Daily Talking

Daily Talking We do have problems, but we must do Daily Talking.

22/12/2023

বিশ্বকাপের জন্য বাংলাদেশ ও ভারতে যা হলো।

#বিশ্বকাপ #ক্রিকেট #বাংলাদেশ #ভারত

“ বিদ্যাশিক্ষার ডিগ্রী আছে জ্ঞানের কোনো ডিগ্রী নেই; জ্ঞান ডিগ্রীবিহীন ও সীমাহীন।                          ---- দার্শনিক ...
17/12/2023

“ বিদ্যাশিক্ষার ডিগ্রী আছে জ্ঞানের কোনো ডিগ্রী নেই; জ্ঞান ডিগ্রীবিহীন ও সীমাহীন।
---- দার্শনিক আরজ আলী মাতুব্বর

একজন প্রান্তিক কৃষক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভীত নাড়িয়ে দিয়েছিলেন তাঁর স্ব-অর্জিত জ্ঞান দিয়ে।

12/12/2023

শিশু শিল্পী লুবাবা, জায়েদ খান, আমি দোষী, বাল পাকনা ও হালুয়ায়ে মোহাব্বত দাদার মাধ্যমে Daily Talking আজকে ইংরেজি শিক্ষার আসর বসিয়েছে।

সত্যিই তাই।
12/12/2023

সত্যিই তাই।

02/12/2023

ভূমিকম্প হলো ৫.৫ মাত্রার।

মনে করুন, ভূমিকম্পে আপনার বাড়ি সমেত আপনি ডুবে গেছেন মাটির একেবারে গভীরে। সৌভাগ্যবশত বাড়িটি চ্যাপ্টা হয়নি বলে আপনি এখনো জীবিত আছেন। কিন্তু আয়ু আর মাত্র ১০ মিনিট। অতোটুকুই অক্সিজেন আছে আপনার।

ঐ মূহুর্তে কয়েকজন রাজনীতিবিদ ছোট স্পিকার ব্যবহার করে আপনার কাছে জীবনের শেষ মূহুর্তে মূল্যবান একটা ভোট চাইলো। আপনি ভোট দিলেও মরবেন, না দিলেও মরবেন।

কিন্তু মরার আগে কাকে ভোট দিয়ে মরতে চান?

বিঃদ্রঃ আমি হিরো আলমকে ভোট দিয়ে মরতে চাই। কারণ যাত্রাপালা হবে এটা যখন নিশ্চিত, তখন ভালো করেই যাত্রাপালায় অংশগ্রহণ করা উচিত।

#ভূমিকম্প #নির্বাচন #আওয়ামীলীগ #বিএনপি #হিরোআলম

30/11/2023

যারা প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেয়ার কথা ভাবছো, তাদের জন্য কয়েকটি পরামর্শ।

#প্রেমিক-প্রেমিকা #প্রেম #ভালোবাসা

23/11/2023

কিংবদন্তি গায়ক খালিদের কোনো কারণে ফেরানো গেলো না তাকে কভার দেয়ার সাহস করলাম।

17/11/2023

চাকরিজীবিরা যেভাবে ছুটি চায়।

#চাকরি

মাত্র দেশ স্বাধীন হয়েছে। হুমায়ূন আহমেদ তখন আহমদ ছফার পিছন পিছন ঘুরতেন। লেখক হুমায়ূন আহমেদ কে প্রতিষ্ঠার পিছনে যে আহমদ ছফ...
15/11/2023

মাত্র দেশ স্বাধীন হয়েছে। হুমায়ূন আহমেদ তখন আহমদ ছফার পিছন পিছন ঘুরতেন। লেখক হুমায়ূন আহমেদ কে প্রতিষ্ঠার পিছনে যে আহমদ ছফার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সে কথা মোটামুটি সবাই জানেন।

