Blog King

Blog King We organize information about all the districts of Bangladesh, all the unknown information, travel t

30/07/2023
বাংলাদেশের ৬৪ জেলার দর্শনীয় স্থানের তালিকা।🇧🇩নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন।
10/06/2023

বাংলাদেশের ৬৪ জেলার দর্শনীয় স্থানের তালিকা।🇧🇩
নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন।

03/06/2023

📱 Social media isn't really social. 📱

📚 Business books aren't a real business. 📚

♠️ Gambling isn't really investing. ♠️

👫 P**n isn't real s*x. 👫

🍷 Alcohol isn't really courage. 🍷

❌ Co***ne isn't real energy. ❌

💲 উচ্চ জিডিপি এবং নিম্ন ঋণ= শক্তিশালী মুদ্রা।(আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া)💲 উচ্চ জিডিপি এবং উচ্চ ঋণ= নিম্ন মুদ্...
28/05/2023

💲 উচ্চ জিডিপি এবং নিম্ন ঋণ= শক্তিশালী মুদ্রা।
(আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া)

💲 উচ্চ জিডিপি এবং উচ্চ ঋণ= নিম্ন মুদ্রা।
(জাপান, ইন্দোনেশিয়া, ইতালি)

💲 কম জিডিপি এবং উচ্চ ঋণ= সর্বনিম্ন মুদ্রা।
(জিম্বাবুয়ে, উগান্ডা, ভেনিজুয়েলা)

17/07/2022

Cute baby washing cloth.

15/07/2022

Hatirjheel Water Taxi.

08/07/2022

ইন্দোনেশিয়ান ফুড।
Indonesian food.
Makanan Indonesia.

Information Collection: Internet.
Image & Video Clips Collection: Internet & Google.
Background Music: YouTube Audio Library.

Voice Artist: SD ASIF: https://www.facebook.com/sdasif241
Video Editing:- Rakubil Islam: https://www.facebook.com/Rakibulislam3252

For Sponsorship And Communication: [email protected]

Join On Social Media:-
YouTube: https://www.youtube.com/c/BlogKingOfficial
Twitter: https://twitter.com/SDAsif241
Instagram: https://www.instagram.com/sdasif241
LinkedIn: https://www.linkedin.com/in/sdasif

► Disclaimer:
=============
This channel may use some copyrighted materials without the specific authorization of the owner but the contents used here fall under the “Fair Use”
Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

আলহামদুলিল্লাহ।❤️একদিনে ২টো সুখবর।💥আমার SD ASIF পেইজ আর ক্লায়েন্টের Creative Merchandises পেইজটি restricted হয়ে যায়।😭দুট...
05/06/2022

আলহামদুলিল্লাহ।❤️
একদিনে ২টো সুখবর।💥

আমার SD ASIF পেইজ আর ক্লায়েন্টের Creative Merchandises পেইজটি restricted হয়ে যায়।😭

দুটো পেইজে একসাথে রিকুয়েস্ট রিভিউ পাঠালাম। এবং ২৪ঘন্টার আগেই দুটো পেইজেই বুস্ট অপশন available করে দেয় ফেসবুক টিম।✅

কিছুক্ষণ পর ভিন্ন একটি ইমেইল থেকে নিজের ইউটিউবের ভিডিও প্লে করি।▶️

যখন দেখলাম যে নিজের ভিডিওতে এড শো করছে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে নিলাম।

এই আনন্দ একমাত্র ইউটিউবাররাই উপলব্ধী করতে পারবে।♻️

তবে আমার চ্যানেল যেহেতু এখনও মনিটাইজ হয় নাই তাই আমি কোন টাকা পাবো না।🙁

তাহলে এত খুঁশির কারণ কী?🤔

কারণ একটাই।

ভিডিওতে এড শো করা মানেই আমার ভিডিও গুলো এড ফ্রেন্ডলি। অর্থাৎ আমি এটা বুঝতে পারলাম আমার চ্যানেলের অবস্থান ভাল এবং মনিটাইজ হওয়ার পর আমি বড়লোক্স হয়ে যাবো।😁

মজা করলাম।
চলুন আরেকটু বুঝিয়ে বলি।👇

অনেক ইউটিউবার বলে যে তারা মনিটাইজ পেয়েছে কিন্তু তেমন এড আসে না এবং আর্নিংও কম হয়।
আবার আমরা এমনও চ্যানেল দেখেছি যেখানে একটি ভিডিওতেই আমাদের ৪-৫টা এড দেখানো হয়।

আর মনিটাইজ হওয়ার আগেই যেহেতু আমার এড এসেছে সো মনিটাইজ হওয়া আর নিয়মিত বেশী এড আসা নিয়ে কিছুটা হলেও দ্বিধা দূর হলো।💯

চাইলে ঘুরে আসতে পারেন।🚶🚶
youtube.com/BlogKingOfficial

আমার লোগো টা সবার খুব পছন্দ হইছে।🤣
04/06/2022

আমার লোগো টা সবার খুব পছন্দ হইছে।🤣

29/05/2022
24/05/2022

খাগড়াছড়ি জেলা পরিচিতি।
Khagrachari District Information.

Information Collection: Internet.
Image & Video Clips Collection: Internet & Google.
Background Music: YouTube Audio Library.

Voice Artist & Video Editing: SD ASIF: https://www.facebook.com/sdasif241

For Sponsorship And Communication: [email protected]

Join On Social Media:-
YouTube: https://www.youtube.com/c/BlogKingOfficial
Twitter: https://twitter.com/SDAsif241
Instagram: https://www.instagram.com/sdasif241
LinkedIn: https://www.linkedin.com/in/sdasif

► Disclaimer:
=============
This channel may use some copyrighted materials without the specific authorization of the owner but the contents used here fall under the “Fair Use”
Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

11/05/2022

ঘূর্ণিঝড় অশনী চলছে। যদিও তা এখনও বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করছে।

এর আগেও আমরা বিভিন্ন নামের ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছি। ফণী, আম্ফান, বুলবুল আরো কত কী!

