Dr. Sumaiya Simu

Dr. Sumaiya Simu 30,00,000 people like this
আমি Dr. Sumaiya Simu
(27)

21/12/2023

যখন আযান শেষ হয়ে যাবে তখন আল্লাহর কাছে চাও, তুমি যা চাইবে তাই পাবে!
(আবু দাউদঃ ৫২৪) 💕💞💞💞🤲🕋🕋🤗

16/12/2023

❤️💚বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

🔸পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

🔸পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

🔸মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

🔸ছয়টি জিনিষের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

🔸সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

🔸পাঁচটি জিনিষ কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

শুধু কুকুর ও শুকরের মাংস-ই হারাম নয়অন্যের হক মেরে অসৎ পথে আয় করা টাকায় কেনা- গরু-খাসি-মুরগীর মাংস-ও হারাম।
30/11/2023

শুধু কুকুর ও শুকরের মাংস-ই হারাম নয়
অন্যের হক মেরে অসৎ পথে আয় করা টাকায় কেনা- গরু-খাসি-মুরগীর মাংস-ও হারাম।

বিপদ কেটে গেলেমানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়।
18/11/2023

বিপদ কেটে গেলে
মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়।

09/11/2023

বিশ্বাস হারাবেন না, আল্লাহ চাইলে এক সেকেন্ডে জীবন পরিবর্তন করে দিতে পারেন 🤲

মানুষকে  বেশি  মূল্য দিলে নিজের মূল্যটা কমে যায় হোক সেটা ভালোবাসা  কিংবা বন্ধুত্ব!!
07/11/2023

মানুষকে বেশি মূল্য দিলে নিজের মূল্যটা কমে যায়
হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব!!

ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত যারা কোরআনের ভুল ধরতে গেছে তারাই মুসলিম হয়ে গেছে.! 💟_আলহামদুলিল্লাহ 🌸🥀
03/11/2023

ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত যারা কোরআনের ভুল ধরতে গেছে তারাই মুসলিম হয়ে গেছে.! 💟

_আলহামদুলিল্লাহ 🌸🥀

মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট।আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্ৰেষ্ট।আলহামদুলিল্লাহ
03/11/2023

মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট।
আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্ৰেষ্ট।
আলহামদুলিল্লাহ

31/10/2023

কোন খাবা‌রে আয়রন বে‌শি বুঝ‌বেন কিভাবে?🧑‍⚕️🧑‍⚕️🧑‍⚕️
যেসব সব‌জি বা ফল কাট‌তে গে‌লে দেখ‌বেন হা‌তে লাগার কার‌ণে কিছুটা কাল‌ছে হ‌য়ে যায় কিংবা কে‌টে রে‌খে দি‌লে কিছক্ষণ পর কিছুটা কা‌লো রং ধারণ ক‌রে,ত‌বে বুঝ‌বেন সেগু‌লো‌তে প্রচুর আয়রন আ‌ছে যেমন কাঁচকলা,কলার থোর বা মোচা!

23/10/2023

লুডু খেলার সময় ১ পরলে সেটাকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন?.....🤨

23/10/2023

যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন!

18/10/2023

সব থেকে বড় চাকরি হচ্ছে নামাজ।
জার বেতন হচ্ছে জান্নাত। 🕌সুবহানাল্লাহ🕌

পুত্রকে চেনা যায় বিবাহের পর আর কন্যাকে যৌবনে ।স্বামীকে স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়বন্ধুর পরিচয় ...
16/10/2023

পুত্রকে চেনা যায় বিবাহের পর আর কন্যাকে যৌবনে ।

স্বামীকে স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়

বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে।

আর সন্তান চেনার উপায় হল বার্ধক্যে ৷৷

13/10/2023

যে সংসারে নারীর সিদ্ধান্তই চুড়ান্ত,ঐ সংসার অ'ভিশ'প্ত! লা'ঞ্ছিত!
এই যুক্তির সাথে আপনি একমত?

Today Best Photos🎁❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤💚❤❤💚❤💚❤💚❤🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌            Actres  # jamilanagudu with   and  also known as
12/10/2023

Today Best Photos🎁
❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️
❤💚❤❤💚❤💚❤💚❤
🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌










Actres # jamilanagudu with and also known as

06/10/2023

যে সংসারে নারীর সিদ্ধান্তই চুড়ান্ত,
ঐ সংসার অ ভি শ প্ত! লা ঞ্ছি ত!
এই যুক্তির সাথে আপনি একমত?

কথাটা কি সত্যি?
06/10/2023

কথাটা কি সত্যি?