হুমায়ূন আহমেদ ছাত্র জীবনে আহমদ ছফাকে পীর মানতেন। বোধকরি, সারাজীবনই হয়তো তাঁকে পীর মেনেছিলেন। আহমদ ছফা প্রায় রাতেই, হুমায়ূন আহমেদকে নিয়ে হাঁটতে বের হতেন। আর নীলক্ষেতের মোড়ে মাঝে মাঝে চিৎকার দিয়ে বলতেন, ‘আমার বাংলাদেশ! আমার বাংলাদেশ!’
সে কারণে হুমায়ূন আহমেদ তাঁকে বলতেন ‘হন্টন পীর’।

এই ‘হন্টন পীর’ আহমদ ছফা একদিন হুমায়ূন আহমেদকে জোর করে বাংলাবাজার নিয়ে যান। প্রকাশকের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং প্রথম বই "নন্দিত নরকে" প্রকাশের বন্দোবস্ত করে দেন।

এরপরের কাহিনী সকলের জানা। হুমায়ূন আহমেদ সাহিত্যঙ্গনে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন এবং বাংলা একাডেমী থেকে সাহিত্য পুরষ্কারে ভূষিত হন।

এরপর হুমায়ূন আহমেদ পিএইচডি সম্পন্ন করে দেশে ফিরলে, তাঁকে বাংলা একাডেমির প্যানেলভুক্ত করা হয়। আর এই প্যানেল থেকেই সিদ্ধান্ত নেওয়া হত, এইবছর কে সাহিত্য পুরষ্কার পাচ্ছে! একাডেমির প্যানেলে বসার পরে সে বছর হুমায়ূন আহমেদ পুরষ্কারের জন্য আহমদ ছফার নাম প্রস্তুাব করলেন। যথারীতি সে প্রস্তাব বাতিলও হল। কিন্তু এই ঘটনা আহমদ ছফা কিভাবে যেন জানতে পারলেন। এরপর আহমদ ছফা হুমায়ূন আহমদকে লোক মারফত খবর পাঠিয়ে দেখা করতে বললেন!

হুমায়ূন আহমেদ দেখা করতে গেলেন। আহমদ ছফা বললেন, ‘হুমায়ূন তোমার কত্তোবড় সাহস! তুমি আমার নাম প্রস্তাব করো!! তুমি আর কক্ষনো আমার সামনে আসবে না। আমি যেন আর কোনো সময় তোমার এই মুখখানি না দেখি’।

আর সম্ভবত সেটাই ছিল হুমায়ূন আহমেদ এবং তাঁর হন্টন পীর আহমদ ছফার শেষ দেখা।

চিন্তা করতে পারেন আমাদের বুদ্ধিজীবী ও লেখক সমাজ কতোটা নির্লোভ আর মানবিক ছিলেন?

#ছফানামা

বর্তমান অবস্থা এটাই বলে।
07/11/2023

বর্তমান অবস্থা এটাই বলে।

03/11/2023

সাবধান! এসব ডাক্তারদের ভুল চিকিৎসায় আপনি বা আপনার পরিবারের যেকেউ মারাত্মক ঝুঁকিতে পড়তে পারেন।

03/11/2023
৭০ দশকে ঢাকার একটি ব্র‍্যান্ডের ব্রা বা বক্ষবন্ধনীর বিজ্ঞাপন। An advertisement of bra in 70's decade in Dhaka.   #পুরানঢ...
01/11/2023

৭০ দশকে ঢাকার একটি ব্র‍্যান্ডের ব্রা বা বক্ষবন্ধনীর বিজ্ঞাপন।

An advertisement of bra in 70's decade in Dhaka.

#পুরানঢাকা

এসব কী? এরা কারা?? কোত্থেকে আসে এরা???
28/10/2023

এসব কী? এরা কারা?? কোত্থেকে আসে এরা???

27/10/2023

সারা সপ্তাহে জামাইরা বাসায় থাকে না। শুক্রবারে জামাইরা এসব করে বউদের ঘুমের বারোটা বাজায়!