চলুন দেখে নেই আগামী ১৬০টি ঘূর্ণিঝড় সমূহের নামের তালিকা ও নাম প্রদানকারী দেশের নাম।

★ অশনী/আসানি (Asani ) শ্রীলংকা।(চলমান)
১। সিত্রাং (Sitrang ) থাইল্যান্ড।
২। মানডুস (Mandous) সংযুক্ত আরব আমিরশাহী।
৩। মোচা/মোখা (Mocha/ Mokha ) ইয়েমেন।
৪। বিপর্যয় (Biparjoy ) বাংলাদেশ।
৫। তেজ (Tej ) ভারত।
৬। হামুন (Hamoon) ইরান।
৭। মিধিলি (Midhili ) মালদ্বীপ।
৮। মিকাউং/ মিগজাউম (Michaung /Migjaum ) মায়ানমার।
৯। রেমাল (Remal ) ওমান ।
১০। আসনা (Asna) পাকিস্তান।
১১। দানা (Dana ) কাতার ।
১২। ফেঙ্গাল/ ফেঞ্জাল (Fengal /Feinjal ) সৌদি আরব।
১৩। শক্তি (Shakhti ) শ্রীলংকা।
১৪। মনথা (Montha ) থাইল্যান্ড।
১৫। সেনইয়ার (Senyar) সংযুক্ত আরব আমিরশাহী।
১৬। দিত্বা (Ditwah) ইয়েমেন।
১৭। অর্ণব (Arnab) বাংলাদেশ।
১৮। মুরাসু (Murasu) ভারত।
১৯। আকভান (Akvan ) ইরান।
২০। কানি (Kaani) মালদ্বীপ।
২১। গামান (Ngamann) মায়ানমার।
২২। সাইল (Sail ) ওমান।
২৩। সাহাব (Sahab ) পাকিস্তান।
২৪। লুলূ (Lulu ) কাতার।
২৫। গাজীর/রাজীর (Ghazeer/Razeer) সৌদি আরব।
২৬। গিগুম/গিগাম (Gigum ) শ্রীলংকা।
২৭। থিয়ানয়ৎ (Thianyot) থাইল্যান্ড।
২৮। আফুর (Afoor ) সংযুক্ত আরব আমিরশাহী।
২৯। দিকসাম (Diksam) ইয়েমেন।
৩০। ঊপকূল (Upakul ) বাংলাদেশ।
৩১। আগ (Aag ) ভারত।
৩২। সেপাণ্ড/সেপান্দ (Sepand) ইরান।
৩৩। ওডী/ ওদি (Odi ) মালদ্বীপ।
৩৪। কেয়ারথিৎ/জাথি (Kyarthit /Kjathi ) মায়ানমার।
৩৫। নাসিম (Naseem ) ওমান ।
৩৬। আফসান (Afshan) পাকিস্তান।
৩৭। মৌজ (Mouj ) কাতার ।
৩৮। আসিফ (Asif) সৌদি আরব।
৩৯। গগন (Gagana ) শ্রীলংকা।
৪০। বুলান (Bulan ) থাইল্যান্ড।
৪১। নাহাম (Nahhaam ) সংযুক্ত আরব আমিরশাহী।
৪২। সিরা (Sira ) ইয়েমেন।
৪৩। বর্ষণ (Barshon ) বাংলাদেশ।
৪৪। ব্যোম (Vyom ) ভারত।
৪৫। বুরান (Booran) ইরান।
৪৬। কেনাউ (Kenau) মালদ্বীপ।
৪৭। জাবাগজি/ সাপাকইয়ি (Zabagji / Sapakyee) মায়ানমার।
৪৮। মুজ্ন (Muzn) ওমান ।
৪৯। মানাহিল (Manahil) পাকিস্তান।
৫০। সুহেল/ ঈশাইল (Suhail/ Es’hail ) কাতার ।
৫১। সিদ্রাহ/সাদ্রাহ (Sidrah/ Sadrah) সৌদি আরব।
৫২। ভেরাম্ভা (Verambha) শ্রীলংকা।
৫৩। ফুটালা (Phutala) থাইল্যান্ড।
৫৪। কুফাল (Quffal) সংযুক্ত আরব আমিরশাহী।
৫৫। বাখুর (Bakhur) ইয়েমেন।
৫৬। রজনী (Rajani ) বাংলাদেশ।
৫৭। ঝড় (Jhar) ভারত।
৫৮। অনাহিতা (Anahita) ইরান।
৫৯। এন্ধেরি (Endheri ) মালদ্বীপ।
৬০। বেয়ুম (We’wum /Wetwun) মায়ানমার।
৬১। সাদিম (Sadeem ) ওমান ।
৬২। সুজানা (Shujana) পাকিস্তান।
৬৩। সাদাফ (Sadaf) কাতার ।
৬৪। হারীদ (Hareed ) সৌদি আরব।
৬৫। গর্জন (Garjana ) শ্রীলংকা।
৬৬। আইয়ারা (Aiyara ) থাইল্যান্ড।
৬৭। দামান (Daaman) সংযুক্ত আরব আমিরশাহী।
৬৮। গাজী (Ghwyzi ) ইয়েমেন।
৬৯। নিশীথ (Nish*th) বাংলাদেশ।
৭০। প্রবাহ (Probaho ) ভারত।
৭১। আজার (Azar) ইরান।
৭২। রিয়াউ (Riyau ) মালদ্বীপ।
৭৩। ময়েইহউ (Mwei’hau/ Mwaihout) মায়ানমার।
৭৪। ডিমা (Dima) ওমান।
৭৫। পারওয়াজ(Parwaz) পাকিস্তান।
৭৬। রিম (Reem) কাতার।
৭৭। ফায়েদ (Faid ) সৌদি আরব।
৭৮। নিবা (Neeba) শ্রীলংকা।
৭৯। সামিং (Saming) থাইল্যান্ড।
৮০। ডীম (Deem ) সংযুক্ত আরব আমিরশাহী।
৮১। হফ (Hawf) ইয়েমেন।
৮২। ঊর্মি (Urmi) বাংলাদেশ।
৮৩। নীর (Neer) ভারত।
৮৪। পুয়ান (Pooyan) ইরান।
৮৫। গুরুভা (Guruva) মালদ্বীপ।
৮৬। জোয়ে/ইওয়ে (Kywe/Kjwe) মায়ানমার।
৮৭। মঞ্জুর (Manjour) ওমান।
৮৮। জান্নাতা (Zannata) পাকিস্তান।
৮৯। রায়হান (Rayhan) কাতার।
৯০। কাসীর (Kaseer/Kusaer) সৌদি আরব।
৯১। নিন্নদা (Ninnada) শ্রীলংকা।
৯২। ক্রাইসন (Kraison) থাইল্যান্ড।
৯৩। গারগুর (Gargoor) সংযুক্ত আরব আমিরশাহী।
৯৪। বলহাফ (Balhaf) ইয়েমেন।
৯৫। মেঘলা (Meghala) বাংলাদেশ।
৯৬। প্রভঞ্জন (Prabhanjan) ভারত।
৯৭। আরসাম (Arsham) ইরান।
৯৮। কুরাঙ্গি (Kurangi) মালদ্বীপ।
৯৯। পিংকু (Pinku/Pinnku) মায়ানমার।
১০০। রুকাম (Rukam/Roukaam) ওমান।
১০১। সারসার (Sarsar) পাকিস্তান।
১০২। আনবার (Anbar) কাতার।
১০৩। নাখিল (Nakheel) সৌদি আরব।
১০৪। ভিদুলী (Viduli) শ্রীলংকা।
১০৫। মাচা/মাটচা (Matcha/Mat-Cha) থাইল্যান্ড।
১০৬। খুব (Khubb) সংযুক্ত আরব আমিরশাহী
১০৭। ব্রম (Brom) ইয়েমেন।
১০৮। সমীরণ (Samiron) বাংলাদেশ
১০৯। ঘুর্ণি (Ghurni) ভারত।
১১০। হেনগেম (Hengame) ইরান।
১১১। কুরেধী (Kuredhi) মালদ্বীপ।
১১২। ইনকাঊং/ জিন গাউ (Yinkaung/ Jin Gaun) মায়ানমার।
১১৩। ওয়াটাড (Watad) ওমান।
১১৪। বাদ বান (Badban) পাকিস্তান।
১১৫। আউদ (Oud) কাতার।
১১৬। হাবুব (Haboob) সৌদি আরব।
১১৭। অঘা (Ogha) শ্রীলংকা।
১১৮। মাহিংসা (Mahingsa) থাইল্যান্ড।
১১৯। দেগল (Degl) সংযুক্ত আরব আমিরশাহী।
১২০। শুখরা (Shuqra) ইয়েমেন।
১২১। প্রতিকূল (Pratikul) বাংলাদেশ।
১২২। অম্বুদ (Ambud) ভারত।
১২৩। সাভাস (Savas) ইরান।
১২৪। হোরাঙ্গু (Horangu) মালদ্বীপ।
১২৫। লিনজৌন (Linyone/Lin Joun) মায়ানমার।
১২৬। আল- জারজ/আল- জারৌজ (Al-jarz/Al-Jarouz) ওমান ।
১২৭। সারাব (Sarrab) পাকিস্তান।
১২৮। বাহার (Bahar) কাতার।
১২৯। বারেক/বারীক (Bareq/ Bariq) সৌদি আরব।
১৩০। সালিথা (Salitha) শ্রীলংকা।
১৩১। ফ্রায়েওয়া (Phraewa) থাইল্যান্ড।
১৩২। আথমাদ (Athmad) সংযুক্ত আরব আমিরশাহী।
১৩৩। ফারতাক (Fartak) ইয়েমেন।
১৩৪। সরোবর (Sarobor) বাংলাদেশ।
১৩৫। জলধী (Jaladhi) ভারত।
১৩৬। তাহামতান (Tahamtan) ইরান।
১৩৭। ঠান্ডী (Thundi) মালদ্বীপ।
১৩৮। কায়িকান/ ইগান (Kyeekan/ Kji Gan) মায়ানমার।
১৩৯। রাবাব (Rabab) ওমান।
১৪০। গুলনার (Gulnar) পাকিস্তান।
১৪১। সীফ (Seef) কাতার।
১৪২। আলরীম /অরিম (Alreem) সৌদি আরব।
১৪৩। রিভি (Rivi) শ্রীলংকা।
১৪৪। আসুরী (Asuri) থাইল্যান্ড।
১৪৫। বুম (Boom) সংযুক্ত আরব আমিরশাহী।
১৪৬। দার্শাহ (Darsah) ইয়েমেন।
১৪৭। মহানিশা (Mahanisha) বাংলাদেশ।
১৪৮। বেগ (Vega) ভারত।
১৪৯। তুফান (Toofan) ইরান।
১৫০। ফানা (Faana) মালদ্বীপ
১৫১। বাউতফাট/বাহুপা (Bautphat/Bau’hpa ) মায়ানমার।
১৫২। রাদ (Raad) ওমান।
১৫৩। ওয়াসেক (Waseq) পাকিস্তান।
১৫৪। ফানার (Fanar) কাতার।
১৫৫। ওবিল (Wabil) সৌদি আরব।
১৫৬। রুদু (Rudu) শ্রীলংকা।
১৫৭। থারা (Thara) থাইল্যান্ড।
১৫৮। সাফার (Saffar) সংযুক্ত আরব আমিরশাহী।
১৫৯। সামহা (Samhah) ইয়েমেন।

