BRTA Online Service

BRTA Online Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BRTA Online Service, Digital creator, Mirpur-13, Oposite BRTA, Mirpur.

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ' র উদ্যোগ ঘরে বসে ই-পেপার ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়ার  সুযোগ।
17/08/2023

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ' র উদ্যোগ
ঘরে বসে ই-পেপার ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ।

09/05/2023

ট্যাক্স টোকেন নবায়ন:-

মোটরযান রেজিস্ট্রেশনের সয়ম ১ম ট্যাক্স টোকেন বিআরটিএ কর্তৃক ইস্যু করা হয়। পরবর্তীতে নির্ধারিত ফি প্রদানস্বাপেক্ষে নির্দিষ্ট ব্যাংক হতে ট্যাক্স টোকেন নবায়ন করা যায়।

প্রয়োজনীয় কাগজপত্র:
১। পূর্বের ইস্যুকৃত ট্যাক্স টোকেন সার্টিফিকেট (মূল কপি)।
২। TIN সংক্রান্ত কাগজপত্র-এর সত্যায়িত কপি (ইতিপূর্বে চলতি অর্থছেরের জন্য সংশ্লিষ্ট মোটরযানের অনুমিত/অগ্রিম আয়কর দেয়া না হলে অনুমিত/অগ্রিম প্রদান করতে হবে);

07/05/2023

মোটরযানের মালিকানা বদলী:-

সেবা প্রত্যাশী মোটরযানটি যে বিআরটিএ সার্কেল অফিসে নিবন্ধিত সেই বিআরটিএ অফিসে ক্রেতা ও বিক্রেতার স্বাক্ষরসম্বলিত নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ মোটরযানের মালিকানা বদলীর জন্য আবেদন করবেন এবং গাড়িটি পরিদর্শনের জন্য বিআরটিএ অফিসে হাজির করবে। অত:পর বিআরটিএ অফিস কর্তৃক তাঁর আবেদন ও সংযুক্ত দালিলাদি যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে মালিকানা ও গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য বিআরটিএ ইনফরমেশন সিস্টেমে এন্ট্রি পর সহকারী পরিচালক(ইঞ্জিনিয়ারিং) কর্তৃক মালিকানা বদলীর অনুমোদন প্রদান করা হয় এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক একটি প্রাপ্তিস্বীকারপত্র প্রিন্ট করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর করত: আবেদনকারীকে প্রদান করা হয়। ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট(ডিআরসি) তৈরির নিমিত্ত গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) প্রদানের জন্য গ্রাহককে সংশ্লিষ্ট অফিসে উপস্থিত হতে হবে; এজন্য গ্রাহককে তার মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে অবগত করা হয়। বায়োমেট্রিক্স প্রদানের পর ডিআরসি গ্রহণের জন্যও গ্রাহককে মোবাইল মেসেজের মাধ্যমে অবগত করা হয়।

মালিকানা বদলীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র (ওয়ারিশসূত্রে প্রাপ্ত মালিকানা ব্যতিত):
ক্রেতার করণীয়ঃ
১। পূরণকৃত ও স্বাক্ষরিত ‘টিও’, ‘টিটিও’ ও নমুনা স্বাক্ষর ফরম; [ ডাউনলোড লিংক টিও , টিটিও, নমুনা স্বাক্ষর ফরম]
২। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ;
৩। ক্রেতার TIN সার্টিফিকেটের সত্যায়িত কপি (ভাড়ায় চালীত নহে এমন কার, জিপ, মাইক্রোবাস-এর ক্ষেত্রে)
৪। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে);
৫। ছবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ক্রেতার হলফনামা;
৬। সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর ফরমে ত্রেতার নমুনা স্বাক্ষর এবং ইংরেজীতে নাম, পিতার/স্বামীর নাম, পর্ণ ঠিকানা ও ৩ কপি স্ট্যাম্প আকারের রঙ্গীন ফটোসহ ফরমের অন্যান্য সকল তথ্য প্রদান, তবে ক্রেতা কোন প্রতিষ্ঠান হলে, উপরে বর্ণিত কাগজপত্রসহ (হলফনামা ব্যতিত) অফিসিয়াল প্যাডে চিঠি।