25/10/2023

এই যে মাহমুদউল্লাহ ছাড়া বাকিরা খেলার মাঠে গেলেন এবং চলে আসলেন,চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এইটাকে বলা হয় প্রিম্যাচ্যুর ইজাকুলেশন। দীর্ঘক্ষণ খেলার আশা নিয়ে চরম উত্তেজনায় মাঠে নামার পর দুয়েক বল খেলতে না খেলতেই আউট হয়ে হতাশা নিয়ে মাঠ ত্যাগ করাটার বৈজ্ঞানিক নাম প্রিম্যাচ্যুর ইজাকুলেশন আর কী। অন্যদিকে যারা প্রচুর পরিমান চেষ্টা করার পরেও খেলার জন্য মাঠেই নামতে পারে না(যেমন,এনামুল হক জুনিয়র),চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাদের এই ব্যর্থতাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংসন।

© Md Mamunur Rashid

সবাই মরে যাবে এবং সবাই এটা জানে। তবুও কেনো গুম-খু*উ*ন, অন্যের সম্পদ দখলদারিত্ব, দুর্বলকে শোষণ বন্ধ হয় না?কারণ আমি অন্যদে...
25/10/2023

সবাই মরে যাবে এবং সবাই এটা জানে। তবুও কেনো গুম-খু*উ*ন, অন্যের সম্পদ দখলদারিত্ব, দুর্বলকে শোষণ বন্ধ হয় না?
কারণ আমি অন্যদের উপরে, আমি ক্ষমতাশালী, আমি সেরা, আমি উচ্চবংশীয়, আমি বনেদি পরিবারের, আমি সঠিক- ইত্যাদি অনুভূতিগুলো প্রতিটি মানুষের, হ্যাঁ প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান।
এমনকি যে ফকির ইনিয়েবিনিয়ে আমাদের কাছে ভিক্ষা মাগে, সেও যদি হঠাৎ করে উচ্চপদস্থ প্রশাসনিক ব্যাক্তি হয়ে যায়, তার দ্বারাও ভয়াবহ রকমের কিলিং বা দখলদারিত্ব চলতে থাকবে। এটা অবধারিত।

এর মনস্তাত্ত্বিক কারণ হচ্ছে, আমাদের জীবন খুবই অল্প সময়ের। তাই এরমধ্যে আমরা বৈচিত্র্য চাই, ভিন্নতা চাই।
এবং শুধুমাত্র এ কারণে শিল্প সাহিত্যের গুরুত্ব অপরিসীম। শিল্প সাহিত্য মানুষের অভ্যন্তরীণ কুটিলতাকে বিশ্লেষণ করে নিজের মধ্যে আয়নার মতো প্রতিফলন করে। ফলে অতি ইতর মানুষও শিল্প সাহিত্যের সংস্পর্শে জীবনের পরিমিতিবোধ দ্বারা পূর্ণ হয়। অন্যকে যন্ত্রণা দেয়ার আগে অন্যের অনুভূতিকে বুঝতে শিখে, মনের মধ্যে জীবনের গতি ও উদ্দেশ্য নিয়ে পরিচ্ছন্ন ভাবনা গঠিত হয়।

আজকের বাংলাদেশ শিল্প সাহিত্য থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছে। প্রচণ্ড গতিময় অনিশ্চয়তার কারণে সহজ সমাধান হিসেবে সবাই চাটুকারিতার মাধ্যমে অত্যাচারীকে আইডল বানিয়ে সভ্যতা ও সমাজের আরো ধ্বংস করে চলছে। চিন্তাভাবনার এমন কালেক্টিভ বিপর্যয় খুবই ভয়াবহ পর্যায়ের হয়ে গেছে। যে কারণে অন্যান্য প্রাণীরা স্বভাবগত প্রাণীর বৈশিষ্ট্য নিয়ে প্রকৃতিতে থাকলেও মানুষ বিকৃত ইচ্ছা ও জিঘাংসা পূরণ না করে প্রকৃতিতে থাকতে পারছে না।