02/05/2022

ঈদ মোবারক 🌙
-تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
'তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম'

25/04/2022

একুয়া মাস্টার কার্ড নেয়ার সম্পূর্ণ প্রসেস।
EBL Mastercard 2022

যা যা প্রয়োজন।
১। ন্যাশনাল আইডি কার্ড।
২। কারেন্ট বিলের কপি বা মিটার কার্ড।
৩। ইনকাম সোর্স।
৪। ২কপি ছবি(pp size)
৫। পাসপোর্ট(ডুয়াল কারেন্সীর জন্য)
৬। ১১৫০টাকা(৩বছরের জন্য)

EBL Sky Apps: https://play.google.com/store/apps/details?id=com.cibl.eblsky

Speaker & Video Editor: SD ASIF: https://www.facebook.com/sdasif241

For Sponsorship And Communication: [email protected]

Join On Social Media:-
YouTube: https://www.youtube.com/c/BlogKingOfficial
Twitter: https://twitter.com/SDAsif241
Instagram: https://www.instagram.com/sdasif241
LinkedIn: https://www.linkedin.com/in/sdasif

This is a happy moment for me🎉Thank you my all subscribers❤️
20/03/2022

This is a happy moment for me🎉
Thank you my all subscribers❤️

19/02/2022

মুসলিম ও ইহুদি ধর্মের ২০টি সাদৃশ্য।
20 Interesting Similarities Between Jewish and Muslim Faiths.

Information Collection: Internet.
Image & Video Clips Collection: Internet & Google.
Background Music: YouTube Audio Library.

