Dr. Sumaiya Simu

Dr. Sumaiya Simu 30,00,000 people like this
আমি Dr. Sumaiya Simu

মায়ের থেকে বড় কোনো যোদ্ধা হয় না। সামান্য তেলাপোকা দেখে ভয় পাওয়া মেয়েটাও সাদরে সন্তান জন্ম দেয়।সন্তানের বিপদে সবার আগে ঝা...
07/01/2025

মায়ের থেকে বড় কোনো যোদ্ধা হয় না।
সামান্য তেলাপোকা দেখে ভয় পাওয়া মেয়েটাও সাদরে সন্তান জন্ম দেয়।সন্তানের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে
❤️❤️❤️মা❤️❤️❤️

ইয়া আল্লাহ,২০২৫ সালটা যেনো আমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়।  আমার সফলতার বছর হয়।আমার শখগুলোর পূরণ করার বছর হয়। আমিন !
05/01/2025

ইয়া আল্লাহ,
২০২৫ সালটা যেনো আমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়। আমার সফলতার বছর হয়।আমার শখগুলোর পূরণ করার বছর হয়।
আমিন !

18/12/2024

সৌদিতে প্রায় প্রতিদিন দুআর মধ্যে একটা কথা বলে, "আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

আরেক জায়গায় দুআ শুনেছিলাম,
"আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা?

অদ্ভুত লাগে! আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে।

আর সেই মহান রবের ঘোষনা তো আছেই-
'কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী।' - সুরা হাজ্জ:৭৮

সুবাহান আল্লাহ ❤

আমার মতে- ''মধ্যবিত্ত' হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকেই জ্বলে দিনরাত অবিরাম।"
27/11/2024

আমার মতে-
''মধ্যবিত্ত' হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকেই জ্বলে দিনরাত অবিরাম।"

26/11/2024

আজ রাতে যারা অতিউৎসাহী হবেন - তারাই গন*গ্রে*ফতার এর শিকার হবেন।

স*তর্ক থাকুন নিরাপদে থাকুন সঠিক খবর জানুন & প্রচার করুন.

আমি একজন সহকারি শিক্ষিকানাম : রত্না আক্তারযোগ্যতা: বিএসসিআমার উচ্চতা : ৫'৩বয়স ৩১ বছরবৈবাহিক অবস্থা : ডিভোর্সিআমি রাজশাহী...
26/11/2024

আমি একজন সহকারি শিক্ষিকা
নাম : রত্না আক্তার
যোগ্যতা: বিএসসি
আমার উচ্চতা : ৫'৩
বয়স ৩১ বছর
বৈবাহিক অবস্থা : ডিভোর্সি
আমি রাজশাহী থাকি
পরিবার: বাবা মা একটি ছোট বোন আছে
নতুন করে বিয়ে করার জন্য ভালো মনের পাত্র চাই

কাকে বিয়ে করবেন,??শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না,যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত রেখে, এই কথাটি স্বামীকে স...
19/11/2024

কাকে বিয়ে করবেন,??
শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না,
যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত রেখে, এই কথাটি স্বামীকে সত্যি করে বলতে পারবে, যে আমি তোমাকে সেই (স*তিত্ব) যৌ*বন আজ উপহার দিলাম।
যেই (স*তিত্ব) যৌ*বনে ক*লংকের কোনো দাগ লাগে নাই। আমি তোমাকে এমন একটি পবিত্র দেহ আজ উপহার দিলাম।
যেই দেহতে অতীত জীবনে কোনো পর-পুরুষের হাত লাগে নাই, বলতে পারবে শতকরা ৫ জন মেয়ে,,... খুঁজে পাবেন এই সমাজে এমন একটি মেয়ে..? তাই তো বলি বর্তমান যুগে বউ পাওয়া সহজ,,
কিন্তু সত্যিকারের একজন নারী পাওয়া বড়ই কঠিন..!🙂

সুবহানাল্লাহআজকের সোহরাওয়ার্দী উদ্যান। তিল ধারণের ঠাঁই নেই। সাদা টুপি অপরুপ সজ্জিত শুভ্রসবুজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্য...
05/11/2024

সুবহানাল্লাহ

আজকের সোহরাওয়ার্দী উদ্যান। তিল ধারণের ঠাঁই নেই।

সাদা টুপি অপরুপ সজ্জিত শুভ্রসবুজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত আজকের ইসলামী মহাসমাবেশ.