আমার কথাগুলো আমি গুছিয়ে বলতে পারছি না। তবে সহজ ভাষায় বুঝি, আদিকালে মানুষের অধিকার ছিলো প্রকৃতির ফল, শস্য সবকিছুতে। মানুষ গোত্রের মধ্যে আনন্দে পান করতো, হাসতো, গোত্র প্রধানের সাথে নাচতো গাইতো একত্রে নদীর তীরে, পাহাড়ের বুকে। কিন্তু খেয়াল করলে দেখবেন আদিম মানুষ যা এমনিতেই পেতো, তা এখন একজনকে পেতে হলে বিত্তশালী হতে হয়। অর্থাৎ প্রকৃতির উপহার এবং আপনার মাঝখানে আছে বিশাল শ্রেণীর একটা গোষ্ঠী। এই গোষ্ঠী সবকিছু নিয়ন্ত্রণ করে। আপনার বাসস্থান, খাবার খরচ, চিকিৎসা বিল, ভ্রমণ সবকিছু ওদের হাতে। ওদের চাটুকারিতা করে, ওদের জন্য নিজের হাত নোংরা করতে পারলে আপনার জীবনে মৌলিক প্রয়োজনগুলো মিটবে, নাহলে আপনি ভুখা, নাঙ্গা, পীড়িত হয়ে মরবেন।

চিন্তা করে দেখুন, এমন এক সমাজে এসে দাঁড়িয়েছি, যেখানে মৌলিক প্রয়োজন মেটাতে হলে প্রত্যেককে ইতর এবং অসভ্য হতে হবে। একটু নয়ছয় করে, মানুষ ঠকিয়ে তারপর নিজের পরিবারের ভালো থাকা নিশ্চিত করতে হবে।

অর্থাৎ, একটা পরিবারের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য অনেকগুলো পরিবারকে শোষণ, নির্যাতন, বঞ্চনার মধ্য দিয়ে যেতেই হবে। এজন্যই হুমায়ুন আহমেদ বলেছিলেন, পৃথিবীতে একজনের হাসিমুখের জন্য আরেকজনকে কাঁদতে হয়। আমার হাসিটা আরেকজনের কান্না দিয়ে কেনা। এমন পৃথিবী স্বাভাবিক হয়ে গেছে।

এর কোনো সমাধান নেই। এভাবেই বড়সড় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত মানুষ চলতে থাকবে।

16/10/2023

Hotel California Guitar Cover from Bangladesh

13/10/2023

ইন্টারনেটে আপনার বা আপনার ঘনিষ্ঠ কারো N**e ছবি বা ভিডিও ভাইরাল হয়ে গেলে তা দ্রুত বন্ধ করে দিতে পারেন সহজেই।

#ভাইরাল #ছবি #নিরাপদইন্টারনেট

12/10/2023

ইউরপীয়ান বাচ্চা বাপমার ভালবাসা ছাড়াই বড় হয়, ইউরোপীয়ান বাচ্চাদের বয়স ১৮ হলেই বাপ মা বাসা থেকে বের করে আলাদা করে দেয়, একা করে দেয়। এসব শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেলাম।

এখানে একটা বাচ্চা ১ বছর বয়সেই নিজের হাতে খাওয়া শেখে যেখানে বাংলাদেশি মায়েরা ৮-৯ বছর বাচ্চার পিছনে পিছনে দৌড়ায় খাবার নিয়ে। এই পিছনে খাবার নিয়ে দৌড়ানোকে আপনারা ভালবাসা ভাবেন কিন্তু এই পরিস্থিতিটা বাচ্চাকে আনস্টেবল বানায়। খাবার খেতে শেখেনা, কোথাও বাইরে খেতে গেলে খাবার মায়ের পছন্দ করে দিতে হয়, নিজের খাবার নিজে পছন্দ করতে পারেনা, এটা আপনাদের কাছে ভালবাসা মনেহয়?

এখানকার বাচ্চারা কমবেশি ১৮ বছর বয়সেই নিজের পায়ে দাঁড়িয়ে যায়। নিজের দায়িত্ব নিজে নিতে শিখে যায়। ইউরপীয়ান বাপ মা তাদের বাচ্চাকে স্টেবল বানায়, জীবনের পথে কিভাবে যুদ্ধ করে আগাতে হয় কম বয়সেই শেখানোর চেষ্টা করে আর সেখানে বাংলাদেশে আপনার ৩০ বছরের বুইড়া পোলাডা জানেওনা যে একটা ডিম কিভাবে ভাজে। শহরের কথা আলাদা কিন্তু গ্রামের দিকে একজন প্রাপ্ত বয়স্ক নারী একা একা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারেনা। এইযে বয়স হয়ে যাওয়ার পরেও অন্যের উপর নির্ভরশীল হয়ে বাঁচতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় সাথে যেতে হয়, এটা আপনাদের কাছে ভালবাসা মনেহয়?