Voice Artist & Video Editing: SD ASIF: https://www.facebook.com/sdasif241

For Sponsorship And Communication: [email protected]

Join On Social Media:-
YouTube: https://www.youtube.com/c/BlogKingOfficial
Twitter: https://twitter.com/SDAsif241
Instagram: https://www.instagram.com/sdasif241
LinkedIn: https://www.linkedin.com/in/sdasif

► Disclaimer:
=============
This channel may use some copyrighted materials without the specific authorization of the owner but the contents used here falls under the “Fair Use”
Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

ভালোবাসা দিবস।♥ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন দিবস যাকে অন্যভাবে সেইন্ট ভ্যালেন্টাইন্স উৎসবও বলা হয়, একটি বার্ষিক ...
14/02/2022

ভালোবাসা দিবস।♥

ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন দিবস যাকে অন্যভাবে সেইন্ট ভ্যালেন্টাইন্স উৎসবও বলা হয়, একটি বার্ষিক উৎসবের দিন যা ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে দিয়ে উদযাপিত হয়। প্রথম দিকে এটি সেইন্ট ভ্যালেন্টাইন নামক একজন অথবা দুজন খ্রিষ্টান শহিদকে সম্মান জানাতে খ্রিষ্টধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছিল, পরবর্তীতে লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্যে দিয়ে এটি বিভিন্ন দেশে আস্তে আস্তে প্রেম ও ভালোবাসার সাংস্কৃতিক, ধর্মীয় ও বাণিজ্যিক একটি আনুষ্ঠানিক দিবসে পরিণত হয়। বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকলেও বাংলাদেশ সহ অধিকাংশ দেশেই দিনটি ছুটির দিন নয়।

আনুষ্ঠানিক নাম= ভালোবাসা দিবস।❤️

অন্য নাম= ভ্যালেনটাইন।👩‍❤️‍👨

পালনকারী= অনেক দেশের মানুষ;
এংলিকান কমিউনীয়ন।
ইস্টার্ন অর্থডক্স গির্জা।
লুথেরান গির্জা।⛪

ধরন= সাংস্কৃতিক, খ্রিস্টান, বাণিজ্যিক।✝️

তাৎপর্য= সেন্ট ভ্যালেন্টাইনের উৎসব পর্ব; ভালোবাসা এবং অনুরাগ উদ্‌যাপন।🎉

পালন= অভিবাদন কার্ড এবং উপহার পাঠানো, ডেটিং, গির্জা পরিষেবা।🎄

তারিখ=
★ ফেব্রুয়ারি ১৪
(ক্যাথলিক গির্জা কর্তৃক নির্দিষ্ট)
★ জুলাই ৬
( অর্থডক্স গির্জা কর্তৃক নির্দিষ্ট)
★ জুলাই ৩০
( অর্থডক্স গির্জা কর্তৃক নির্দিষ্ট)

সংঘটন= বার্ষিক।

📖ইতিহাস।
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন' দিবস ঘোষণা করেন। খৃষ্টানজগতে পাদ্রী-সাধু সন্তানদের স্মরণ ও কর্মের জন্য এ ধরনের অনেক দিবস রয়েছে। যেমন: ২৩ এপ্রিল - সেন্ট জজ দিবস, ১১ নভেম্বর - সেন্ট মার্টিন দিবস, ২৪ আগস্ট - সেন্ট বার্থোলোমিজম দিবস, ১ নভেম্বর - আল সেইন্টম দিবস, ৩০ নভেম্বর - সেন্ট এন্ড্রু দিবস, ১৭ মার্চ - সেন্ট প্যাট্রিক দিবস।

পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব, ধর্মোৎসব সবক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য। তাই গির্জা অভ্যন্তরেও মদ্যপানে তারা কসুর করে না। খৃস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদ্‌যাপন নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়। সম্প্রতি পাকিস্তানেও ২০১৭ সালে ইসলামবিরোধী হওয়ায় ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে সেদেশের আদালত। বর্তমানকালে, পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদ্‌যাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেট, অন্যান্য উপহারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করে এবং আনুমানিক প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়।

বাংলাদেশ।🇧🇩
বাংলাদেশেও বর্তমানে এই দিবস পালন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে তরুণ সমাজের কাছে। পাশ্চাত্য সংস্কৃতি ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির মিশ্রণে ভিন্নভাবে "বিশ্ব ভালোবাসা দিবস" নামে এটি পালিত হয়। বাংলাদেশে সর্বশেষ সংস্কারকৃত বাংলা পঞ্জিকা অনুসারে ১৪ ফেব্রুয়ারি তারিখে বসন্ত উৎসব তথা পহেলা ফাল্গুন উদযাপিত হয়। একই দিন ভালোবাসা দিবস পালন করা হয় বিধায় অনেকের কাছেই এই দিবসটি বেশ উৎসবমুখর হয়ে ওঠে। এই দিনটি বাংলাদেশের অধুনা তরুণ সমাজ আরও ভিন্ন উপায়ে উদ্‌যাপন করতে উৎসাহিত হয়।

বাংলাদেশে সর্বপ্রথম শফিক রহমান, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক এবং সম্পাদক, ১৯৯৩ সালে ভালোবাসা দিবস পালন করেন। তিনি লন্ডনে পড়ালেখা করার সময় পশ্চিমা সংস্কৃতির সংস্পর্শে আসেন। যায়যায়দিন পত্রিকার মাধ্যমে তিনি দেশবাসীর নিকট ভালোবাসা দিবসের কথা তুলে ধরেন। বাংলাদেশে তাকে ভালোবাসা দিবসের জনক বলা হয়। এই দিনে, বিভিন্ন সম্পর্কের মানুষ প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবী, স্ত্রী এবং স্বামী, মা এবং সন্তান, ছাত্র এবং শিক্ষক ফুল, চকলেট, কার্ড এবং অন্যান্য জিনিস আদান প্রদানের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। এই দিনে বাংলাদেশের বিভিন্ন পার্ক এবং বিনোদন কেন্দ্রসমুহ কানায় কানায় পূর্ণ থাকে। বাংলাদেশে এই দিনটিতে কোন সাধারণ ছুটি নেই।

এই "ভালোবাসা দিবস" পালন করার আয়োজন হিসেবে সামাজিক গণমাধ্যম খুব বড় একটা ভূমিকা পালন করে। বিভিন্ন ফুলের দোকান, ফ্যাশন হাউজ, উপহারএর দোকান, বেকারি ও ফাস্ট ফুড দোকানগুলোতে বিশেষ কিছু অফার চালু রাখে। তাছাড়া টেলিভিশনের বিভিন্ন চ্যানেলগুলোতে "ভালোবাসা দিবসের গান", "ভালোবাসা দিবসের নাটক" ইত্যাদি প্রচারিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-"ক্লোজআপ কাছে আসার গল্প"। যেখানে ক্লোজআপ টুথপেস্ট ব্র্যান্ড হতে স্পন্সরকৃত তিনটি রোমান্টিক নাটক প্রচারিত হয়। এই নাটকের মূলগল্পগুলো মূলত সাধারণ জনগণ বা দর্শকেরা নিজেরাই লেখেন, এর মধ্যে মনোনীত তিনটি গল্পের আলোকে এই নাটকগুলি নির্মিত হয়। এই আয়োজনটি দর্শকমহলের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে ভালোবাসা দিবস পালনের জনপ্রিয়তা শুধুমাত্র তরুণ সমাজের কাছেই সীমাবদ্ধ নয়, এই ভালোবাসার উৎসবে সব বয়সের শ্রেণী-পেশার মানুষ আগ্রহ প্রকাশ করেন। তাই পরিবারের সদস্যদের সাথে এবং সমলিঙ্গের বন্ধুদের সাথেও উৎসবের আনন্দ ভাগাভাগি করেন অনেকেই।