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা... ১। চাউল ১ বস্তা       =   ৩,০০০/-২। তৈল ৪ লিটার     =       ৮০০/-৩...
01/10/2023

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...
১। চাউল ১ বস্তা = ৩,০০০/-
২। তৈল ৪ লিটার = ৮০০/-
৩। বাসা ভাড়া = ৫,০০০/-
৪। সবজি = ৪,০০০/-
৫। মাছ = ৪,০০০/-
৬। গ্যাস সিলিন্ডার = ১,৫০০/-
৭। শ্যাম্পু,সাবান = ৫০০/-
৮। মুদি বাজার = ৫০০০/-
৮। বিদ্যুৎ বিল = ৭০০/-
৯।মোবাইল খরচ। = ৫০০/-
সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ। ৷ = ৫০০০/-
মোট খরচ ৷ ৷ = ৩০০০০/-

কত % পরিবারে ৩০০০০/- ইনকাম আছে??

যাদের বেতন/ মাসিক ইনকাম ৮,০০০/-
যাদের বেতন/ মাসিক ইনকাম ১০,০০০/-
যাদের বেতন/ মাসিক ইনকাম ১২,০০০/-
যাদের বেতন/ মাসিক ইনকাম ১৫,০০০/-
কি করবে তারা ?

দাবি আমাদের একটাই,

""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""

মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমানো উচিত। এটাই বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের বাস্তব চিত্র

যে গরম পানি ডিমকে শক্ত করে,সেই গরম পানিই আবার আলুকে নরম করে, সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি, সুবহানআল্লাহ
28/09/2023

যে গরম পানি ডিমকে শক্ত করে,সেই গরম পানিই আবার আলুকে নরম করে, সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি, সুবহানআল্লাহ

হায়রে টাকা,তুই থাকলে কাঠের পুঁতল ও কথা বলেআর না থাকলেরক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়,
27/09/2023

হায়রে টাকা,

তুই থাকলে কাঠের পুঁতল ও কথা বলে

আর না থাকলে

রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়,

আজ বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, ১২ আশ্বিন ১৪৩০ বাংলা, ১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার না...
27/09/2023

আজ বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, ১২ আশ্বিন ১৪৩০ বাংলা, ১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

নামাজের সময়সূচি
> ফজর- ৪:৩৪ মিনিট।
> জোহর- ১১:৫৪ মিনিট।
> আসর- ৪:১২ মিনিট।
> মাগরিব- ৫:৫৭ মিনিট।
> ইশা- ৭:১০ মিনিট।

> আজ সূর্যাস্ত- ৫:৫০ মিনিট।
> আজ সূর্যোদয়- ৫:৪৮ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে-
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে-
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।

26/09/2023

যার মা যত চালাক
তার মেয়ে তত তালাক ! কথাটি যুক্তিসঙ্গত কিনা
মতামত চাই
⤵️⤵️⤵️

ছেলেরা রোজগার করা শুরু করলে সংসার শুরু করে। আর মেয়েরা রোজগার করা শুরু করলে সংসার ছাড়ার কথা চিন্তা করে।কথাটা কি সত্যি?
26/09/2023

ছেলেরা রোজগার করা শুরু করলে সংসার শুরু করে।

আর মেয়েরা রোজগার করা শুরু করলে সংসার ছাড়ার কথা চিন্তা করে।

কথাটা কি সত্যি?

সম্পত্তির জন্য কখনো ভাই-বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না, ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না।
26/09/2023

সম্পত্তির জন্য কখনো ভাই-বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না, ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না।

স্বামীকে রাজার মতো মানুন, রানীর মর্যাদা পাবেন! গোলামের মতো ভাবলে বান্দীর মতো থাকবেন। চয়েজ আপনার।
26/09/2023

স্বামীকে রাজার মতো মানুন, রানীর মর্যাদা পাবেন! গোলামের মতো ভাবলে বান্দীর মতো থাকবেন।
চয়েজ আপনার।

আজ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, ১১ আশ্বিন ১৪৩০ বাংলা, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার ...
26/09/2023

আজ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, ১১ আশ্বিন ১৪৩০ বাংলা, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

নামাজের সময়সূচি
> ফজর- ৪:৩৪ মিনিট।
> জোহর- ১১:৫৪ মিনিট।
> আসর- ৪:১২ মিনিট।
> মাগরিব- ৫:৫৭ মিনিট।
> ইশা- ৭:১০ মিনিট।

> আজ সূর্যাস্ত- ৫:৫০ মিনিট।
> আজ সূর্যোদয়- ৫:৪৮ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে-
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে-
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।

পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না।ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে।
25/09/2023

পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না।
ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে।