বাংলাদেশে কয়জন মানুষ প্রাপ্তবয়ষ্ক অবস্থায় তার লাইফ ইনজয় করতে পারে বলতে পারবেন? সুস্থ সম্পর্ক, কঠোর পরিশ্রম, জীবনের লক্ষ্য এসব বিষয়ে একটা ইউরোপিয়ান বাচ্চারা ১৫-১৬ তেই এক্সপার্ট হয়ে ওঠে কিন্তু বাংলাদেশে ২৫-৩০ শেও হয়তো জানেনা সুস্থ সম্পর্কের মানে কি!

ইউরোপীয় বাপ মা তাদের বাচ্চাদের শেখায় কিভাবে জীবন যুদ্ধ উপভোগ করে বাঁচতে হয় আর বাংলাদেশি বাপ মা তাদের বাচ্চাদের জীবন দূর্বিসহ করে তোলে টাকা ইনকামের ম্যাশিন বানাতে গিয়ে।

এখন আপনারাই ঠিক করেন যে ভালবাসার সঙ্গা কি? টাকার ম্যাশিন বানানো? নাকি স্ট্যাবল হতে শেখানো?

আর কখনো বলবেন না যে বিদেশীরা তাদের বাচ্চাকে ভালবাসেনা। তাদের আর আপনাদের ভালবাসার সঙ্গা ভিন্ন।

আর হ্যাঁ এখানের মেয়েরা জীবনে ভালো থাকতে নিজের টাকা নিজে ইনকাম করে আর দেশি বস্তিরা টাকার লোভে বুয়েটিয়ান ধরে ঠক খেয়ে টাকা নাই টাকা নাই করে কান্দে 🤣 (এই লাইনগুলি সবার জন্যে প্রযোজ্য নয় , শুধুই বস্তিপুর জন্যে) 😜

© Nasrin Sultana Tamim

11/10/2023

মেয়েদেরকে বলবো, আপনারা যারা বোরকা পরেন, তারা অন্তত রাস্তা থেকে দুই ইঞ্চি উঁচু করে বোরকা বানাবেন।
রাস্তায় কুত্তার গু থাকে, সর্দি থাকে, কাশি থাকে, থুথু থাকে।

আপনারা যখন এগুলো আপনার বোরকা দিয়ে মুছে পরিষ্কার করতে করতে পর্দারনারী স্টাইলে এগিয়ে চলেন, তখন গা ঘিন ঘিন করে ওঠে।

যতখানি পর্দা করা হয়, তারচেয়ে বেশি নিজেকে নাপাক করা হয় এভাবে।
যদি ডেইলি বাইরে যেতে হয়, তাহলে আপনারা প্রতিদিন বোরকা ধুয়ে দেন, এটাও মনে হয় না।

তাহলে কী হলো ব্যাপারটা?

© Nasir Khan

08/10/2023

Asian Nobel Prize Winner 2023
এশিয়ানরা শান্তিতে যেভাবে নোবেল পেয়ে থাকে!!

বিঃদ্রঃ এই ভিডিওটি কেবল মজার ছলে বানানো। নোবেল প্রাইজকে খাটো করা বা কোনো নোবেল লরেটকে তুচ্ছ করার জন্য ভিডিওটি নির্মিত হয়নি।

হুররে! এই বছর নোবেল প্রাইজ এশিয়া থেকে আমি পেয়েছি। শান্তিতে নোবেল বিজয় লাভ করায় আজকে ব্যাপক **গো**লা**গু**লি** হবে। রাত ৯...
08/10/2023

হুররে! এই বছর নোবেল প্রাইজ এশিয়া থেকে আমি পেয়েছি।
শান্তিতে নোবেল বিজয় লাভ করায় আজকে ব্যাপক **গো**লা**গু**লি** হবে।