বাংলাদেশের কিছু কিছু মানুষ মনে করেন সাংস্কৃতিক এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালোবাসা দিবস পালন গ্রহণযোগ্য নয়। কারণ শরীয়তে দিবসটির কোন ভিত্তি নেই।

বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষণা।
সর্বশেষ পাকিস্তান🇵🇰 জনসম্মুখে ভালোবাসা দিবস পালন নিষিদ্ধ ঘোষণা করে। ইসলাম পরিপন্থী বিধায়, এর আগে ইন্দোনেশিয়া🇮🇩 ভালোবাসা দিবস পালন নিষিদ্ধ করে। ২০০৯ সাল হতে ইরানে🇮🇷 ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম (যেমন: ফুল এবং কার্ড দেওয়া ইত্যাদি) নিষিদ্ধ।

পুরাতন এবং দূর্লভ ভালোবাসা দিবসের কার্ড, ১৮৫০–১৯৫১
(প্রতিটি ছবির ক্যাপশনে দেখুন।)

Credit: Wikipedia(https://bit.ly/3LJaq3l)

বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ১৭৯৭ সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয়। ব...
29/01/2022

বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ১৭৯৭ সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয়। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। এই জেলার মোট আয়োতন ২,৭৮৪.৫২ বর্গকিমি বা ১,০৭৫.১১ বর্গমাইল। বরিশাল জেলার উত্তরে চাঁদপুর, মাদারিপুর এবং শরীয়তপুর - shariatpur জেলা অবস্থিত। দক্ষিণে ঝালকাঠি, Barguna City - বরগুনা এবং পটুয়াখালী জেলা, পূর্বে লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী, এবং পশ্চিমে পিরোজপুর , Pirojpur., ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা অবস্থিত। এই জেলার মোট জনসংখ্যা প্রায় ২৪লাখ ৮৭হাজার ১২জন।

১০টি উপজেলা নিয়ে বরিশাল জেলা গঠিত।
১। আগৈলঝাড়া।
২। উজিরপুর।
৩। গৌরনদী।
৪। বরিশাল সদর।
৫। বাকেরগঞ্জ।
৬। বানারীপাড়া।
৭। বাবুগঞ্জ।
৮। মুলাদী।
৯। মেহেন্দিগঞ্জ।
১০। এবং হিজলা উপজেলা।

আইতে শাল, যাইতে শাল / তার নাম বরিশাল। বরিশালের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিংবদন্তি থেকে জানা যায়, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো; আর শাল গাছ থেকেই 'বরিশাল' নামের উৎপত্তি। আবার, কেউ কেউ দাবি করেন যে, পর্তুগীজ বেরি ও শেলির প্রেমকাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায়, গ্রেট বন্দরে ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে 'বরিসল্ট' বলতো। আবার, অনেকের ধারণা, এখানকার লবণের দানাগুলোর আকার বড় বড় ছিল বলে 'বরিসল্ট' বলা হতো। পরবর্তিতে এ শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে।

বাংলার শস্য ভান্ডার বরিশাল এক সময় ‘‘এগ্রিকালচারাল ম্যানচেষ্টার’’ হিসেবে পরিচিত ছিল। বরিশালের অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিল বাংলার অর্থনীতি। পলি গঠিত উর্বর এ অঞ্চল ছিল কৃষির জন্য উৎকৃষ্ট এবং বসবাসের জন্য উত্তম। কৃষিই ছিল অর্থনীতির মূল উৎস।

এই জেলায় স্থানীয় পর্যায়ের বিখ্যাত খাদ্য হলো গৌরনদীর দই ও ইলিশ মাছ। এছাড়াও স্থানীয় পেয়ারা, আমড়া, লেবু এবং পানের দারুণ সুখ্যাতি রয়েছে। এই এলাকায় প্রচুর মাছ পাওয়া যায়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া-দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়। এখানে কিছু উন্নতমানের হোটেল ও রেস্তোরা রয়েছে।

বরিশাল জেলার একটি অবহেলিত উপজেলার নাম হিজলা। চারদিক মেঘনা নদী দ্বারা বেষ্টিত। যে দিকে তাকাবেন সেদিকেই শুধু নদী আর নদী।

বরিশালের মধ্যে সবচেয়ে আকর্ষনীয় গ্রাম হল, লাকুটিয়া, জমিদার বাড়ী, সেখানে রয়েছে, ক’খানের দিঘি, একরখানের জমি, জমিতে রয়েছে বিভিন্ন গাছ গাছালী, সুন্দর সবুজ শ্যামল আবহাওয়া, আরো রয়েছে পর্যটনদের জন্য বসার স্থান।

বরিশাল অঞ্চল ১৮০০ সাল পর্যন্ত হিন্দু অধ্যুষিত ছিল। পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে মুসলমানদের আগমন, ধর্মান্তর এবং হিন্দুদের ব্যাপকহারে দেশ ত্যাগের ফলে মুসলমানদের সংখ্যাধিক্য ঘটে। বর্তমানে এখানে কিছু সংখ্যক খৃষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষও বসবাস করে। প্রাচীনকালে বরিশালে ‘‘চন্দ্রভদ্র’’ নামে এক জাতির বাস ছিল। বর্তমান নমঃশুদ্ররা তাঁদেরই বংশধর।

বরিশাল অঞ্চলের জনগণ সত্যিকার অর্থে আরামপ্রিয় ও ভোজন বিলাসী । পারিবারিকভাবে এরা খুবই ঘনিষ্ঠ ও আন্তরিক। তেলে-ঝালে রকমারী সুস্বাদু খাবারের পরে একটা মিষ্টান্ন ছাড়া তাদের তৃপ্তি আসে না। এখানে খেঁজুরের রস, গুড়, নারিকেল, দুগ্ধছানার তৈরি পিঠার প্রকার শ’ এর কাছাকাছি। অতিথি আপ্যায়নে বরিশালের জনগণের সুনাম সর্বজনবিদিত।

