29/03/2025
আমরা যারা দেশে থাকি, তারা পরিবারের সাথে একসাথে ঈদ পালন করতে পারি। কিন্তু যারা প্রবাসে রয়েছেন, মা-বাবা, ভাই-বোনের কাছে না গিয়ে একাকী ঈদ পালন করছেন, তাদের বেদনা কি আমরা কখনো অনুভব করি? তাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ রেমিটেন্স আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। তাই, তাদের ঈদের শুভেচ্ছা জানাতে যেন আমরা ভুলে না যাই!
যারা দেশের জন্য নিরলস পরিশ্রম করে, রেমিটেন্সে বারবার নতুন রেকর্ড গড়ে, তাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক। দেশের সকল রেমিটেন্স যোদ্ধা ভালো থাকুক, নিরাপদ থাকুক। মহান আল্লাহ্র নিকট এই দোয়া করি, তাদের জীবন হোক সুখময় ও সমৃদ্ধ।