রাত ৯টায় নরওয়ে থেকে নোবেল কমিটির প্রধান আমার সাথে যুক্ত হবেন সরাসরি ফোনে।
অশিক্ষিত, গরীব এবং বোক্সোদ কেউ উল্টাপাল্টা কমেন্ট করলে আকাশে বেলুনের সাথে চাঁদের দেশে পাঠিয়ে দিবো তাদেরকে।

বি:দ্র: শুধুমাত্র ইংরেজি যারা পারেন, অথবা যারা ইংরেজি শিখতে চান, তাঁরা যুক্ত থাকবেন আজকের ভিডিওতে। কারণ নরওয়ের প্রধানমন্ত্রী, নোবেল কমিটির প্রধান এবং আমি- আমরা কেউই বাংলায় কথা বলতে পারবো না আজ রাতে।

আমরা যারা ৯০ দশকের বাচ্চা, শুধু তারাই জানি গেমসের দোকানে মোস্তফা তথা ক্যাডিলাকস এন্ড ডাইনোসর খেলার সোনালী সে দিনগুলোর কথ...
06/10/2023

আমরা যারা ৯০ দশকের বাচ্চা, শুধু তারাই জানি গেমসের দোকানে মোস্তফা তথা ক্যাডিলাকস এন্ড ডাইনোসর খেলার সোনালী সে দিনগুলোর কথা।

এখন কম্পিউটারে ইচ্ছামতো খেলতে পারি, তবুও সে হারানো দিনের শৈশবের আনন্দ ফিরে পাইনা।

#শৈশব #৯০দশক

05/10/2023

হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে গিয়ে বাশ খেলাম।

#স্বামী_স্ত্রী #কাপল

05/10/2023

শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চাকরি জীবন- সবকিছুই যেন উদ্ভট উটের পিঠে চলছে আমাদের দেশে। এমন জগাখিচুড়ির জগতে টিকে থাকার জন্য সততা দরকার? নাকি চতুরতা??

ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই। এক মূহুর্তই যথেষ্ট। -ইভান তুর্গেনভ (রাশিয়ান সাহিত্যিক) আপনার বউকে একটা সুন্দর মূহ...
05/10/2023

ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই। এক মূহুর্তই যথেষ্ট।
-ইভান তুর্গেনভ (রাশিয়ান সাহিত্যিক)

আপনার বউকে একটা সুন্দর মূহুর্ত উপহার দিন। তারপর সে আরো সুন্দর সুন্দর মূহুর্ত দাবী করলে সারাজীবন তাকে রাশিয়ান সাহিত্যিক ইভান তুর্গেনভের ডায়ালগ মারতে থাকুন 😜😜😜।

Mehazabien Chowdhury আপু, আপনি আমাদের ক্রিকেট মাঠের ছোট চুলের রাণী হয়েও কেনো সারাজীবন প্যারাসুট এডভান্সড তেলের জন্য বড় চ...
02/10/2023

Mehazabien Chowdhury আপু, আপনি আমাদের ক্রিকেট মাঠের ছোট চুলের রাণী হয়েও কেনো সারাজীবন প্যারাসুট এডভান্সড তেলের জন্য বড় চুলের বিজ্ঞাপন করলেন?

এমন অবস্থা কার কার?
02/10/2023

এমন অবস্থা কার কার?

BUFT এর পোলাপান দারাজ থেকে শাকিব খান অর্ডার দিয়েছে। কিন্তু ডেলিভারি পেয়েছে নায়ক বাপ্পি এবং শাকিব খানের ককটেল শাকবাপ্পে। ...
02/10/2023

BUFT এর পোলাপান দারাজ থেকে শাকিব খান অর্ডার দিয়েছে। কিন্তু ডেলিভারি পেয়েছে নায়ক বাপ্পি এবং শাকিব খানের ককটেল শাকবাপ্পে।
এসব দেখে ফ্রান্সের জনপ্রিয় খেলোয়াড় এমবাপ্পে আবেগে জড়িয়ে ধরেছেন ডেলিভারি করা নায়ক বাপ্পি এবং শাকিব খানের নতুন ভার্সন শাকবাপ্পেকে।