বরিশাল জেলার কৃতি সন্তানদের মধ্যে-
১। রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক অশ্বিনী কুমার দত্ত।
২। কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা কামিনী রায়।
৩। শেরে বাংলা এবং হক সাহেব খ্যাত আবুল কাশেম ফজলুল হক।
৪। রাজনীতিবিদ এ কে এম নুরুল করিম খায়ের।
৫। রাজনীতিবিদ ও পীরে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৬। আদর্শ ছেলে কবিতার রচয়িতা কুসুমকুমারী দাশ।
৭। অগ্রণী বাঙালি কবি জীবনানন্দ দাশ - Jibanananda Das।
৮। বাংলাদেশী দার্শনিক, চিন্তাবিদ এবং লেখক আরজ আলী মাতুব্বর - Aroj Ali Matubbar।
৯। নারীবাদী লেখিকা বেগম সুফিয়া কামাল।
১০। অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক উৎপল দত্ত।
১১। বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর।
১২। শহীদ তারেকশ্বর সেনগুপ্ত।
১৩। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল করীম।
১৪। জমিদার আগা বাকের খান।
১৫। ইত্যাদী ম্যাগাজিনের উপস্থাপক Hanif Sanket.
১৬। বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস।
১৭। সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল।
১৮। লেখক ও কবি আবু জাফর ওবায়দুল্লাহ।
১৯। নাট্যাভিনেতা Mosharraf Karim.
২০। বীর উত্তম ফজলুর রহমান খন্দকার।
২১। এবং বীর প্রতিক মোহাম্মদ সিদ্দিক অন্যতম।

এই জেলার দর্শনীয় স্থান সমূহের মধ্যে-
১। দূর্গাসাগর,মাধবপাশা,বরিশাল।
২। সাতলা শাপলা বিল।
৩। গুটিয়া মসজিদ।
৪। শেরে বাংলা স্মৃতি জাদুঘর।
৫। বঙ্গবন্ধু উদ্যান বেলস পার্ক।
৬। শ্রীশ্রী শংকর মঠ।
৭। বিবির পুকুরপাড়, বরিশাল।
৮। মিয়াবাড়ি জামে মসজিদ।
৯। Oxford Mission Church, Barisal - অক্সফোর্ড মিশন চার্চ, বরিশাল।
১০। Lakutia Jomidar Bari - লাকুটিয়া জমিদার বাড়ি।

নাসি গোরেংইন্দোনেশিয়ার বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম হচ্ছে নাসি (ভাত) গোরেং (ভাজা)। অনেকটা ফ্রাইড রাইসের মতো মনে হবে। কিন...
14/01/2022

নাসি গোরেং
ইন্দোনেশিয়ার বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম হচ্ছে নাসি (ভাত) গোরেং (ভাজা)। অনেকটা ফ্রাইড রাইসের মতো মনে হবে। কিন্তু পার্থক্য এখানেই! মনে হওয়া আর বাস্তবতা এক জিনিস নয়। তাই এর স্বাদ গ্রহণ না করা পর্যন্ত বোঝা যাবে না পার্থক্যটা আসলে কোথায়। নাসি গোরেংকে সাধারণত ইন্দোনেশিয়ার জাতীয় খাবার হিসেবে বলা যায়। প্রস্তুত করা হয় পেঁয়াজ, রসুন, ঝাল, লবণ, তেল ও সাধারণ ভাত দিয়ে। আর এতে প্রয়োগ করা হয় ইন্দোনেশিয়ান কেচাপ, যা ফ্রাইড রাইচ থেকে নাসি গোরেংকে আলাদা করেছে। জাভার যেকোনো রেস্তোরাঁয় সহজেই পাওয়া যায় এ খাবার। সমগ্র ইন্দোনেশিয়ায় অতিথি আপ্যায়নে নাসি গোরেং বিখ্যাত।

গাডো গাডো
জাকার্তা শহর এশিয়ার নিউইয়র্ক বলে সর্বাধিক পরিচিত হলেও এই শহরটি গাডো গাডোর শহর হিসেবে পরিচিত। গাডো গাডো জাভার অন্যতম স্ট্রিট ফুড হিসেবে পরিচিত। এটি মাছ থেকে তৈরি একধরনের চপ। এটি পরিবেশন করা হয় সবজি আর বাদামের সমন্বয়ে তৈরি একপ্রকার সস দিয়ে। যার স্বাদ অতি সহজেই সবার মন কাড়ে।

নাসি উদুক
নাসি উদুক জাভার অন্যতম আরেকটি বিখ্যাত খাবার। নারকেলের দুধ, মাংস ও বিভিন্ন প্রকারের সবজি দিয়ে প্রস্তুত করা হয় এ খাবার। পরিবেশন করা হয় চিকেন ফ্রাইসহ অন্যান্য ইন্দোনেশিয়ান খাবার দিয়ে। ৪০০ বছরের পুরোনো এ খাবার এখনো জাভার মানুষ তাদের সভ্যতা ও সাংস্কৃতিক অংশ হিসেবে বহন করে চলেছে।

পাডাং
পাডাং কোনো নির্দিষ্ট খাবার নয়। বলা যায় জাভার মানুষের যখন ঝালযুক্ত খাবারের দরকার পড়ে তখন তারা পাডাং-এ এসে হাজির হয়। এখানে সহজেই দেখা যায় বাংলাদেশি খাবারের রমরমা ছড়াছড়ি। যদিও সব খাবার দেখতে বাংলাদেশি খাবারের মতো, তবুও স্বাদটা একটু আলাদা। জাভার মসলা আর বাংলাদেশি মসলার মধ্যে পার্থক্য সুস্পষ্ট। পাডাংয়ের সব খাবারের স্বাদ মুখে লেগে থাকার মতো। এখানে পাওয়া যায় গরু ভুনা, মুরগি ভুনা, ডিম ভুনাসহ মুখরোচক খাবার।

তেমপে গোরেং
তেমপে ভাজাপোড়া জাতীয় খাবার। প্রস্তুত করা হয় সয়াবিন থেকে। আংরিংকান (জাভার রাস্তার পাশের খাবারের দোকান) ও বুর্জ-তে (সাধারণ খাবার হোটেল) সহজেই মেলে এ খাবার। ভাজাপোড়া যাঁদের পছন্দ, তাঁরা অবশ্যই জাভা ভ্রমণে এই তেমপে গোরেং-এর স্বাদ নিতে ভুল করবেন না। তাহু (সয়াবিন থেকে প্রস্তুত) খাবারটিও জাভার মানুষ বিভিন্ন উপায়ে খেয়ে থাকে।

মি আইয়াম
মি-নুডলস এবং আইয়াম-মুরগি। যা ইন্দোনেশিয়ানদের অন্যতম প্রিয় একটি খাবার। মুরগি দিয়ে সেদ্ধ সুপি নুডলস জাভার মানুষ এক দিন না খেয়ে থাকতে পারে না। মি বহুল প্রচলিত ইন্দোনেশিয়ান খাবার বলা যায়, মি ইন্দোনেশীয়দের প্রাত্যহিক আধুনিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে।

