Asma's stunning

Asma's stunning asma

18/11/2024

অপেক্ষা অনেক দীর্ঘ হয়।যদি পারতাম ঘড়ির কাঁটা নিজের মতো করে ঘুরিয়ে দিতাম।😔

24/10/2024

শুভ সকাল।

15/07/2024

Good morning everyone 😍

14/07/2024
😁
14/07/2024

😁

19/12/2023

বেনামাজি ছেলেটি বলেছিলো, "আমি যে ভবিষ্যতে মসজিদে যাবো না সেটার গ্যারান্টি কতটুকু?"
- পরদিনই ছেলেটি প্রথমবার মসজিদে গিয়েছিলো, কিন্তু লা/শ হয়ে!

বেপর্দা মেয়েটি বলেছিলো, "ভবিষ্যতে আমি যে কখনো পর্দা করবো না, সেটার গ্যারান্টি কতটুকু সত্য? প্রমাণ আছে কি?"
- মেয়েটি পরদিনই পর্দা করেছিলো, কাফনের সাদা কাপড় শরীরে মুড়িয়ে!

ভবিষ্যতে কে হেদায়াত লাভ করবে সেটা একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামীন জানেন, আর কেউ না। তাই বর্তমান দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ ভবিষ্যতে কি হবে আমরা জানি না। কাল সকালে আমার ঘুম ভাঙ্গবে সেটার গ্যারান্টি কতটুকু? আজ রাতই যে আমার শেষ রাত্রি নয় সেটার গ্যারান্টি কতটুকু?

তাই আসুন আমরা তওবা করে, ফিরে আসি আমাদের রবের দিকে। তওবা করে ফিরে আসলেই আমাদের লাভ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ❝যে ব্যক্তি তাওবা করলো, ঈমান আনলো, নেক কাজ করলো এবং হেদায়াতের পথে (অবিচল) থাকলো আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল।❞ - (সূরা ত্বহা : ৮২)

আল্লাহ্ তা'আলা আমাদের সকলকে বুঝার তৌওফিক দান করুন। মৃ*ত্যুর পূর্বেই যেন সকলে ভুল বুঝে তওবা করতে পারে।

আমিন...

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি...
19/11/2023

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!!!

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই শক্তি আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"

শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, জীবনসঙ্গীর সান্নিধ্য, নেক সন্তান, উত্তম আখলাক,টাকা পয়সা, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত,,

সুবহানাল্লাহ

সাময়িকভাবে আল্লাহ তা’আলা আমাদেরকে যেসকল দুঃখ-কষ্ট আর বিপদ-আপদের সম্মুখীন করেন; তার কোনটাই অনর্থক নয়। অথবা সেগুলো বান্দার...
07/10/2023

সাময়িকভাবে আল্লাহ তা’আলা আমাদেরকে যেসকল দুঃখ-কষ্ট আর বিপদ-আপদের সম্মুখীন করেন; তার কোনটাই অনর্থক নয়। অথবা সেগুলো বান্দার জন্য স্রেফ পরীক্ষা স্বরূপ সেটাও নয়। বরং সামান্যতম কষ্ট আর পেরেশানির বিনিময়েও পাপ মোচনের নিশ্চয়তা দিয়েছেন তিনি। তাই বিপদ-আপদে দিশেহারা না হয়ে সবর করে রবের দরবারে উত্তম প্রতিদান আশা করুন।

🙂
26/08/2023

🙂

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asma's stunning posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share