এমবাপ্পে ঘোষণা দিয়েছেন।

আজ থেকে শাকবাপ্পে তার বাংলাদেশী ভাই।

এই উপলক্ষে দারাজ আবার মূল্যহ্রাসের ঘোষণা দিতে পারে। ঘোষণা দিলেই আপনারা লুফে নিন অফারকৃত পণ্যগুলো। বলা যায় না, কোন জাতের ককটেল উপহার আপনার কাছে ডেলিভারি হয়ে যায়।

#শাকিবখান
#বাপ্পি
#দারাজ
#বাংলাছবি
#ফুটবলারএমবাপ্পে
#শাকবাপ্পে

নানুবাড়িতে কি কাজিনরা শুধু এজন্যই যায়?
01/10/2023

নানুবাড়িতে কি কাজিনরা শুধু এজন্যই যায়?

ওয়াইফের থেকে এই সপ্তাহে পাওয়া গিফট। শু বা স্যান্ডেল মাঝে মাঝে পেলেও ঘড়ি এই প্রথম পেলাম।বিঃদ্রঃ দীর্ঘ ১০ বছর পরে ঘড়ি আসলো...
27/09/2023

ওয়াইফের থেকে এই সপ্তাহে পাওয়া গিফট। শু বা স্যান্ডেল মাঝে মাঝে পেলেও ঘড়ি এই প্রথম পেলাম।

বিঃদ্রঃ দীর্ঘ ১০ বছর পরে ঘড়ি আসলো আমার হাতে। গত ১০ বছর মোবাইল দিয়ে টাইম দেখেছি।

আজকে সারা বছরের প্রশংসা করে ফেলুন একদিনেই। 😃😃😃
17/09/2023

আজকে সারা বছরের প্রশংসা করে ফেলুন একদিনেই।
😃😃😃

14/09/2023

জায়েদ খান ব্র্যান্ডের Fartfume! এ এমনই এক পাদের fume, যা গায়ে দিলে দুর্গন্ধে পালাবে আপনার স্বামীর বান্ধবীরা। সুতরাং, স্বামীদের মিথ্যা বিজনেস মিটিং, যখন তখন আর্জেন্ট কাজের নামে টাঙ্কিমারা- এসব ফাঁকিবাজি ধরতে পারলে স্ত্রীরা অনায়াসে পারবেন স্বামীর গায়ের গন্ধকে নিয়ন্ত্রণ করে তাকে অন্য নারীদের কাছে বিরক্তিকর বানাতে।

স্বামীদের বাইরের নারীদের সাথে মিশতে গিয়ে রাত হবে নির্ঘুম,
যদি স্ত্রীদের হাতে থাকে জায়েদ খান ব্র্যান্ডের Fartfume!

#জায়েদ_খান

জায়েদ খানের Fartfume! দম ফাটানো সুপারস্টার জায়েদ খানের অসাধারণ এই ব্র‍্যান্ড Fartfume সিরিজটি দেখতে পাবেন Daily Talking ...
13/09/2023

জায়েদ খানের Fartfume!
দম ফাটানো সুপারস্টার জায়েদ খানের অসাধারণ এই ব্র‍্যান্ড Fartfume সিরিজটি দেখতে পাবেন Daily Talking এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।

শুভমুক্তি বৃহস্পতিবার সন্ধ্যায়।

কেউ দেখতে ভুলবেন না!!

07/09/2023

সব সখিরে পার করিতে নিবো আনা আনা (Sob Sokhire Par korite Nebo Ana Ana...

