Kazi Rafsan

Kazi Rafsan বাবা, মায়ের একমাত্র রাজপুএ😏🫣
(1)

বিশ্বের প্রথম কিছু আবিষ্কার!'♥😵© ছবি সংগৃহীত ゚  ゚viral  ゚viralシ2023
19/11/2023

বিশ্বের প্রথম কিছু আবিষ্কার!'♥😵

© ছবি সংগৃহীত

゚ ゚viral ゚viralシ2023

লিজেন্ড রা বুজবে বাকিরা খুঁজবে 😁 ゚viralシ2023
19/11/2023

লিজেন্ড রা বুজবে বাকিরা খুঁজবে 😁

゚viralシ2023

বয়স দেখার আজব ক্যালেন্ডার হাতে পড়েছে, নিজের বয়স দেখেন সবাই ☹️🙁
06/11/2023

বয়স দেখার আজব ক্যালেন্ডার হাতে পড়েছে, নিজের বয়স দেখেন সবাই ☹️🙁

নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারেঃ*খাদ্য চাহিদাঃ১)২টা গাভী।২)৬টা মুরগী ১টা মোরগা।৩...
03/11/2023

নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারেঃ

*খাদ্য চাহিদাঃ

১)২টা গাভী।
২)৬টা মুরগী ১টা মোরগা।
৩)২বিঘা জমি ধান চাষ।
৪)একটা পুকুর।
৫)সবজি আঙিনা চাষ।

*বস্ত্র চাহিদা(উৎপাদন)ঃ

১)সেলাই ম্যাশিন(ম্যানোয়াল)।

*আদর্শ বাসস্থানঃ

১)বাড়ি সীমানা বেড়া/প্রাচীর দিয়ে ঘিরে দেয়া।
২)বাড়িতে উঠান রাখা।
৩)বাড়ির আঙ্গিনায় হালকা পাঁচ মিশালী সবজি চাষের ব্যাবস্থা করন।
৪)বাড়িতে টিউবয়েল স্থাপন/কুপ/হাউজ স্থাপন।
৫)সৌর বিদ্যুৎ শক্তি ও বায়োগ্যাস ব্যাবহার করা যেতে পারে।

*চিকিৎসাঃ

১)ফাস্ট এইড বক্স।
২)ঔষধি গাছ রোপন ও প্রয়োগ।
৩)নানা ঔষধি বই ও ম্যাটারিয়াল সংরক্ষন।
৪)কমন কিছু অসুস্থতা, যেমনঃ জ্বর, সর্দিকাশি,হাত,পা,বুক,মাথা ও শরীর ব্যাথা,কাটাছেড়া,চর্ম,চুলকানি এবং ঘাঁ ও ফোঁড়া ও গোটা ইত্যাদি বিষয়ের প্রাকৃতিক শুশ্রূষাময় প্রাচীন চিকিৎসা পদ্ধতি জেনে রাখা।

*শিক্ষাঃ

১)পারিবারিক লাইব্রেরী।
২)পারিবারিক হালাকা পয়েন্ট(যেখানে পারিবারিক ভাবে ইলম অর্জনের বা ইলম শেয়ারের ব্যাবস্থা থাকবে)
৩)মাদ্রাসা নির্মান।(সামাজিক ভাবে কয়েকটি পরিবার মিলে)।

Back to Nature Movement

একের ভিতর সব 😀 ゚viralシ
02/11/2023

একের ভিতর সব 😀




゚viralシ

If you want success in your life 🖤
01/11/2023

If you want success in your life 🖤

01/11/2023

Real food lover 😍

゚viral ゚viral

প্রায় ৬০% মানুষ একা একা কথা বলতে এবং ওইসব ঘটনা কল্পনা করতে আসক্ত যা কখনোই হবে না আর একে বলে " Maladaptive daydreaming"!🌸...
31/10/2023

প্রায় ৬০% মানুষ একা একা কথা বলতে এবং ওইসব ঘটনা কল্পনা করতে আসক্ত যা কখনোই হবে না আর একে বলে
" Maladaptive daydreaming"!🌸

ব্যক্তির কৃত আচরণেই তার প্রকৃতি প্রকাশ পায়! :একজন মানুষের আচরণ ভীষণ মেটার করে! ব্যক্তির আচরণেই হয় বিশ্ব জয়, আবার ব্যক্তি...
29/10/2023

ব্যক্তির কৃত আচরণেই তার প্রকৃতি প্রকাশ পায়!
:
একজন মানুষের আচরণ ভীষণ মেটার করে!
ব্যক্তির আচরণেই হয় বিশ্ব জয়, আবার ব্যক্তির আচরণেই হই তার মনুষ্য বিবেকের সাথে পরিচয়!


