Aliza creative

Aliza creative I will grow up to be creative. Invent new things. Make old things new.
(1)

28/11/2024

দেখতে পাচ্ছি না, ছুঁতে পারছি না, ভুলতে পারছি না। তবু তুমি আছো।
এ কেমন থাকা তোমার?
পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে, তবে কাউকে চোখভরে আরেকবার দেখতে চাওয়ার অসুখ ভয়ংকর!😊💔

20/11/2024

প্রেমিকা VS স্ত্রী
অপ্রিয় হলেও সত্যি
প্রতিটা দম্পতিদের পড়া উচিত।

♦️খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, রেস্টুরেন্টে, পার্কে, সিনেপ্লেক্সে, নদীর পাড়ে, লেকের ধারে কিন্ত এ সমস্ত জায়গায় স্বামী স্ত্রী কে খুব কম পাবেন। কথাটা অপ্রিয় হলেও সত্য😐🙊

📍 প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আই-ফোনটা দিতে পারলে প্রেমিকের ধন্য মনে হয়। অথচ বউয়ের জন্য লাল কাঁচের চুড়িটা কিনতে গেলে বিরক্তি বোধ হয়। 😐

📍প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।😐

📍প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।😐

📍প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়, অথচ বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।😐

📍প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক খায়,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে😐😐

📍প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!😔😔

📍প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে😔😔

একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, তার ১০ ভাগের ১ ভাগও যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো, তাহলে-এই এক জীবনে সুখের কোন কমতি থাকতো না আর চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না।☺️☺️☺️
👉 আপনার কাছে কি মনে হয়…..❓

তুমি আমায় ছেড়ে যেতে চাইলে আমি আপত্তি করবো না বিশ্বাস করো। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস চাপিয়ে গলাকে শান্ত করে মুখে হাসির রেখা...
28/10/2024

তুমি আমায় ছেড়ে যেতে চাইলে আমি আপত্তি করবো না বিশ্বাস করো। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস চাপিয়ে গলাকে শান্ত করে মুখে হাসির রেখা টেনে বলবো, “চলে যাও, ফিরে তাকাতে হবে না তোমায়। আমার ভালো আমি বুঝে নিবো।” না তোমায় আর জোর করবো, আর না নিজে কষ্ট পাবো।
হ্যাঁ, আমি নির্দিষ্ট সীমার বাইরে আর জোর করতে পারি না। অধিকারের সুরে থেকে যাওয়ার আর্জিও জানাতে পারি না। কারণ আমি বিশ্বাস করি- শতো যত্ন, হাজারবার বেহায়াপনা করার পরেও যাকে আপন করা গেলো না তাকে আটকে রাখার চেষ্টা করাটা বোকামো, নিজের ক্ষতি, মস্ত বড় অন্যায়। মানুষ জেনে শুনে কয়দিনই বা অন্যায় করে বলো? একটা একটা সময় তার বিবেক এসে নাড়া দেয়ই। তখন আর সে পিছু ফিরে তাকায় না। নিজের ভালো নিজে বুঝে সামনে সোজা পথে হাঁটে। মেরুদণ্ড আর বাঁকায় না। মাথায়ও নিচু করায় না কারো কাছে।
ধরে নাও, এখন আমিও তেমন! যে নিজের ভালোটা নিজে রাখতে শিখে গেছে। তোমার দেওয়া অযথা কষ্ট যাপনের ইচ্ছে নেই যার মোটেই। এতে যদি আমায় স্বার্থপর ভাবো, তবে আমি তা-ই!

কেন এতকিছুর মাঝেও তোমাকে দেখা যায় না? রাতের আঁধারে মেঘের আড়ালে ঐ চাঁদ দেখা যায়, শতশত নক্ষত্রের আনাগোনা দেখা যায়, তবে কেন...
27/10/2024

কেন এতকিছুর মাঝেও তোমাকে দেখা যায় না?
রাতের আঁধারে মেঘের আড়ালে ঐ চাঁদ দেখা যায়, শতশত নক্ষত্রের আনাগোনা দেখা যায়, তবে কেন তোমায় দেখা যায় না?

কেন মন খারাপের রাতে তোমার সঙ্গ পাওয়া যায় না?
হতাশায়, একাকিত্বে পাঁজর ভাঙ্গা আর্তনাদ নিয়ে আমি তো তোমার বুকটাই খুঁজি মাথা রাখতে। কেন এত কোলাহলের মাঝেও তোমার নাগাল নেই?