এ ছাড়া ইন্দোনেশিয়ান খাবারের মধ্যে অন্যতম হলো সাম্বাল, সাতেবাক্স, সোতো, বাকপাও, পেপেছ ইকান, পেমপেক, মার্তাবাক, কেতোপ্রাক, বালাদো তোরং, রেন্দাং, সিওমাই, ইকান বাকার, ওটাক-ওটাক ইত্যাদি অন্যতম।

খাগড়াছড়ি জেলা চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এই জেলার মোট আয়োতন ২,৬৯৯.৫৬ বর্গকিমি বা ...
11/01/2022

খাগড়াছড়ি জেলা চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এই জেলার মোট আয়োতন ২,৬৯৯.৫৬ বর্গকিমি বা ১,০৪২.৩১ বর্গমাইল। এই জেলার পূর্বে রাঙ্গামাটি জেলা অবস্থিত। দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা, পশ্চিমে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং উত্তরেও ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত। খাগড়াছড়ি জেলার মোট জনসংখ্যা প্রায় ৫,২৫,৬৬৪ জন।

৯টি উপজেলা নিয়ে খাগড়াছড়ি জেলা গঠিত।
১। খাগড়াছড়ি সদর উপজেলা।
২। গুইমারা উপজেলা।
৩। দীঘিনালা উপজেলা।
৪। পানছড়ি উপজেলা।
৫। মহালছড়ি উপজেলা।
৬। মাটিরাঙ্গা উপজেলা।
৭। মানিকছড়ি উপজেলা।
৮। রামগড় উপজেলা।
৯। লক্ষ্মীছড়ি উপজেলা।

খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়া বন থাকায় পরবর্তী কালে তা পরিষ্কার করে জনবসতি গড়ে উঠে, ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে।

মং রাজবংশের সপ্তম রাজা মং প্রু সাইন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারীর বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। মুক্তিবাহিনীদেরকে যুদ্ধ করার জন্য তার রাজ্যে ব্যবহৃত প্রায় ত্রিশ ধরনের অস্ত্র, গাড়ি ও খাবারের রসদ যোগান দেন। এছাড়াও যুদ্ধের সময় ভারতে আশ্রয়গ্রহণকারী বাংলাদেশী শরনার্থীরা যাওয়ার সময় উক্ত রাজবাড়িটিতে বিশ্রাম নিতেন। আর শরনার্থীদের জন্য রাজা খাবার, চিকিৎসা ও থাকার ব্যবস্থা করেন। পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজবাড়িতে আক্রমণ করলে রাজা তার পুরো পরিবার নিয়ে ভারতে আশ্রয় নেন। আর সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ট্যাংক বহরের সাথে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যার জন্য তিনি মিত্রবাহিনীর কাছ থেকে অনারারি কর্নেল র‍্যাঙ্ক পদবীতে ভূষিত হন। যুদ্ধ শেষে তিনি তার পরিবার নিয়ে উক্ত রাজবাড়িতে ফিরে আসেন। ১৯৮৪ সালে রাজা মং প্রু সাইন মুত্যুবরণ করেন।

এই জেলায় সরকারি ভাষা হিসেবে বাংলা প্রচলিত। স্থানীয় বাঙ্গালিরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। এছাড়াও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা হিসেবে চাকমা, মারমা, ত্রিপুরা, ইত্যাদি প্রচলিত।

চাকমাদের বিঝু উৎসব, মারমাদের সাংগ্রাই উৎসব এবং ত্রিপুরাদের বৈসাবী উৎসব উল্লেখযোগ্য। এছাড়া প্রত্যেক ধর্মের লোকেরা আলাদা আলাদা ধর্মীয় উৎসব পালন করে থাকে।

এই জেলার কৃতি সন্তানদের মধ্যে-
১। শিক্ষাবিদ ও উপজাতি নেতা অনন্ত বিহারী খীসা।
২। নারী ফুটবলার আনাই মগিনি।
৩। নারী ফুটবলার আনুচিং মগিনি।
৪। রাজনীতিবিদ এ কে এম আলীম উল্লাহ।
৫। রাজনীতিবিদ ওয়াদুদ ভূইয়া।
৬। রাজনীতিবিদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
৭। লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা।
৮। নারী ফুটবলার মনিকা চাকমা।
৯। মং রাজবংশের সপ্তম রাজা ও বীর মুক্তিযোদ্ধা মং প্রু সাইন।
১০। রাজনীতিবিদ যতীন্দ্র লাল ত্রিপুরা।
১১। রাজনীতিবিদ সমীরণ দেওয়ান।
১২। এবং রাজনীতিবিদ নির্মলেন্দু চৌধুরী অন্যতম।

খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান সমূহের মধ্যে-
১। আলুটিলা গুহা।
২। মাতাই পুখিরি।
৩। হর্টিকালচার হ্যারিটেজ পার্ক।
৪। মানিকছড়ি মং রাজবাড়ী।
৫। তৈদুছড়া ঝর্না।
৬। পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির।
৭। হাতিমাথা।
৮। নিউজিল্যান্ড পাড়া।
৯। রিসাং ঝর্না।
১০। এবং মায়াবিনী লেক অন্যতম।

ইহুদিদের ধর্মীয় অনেক বিষয় ইসলাম ধর্মের সাথে মিল পাওয়া যায়।সাধারণত মুসলমানরা ইহুদিদের দেখতে পারে না। এবং ইহুদিরাও সাধারণত...
31/12/2021

ইহুদিদের ধর্মীয় অনেক বিষয় ইসলাম ধর্মের সাথে মিল পাওয়া যায়।
সাধারণত মুসলমানরা ইহুদিদের দেখতে পারে না। এবং ইহুদিরাও সাধারণত মুসলমানদের দেখতে পারে না। তবে ইসলাম ও ইহুদি ধর্মে পার্থক্য
যেমন আছে, তেমনি বেশ কিছু ক্ষেত্রে সাদৃশ্যও আছে।

চলুন জেনে নেয়া যাক ইহুদী ও মুসলিম ধর্মের ২০টি সাদৃশ্য।

১। মুসলমান ও ইহুদিরা একেশ্বরবাদে বিশ্বাসী। সৃষ্টিকর্তা এক এবং তাঁর কোন শরীক নেই।

২। মুসলমান ও ইহুদিদের মতে, তাদের জাতির পিতা হযরত ইব্রাহীম (আঃ) / আব্রাহাম। এবং সমগ্র মানব জাতির পিতা হযরত আদম (আঃ) / অ্যাডাম।