゚viral

24/10/2023

Wife vs husband ❤️‍🔥

কল্পনা ও বাস্তবতা দুটি ভিন্ন জিনিস। তবে যে কল্পনা জগত কে বাস্তবে রুপ দিতে পারে সে আসলেই অনন্য।🖤🖤 ゚viral
24/10/2023

কল্পনা ও বাস্তবতা দুটি ভিন্ন জিনিস। তবে যে কল্পনা জগত কে বাস্তবে রুপ দিতে পারে সে আসলেই অনন্য।🖤🖤


゚viral

এক মেয়ের পোষ্ট পড়লাম। পরের গুলো ভালোই ছিলো। কিন্তু প্রথম প্যারায় আটকে গেলাম।  লিখেছে ,স্বামী আবার বিদেশে পড়তে যাওয়ার অনু...
21/10/2023

এক মেয়ের পোষ্ট পড়লাম। পরের গুলো ভালোই ছিলো। কিন্তু প্রথম প্যারায় আটকে গেলাম।
লিখেছে ,স্বামী আবার বিদেশে পড়তে যাওয়ার অনুমতি দেয়ার কে?

ওদের সেরকম আন্ডারট্যান্ডিং আছে বলেই দুজন দুজনকে সাপোর্ট দিয়েছেন। মেয়েটা পড়তে গিয়েছে।

কিন্তু অনুমতি দেয়ার কেউ না? সিরিয়াসলি?

অতো আধুনিক হতে পারিনাই ,আলহামদুলিল্লাহ।

স্বামীর অনুমতি অবশ্যই আমার কাছে ১০০% প্রায়োরিটি এবং একই সাথে আমার স্বামীর কাছেও তাই।

ইনফ্লুয়েন্সার কিংবা এসব পোস্ট সাংসারিক জীবনে কি পরিমান প্রভাব ফেলছে তা বলার বাইরে।
চোখে দেখা ,স্বামীর চরিত্র ভালো ,বাজার করে বাচ্চা আছে কিন্তু স্বামী সারপ্রাইজ দেয় না ,রোমান্টিক না বলে ডিভোর্স দিছে।

একদিন আমার আইডি এক মেয়ে এক কাপলের ঘোরার ভিডিও শেয়ার দিয়ে লিখছে ,আমার এমন কপাল আছে ঘুরে বেড়াবো? "

পরে সেই কাপলের আইডি ঘুরে দেখলাম ,দেখি দুজনে অনেক জায়গায় ঘোরে ,ব্লগ বানায় ,ভিউ হয় এবং এটাই তাদের ইনকাম সোর্স।

আপনার যদি মনে হয় ঘোরাঘুরি জীবন তাহলে এমন একজন ব্লগারকে বিয়ে করতেন।

আমরা মেয়েরা সবাই অন্যের মতো করে কেন ভাবছি? কেন সারাক্ষন অন্যের ব্লগ ,মেকাপ আইফোন ওপেনিং এসব দেখে দেখে উনাদের ভিউ ও দিচ্ছি আবার নিজের মধ্যে হীনমন্যতা তৈরি করছি। সেগুলো নিয়ে নিজের মধ্যে না পাওয়া তৈরি করছি।

আপনি অনলাইনে যে পারফেকশনের চিত্র দেখেন হতে পারে এর চেয়ে আপনার সংসার বেশি পারফেক্ট।

আপনার সংসার আপনার নিজের মতো। বিশেষ করে যারা নতুন সংসার করছেন বা করবেন।যদি পরামর্শ লাগেই আমাদের ধর্মেও চুল নখ কাটা থেকে সব কিছুর ব্যাপারেই নির্দেশনা আছে।