বিক্রেতার করণীয়ঃ
১। ফরম ‘টিটিও’ এবং বিক্রয় রশিদে স্বাক্ষর; [ ডাউনলোড লিংক টিও , টিটিও, বিক্রয় রশিদ ফরম]
২। বিক্রেতার ছবিসহ বিক্রয় হলফনামা;
৩। বিক্রেতা কোম্পানী হলে কোম্পানীর লেটার হেড প্যাডে ইন্টিমেশন, বোর্ড রেজিুলেশন ও অথরাইজেশন পত্র প্রদান;
৪। মোটরযানটি ব্যাংক অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকারী প্রতিষ্ঠানের ঋণ পরিশোদ সংক্রান্ত ছাড়পত্র সংগ্রহ করে তা দাখিল করা;
ওয়ারিশ সূত্রে মালিকানা বদলীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র:
১। পূরণকৃত ও স্বাক্ষরিত ‘টিও’, ‘টিটিও’ নমুনা স্বাক্ষর ফরম (গাড়িটি যার নামে মালিকানা বদলী হবে শুধু তার স্বাক্ষর);
২। কোর্ট/স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ওয়ারিশ সংক্রান্ত সনদ;
৩। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ;
৪। একাধিক ওয়ারিশ থাকলে প্রথম ওয়ারিশের TIN সার্টিফিকেটের সত্যায়িত কপি (ভাড়ায় চালীত নহে এমন কার, জিপ, মাইক্রোবাস-এর ক্ষেত্রে)
৫। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে);
৬। ছবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ওয়ারিশসূত্রে মালিকানা প্রাপ্তি সংক্রান্ত ওয়ারিশগণের হলফনামা [একাধিক ওয়ারিশ থাকলে এবং একজনের নামে মালিকানা প্রদান করা হলে সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশগণ কর্তৃক সকলের ছবিসহ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আর একটি হলফনামা];
৭। নমুনা স্বাক্ষর ফর্মে নমুনা স্বাক্ষর এবং ইংরেজীতে নাম, পিতার/স্বামীর নাম, পর্ণ ঠিকানা ও ৩ কপি স্ট্যাম্প আকারের রঙ্গীন ফটোসহ ফরমের অন্যান্য তথ্য পূরণ

30/04/2023

আসসালামু আলাইকুম........

"বিআরটিএ অনলাইন সার্ভি স পরিবারের" পক্ষ থেকে স্বাগতম!
১।বিআরটিএ অনলাইন সার্ভি স পেজটি সম্পূর্ণ একটি আনঅফিশিয়াল পেজ। এই পেজে বিআরটিএ এর কোন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী জড়িত নেই।
২। এই পেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, নবায়ন ইত্যাদি সম্পর্কে আমরা যে ধরনের তথ্য জানি সে সম্পর্কে সবাইকে অবগত করবো।
৩। দালাল ও প্রতারকদের থেকে সাবধান।
৪। পেজটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
৫। এখানে বিআরটিএর তথ্য, ট্রাফিক সংক্রান্ত বিষয়, ট্রাফিক আইন, সচেতনতামূলক পোস্ট ও শিক্ষা সংক্রান্ত পোস্ট করা যাবে।
৬। ব্যক্তিগত কোনো ছবি পোস্ট করলে বা উস্কানিমূলক, অপমানজনক বা কাউকে হ্যারাসমেন্ট বাবদ কোন পোস্ট করলে, সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়া হবে।
৭। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় যেমন কারো কাছ থেকে টাকা চাওয়া, বা টাকার বিনিময়ে কোন কাজ করে দিবে এই ধরনের তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। ***( টাকা পয়সা চাইলে সাথে সাথে এডমিন মডারেটর দের অবহিত করুন)
৮। কোন অসৌজন্যমূলক আচরণ করা, বা কাউকে গালি দেয়া যাবে না।
৯। আপনার ফ্রেন্ডদের এড করলে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য পেতে আপনারই সুবিধা হবে।
১০। পেজটি আমাদের সবার । তাই এটি ঠিকভাবে পরিচালনার দায়িত্বও আমার আপনাদের সবার।
বিঃ দ্রঃ (এই গ্রুপ টি সম্পুর্ন একটি অরাজনৈতিক গ্রুপ।দয়া করে কেউ রাজনৈতিক ভাবে নিয়ে ছোট লোকের পরিচয় দিবেন না)
সবার সহযোগিতা কামনা করছি

Address

Mirpur-13, Oposite BRTA
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when BRTA Online Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Mirpur

Show All