আজ সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, ১০ আশ্বিন ১৪৩০ বাংলা, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নাম...
25/09/2023

আজ সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, ১০ আশ্বিন ১৪৩০ বাংলা, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

নামাজের সময়সূচি
> ফজর- ৪:৩৩ মিনিট।
> জোহর- ১১:৫৫ মিনিট।
> আসর- ৪:১৪ মিনিট।
> মাগরিব- ৫:৫৯ মিনিট।
> ইশা- ৭:১৩ মিনিট।

> আজ সূর্যাস্ত- ৫:৫৪ মিনিট।
> আজ সূর্যোদয়- ৫:৪৭ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে-
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে-
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।

আজ রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, ৯ আশ্বিন ১৪৩০ বাংলা, ৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামা...
24/09/2023

আজ রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, ৯ আশ্বিন ১৪৩০ বাংলা, ৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

নামাজের সময়সূচি
> ফজর- ৪:৩৩ মিনিট।
> জোহর- ১১:৫৫ মিনিট।
> আসর- ৪:১৪ মিনিট।
> মাগরিব- ৫:৫৯ মিনিট।
> ইশা- ৭:১৩ মিনিট।

> আজ সূর্যাস্ত- ৫:৫৪ মিনিট।
> আজ সূর্যোদয়- ৫:৪৭ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে-
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে-
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।

নামাজের সময়সূচি: ২৩ সেপ্টেম্বর ২০২৩আজ শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, ৮ আশ্বিন ১৪৩০ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি...
23/09/2023

নামাজের সময়সূচি: ২৩ সেপ্টেম্বর ২০২৩

আজ শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, ৮ আশ্বিন ১৪৩০ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

নামাজের সময়সূচি
> ফজর- ৪:৩৩ মিনিট।
> জোহর- ১১:৫৬ মিনিট।
> আসর- ৪:১৪ মিনিট।
> মাগরিব- ৫:৫৯ মিনিট।
> ইশা- ৭:১৩ মিনিট।

> আজ সূর্যাস্ত- ৫:৫৪ মিনিট।
> আজ সূর্যোদয়- ৫:৪৭ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে-
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে-
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।

মিরপুরের সেই বিদুৎস্পৃ'ষ্ট শিশু বেঁচে আছে। ফালিল্লাহিল হামদ! আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। মনটা বিষণ্ণ ছিলো গতকাল রাতে ...
22/09/2023

মিরপুরের সেই বিদুৎস্পৃ'ষ্ট শিশু বেঁচে আছে।

ফালিল্লাহিল হামদ! আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া।

মনটা বিষণ্ণ ছিলো গতকাল রাতে অন্যান্যদের মৃ"ত্যু সহ এই বাচ্চাটা পানিতে উঠানোর দৃশ্য দেখে।

আমার গাছের পেয়ারা গুলো বড় হয়েছে ✌️
21/09/2023

আমার গাছের পেয়ারা গুলো বড় হয়েছে ✌️

কারো কাছে নিজেকে ছোট করে,কখনো কোন কাজ করবেন না।নিজের আত্মসম্মান নিয়ে বাঁচুন।মানুষের কাছে নত হয়ে বাঁচার চেয়ে,সিংহের মতো ক...
20/09/2023

কারো কাছে নিজেকে ছোট করে,
কখনো কোন কাজ করবেন না।
নিজের আত্মসম্মান নিয়ে বাঁচুন।
মানুষের কাছে নত হয়ে বাঁচার চেয়ে,
সিংহের মতো ক্ষণিক সময় বাঁচা শ্রেয়।

আমলকী!খুবই উপকারী এক‌টি ফল!
04/09/2023

আমলকী!
খুবই উপকারী এক‌টি ফল!

তালাক কেন হচ্ছে জানার জন্য গত ১২ মাস ধরে আমি ৩০০ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার  সাথে কথা বলেছি, আমার প্রশ্ন ছিলো আপনার...
02/09/2023

তালাক কেন হচ্ছে জানার জন্য গত ১২ মাস ধরে আমি ৩০০ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি, আমার প্রশ্ন ছিলো আপনার কেন তালাক হলো?
এর ৭২% তালাক হয়েছে ভুলবুঝা বুঝি একে অপরকে অসন্মান করার কারনে।
আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া। ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাশিতার কারনে।
৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে। ২২℅ পুরুষের দোষে।
মজার বিষয় হলো ৯২℅ তালাক প্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত তারা বলছে সিদ্ধান্তটি ভুলছিলো।
তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের আর বিয়ে হচ্ছে না।
০৪℅ মেয়ে বিয়ের প্রতি অনিহা।
০৭℅ মেয়ে পথভ্রষ্টা।
ছেলেদের মধ্যে ৮৫ ℅ বিয়ে করে সংসার করছে।
১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা।
০২ ℅ ছেলে পথভ্রষ্ট।
আরো মাজার বিষয় হলো ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে।
আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে ০০১℅।
আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি।
যারা দাম্পত্য জিবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই।
চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
প্লিজ তালাক দেওয়ার এগে ভাবুন আবার ভাবুন দেখুন সমযতা করা যায় কিনা।
সততার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন।
দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে।
৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি।
অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ।
অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা।
আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ। আশা করি বুঝতে পারছেন।
সংগ্রহীত ❣️