দয়া করে এসব কথা চিন্তাভাবনা ,দামী জিনিসপত্র ,বাহারি লাইফস্টাইলের ছায়া আপনার সংসারে বা মনের উপরে পড়তে দিয়েন না।

কোথাও শুনেছিলাম, your love language is something you didn't receive as a child. অর্থাৎ ছোটবেলা আপনি যা থেকে বঞ্চিত হয়েছি...
19/10/2023

কোথাও শুনেছিলাম, your love language is something you didn't receive as a child. অর্থাৎ ছোটবেলা আপনি যা থেকে বঞ্চিত হয়েছিলেন, ঠিক সেই আচরণ গুলোই আপনি আপনার পছন্দের মানুষ থেকে এক্সপেক্ট করেন।
নিজেকে দিয়ে মিলিয়ে দেখলাম, আসলেই তাই।

যে ছোটবেলা পরিবারে অশান্তি দেখেছে, সে চায় একটা শান্ত প্রিয়জন, যে তার মনের অস্থিরতা দুর করবে।

যে বাবা মা থেকে শুনেছে, " এটা পারনা! ওটা পারনা!" সে চায় তার প্রিয়জন তার ছোট বড় সব achievement নিয়ে হই হুল্লোড় করুক, বিশাল আয়োজন করুক।

যার সারাজীবন কেটেছে অন্যের সাথে তুলনা করে, সে চায় প্রিয়জন তাকে সবার তুলনায় ভালো, সবার তুলনায় সুন্দর- এ জাতীয় প্রশংসা করুক।

যে ছোটবেলা নিজের ইমোশনালি আনস্টাবল পিতামাতার রাগ, অত্যাচার সামলেছে, সে আশা করে তার রাগ, কষ্ট কেও বুঝুক, দেখুক।

মলেস্টেড হওয়া ছোট শিশু বড় হয়ে একটা ছায়া চায় যে তাকে আগলে রাখবে এই নোংরা পৃথিবী থেকে।

ছোট থেকেই পরিবারের দায়িত্ব নেয়া "তুমি তো বেশ দায়িত্বশীল/ ম্যাচুর্ড" শোনা মানুষটা চায় এমন কাউকে যার কাছে একটু নেকামো করা যায়, যার সামনে শক্ত খোলসটা খুলে ফেলা যায়।

অতিরিক্ত আদরে থাকা "ফার্মের মুরগী" ডাক শোনা মানুষটা কারো উপর একটু ভাব খাটিয়ে একটা হর্তা-কর্তা সুলভ আচরণ করতে চায়।

এইযে ছোটবেলার ট্রমাগুলা আমাদের বড় বেলাকে এত গভীরভাবে নিয়ন্ত্রণ করে, এটা কেমন একটা অবিচার না? নিজের উপর তো বটেই, নিজের আশেপাশের সবার উপরও। আর আমরা তাও বলি, মানসিক স্বাস্থ্য একটা মিথ। এটা নিয়ে এত মাতামাতি করার কিছুই নেই। সবাই কষ্ট পায়, তুমিও পাও। নাহলে শক্ত হবে না, নাহলে মানুষ হবে না।
মানুষ হতে হলে শক্ত হওয়া কি আসলেই জরুরি?
cp

কারো ভালোলাগা এখানে আটকে যায় ❤️
13/10/2023

কারো ভালোলাগা এখানে আটকে যায় ❤️

জীবনে যদি বার বার পড়ে যান, তবে পথটাকে বদলান,স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছও তার পাতা বদলায়, জায়গা টা নয়।😊
13/10/2023

জীবনে যদি বার বার পড়ে যান, তবে পথটাকে বদলান,স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছও তার পাতা বদলায়, জায়গা টা নয়।😊

কোন কাজ টা করার সময় আপনার আবেগ কাজ করছিলো বিবেক কাজ করে নাই? 🙂 ゚viral
12/10/2023

কোন কাজ টা করার সময় আপনার আবেগ কাজ করছিলো বিবেক কাজ করে নাই? 🙂

゚viral

Address

Dhaka
Mirpur
DHAKA

Telephone

+8801320652727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Rafsan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Rafsan:

Videos

Share