কথারা জমে আজ বুকের ভেতর হামাগুড়ি খায়!
তোমাকে বলা হয় না, “ তোমাকে ছাড়া আমি যে ভালো নেই! ” কই? এখন তো কেউ নাম ধরে ডাকে না। কত যন্ত্রণা সয়ে আমি তোমার পানে থাকাই। অথচ তোমায় দেখা যায় না!

কেন এতকিছুর পরেও তোমায় ভুলে যাওয়া যায় না?
কেন মনের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকো তুমি? মস্তিষ্কের স্নায়ুকোষে শুধু তোমার বিচরণ। অনুভূতির কাছে মানুষ অসহায়! পৃথিবীতে ভালো থাকার জন্য কতকিছুই আছে। আমি তো এতকিছু চাইনি।

পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিলেও আমি তোমার মুখে তাকাই। আর তুমিও ব্যতিক্রম রইলে না।

কেন তোমাকে ছাড়া একদমই ভালো থাকা যায় না?
কেন বেঁচে থাকতে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে তোমায় প্রয়োজন? তুমি তো আমায় ভালোবাসো না। তবুও কেন তোমার জন্যই মনটা টাটায়।

17/07/2024

,,





























আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্ধার করতে না পারলে বাংলাদেশ শেষ😭😭😭সবাই  # টাগটি কপি করে  বেশি বেশি পোস্ট করেন,,,            ...
17/07/2024

আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্ধার করতে না
পারলে বাংলাদেশ শেষ😭😭😭
সবাই # টাগটি কপি করে বেশি বেশি পোস্ট করেন,,,





























I've just reached 900 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
13/07/2024

I've just reached 900 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

13/07/2024

কাচ্চি বিরিয়ানী

Shout out to my newest followers! Excited to have you onboard! Tania Hamid, Golapi Sing
06/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Tania Hamid, Golapi Sing

04/07/2024

বিপদের গাড়ি এগাই না🥲

01/07/2024

মনিপুর স্কুলের জীবন জীবিকা সাবজেক্টের মূল্যায়নের পরীক্ষার জন্য ক্লাস নাইনের স্টল এর আয়োজন করা হয়েছিল। শেষ অংশ বিশেষ

Big shout out to my newest top fans! 💎 KM Saleh
28/06/2024

Big shout out to my newest top fans! 💎 KM Saleh

26/06/2024

আলহামদুলিল্লাহ

বিবাহিত ভাইবোনেরা অবশ্যই পড়বেন।💝বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনে...
17/06/2024

বিবাহিত ভাইবোনেরা অবশ্যই পড়বেন।💝
বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই | দরকার আপনার ভালোবাসার |
জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না | আর আপনি বছরের পর বছর স্ত্রী, সন্তান রেখে বহুদূরে পরে আছেন!
এই কি জীবন? কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য স্নেহ?
হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু; ভেবে দেখেন তো সারাদিনে ৩০০ টাকা রোজগার করা মানুষটা যখন দিনশেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে, সে রাতে তার স্ত্রী, সন্তানদের পাশে ঘুমাতে পারে, তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে, তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে |
কোনো নারীর জীবন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায় |
বাইরে গেলে যখন তার চোখে পরে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকে না
আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামী শাড়ি আর গহনা-ই পরিয়ে গেলেন | কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন | উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন |
আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে আপনাকে খোঁজে |
সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে|
সন্তানের জন্য মাসে এতো হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে স্কুলে দিয়ে আসুন |

সে আপনার আদর্শে বড় হবে
তখন সে আপনার কাছে ৫ টাকার প্রয়োজনে ১০ টাকা চাইবে না | বরং ১০ টাকার কাজ টা ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে |
কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময় | এদিকে দুপুরের নাওয়া-খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না |
জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ঐ নীল আকাশে রং বেরঙের কত কী দেখে | দেখে না শুধু আপনাকে |
মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় | এভাবেই আপনার বয়স ৫০ পেড়িয়ে যাবে, স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে |
হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা🥲
আর হলো না পা মিলিয়ে সামনে হাটা, হলো না সন্তান বুকে নিয়ে ঘুমানো...💔
হলো টাকার পাহাড়, বিষের পাহাড়, বিষাদের পাহাড় | যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন, পিষে যাবে স্ত্রীর প্রেম, খসে যাবে আপনার যৌবন।

আজ আরাফার দিন সকলেই দোয়া করতে থাকেন।
14/06/2024

আজ আরাফার দিন সকলেই দোয়া করতে থাকেন।

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Aliza creative posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share