আল্লাহ সবাইকে এভাবেই ঐক্য ও নেক থাকার তওফিক দিন, আমিন।

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!১. ঘরের খাবার খান, যা–ই খেতে ইচ্ছে করুক, ঘরে বানিয়ে খান।২. অফিসে লাঞ্চবক্স নি...
27/10/2024

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!

১. ঘরের খাবার খান, যা–ই খেতে ইচ্ছে করুক, ঘরে বানিয়ে খান।

২. অফিসে লাঞ্চবক্স নিয়ে আসুন।

৩. গণপরিবহন ব্যবহার করুন।

৪. হাঁটুন, হেঁটে অফিসে যান, বাজারে যান।

৫. যখন যে সবজির দাম কম, তখন সেটা খান।

৬. যখন ছাড় চলে, তখন কেনাকাটা করুন। অফ সিজনে কেনাকাটা করুন। যেখানে যে জিনিসের দাম কম, সেটা সেখান থেকেই কিনুন।

৭. ব্র্যান্ড পরিহার করুন। একই রকম দেখতে, একই মানের সেবা দেয়, এমন কিছু আপনি স্থানীয় বাজারেই খুঁজে পাবেন।

৮. রিসাইকেল, আপসাইকেল করুন।

৯. সেকেন্ডহ্যান্ড শপ থেকে কেনাকাটা করুন।

১০. কেনার বদলে ধার করুন। যেমন ধরুন, কোথাও বেড়াতে যাবেন এক দিনের জন্য আর নতুন পোশাক কেনার দরকার কী! দাওয়াত খেতে যাবেন, গয়না না কিনে ধার করে পরুন।

১১. কার্ডে নয়, ক্যাশে পে করুন। খরচ অনেকটাই কমে আসবে।

১২. ঘরে কাপড় ইস্তিরি করুন।

১৩. ফ্রি ওয়াই–ফাই ব্যবহার করুন।

১৪. পানি কিনে খাওয়ার বদলে ফিল্টার ব্যবহার করুন।

১৫. কিছু শাকসবজি চাষ করুন। যেমন ছাদে বা বারান্দায় কাঁচা মরিচ, টমেটো, ধনেপাতা বা অন্যান্য শাকসবজি চাষ করুন।

১৬. ব্যবহৃত জিনিসপত্র ফেলে না দিয়ে ঠিক করে আবার ব্যবহার করুন।

১৭. পানি, বিদ্যুৎ, গ্যাস প্রয়োজনের বাইরে ব্যবহার করবেন না।

১৮. প্রয়োজনীয় কিছু জিনিস বানিয়ে নিন। যেমন কাপড় কিনে পর্দা বানিয়ে নিলে খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে। ঘরের ল্যাম্পশেড বানিয়ে নিতে পারেন।

১৯. ঘরের অতিরিক্ত জিনিসপত্র বিক্রি করে দিন।

২০. এমন সব অ্যাপ ব্যবহার করুন, যাতে আপনার খরচ কমে। দামের তুলনা করা যায়, এমন অ্যাপ, খাদ্য–পুষ্টিবিষয়ক অ্যাপ, সবচেয়ে কম খরচে বিমানভাড়া বা হোটেল খোঁজার অ্যাপ ইত্যাদি।

২১. খরচ ভাগাভাগি করুন।

২২. সপ্তাহে এক দিন ‘নো স্পেন্ড ডে’ পালন করুন। সেদিন সারা দিন বাসায় থাকুন, বাইরে থেকে হেঁটে আসুন। মূল লক্ষ্য হলো একটি টাকাও খরচ না করে দিনটা পার করা। এভাবে খরচের অভ্যাসে লাগাম টানুন।

২৩. নিজের সঙ্গে সব সময় পানির বোতল বহন করুন।

২৪. ঘরের অতিরিক্ত জায়গা ভাড়া দিন।

২৫. অনলাইনে (হোয়াটসঅ্যাপে) কল করুন।

২৬. মাসের শুরুতেই একবারে মাসের বাজার করে ফেলুন।

২৭. ঘরেই করুন জিম।

***এই লিস্ট থেকে যার যেভাবে সেভ করা সম্ভব চেষ্টা করলে খরচ অবশ্যই কমবে!

পোস্ট কার্টেসি: প্রথম আলো জীবন যাপন

21/10/2024

আপনার এলাকার একজন বিখ্যাত লোকের নাম বলুন যাকে পুরা বাংলাদেশের মানুষ চিনে!

