি শুধু বিজয়ের নয়, এটি আমাদের জাতীয় আত্মসম্মানের দিন।

#বিজয়দিবস
#১৬ডিসেম্বর


12.12.24বাংলাদেশ থেকে সার্বিয়াআমরা আরো ১৯ জনের সার্বিয়ার ওয়ার্ক পারমিট রিসিভ করলাম। যারা অপেক্ষায় আছেন সবার গুলোই পা...
14/12/2024

12.12.24
বাংলাদেশ থেকে সার্বিয়া
আমরা আরো ১৯ জনের সার্বিয়ার ওয়ার্ক পারমিট রিসিভ করলাম। যারা অপেক্ষায় আছেন সবার গুলোই পাবো। ইনশাআল্লাহ

যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন, জমা দিতে পারবেন।

ইউরোপের জন্য প্ল্যান করলে ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন। নিজের চাকরি ব্যবসা চালিয়ে যান।

সবার জন্য দোয়া ও শুভকামনা

Eco Travels & Tours
Eco Consultancy
wa.me/+8801711866171
ঠিকানাঃ- ২৩১, সেন্ট্রাল প্লাজা, (০২ তলা),
মিরপুর-১০, ঢাকা-১২১৬






13/12/2024

এক ছুটিতে দু'টি গন্তব্যের সৌন্দর্য উপভোগ করুন। মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, সাশ্রয়ী দামে একসাথে!🌴

📞 প্যাকেজ বুক করতে কল করুনঃ- 09613300350 (সকাল ১০.০০টা - রাত ৮.০০টা) শুক্রবার ব্যতীত। অথবা হোয়াটসঅ্যাপ করুন
wa.me/+8801711866175
wa.me/+8801711866176

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলোঃ- https://www.youtube.com/

🌟আপনার গন্তব্য, আমাদের দায়িত্ব।

শ্রীলঙ্কা - মালদ্বীপ প্যাকেজ
০১ দিন শ্রীলঙ্কা
০৩ দিন মালদ্বীপ
প্রাইস- ৭৯,৯০০ টাকা প্রতি জন।

শ্রীলঙ্কা - মালদ্বীপ প্যাকেজ
০২ দিন শ্রীলঙ্কা
০৩ দিন মালদ্বীপ
প্রাইস- ৮৯,৯০০ টাকা প্রতি জন।

শ্রীলঙ্কা - মালদ্বীপ প্যাকেজ
০৩ দিন শ্রীলঙ্কা
০৪ দিন মালদ্বীপ
প্রাইস- ১,১০,০০০ টাকা প্রতি জন।

মালদ্বীপ এ রয়েছে অন্যান্য ট্যুর প্যাকেজ।

⏳ বুকিং শেষ হওয়ার আগেই মিস করবেন না!

===========================
অফিসের ঠিকানাঃ- ২৩১, সেন্ট্রাল প্লাজা, (০২ তলা), মিরপুর-১০ (মেট্রো-রেল পিলার নং- ২৫৩), ঢাকা-১২১৬

12/12/2024
11/12/2024

11-12-24
প্রেস কনফারেন্স FACD CAB
ইউরোপীয় ইউনিয়নের সব দেশের এম্বাসি বাংলাদেশ এ কনসুলেট অফিস স্থাপন করার জন্য।




10/12/2024

#ক্রোয়েশিয়া_ঢাকা_ভিএফএস_জমা_আপডেট

ক্রোয়েশিয়া ভিএফএস সেন্টার, ঢাকা।

১। ৩ ডিসেম্বর থেকে ডি ক্যাটাগরি(ওয়ার্ক পারমিট) ভিসা আবেদন জমা হচ্ছে।

২। ভিসা আবেদন করার জন্য আপনাকে ৯৩ ইউরো সমপরিমাণ টাকা ইন্ডিয়ায় অবস্থিত ক্রোয়েশিয়া এম্বাসির অ্যাকাউন্টে TT পদ্ধতিতে প্যামেন্ট করতে হবে।যেকোন ব্যাংক থেকে TT করা যাবে।

ব্যাংকে TT করলে সেটা রিসিভ হতে সর্বনিম্ন ২ দিন বা ৩ দিন লাগতে পারে।এজন্য কেউ যদি তার এপয়েন্টমেন্ট ডেটের ৫/৭ বা আরো আগে টিটি করে রাখে তাতে কোন সমস্যা নাই।কোন কারনে টিটি করে রাখার পরও যদি জমা করতে না পারেন তাহলে পুনরায় ডেট নিয়ে ঐ একই টিটি কপি দিয়ে ফাইল জমা করতে পারবেন।

সোজা হিসাব,একবার টিটি করলে ওয়ার্ক পারমিট ইস্যূ ডেট থেকে ৬০ দিনের মধ্যে যেকোন দিন ঐ কপি দিয়ে আপনি ফাইল জমা করতে পারবেন।

ব্যাংকে যেদিন টিটি করবেন তার ১/২ দিন পর আপনি ব্যাংক থেকে আরেকটা প্যামেন্ট স্লিপ রিসিভ করবেন এবং সেটাই ভিএফএস এ জমা দিতে হবে।

৩। শুধুমাত্র ইন্ডিয়া ছাড়া আপনি যেকোন দেশ থেকে এই টিটি করতে পারবেন।যেমন: ইউরোপ বা এশিয়ার সহ যেকোন দেশ থেকে করা সম্ভব।

৪। আপনার পিসিসি'র মেয়াদ অবশ্যই ৬ মাস এর মধ্যে হতে হবে।পিসিসি ইস্যূ ডেট থেকে ৬ মাস হিসাব করে ওরা।৬ মাস পার হয়ে গেলে জমা নিবে না।পিসিসি'র মূল কপি ওরা নিয়ে যেতে বলে শুধুমাত্র পিসিসি ফেইক এটাস্টেশন করা কিনা সেটা যাচাই করার জন্য। মূল কপি ওরা ইন্ডিয়া পাঠায় না,প্রিন্ট কপি ইন্ডিয়া পাঠানো হয়।

৫। যেকোন ইন্সুইরেন্স ওরা গ্রহণ করবে।যদি বাংলাদেশি ইন্সুরেন্স দেন তাহলে মেইন কপি দিবেন নাহয় অন্য কোন ইন্সুরেন্স দিলে পিডিএফ কপি থেকে একদম স্পষ্ট কালার প্রিন্ট করে জমা দিতে হবে।

৬। ১২ হাজার টাকা ভিএফএস চার্জ যাত্রীকে বহন করতে হবে এবং সেটা ভিএফএস এর মধ্যে NRB ব্যাংক শাখা রয়েছে,সেখানে করবে।

৭। মিনিমাম ৩০ ওয়ার্কিং ডেট হিসাব করে ইন্সুইরেন্স এবং রিজার্ভেশন টিকেট বুক করতে হবে।

০৮। পিসিসি এটাস্টেশন আগের মতোই দিল্লি থেকে করতে হবে,ঢাকায় পিসিসি জমা নিচ্ছে না।

09/12/2024

আমাদের সম্মানিত কাস্টমারদের কে সুন্দরভাবে সার্ভিস দেয়া হচ্ছে।

09/12/2024

ইউরোপের ০৮ টি দেশের ভিসা মিলবে ঢাকার সুইডিশ দূতাবাস থেকে, দেশগুলো হলো - নেদারল্যান্ড, পোল্যান্ড, বেলজিয়াম, লাটভিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন! ১৫ ডিসেম্বর থেকে কার্যকর শুরু হবে!

Address

231 Central Plaza, Mirpur 10
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Razu Ahammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Razu Ahammed:

Share