29/01/2022
বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ১৭৯৭ সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয়। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। এই জেলার মোট আয়োতন ২,৭৮৪.৫২ বর্গকিমি বা ১,০৭৫.১১ বর্গমাইল। বরিশাল জেলার উত্তরে চাঁদপুর, মাদারিপুর এবং শরীয়তপুর - shariatpur জেলা অবস্থিত। দক্ষিণে ঝালকাঠি, Barguna City - বরগুনা এবং পটুয়াখালী জেলা, পূর্বে লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী, এবং পশ্চিমে পিরোজপুর , Pirojpur., ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা অবস্থিত। এই জেলার মোট জনসংখ্যা প্রায় ২৪লাখ ৮৭হাজার ১২জন।
১০টি উপজেলা নিয়ে বরিশাল জেলা গঠিত।
১। আগৈলঝাড়া।
২। উজিরপুর।
৩। গৌরনদী।
৪। বরিশাল সদর।
৫। বাকেরগঞ্জ।
৬। বানারীপাড়া।
৭। বাবুগঞ্জ।
৮। মুলাদী।
৯। মেহেন্দিগঞ্জ।
১০। এবং হিজলা উপজেলা।
আইতে শাল, যাইতে শাল / তার নাম বরিশাল। বরিশালের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিংবদন্তি থেকে জানা যায়, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো; আর শাল গাছ থেকেই 'বরিশাল' নামের উৎপত্তি। আবার, কেউ কেউ দাবি করেন যে, পর্তুগীজ বেরি ও শেলির প্রেমকাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায়, গ্রেট বন্দরে ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে 'বরিসল্ট' বলতো। আবার, অনেকের ধারণা, এখানকার লবণের দানাগুলোর আকার বড় বড় ছিল বলে 'বরিসল্ট' বলা হতো। পরবর্তিতে এ শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে।
বাংলার শস্য ভান্ডার বরিশাল এক সময় ‘‘এগ্রিকালচারাল ম্যানচেষ্টার’’ হিসেবে পরিচিত ছিল। বরিশালের অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিল বাংলার অর্থনীতি। পলি গঠিত উর্বর এ অঞ্চল ছিল কৃষির জন্য উৎকৃষ্ট এবং বসবাসের জন্য উত্তম। কৃষিই ছিল অর্থনীতির মূল উৎস।
এই জেলায় স্থানীয় পর্যায়ের বিখ্যাত খাদ্য হলো গৌরনদীর দই ও ইলিশ মাছ। এছাড়াও স্থানীয় পেয়ারা, আমড়া, লেবু এবং পানের দারুণ সুখ্যাতি রয়েছে। এই এলাকায় প্রচুর মাছ পাওয়া যায়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া-দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়। এখানে কিছু উন্নতমানের হোটেল ও রেস্তোরা রয়েছে।
বরিশাল জেলার একটি অবহেলিত উপজেলার নাম হিজলা। চারদিক মেঘনা নদী দ্বারা বেষ্টিত। যে দিকে তাকাবেন সেদিকেই শুধু নদী আর নদী।
বরিশালের মধ্যে সবচেয়ে আকর্ষনীয় গ্রাম হল, লাকুটিয়া, জমিদার বাড়ী, সেখানে রয়েছে, ক’খানের দিঘি, একরখানের জমি, জমিতে রয়েছে বিভিন্ন গাছ গাছালী, সুন্দর সবুজ শ্যামল আবহাওয়া, আরো রয়েছে পর্যটনদের জন্য বসার স্থান।
বরিশাল অঞ্চল ১৮০০ সাল পর্যন্ত হিন্দু অধ্যুষিত ছিল। পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে মুসলমানদের আগমন, ধর্মান্তর এবং হিন্দুদের ব্যাপকহারে দেশ ত্যাগের ফলে মুসলমানদের সংখ্যাধিক্য ঘটে। বর্তমানে এখানে কিছু সংখ্যক খৃষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষও বসবাস করে। প্রাচীনকালে বরিশালে ‘‘চন্দ্রভদ্র’’ নামে এক জাতির বাস ছিল। বর্তমান নমঃশুদ্ররা তাঁদেরই বংশধর।
বরিশাল অঞ্চলের জনগণ সত্যিকার অর্থে আরামপ্রিয় ও ভোজন বিলাসী । পারিবারিকভাবে এরা খুবই ঘনিষ্ঠ ও আন্তরিক। তেলে-ঝালে রকমারী সুস্বাদু খাবারের পরে একটা মিষ্টান্ন ছাড়া তাদের তৃপ্তি আসে না। এখানে খেঁজুরের রস, গুড়, নারিকেল, দুগ্ধছানার তৈরি পিঠার প্রকার শ’ এর কাছাকাছি। অতিথি আপ্যায়নে বরিশালের জনগণের সুনাম সর্বজনবিদিত।
বরিশাল জেলার কৃতি সন্তানদের মধ্যে-
১। রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক অশ্বিনী কুমার দত্ত।
২। কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা কামিনী রায়।
৩। শেরে বাংলা এবং হক সাহেব খ্যাত আবুল কাশেম ফজলুল হক।
৪। রাজনীতিবিদ এ কে এম নুরুল করিম খায়ের।
৫। রাজনীতিবিদ ও পীরে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৬। আদর্শ ছেলে কবিতার রচয়িতা কুসুমকুমারী দাশ।
৭। অগ্রণী বাঙালি কবি জীবনানন্দ দাশ - Jibanananda Das।
৮। বাংলাদেশী দার্শনিক, চিন্তাবিদ এবং লেখক আরজ আলী মাতুব্বর - Aroj Ali Matubbar।
৯। নারীবাদী লেখিকা বেগম সুফিয়া কামাল।
১০। অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক উৎপল দত্ত।
১১। বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর।
১২। শহীদ তারেকশ্বর সেনগুপ্ত।
১৩। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল করীম।
১৪। জমিদার আগা বাকের খান।
১৫। ইত্যাদী ম্যাগাজিনের উপস্থাপক Hanif Sanket.
১৬। বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস।
১৭। সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল।
১৮। লেখক ও কবি আবু জাফর ওবায়দুল্লাহ।
১৯। নাট্যাভিনেতা Mosharraf Karim.
২০। বীর উত্তম ফজলুর রহমান খন্দকার।
২১। এবং বীর প্রতিক মোহাম্মদ সিদ্দিক অন্যতম।
এই জেলার দর্শনীয় স্থান সমূহের মধ্যে-
১। দূর্গাসাগর,মাধবপাশা,বরিশাল।
২। সাতলা শাপলা বিল।
৩। গুটিয়া মসজিদ।
৪। শেরে বাংলা স্মৃতি জাদুঘর।
৫। বঙ্গবন্ধু উদ্যান বেলস পার্ক।
৬। শ্রীশ্রী শংকর মঠ।
৭। বিবির পুকুরপাড়, বরিশাল।
৮। মিয়াবাড়ি জামে মসজিদ।
৯। Oxford Mission Church, Barisal - অক্সফোর্ড মিশন চার্চ, বরিশাল।
১০। Lakutia Jomidar Bari - লাকুটিয়া জমিদার বাড়ি।