নিজেকে পরিবর্তন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ! আলহামদুলিল্লাহ. 💓
31/08/2023

নিজেকে পরিবর্তন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ!

আলহামদুলিল্লাহ. 💓

আজ বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ ইংরেজি, ১৬ ভাদ্র ১৪৩০ বাংলা, ১৪ সফর ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়...
31/08/2023

আজ বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ ইংরেজি, ১৬ ভাদ্র ১৪৩০ বাংলা, ১৪ সফর ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৩ মিনিট।
> জোহর- ১২:০২ মিনিট।
> আসর- ৪:৩০ মিনিট।
> মাগরিব- ৬:২২ মিনিট।
> ইশা- ৭:৩৭ মিনিট।

> আজ সূর্যাস্ত- ৬:১৭ মিনিট।
> আজ সূর্যোদয়- ৫:৩৯ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-

বিয়োগ করতে হবে-
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে-
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।

তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "ছোট বোন ...
23/08/2023

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "

ছোট বোন আমার হাত চেপে ধরে বললো " ভাইয়া,তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো ৫ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না।বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? "

বোনকে অভয় দিয়ে বললাম " শত কষ্ট হলেও শোধ করবো বোন "

সারারাত আমার ঘুম হলো না।বোনের বিয়ের বয়স হয়ে গেছে।পরিবারের খরচ নাহয় কোনোরকম চালাবো,কিন্তু বোনের বিয়ে কিভাবে দিবো?

পরেরদিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির।বাইরে বেড় হয়ে এতো লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো।মৃদু স্বরে বললাম

" আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন।আমি চেষ্টা করবো শোধ করার "

ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললো " আমরা ব্যাংক থেকে এসছি।উনি তার ছেলে মেয়ের নামে ৭ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন "

একথা বলে তিনি চলে গেলেন।বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় রাখতেন।

রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট ১১ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।মনে পড়ে গেলো সেদিন রাতের কথা।যে রাতে আমি বাবাকে বলেছিলাম

" আপনি কেমন বাবা?আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা আছে?দরকার নেই আমার এমন বাবার "

বাবা তখন মৃদু হেসে বলেছিলেন " আমার সাধ্য মতো চেষ্টা করছি।সময় হলেই পেয়ে যাবে "

হ্যা সে সময়টা এখন এসে গেছে।কিন্তু বাবা চলে গেছে দূরে,ওই তারাদের কাছে।আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম

" বাবা,আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না।এখন বুঝতে পারছি,কেন তুমি এক শার্ট পড়েই একটা বছর কাটিয়ে দিতে "

#বাবা ❤️

একটা অসাধারন ক্যামেরায় তোলা ফটো 👍🙂ভালো করে ফটো টি লক্ষ্য করুন পরে লার্জ করুন -আর বলুন কি দেখতে পেলেন?? "সৃষ্টিতে যতক্ষণ...
21/08/2023

একটা অসাধারন ক্যামেরায় তোলা ফটো 👍🙂
ভালো করে ফটো টি লক্ষ্য করুন পরে লার্জ করুন -আর বলুন কি দেখতে পেলেন??

"সৃষ্টিতে যতক্ষণ দ্বিধা থাকে ততক্ষণ সুন্দর দেখা
যায় না , সামঞ্জস্য যখন সম্পূর্ণ হয় তখনই সুন্দরের আবির্ভাব।"

🏵️রবীন্দ্রনাথ ঠাকুর🏵️
(পশ্চিম যাত্রীর ডায়েরি )

মাছ এভাবে বেধে রাখার কারন কি কেউ কি জানেন ? সঠিক উত্তর কয়জন দিতে পারে দেখা যাক 😲😲😲🙄
21/08/2023

মাছ এভাবে বেধে রাখার কারন কি কেউ কি জানেন ?
সঠিক উত্তর কয়জন দিতে পারে দেখা যাক 😲😲😲🙄

Address

42/1
Mirpur
1310

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sumaiya Simu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category