পুরানো দিনের বাংলা সিনেমার গান।



শাড়ি পড়ে বাংলার গান গাইবেন বাঙালী ললনা দেবী। অন্যদিকে টিশার্ট পড়ে বাংলার গান গাইবেন আমেরিকান ব্যাডা নিলয়। গান বৃহস্পতিবা...
06/09/2023

শাড়ি পড়ে বাংলার গান গাইবেন বাঙালী ললনা দেবী। অন্যদিকে টিশার্ট পড়ে বাংলার গান গাইবেন আমেরিকান ব্যাডা নিলয়।
গান বৃহস্পতিবার মুক্তি পাবে।


যে ভুল শুধরানো যায় না, তা শুধরানোর দরকার নেই। যে ক্ষমা পাওয়া যায় না, তা চাওয়ার দরকার নেই। যে পাপ মোচন হয় না, তাতে অনুতপ্...
24/08/2023

যে ভুল শুধরানো যায় না, তা শুধরানোর দরকার নেই।
যে ক্ষমা পাওয়া যায় না, তা চাওয়ার দরকার নেই।
যে পাপ মোচন হয় না, তাতে অনুতপ্ত হবার কারণ নেই।
যে সময় ফিরে আসে না, তাতে হাপিত্যেশ করার কিছু নেই।

জীবন আজকের এবং এই মূহুর্তের। অতীত মানে অতীত, অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া জীবনই অতীত। জীবিত থাকাকেই বর্তমান বলে।

আর ভবিষ্যৎটা সুন্দর করা যায় আজকের মূহুর্তের যত্ন নিয়ে।

আজকে স্কুল থেকে বের হয়ে ছাতা মাথায় হাঁটছি গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে। এক রিকশা ওয়ালা ভাই এসে সামনে থামলো। আমিও ভাবলাম এতো ক...
17/08/2023

আজকে স্কুল থেকে বের হয়ে ছাতা মাথায় হাঁটছি গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে।
এক রিকশা ওয়ালা ভাই এসে সামনে থামলো। আমিও ভাবলাম এতো কষ্ট করে বৃষ্টির মধ্যে হেঁটে না গিয়ে রিকশায় চলে যাই।
রিকশা উঠার পর দেখলাম রিকশা ওয়ালার ব্যবহার অনেক অমায়িক। খুব সুন্দর করে আপু আপু বলে রাস্তার মহিলাদের সতর্ক করছেন রাস্তা পার হওয়ার সময়।

আমার সাথেও টুকটাক আলাপ হচ্ছে। তো আমার গন্তব্যে পৌঁছানোর পর দেখলাম ভাংতি টাকার শর্ট।ওনাকে বললাম ভাই আমার কাছে ৫০০ টাকার নোট।

রিকশা ওয়ালা :আপু কোন সমস্যা নাই আপনার ভাংতি লাগলে দেবো। আমি তো সবাইরে দেইনা আপনি হইলেন ছোট মানুষ আপনারে দেবো।

আমি কথা শুনে তেমন কিছু মনে করিনি।মাথায় আমার অন্য প্যারা।

যাইহোক ভাংতি দিতে দিতে বললো:আপু আপনি কি মাদ্রাসায় পড়েন?
আমি বললাম না,এবার অবাক হয়েছি🙄🙄🙄
তারপর বললাম,আমাকে দেখে আপনার মাদ্রাসার ছাত্রী মনে হয়?

রিকশা ওয়ালা : আপু আপনি কোন স্কুলে পড়েন?
আমি এবার রেগে বললাম যে স্কুলের সামনে থেকে আমাকে নিয়েছেন আমি ঐ স্কুলের টিচার 🤨🤨🤨

রিকশা ওয়ালা : ও আল্লাহ আপু কি কয় আমি তো মনে হরছি আপনের বয়স ১২/১৩ বচ্ছর 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

আমি আর কিছু না বলে সোজা হাটা দিলাম। আর মনে মনে ভাবি জীবনে বহু মানুষের কাছে বয়স নিয়ে রুপ নিয়ে পামপট্টি শুনছি কিন্তু এই লেভেলের পাম আজকে প্রথম শুনলাম🤣🤣🤣🤣

কোন দিক দিয়া ১২/১৩ বছর লাগে বুঝিনা

11/08/2023

পুরুষরা কি স্বভাবতই খারাপ? স্বভাবতই লুচ্চা?
বেশিরভাগ পুরুষ ক্ষেপে গেলেও লুচ্চামি শব্দটা পুরুষের সাথে বেশি কেনো?
কেনো? কেনো? কেনো?

Address

38, Paikpara
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Daily Talking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Talking:

Videos

Share

Category

Nearby media companies



You may also like