৩। মুসলমানরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। এবং ইহুদিরা প্রতিদিন ভোরে, দুপুরে ও রাতে তিনবার প্রার্থনা করে।

৪। এই দুই ধর্মেই প্রার্থনার জন্য কিবলা আছে। মুসলমানদের কিবলা মক্কার কাবা ও ইহুদিদের কিবলা জেরুজালেমের প্রার্থনা স্থান।

৫। মুসলমানদের জীবনে একবার হজ্জ্ব করতে হয় মক্কায়। এবং ইহুদিদের বছরে তিনবার তীর্থ যাত্রা করতে হয় জেরুজালেমে।

৬। দাড়ি রাখতে বলা আছে দুই ধর্মেই। দাড়ি কাটা দুই ধর্মের দৃষ্টিতে গুনাহ / পাপ।

৭। সম্পদ দান করা দুই ধর্মেই অবশ্যপালনীয় বিষয়। মুসলমানরা নিজের সম্পদের একটি অংশ যাকাত হিসেবে দেয়। এবং ইহুদিরা তাদের সম্পদের একটি অংশ প্রতি বছর চ্যারিটি হিসেবে দেয়।

৮। মুসলমানরা কোনো ব্যাক্তিকে দেখলে সালাম দেয়। এবং ইহুদিরা কোনো ব্যাক্তিকে দেখলে সালোম / শালোম বলে। দুটো শব্দের অর্থই - শান্তি।

৯। দুই ধর্মেই বিশেষ আইন রয়েছে। মুসলমানদের জন্য শরীয়াহ আইন ও ইহুদীদের জন্য হালাখা আইন। এই দুই আইনেরই শাস্তির বিধান কঠোর।

১০। ইসলাম ধর্ম মতে, শুক্রবার সপ্তাহের পবিত্র দিন ও বিশেষ ইবাদতের দিন - জুম্মা। এবং ইহুদি ধর্ম মতে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সপ্তাহের পবিত্র সময় ও বিশেষ প্রার্থনার সময়।

১১। দুই ধর্মেই নির্দিষ্ট খাবারের অনুমতি আছে। মুসলমানদের জন্য হালাল খাবার। এবং ইহুদিদের জন্য
কোশার খাবার। দুই ধর্ম মতেই পশুর রক্ত ও শুকরের মাংস কঠোরভাবে নিষিদ্ধ। একজন মুসলমান ইহুদিদের কোশার খাবার খেতে পারবে। অপর দিকে একজন ইহুদীও মুসলমানদের হালাল খাবার খেতে পারবে। তবে মুসলমানদের জন্য কোশারের মধ্যে অ্যালকোহল খাওয়ার অনুমতি নেই কারন যে কোনো ধরনের অ্যালকোহল মুসলমানদের জন্য হারাম।

১২। পশু জবাইয়ের নিয়ম দুই ধর্মেই প্রায় এক ধরনের। মুসলমানেরা প্রতিটি পশু জবাইয়ের আগে আল্লাহর নাম স্মরণ করে। এবং ইহুদিরা শুধু একবার প্রভুর নাম স্মরণ করে একসাথে সব পশু জবাই করে।

১৩। মেয়েদের ক্ষেত্রে দুই ধর্মেই মাথায় কাপড় দেয়ার বিধান আছে, তবে ইসলাম ধর্মে মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই মাথায় কাপড় দেয়ার বিধান আছে। আর ইহুদি ধর্মে মেয়ে বিয়ে করলে মাথায় কাপড় বাধার বিধান আছে। নারী ও পুরুষের জন্য শালীন কাপড় পরার বিধান দুই ধর্মেই আছে।

১৪। পুরুষের টুপি পড়ার বিধান দুই ধর্মেই আছে। এবং ইহুদীদের টুপির সাথে মুসলিমদের টুপির মিল পাওয়া যায়।

১৫। ইবাদত/প্রার্থনার অংশ হিসেবে সারাদিন পানাহার থেকে বিরত থাকার বিধান দুই ধর্মেই আছে। মুসলমানদের রমজান মাসের প্রতিদিন রোযা রাখা ফরজ আর ইহুদিদের বছরে পাঁচটি বিশেষ দিনে পানাহার থেকে বিরত থাকা অবশ্য পালনীয়।

১৬। সন্তান জন্ম নিলে মুসলমানদের বাচ্চার কানের কাছে আযান দেয়া হয়। আর ইহুদিরা বাচ্চার কানের কাছে শিমা দেয়।

১৭। দুই ধর্মেই সুদ নিষিদ্ধ।

১৮। ধর্মীয় দিনপঞ্জিকায় মাস নতুন চাঁদ দেখে ঠিক করা হয় দুই ধর্মেই।

১৯। সন্তানের নাম আনুষ্ঠানিকভাবে রাখার সময় ছাগল বা ভেড়া জবাই দেয়া দুই ধর্মেরই বিধান।

২০। দুই ধর্ম মতেই জেরুজালেম হচ্ছে পবিত্র নগরী। মুসলিমদের জন্য মক্কা হচ্ছে সবচেয়ে পবিত্র নগরী তারপর মদীনা তারপর জেরুজালেম। এবং ইহুদিদের জন্য জেরুজালেম সবচেয়ে পবিত্র নগরী। আগে মুসলিমদের কিবলা জেরুজালেমে ছিলো। পরে আল্লাহর নির্দেশে মক্কা নগরীর কাবা হয় মুসলিমদের কিবলা।

25/06/2021
24/05/2021

ইহুদিরা কেন এত শক্তিশালী।
ইহুদি শক্তির রহস্য।
Why are the Jews so powerful.
The mystery of Jewish power.

20/05/2021
16/11/2020

চা পাতার ভর্তা😱
মৌলভীবাজারের পাহাড়ি কন্যার হাতে চা পাতার ভর্তা।

🔥রেসিপি🔥
কাঁচা চা পাতা।
সিদ্ধ আলু ভর্তা।
চাল ভাজার গুড়া।
মুড়ি।
চানাচুর।
পেঁয়াজ কুচি।
রসুন কুচি।
কাঁচা মরিচ কুচি।
ধনিয়া পাতা কুচি।
পরিমাণ মত লবণ।
সরিষার তেল।

Recipe Maker:Jesmin Chowdhury: JesminJesmin Chawdhuryury.1
Background Music: YouTube Audio Library.

Voice & Camera: SD Asif: sdasif241
Video Editing:- Osman Sheikh: sk.osman220

For Sponsorship And Communication: [email protected]

Join On Social Media:-
Twitter: https://twitter.com/SDAsif241
Instagram: https://www.instagram.com/sdasif241

Address

Mirpur
1216

Telephone

+8801618506773

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blog King posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Blog King:

Videos

Share

Category