21/10/2024

সাকিব আল হাসানকে কি দেশে এসে ক্রিকেট খেলতে দেওয়া উচিত?

আপনাদের মতামত কি?

16/10/2024

তাহাজ্জুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা"!🤍

এইভাবে তাহাজ্জুদ পড়ে দেখুন, আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে! ইন শা আল্লাহ। রাত ৩ টা তাহাজ্জুদ এর সময় হয়েছে, ওঠো! যেন কেউ জানতে না পারে। ওয়াশরুমে যাও, মিসওয়াক শেষে উত্তমরুপে ওযু বা গোসল করে সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান কর; কাউকে দেখানোর জন্য না! একমাত্র তোমার রব আল্লাহর জন্য।

চোখে সুরমা লাগাও, মাথার চুল আঁচড়া ও হালাল সুগন্ধি লাগাও। নিজেকে উত্তমরুপে সাজাও, আজকের এই গোসল, এই সাজ আল্লাহর জন্য। শুধুই মহান সৃষ্টিকর্তার জন্য, জায়নামাজ বিছিয়ে ধীরস্থির ভাবে দুই রাকাত নামাজ পড়ো।

নামাজান্তে সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান সেই রবকে ডাকো, যিনি তোমার প্রার্থনা শোনার জন্য, তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন, ধৈর্য্যধারণ করে, প্রশান্তচিত্তে, নামাজের মধ্যে তাঁকে ডাকতে থাকো। সেই রব তোমার দোয়া কবুল করবেন না তো আর কার দোয়া কবুল করবেন!

তোমার ডাক শুনবেন না তো আর কার ডাক শুনবেন! তুমি আর সেই ব্যক্তি কি এক হয়ে গেলে যিনি বেঘোরে ঘুমাচ্ছে আর তুমি অশ্রুবর্ষণ করে মহান রবের কুদরতি পা সিক্ত করছো!

না না তুমি আল্লাহর রহমতের ছাঁয়ার নিচে আর সে অনেক অনেক দূরে। তোমার প্রার্থনায় আরশ কেঁপে ওঠছে, তকদির দোলছে, অবশেষে আল্লাহ তকদির পরিবর্তন করে বান্দার আরজি কবুল করেন।

তোমার দোয়া কবুল হয় না, তোমার দুঃখ মোচন হয় না, তোমার বিপদ আরো বেড়েই চলছে...। ওই নিয়মে ডাকতে থাকো, আরে... যিনি মাত্র ৬ দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন যদি ডাকার মতো তাঁকে ডাকো তবে তোমার ইচ্ছে কবুল হতে ৬ মিনিটও লাগবে না।

ইন শা আল্লাহ"!🌸🤍

ঢাকার সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার
16/10/2024

ঢাকার সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার

😑 বর্তমান বাজার তালিকা 😐টমেটো: ২৮০ টাকাকাচা মরিচ: ৪০০ধনিয়া পাতা: ৫৫০গাজর: ১৯০ টাকাডিমের হালি: ৭০ টাকালাউ: ১০০ টাকা (প্র...
13/10/2024

😑 বর্তমান বাজার তালিকা 😐
টমেটো: ২৮০ টাকা
কাচা মরিচ: ৪০০
ধনিয়া পাতা: ৫৫০
গাজর: ১৯০ টাকা
ডিমের হালি: ৭০ টাকা
লাউ: ১০০ টাকা (প্রতি পিস)
বেগুন: ১৪০ টাকা
কচুর লতি: ১০০ টাকা
মুলা: ১০০ টাকা
পটল: ৬০ টাকা
ঢেঁড়স: ৮০ টাকা
শসা: ৭০ টাকা
সিম: ২৫০ টাকা
মিষ্টি কুমড়া: ৫০ টাকা
করল্লা: ১২০ টাকা
পেঁপে: ৫০টাকা
লাল শাক ৩০ টাকা
পুইশাকের আটি ৬০ টাকা

10/10/2024

সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী...
😑 রুমিন ফারহানা 😐

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে ফের কর্মবিরতি পালন...
08/10/2024

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে ফের কর্মবিরতি পালন করেছেন নার্সেরা।

Address

42/1
Mirpur
1310

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sumaiya Simu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category